• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সই লাগবে না ভোটারের, বাড়ল জামানত
নির্বাচন কমিশন (ইসি) আগামী মে মাসে হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধিমালায় কিছু সংশোধন এনেছে। একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধানও বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করেছে সংস্থাটি। আগামী উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর হবে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। এর বাইরে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণবিধিমালায় আরও কিছু সংশোধনী আনা হয়েছে।  সংশোধিত বিধি অনুযায়ী, প্রার্থীদের জামানত রক্ষায় প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। এতদিন তা ছিল প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ। এ ছাড়া এবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে অনলাইনে। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা জনসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে পারবেন। প্রার্থীরা সাদাকালোর পাশাপাশি রঙিন পোস্টার ও ব্যানার করতে পারবেন। বিধিতে নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে ইসির ক্ষমতা স্পস্ট করা হয়েছে। আগামী মে মাসে ৪ ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি। প্রথম ধাপে আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোট হবে।
২০ মার্চ ২০২৪, ১৩:৪৯

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন নাসরিন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যেনো আলোচনা ও উন্মাদনা শেষ নেই। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে শিল্পীদের মাঝে উত্তেজনা। ইতোমধ্যেই নতুন-পুরোনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলেছেন। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে নির্বাচনের নতুন তারিখ। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে লড়বেন অভিনেত্রী নাসরিন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে আলাপকালে এ কথা জানান নাসরিন নিজেই। তিনি বলেন, আমি স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে আমি থাকতে চাই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি অনেক আশাবাদী। এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানে জয়লাভ করেছি। কথা প্রসঙ্গে নাসরিন বলেন, গত নির্বাচনেও আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি। একটি প্যানেল আমাকে নির্বাচন করতে বাধা দেয়। আমি তাদের নাম বলতে চাই না। এবার আর পিছু হাঁটতে চাই না। শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়ব। প্রসঙ্গত, শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মিটিং ছাড়াই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার। নতুন এই তারিখ ঘোষণায় বিস্মিত গত দুই মেয়াদের সাবেক সভাপতি মিশা সওদাগর। নতুন তারিখের ফলে আর্থিক ক্ষতিসহ বহু সমস্যার মোকাবিলা করতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বরাবর চিঠি দিয়েছেন এই অভিনেতা।
১৪ মার্চ ২০২৪, ১৬:৩৯

উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, আটক ৮
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।  শনিবার (৯ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে জেলার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন (চশমা প্রতীক), জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল আলম (আনারস প্রতীক) ও জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করা মো. বিল্লাল মিয়া (ঘোড়া প্রতীক)। চেয়ারম্যান প্রার্থী বিল্লাল মিয়া অভিযোগ করে বলেন, সকালে ভোট শুরুর কিছুক্ষণ আগে তিনি নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আরেক চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল উদ্দিনের (চশমা প্রতীক) সমর্থক, জেলা যুবলীগের সভাপতি প্রার্থী হাসান সারোয়ারের নেতৃত্বে কয়েকজন তাকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। একপর্যায়ে তারা হামলা চালিয়ে চড়-থাপ্পর ও কিল-ঘুষি মারে বলে জানান তিনি। তবে প্রার্থী বিল্লার মিয়ার ওপর নিজের সমর্থকদের হামলা চালানোর বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, ভোটকেন্দ্রের বাইরে এক প্রার্থীর সঙ্গে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, হামলার ঘটনায় জিজ্ঞসাবাদের জন্য ঘটনাস্থল থেকে হাসান সারোয়ারসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৩ সালের ২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার মারা যান। এতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে জেলার নয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন পরিষদের ১ হাজার ৩৮৪ জন জনপ্রতিনিধি ভোটাধিধিকার প্রয়োগ করবেন।
০৯ মার্চ ২০২৪, ১৩:২১

