• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
সৌদি ফেরত যাত্রীর ব্যাগে মিলল কোটি টাকার স্বর্ণ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর থেকে ৩২টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়েছে।  শুক্রবার (১৫ মার্চ) সকালে রফিকুল ইসলাম বকুল নামে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়। জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছেন রফিকুল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে কাস্টমস কর্মকর্তারা। এরপর তার দেহ তল্লাশি এবং ব্যাগেজ স্ক্যানিং করা কয়। এ সময় ব্যাগেজে স্বর্ণের মতো প্রতিচ্ছবি দেখা যায়। তার জুতার ভেতর, পোশাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এবং ব্যাগেজে ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ২২০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২২ লাখ টাকা।  কাস্টমস হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বলেন, উদ্ধার হওয়া স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। এ ছাড়া ওই যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
১৫ মার্চ ২০২৪, ১৭:২৪

মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় ৫ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।  বুধবার (১৩ মার্চ) বেলা ১১টায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।  দণ্ডপ্রাপ্তরা হলেন—সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইয়াহিয়া আমিন, যশোরের ঝিকরগাছার আমিনুর রহমান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মনিরুজ্জামান রনি, ঢাকার এলিফ্যান্ট রোডের জাহিদুল ইসলাম ও জহিুরুল ইসলাম। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৪ অক্টোবর আসামিরা ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকে একটি বাসে যাত্রীবেশে প্রায় ৪৪ কেজি স্বর্ণ পাচারের উদ্দেশে বেনাপোল যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ মানিকগঞ্জ সদর থানার পুলিশের সহায়তায় ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় বাস থেকে নেমে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের র‌্যাব ও পুলিশ আটক করে। দেহ তল্লাশি করে ২২৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৪৪ কেজি। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত এই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য নেন।  
১৩ মার্চ ২০২৪, ২১:৪৫

বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দরে স্বর্ণ
বিশ্ববাজারে আরেক দফা বেড়ে সর্বকালের সর্বোচ্চ দরে পৌঁছেছে স্বর্ণের দাম। শুক্রবার (৮ মার্চ) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২১৬৮ ডলার ২৮ সেন্টে। দিনের শুরুতে যা ছিল প্রায় ২ হাজার ১৭১ ডলার।  একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ২ হাজার ১৭৫ ডলার ৫০ সেন্টে। এর আগে, স্বর্ণের দাম কখনো এতো দেখেননি বিশ্ববাসী। সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ৪ দশমিক ১ শতাংশ। এর আগে, ২০২৩ সালের ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ২ হাজার ১৫২ ডলারে। যা ছিল ওই সময় পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ দাম। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে। ব্যাংক অব আমেরিকার গুরুত্বপূর্ণ ধাতু গবেষণার প্রধান মাইকেল উইডমার বলেছেন, স্বর্ণের চাহিদা ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। সূত্র: সিএনবিসি
০৯ মার্চ ২০২৪, ১১:১৮

কোমরে লুকিয়ে কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা
চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ আল মামুন মণ্ডল (২৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।  গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নাস্তিপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে তাকে ধাওয়া করে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আটক আল মামুন মণ্ডল দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মুজিবর মণ্ডলের ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আটক চোরাকারবারিকে দর্শনা থানায় সোপর্দ ও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
০৮ মার্চ ২০২৪, ২১:০২

