• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বিএনপিকে ক‌ঠোর হ‌স্তে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
আন্দোল‌নের না‌মে বিএনপি আবারও নাশকতার চেষ্টা ক‌রলে ক‌ঠোর হ‌স্তে দমন করা হ‌বে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মধুবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের জন্য দল গুছিয়ে বিএনপির কোনো লাভ নেই। মানুষ আর তাদের সঙ্গে নেই। বাংলাদেশের মানুষ আগুনসন্ত্রাস-জঙ্গিবাদকে পছন্দ করে না। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা জামিন আমাদের হাতে নেই। সেটি আদালতের বিষয়। তারা যদি আবারও অগ্নিসংযোগ, ভাঙচুর চালায় তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিত্যপণ্য মজুতের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, রমজান উপলক্ষে অবৈধভাবে নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অবৈধভাবে নিত্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী সেই অনুযায়ী কাজ করছে। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করার দরকার তাই করা হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।   
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮

মিয়ানমার সীমান্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি চুন্নুর
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, মিয়ানমারের সংঘাত ইস্যুতে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নিয়েছে। সরকার ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছে। ধৈর্য ধরব, ঠিক আছে। কিন্তু ধৈর্য কতটুকু ধরব? দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ না নিলে বড় সমস্যা হয়ে যাবে। মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে সংসদে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দরকার। বুধবার সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। তবে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠকে উপস্থিত ছিলেন না। মুজিবুল হক বলেন, মিয়ানমারের পরিস্থিতি এমন যে, ওখানকার গুলিতে দুইজন মারা গেছেন। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৬৪ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে ঢুকতে বাধ্য হয়েছে। তারা আত্মসমর্পণ করে বিজিবির তত্ত্বাবধানে রয়েছে। আরাকানদের সঙ্গে যুদ্ধটা যেভাবে শুরু হয়েছে তাতে মনে হচ্ছে, এটি অনেক দীর্ঘ হবে। যদি তা-ই হয়, তাহলে ১২ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে দেওয়ার বিষয় অনেকটা অনিশ্চিত। দেখা যাবে, এমনভাবে লোক আসবে যে, আমরা পুশব্যাক করেও পারব না বলে শঙ্কা প্রকাশ করেন চুন্নু।  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়