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বিস্ফোরণ, ঝরে গেল ২৫ প্রাণ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের পিশিন শহরে আসফান্দ ইয়ার খান কাকার নামে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পিশিনের খাজোনি এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না আসফান্দ। ফলে সৌভাগ্যক্রমে অক্ষত আছেন তিনি। এ ঘটনায় আহতও হয়েছেন অনেকে। তাদের সবাইকে খানোজাই তেহসিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. হাবিব। প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পাকিস্তানজুড়ে শুরু হবে ১৬তম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচন ঘিরে বেশ কয়েক মাস ধরেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। গত কিছুদিনে যা সহিংসতায় রূপ নিয়েছে। সর্বশেষ ভোটের আগের দিন প্রাণহানির এমন ঘটনায় আরও এক ধাপ চড়ল নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ।   পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইতোমধ্যে এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসিপির এক কর্মকর্তা।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫২

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মেহেদীকে প্রতীক বরাদ্দের নির্দেশ
নওগাঁ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী মেহেদী মাহমুদ রেজার মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহাঙ্গীর আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯ দিন আগে ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আমিনুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে আসটিতে ভোট স্থগিত করা হয়েছিল। পরে গত ৪ জানুয়ারি আসনটিতে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি আসনটি ভোট হবে। আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, পুনঃতফসিলের পর প্রয়াত আমিনুল হকের নাতি মেহেদী মাহমুদ রেজা গত ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ১ শতাংশ ভোটারের সমর্থনসংক্রান্ত জটিলতায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দেন। এরপর তিনি আপিল করলে ২৪ জানুয়ারি তা খারিজ করে দেয় নির্বাচন কমিশন। পরে তিনি হাইকোর্টে রিট করেন।
৩০ জানুয়ারি ২০২৪, ২৩:৪৯

স্বতন্ত্র এমপিরা আওয়ামী লীগেই থাকতে চান
স্বতন্ত্র এমপিরা আওয়ামী লীগেই থাকতে চান বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৮ জানুয়ারি) রাতে গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র এমপিরা স্বতন্ত্রই থাকবেন। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন। এ কথাটাই আমাদের সংসদ নেতা দলের সভাপতি শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছেন। আর স্বতন্ত্র এমপিরা আওয়ামী লীগেই থাকতে চান বলে জানিয়েছেন। ভিন্ন কোনো নামে পরিচয় দিতে গেলে তাদের আবেগ আহত হবে। তিনি বলেন, দ্বাদশ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন মার্কার কিছু সংঘাত, সহিংসতা ও অন্তঃকোন্দল ছিল। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এটা আর হতে দেওয়া যাবে না। সবাইকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  তিনি আরও বলেন, নারী সংরক্ষিত আসনে ব্যাপারে সংসদ নেতা শেখ হাসিনা যাদের মনোনীত করবেন তাদের প্রতি স্বতন্ত্রদের সমর্থন থাকবে, তারা সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।   স্বতন্ত্র এমপিরা কোন হুইপের আওতায় থাকবেন জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, চিফ হুইপ সংসদ নেতার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৯টি আসনের ফলাফলে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। আর ৬২টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপর ৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একদিন পর ১১ জানুয়ারি শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে সরকারপ্রধানের দায়িত্ব নেন।
২৯ জানুয়ারি ২০২৪, ০২:৫৭

স্বতন্ত্র এমপিদের সঙ্গে সন্ধ্যায় বসবেন প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ২৪ জানুয়ারি আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে চলতি বছরের ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্রদের এমপিদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। সম্প্রতি স্বতন্ত্রদের একটি অংশ জোটবদ্ধ হয়ে প্রধান বিরোধী দল হওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয় তারাই সংসদে বিরোধী দল হচ্ছে।  গত ১৮ জানুয়ারি গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) বিরোধীদলীয় নেতাও নির্বাচন করে জাতীয় পার্টি। এ ছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা এবং মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। তবে বিরোধী দল কারা হচ্ছেন আনুষ্ঠানিকভাবে এখনও কোনো নির্দেশনা আসেনি।  উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এদিন থেকে শুরু হবে দ্বাদশ সংসদের পাঁচ বছরের মেয়াদ, যা শেষ হবে ২০২৯ সালের ২৯ জানুয়ারি।
২৮ জানুয়ারি ২০২৪, ১৪:১১

