• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে স্বপন চৌধুরীর নতুন চ্যালেঞ্জ (ভিডিও)
দেশের শীর্ষ ইভেন্ট অর্গানাইজিং প্রতিষ্ঠান অন্তর শোবিজ। বাংলাদেশে অসংখ্য সফল আন্তর্জাতিক ও জাতীয় ইভেন্টের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। বলিউড বাদশা শাখরুখ খান লাইভ ইন্ ঢাকা, আদনান সামী লাইভ, অনুপম রায়, নচিকেতা, বম্বে ভাইকিং, মুহিত চৌহান, শ্রেয়া ঘোষল, কুমার সানু, সনু নিগম, সুনিধি চৌহান, ইন্ডিয়ান আইডল, পাকিস্তানি ব্যান্ড জুনুনের কনসার্ট গুলো অন্তর শোবিজের ব্যাপক সফল ইভেন্ট। শুধু আন্তর্জাতিক পারফর্মারাই নয়, তার এসব কনসার্টেই পারফর্ম করেন বাংলাদেশের নগরবাউল জেমস, এলআরবি, সোলস, ফিডব্যাক, ওয়ারফেজ, আজম খানসহ দেশের জনপ্রিয় ব্যান্ড এবং সংগীত তারকারা। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূতি উপলক্ষে গতবছর রাজধানীর হাতিরঝিলে অন্তর শোবিজ'এর ড্রোন শো ছিল আরেক সাফল্য। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী এবার হাত দিয়েছেন চলচ্চিত্র নির্মাণে। সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে চলছে তার প্রথম সিনেমা ‘অপারেশন জ্যাকপট'এর নির্মাণ কাজ। এই চলচ্চিত্রের প্রযোজকের দায়িত্ব পালন করছে তার প্রতিষ্ঠান অন্তর শোবিজ। ছবিটির প্রথমভাগের শুটিং চলছে এফডিসিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল ‘অপারেশন জ্যাকপট’। সেটাই বড় আয়োজনে তুলে ধরা হবে রুপালি পর্দায়। স্বপন চৌধুরী বলেন, দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ‘অপারেশন জ্যাকপট’ এ কাজে লাগাচ্ছি। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। তাই নিজেই প্রতিদিন শুটিংয়ে থাকছি। ইভেন্টের কাজ করেছি তিন দশকেরও বেশি সময়। শোবিজের মোটামুটি সবই আমার জানা। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতাও রয়েছে। সেই অভিজ্ঞতাই সিনেমায় দেয়ার চেষ্টা করছি। আশা করছি অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের নিয়মিত দর্শকসহ আকৃষ্ট করবে সবমহলের দর্শকদের। এই ছবির কাজ শেষে চলতি বছরেই তিনি আরও একটি সিনেমা নির্মাণের কথা জানিয়েছেন। এই ছবিতে এক ভিন্ন রুপে দেখা যাবে আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের স্বনামখ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব চৌধুরী। ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করছেন, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, নীরব, ইমন, নাদের চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরুসহ অনেকেই। ঢাকার এফডিসিসহ বিভিন্ন লোকেশনে প্রথম লটের শুটিং শেষে বাকি শুটিং হবে গাজীপুরের বিভিন্ন স্পটসহ দেশের চার সমুদ্রবন্দরে। এছাড়া ভারত এবং ফ্রান্সের কিছু লোকশন নির্বাচন করা হয়েছে সিনেমার কাহিনি অনুসারে।
১১ জানুয়ারি ২০২৪, ১৬:৪০

আচরণবিধি লঙ্ঘন, জামিন পেলেন এমপি ফিরোজ 
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের করা মামলায় জামিন পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের নৌকা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আশিকুর রহমান শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। সাতক্ষীরা আদালতের পরিদর্শক মেহেদি হাসান জানান, এমপি স্বপন কলারোয়া থানার একটি জিআর মামলার আসামি। বুধবার দুপুরে তিনি আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন দিয়েছেন। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা হয়। ভোটের ঠিক দুই দিন আগে ৫ জানুয়ারি নির্বাচন কমিশনের নির্দেশে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ওহিদ মুরাদ বাদি হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন। এর আগে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে স্বপন আওয়ামী লীগ ব্যতীত অন্য দলের ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। অন্যথায় বিপদে ফেলার হুমকিও দেওয়া হয়।  তার এই বক্তব্যকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন দাবি করে ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটিতে অভিযোগ করেন জাপা প্রার্থী সৈয়দ দিদার বখত ও আ.লীগের স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব। পরে ওই অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচন কমিশনের নির্দেশে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
০৯ জানুয়ারি ২০২৪, ২২:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়