এশিয়া কাপ আর্চারিতে দুটি স্বর্ণ হাতছাড়া করলো বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারির চারটি ইভেন্টে পদক জয়ের জন্য লড়াই করেছিল বাংলাদেশ। এরমধ্যে দু’টি ইভেন্টে স্বর্ণ আর দু’টিতে ব্রোঞ্জ পদক। তবে দুই স্বর্ণের লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে রুপা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর ব্রোঞ্জের দুই লড়াইয়ে একটিতে জিতেছে আরেকটি ইভেন্টের খেলা পরে অনুষ্ঠিত হবে। রবিবার (২৫ ফেব্রুয়ারিÑ ইরাকের রাজধানী বাগদাদে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ স্বর্ণের লড়াইয়ে ভারতের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরেছে। যদিও ফাইনালে বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল।  বাংলাদেশের তিন আর্চার আলিফ আব্দুর রহমান, সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল প্রথম সেটে ৫৫ স্কোর করেছেন। বিপরীতে ভারতীয় আর্চাররা ৫৪ স্কোর করলে বাংলাদেশ প্রথম সেট জিতে এগিয়ে গিয়েছিল। এরপর প্রতিদ্বন্দ্বিতা হলেও জিততে পারেনি মার্টিন ফ্রেডরিকের দল। সবশেষ চতুর্থ সেটে ভারত ৫৬ আর বাংলাদেশ ৫৩ স্কোর করলে ৬-২ সেট পয়েন্টে স্বর্ণ হাতছাড়া হয় বাংলাদেশের। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ হারানোর কয়েক মিনিটের মধ্যেই রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে খেলেন সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী। জিততে পারেননি তারা। মিশ্র ইভেন্টে ভারত টানা তিন সেট জিতে ৬-০ সেট পয়েন্টে স্বর্ণ নিশ্চিত করেছে। এর আগে দিনের শুরুতেই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। রিকার্ভ নারী দলগত ইভেন্টে স্বাগতিক ইরাকের বিপক্ষে বাংলাদেশ সরাসরি ৬-০ সেটে জয়লাভ করে। বাংলাদেশ রিকার্ভ নারী দলে খেলছেন দিয়া সিদ্দিকী, শিমা আক্তার ও নিশা ফাহমিদা সুলতানা।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮

সিগারেটের প্যাকেট থেকে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া সিগারেটের প্যাকেট থেকে দেড় কেজির বেশি ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ যৌথভাবে বিমানবন্দরের কনভেয়ার বেল্ট থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে। বিমানবন্দর সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ১৪টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।  সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি কনভেয়ার বেল্টে মালিকবিহীন সিগারেটের প্যাকেটটি কয়েকবার ঘোরার পর সন্দেহ হলে সেটি খুলে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে কেউ এসব স্বর্ণ এনেছেন। 
২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪০

বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের সঙ্গে লুবাবা
আলোচিত ও সমালোচিত শিশু সেলিব্রেটি সিমরিন লুবাবাকে এবার দেখা গেল বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের সঙ্গে। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে এ খবর আরাভ নিজেই জানিয়েছেন। নিজেই ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন আরাভ। সেখানে লুবাবার সঙ্গে দেখা গেছে তাকে। ওই ভিডিওতে দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন আরাভ-লুবাবা। সেসময় আরাভ জানান লুবাবারা পুরো পরিবার তার বাড়িতে বেড়াতে এসেছে। আরাভ খান লুবাবার দাদা আবদুল কাদেরকে নিয়ে বলেন, আজকে আমি এমন একজনের সঙ্গে কথা বলছি, যার দাদুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আঙ্কেল আমার বাসায় আসতেন আমি আঙ্কেলের বাসায় যেতাম। সেক্ষেত্রে লুবাবা এসেছে পুরো পরিবার নিয়ে আমার বাসায় বেড়াতে। আরাভের কথার সুত্র ধরে লুবাবা জানায়, আরাভ প্রতি সপ্তাহে তিনবার প্রবাসীদের রান্না করে খাওয়ায়। তাই এই সপ্তাহে লুবাবা আরাভের সঙ্গে মিলে রান্না করবে এবং রান্না প্রবাসীদের খাওয়াবে। ওই ভিডিওতে আরাভকে বলতে শোনা যায়, প্রবাসীরা পরিবার থেকে দূরে থাকে তাই তাদের জন্য একটা ঘরোয়া রান্না করা হয়, এই সংখ্যাটা ১০ জন, ২০ জন বা যে সংখ্যাই হতে পারে।  প্রসঙ্গত, গত বছরের মার্চে সংযুক্ত আরব আমিরাতে জুয়েলার্সের দোকান উদ্বোধনের জন্য বাংলাদেশ থেকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ তরুণ প্রজন্মের কয়েকজনকে আমন্ত্রণ জানালে আলোচনায় উঠে আসেন আরাভ। তখন জানা যায়, ২০১৮ সালে রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মামুন ইমরান খান খুনের মামলার আসামি তিনি। তারপরই তাকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা।
১৮ জানুয়ারি ২০২৪, ১৯:০৯