গণভবনে ডাক পেলেন স্বতন্ত্র এমপিরা
দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের (এমপি) গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৮ জানুয়ারি (রোববার) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সব সতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র সংসদ সদস্যদের শুভেচ্ছা গ্রহণ করবেন। এদিকে বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ নবনিযুক্ত হুইপরা। দ্বাদশ সংসদের হুইপরা হলেন—ইকবালুর রহিম (দিনাজপুর-৩ আসন), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২ আসন), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২ আসন), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মুর্তজা (নড়াইল-২ আসন)। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৯টি আসনের ফলাফলে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৬২টি আসনে স্বতন্ত্ররা জয়ী হয়েছেন।
২৪ জানুয়ারি ২০২৪, ২২:১৬

ফিল্মি স্টাইলে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পেটালেন আওয়ামী লীগ নেতা
গাজীপুরের কালিয়াকৈরে আনোয়ার নামের স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ফিল্মি স্টাইলে পেটালেন ফরহাদ শিকদার নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা।  রোববার (২১ জানুয়ারি) নির্যাতনের ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রতনপুর এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে। জানা গেছে, রতনপুর এলাকায় বিগত কয়েক বছর ধরেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের অফিস রয়েছে। প্রতিদিনের মতো শনিবার রাতে অফিসে বসে আনোয়ার, উপজেলা আওয়ামী মৎস্যজীবী সদস্য শামসুল ইসলাম মিলন, মনির, বাদশাসহ আরও অনেকে আলাপ আলোচনা করছিলেন। হঠাৎ করে অফিসের ভেতরে মৌচাক ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য ফরহাদ সিকদার হাতে লোহার পাইপ নিয়ে প্রবেশ করে ফিল্মি স্টাইলে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর নির্যাতন চালায়। আর এ নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  উপজেলা মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ফরহাদ শিকদার জানান, মারামারির বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। মন্ত্রী আমাদের ভালো লোক। আমার ইউনিয়নে আমি শান্তি চাই। নির্যাতনের শিকার আনোয়ার বলেন, ট্রাকের নির্বাচন করেছিস বলেই লাঠি দিয়ে আমাকে আঘাত করা হয়েছে। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় আমাকে। স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল জানান, নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় আমার নেতাকর্মীদের নির্যাতন চালাচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, মারামারির ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর-১ আসনে সংসদ নির্বাচনে সাতজন প্রার্থী হোন। নৌকা প্রতীক পেয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তার প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ট্রাক প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনে নৌকা প্রতীক ১ লাখ ৯ হাজার ভোট পেয়ে বিজয় হয়। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ৯২ হাজার ৭শ ৮৮ ভোট পায়। স্বতন্ত্র প্রার্থী পরাজয়ের পরপরই বিভিন্ন ওয়ার্ড মহল্লায় তার নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন।
২১ জানুয়ারি ২০২৪, ১৩:২৯

