• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক
বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও বিশ্বকাপজয়ী মুশতাক আহমেদ। জানা গেছে, তিনি এই মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের আগে দলের সাথে যোগ দেবেন এবং ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন। মুশতাক আহমেদ বলেন, স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারাটা আমার জন্য অনেক গর্বের। আমি এই ভূমিকার জন্য উন্মুখ এবং আমার অভিজ্ঞতা খেলোয়ারদের দিতে চাই, কারণ তারা খুব কোচযোগ্য এবং আমি সবসময় বিশ্বাস করি যে তারা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলগুলির মধ্যে একটি। তারা যে কাউকে হারাতে পারে কারণ তাদের সামর্থ্য, সম্পদ এবং প্রতিভা রয়েছে। আমি চেষ্টা করব তাদের মধ্যে সেই বিশ্বাস জাগিয়ে তুলতে। দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।  প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ডের এবং ২০১৮ ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ৫৩ বছর বয়সী এই ক্রিকেটার।  
১৬ এপ্রিল ২০২৪, ২০:১৭

হার্টলির স্পিন ঘূর্ণিতে হায়দ্রাবাদ টেস্টে বিধ্বস্ত ভারত
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেও হারের স্বাদ পেয়েছে ভারত। হার্টলির স্পিন ঘূর্ণিতে স্বাগতিকদের ২৮ রানে হারিয়েছে সফরকারীরা। এতে ১-০ তে সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। হায়দ্রাবাদ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৪৬ রান তুলতে পারে ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৩৬ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ৪২০ রান তুললে ২৩১ রানের লক্ষ্য পায় রোহিত শর্মার দল। জবাবে দিতে নেমে ২০২ রানে অলআউট হয় ভারত। এতে ২৮ রানের জিতেছে ইংলিশরা। ম্যাচ সেরা হয়েছেন টম হার্টলি। জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। তবে ইনিংস বড় করতে পারেনি জয়সওয়াল। ৩৫ বলে ১৫ রান করে আউট হন এই বাঁহাতি ওপেনার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি শুভমান গিল। ২ বলে শূন্য রান করেন তিনি। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রোহিত শর্মা। ৫৮ বলে ৩৯ রান করে টম হার্টলির বলে লেগ বিফোরে কাটা পড়েন তিনি। ইনিংস বড় করতে পারেননি রাহুলও। ৪৮ বলে ২২ রান করে রুটে শিকার হন এই ডান হাতি ব্যাটার। ৪২ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল। আরেক ভারতীয় তরকা ব্যাটার শ্রেয়াস আইয়ার ফেরেন ৩১ বলে ১৩ রান করে। ২ রান বরে জাদেজা রান আউট হলে, ভারতীয় শিবিরে হাল ধরেন শ্রীকার ভারাত ও রবিচন্দ্র অশ্বিন। ৫৯ বলে ২৮ রান করে হার্টলির বলে বোল্ড আউট হলে চাপে পড়ে ভারত। ৮৪ বলে ২৮ রান করে ফেরেন অশ্বিনও। শেষ দিকে মোহাম্মদ সিরাজ ৩০ বলে ১২ রান করে আউট হলে ২০২ রানে অলআউট হয় ভারত। এতে ২৮ রানের জয় পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সাত উইকেট শিকার করেন হার্টলি। এ ছাড়াও জো রুট ও জ্যাক লিচ একটি করে উইকেট শিকার করেন।
২৮ জানুয়ারি ২০২৪, ১৮:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়