কোন দেশে কতটুকু স্বর্ণ মজুত (তালিকা)
বিশ্বে স্বর্ণের মজুতে এগিয়ে থাকা ২০টি দেশের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া। তালিকায় শীর্ষ আমেরিকা এবং নিচে রয়েছে স্পেন। স্বর্ণের মজুতে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন স্বর্ণ মজুত আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ৩ হাজার ৩৫২ দশমিক ৬৫ টন স্বর্ণ নিয়ে দ্বিতীয় অবস্থানে জার্মানি, ২ হাজার ৪৫১ দশমিক ৮৪ টন স্বর্ণ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি, ২ হাজার ৪৩৬ দশমিক ৮৮ টন স্বর্ণ নিয়ে চতুর্থ ফ্রান্স, ২ হাজার ৩৩২ দশমিক ৭৪ টন স্বর্ণ নিয়ে পঞ্চম রাশিয়া এবং ২ হাজার ১৯১ দশমিক ৫২ টন স্বর্ণ নিয়ে ষষ্ঠ অবস্থান রয়েছে চীন। এ ছাড়া স্বর্ণ মজুত তালিকায় যথাক্রমে সুইজারল্যান্ড, জাপান, ভারত, নেদারল্যান্ডস, তুরস্ক, তাইওয়ান, উজবেকিস্তান, পর্তুগাল, পোল্যান্ড, সৌদি আরব, যুক্তরাজ্য, কাজাখস্তান, লেবানন ও স্পেন রয়েছে।
১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯

সিসিটিভি ফুটেজ জব্দের ৩ দিনেও উদ্ধার হয়নি শত ভরি স্বর্ণ
সিসিটিভি ফুটেজ জব্দের তিন দিনেও উদ্ধার হয়নি ফেনীতে দিনদুপুরে লুট হওয়া সেই শত ভরি স্বর্ণ। এ নিয়ে আতঙ্কে দিন কাটছে জেলার  ফাজিলপুর ইউনিয়নের রহিম উল্লাহ বাজারের স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ দোকানিদের। শনিবার (১৩ জানুয়ারি) তারা জানান, দোকানের সামনে এবং আশপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো। এরপরও দিনদুপুরে শাটারের তালা ভেঙে শত ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। তারপর পুলিশ এসে সিসিটিভি ফুটেজ জব্দের তিন দিনেও উদ্ধার হয়নি এসব স্বর্ণ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই বাজারের আলাদিন জুয়েলার্সের চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও তালা ভেঙে ভেতরে ঢুকে অন্তত ১০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক আলাউদ্দিন বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরের খাবার খেতে বাড়ি যাই। আড়াইটার দিকে দোকানে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। ভেতরে ঢুকে দেখি অন্তত ১০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে চোরেরা। তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানিয়েছি। কিন্তু দুই দিনেও চুরির মালামাল উদ্ধার হয়নি। এ ঘটনার পর থেকে আমরা বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে আছি।  এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। আমাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ফুটেজে দুই জন বাইরে পাহারায় থেকে তালা ভেঙেছে, একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরি করার দৃশ্য রয়েছে। দ্রুত সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৫৫

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি স্বর্ণ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিটের নিচে পাওয়া গেল ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ। যার বাজারমূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।  শনিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা ওই ফ্লাইটে এসব স্বর্ণ পাওয়া যায়। সংক্ষিপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়। এতে বলা হয়, সকাল ৮টা ৪০ মিনিটে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিত যৌথ অভিযান পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (BG-152) ভেতর থেকে তল্লাশির মাধ্যমে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে।
১৩ জানুয়ারি ২০২৪, ১৪:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়