স্বতন্ত্র জোটের শঙ্কা, তবুও আশায় জাপা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। কিন্তু সংসদের প্রধান বিরোধী দল কারা হবে, সেট এখনও নিশ্চিত নয়। একদিকে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য, অন্যদিকে জাতীয় পার্টির মাত্র ১১ জন এমপি। ফলে স্বতন্ত্ররা এক জোট হলে কপাল পুড়তে পারে জাপার। তবে আশা ছাড়ছে না দলটি। সংসদের প্রধান বিরোধী দল হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আরও পড়ুন : এমপি হয়েই নতুন চলচ্চিত্রে ফেরদৌস   গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। এরপর সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর একাদশ সংসদে প্রধান বিরোধী দল থাকা জাতীয় পার্টি (জাপা) জয় পেয়েছে মাত্র ১১টি আসনে। এমন ভরাডুবির পরও দলটির আশা দ্বিতীয়বারের মতো তাদেরই বিরোধী দলের আসনে বসাবে সরকার। জাতীয় পার্টির নবনির্বাচিত এক এমপি নাম প্রকাশ না করার শর্তে বলেন, জি এম কাদেরকে বিরোধী দলের নেতা এবং জাপাকে সংসদের প্রধান বিরোধী দল করার আশ্বাসে বিএনপিহীন নির্বাচনে অংশ নিয়েছিল দলটি। এতে বন্ধুপ্রতিম একটি দেশের সম্পৃক্ততা রয়েছে। এ কারণে জি এম কাদের বিরোধী দলের নেতা হবেন।  এদিকে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, স্বতন্ত্ররা সংখ্যায় বেশি হলেও তারা তো কোনো রাজনৈতিক দল নয়। যেহেতু জাতীয় পার্টি রাজনৈতিক দল, তাই আমরাই বিরোধী দল হবো। আরও পড়ুন : কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন অঙ্কিতা   অন্যদিকে আওয়ামী লীগের পদে থাকা স্বতন্ত্র এমপিরা জোট করে বিরোধী দল হতে পারে বলে শপথের দিন আভাস দিয়েছিলেন কয়েকজন। টানা তৃতীয়বারের মতো ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছিলেন, ‘এখনও বিরোধী দল গঠন হয়নি। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। আমরা জোট অবশ্যই করব।’ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের স্বতন্ত্র এমপি আবদুচ ছালাম বলেন, ‘শেখ হাসিনা সিদ্ধান্ত দিলে স্বতন্ত্র জোটে যাব। দলের সিদ্ধান্তের বাইরে নই।’ একই কথা বলেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র এমপি এম এ মোতালেব। এদিকে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, স্বতন্ত্ররা যদি জোট করে স্পিকারের কাছে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের জন্য আবেদন করেন এবং তিনি সেটি গ্রহণ করেন, তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে পারবে না। এক্ষেত্রে ৬২টি জন স্বতন্ত্র সদস্য ওই জোটে না থাকলেও কোনো সমস্যা নেই। জাতীয় পার্টি থেকে নির্বাচিত সদস্যদের চেয়ে জোটের সদস্য বেশি হলে তারাই হবে বিরোধী দল। এখন নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা জোট করেন কিনা, সেটি দেখার বিষয়। আরও পড়ুন : তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড়   এ বিষয়ে জানতে চাইলে সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, সংবিধানে বিরোধী দল গঠনের বিষয়ে কিছু বলা নেই। এবার স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন ৬২ জন। তারা যদি গ্রুপ বা জোট করে আসে, স্পিকারের কাছে যদি আবেদন করেন, তবে ওই জোট বা গ্রুপই বিরোধী দল হবে, এতে কোনো বাধা নেই। এর আগে, ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী ১৬ জন স্বতন্ত্র প্রার্থী মিলে হাজী সেলিমের নেতৃত্বে একটি জোট তৈরি করেছিলেন। সেই জোটকে আনুপাতিক হারে তিনজন সংরক্ষিত নারী সদস্যের কোটাও দেওয়া হয়েছিল। সাড়ে তিন বছর পরে অবশ্য সেই জোটের নেতা হাজী সেলিমসহ বেশিরভাগ সদস্য আওয়ামী লীগে ফিরে যান। এ ছাড়া ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে ২৫১টি আসনে জয় পেয়েছিল। অন্যদিকে জাসদের নেতৃত্বে কম্বাইন্ড অপজিশন পার্টি পেয়েছিল ১৯টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছিল ২৫টি আসন। এ ছাড়া জাসদ তিনটি এবং ফ্রিডম পার্টি দুটি আসন পায়। সেসময় ফ্রিডম পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থন নিয়ে আ স ম আব্দুর রব সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছিলেন।
১৪ জানুয়ারি ২০২৪, ১২:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়