• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
আইপিএলের টাইটেল স্পন্সর হতে যত রুপি খরচ হলো টাটার
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবার শীর্ষে রয়েছে ভারতে আইপিএল। এই আসর থেকে প্রতি বছর হাজার কোটি টাকা আয় করে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান গুলো তাদের প্রচারের জন্য কোটি কোটি টাকার ব্যয় করে থাকে এই টুর্নামেন্টে।  যেমন প্রতি মৌসুমে ৩৬৫ কোটি রুপি করে দেওয়ার চুক্তিতে ২০২২ সালে আইপিএলে প্রথমবারের মতো টাইটেল স্পন্সর হয়েছিল টাটা। দুই বছর এই চুক্তি সম্পন্ন করার পর এবার নতুন করে তাদের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়াল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার আর দুই বছর নয়, আগামী পাঁচ বছরের জন্য আইপিএলে টাইটেল স্পন্সরশিপ নিয়েছে টাটা। তার জন্য ভারতের এই জনপ্রিয় কোম্পানিকে খরচ হচ্ছে ২ হাজার ৫০০ কোটি রুপি। অর্থাৎ প্রতি মৌসুমের জন্য বিসিসিআইকে ৫০০ কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ। যা আইপিএলের ইতিহাসে টাইটেল স্পন্সরশিপ বিক্রির রেকর্ড এটি। আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বলেন, আগামী ২০২৪-২৮ সাল পর্যন্ত টাইটেল স্পন্সর হিসেবে টাটা গ্রুপকে পাওয়া আইপিএলের পথচলায় উল্লেখযোগ্য মাইলফলক। টাটা গ্রুপের সঙ্গে দুই হাজার ৫০০ কোটি রুপির রেকর্ড চুক্তি ক্রীড়া জগতে আইপিএলের বিশাল মূল্য এবং জনপ্রিয়তার একটি প্রমাণ। দুই হাজার ১৯৯ কোটি রুপিতে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ভিভোর সঙ্গে চুক্তি করেছিল বিসিসিআই। কিন্তু ২০২০ সালের জুনে তাদের সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করে ভারতীয় বোর্ড। ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনাকে এর জন্য দায়ী করা হয়।
২০ জানুয়ারি ২০২৪, ২০:৩৩

২০২৪ সালের কোটায় শুরু হচ্ছে ইতালির স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’
ইতালিতে ২০২৪ সালের কোটায় স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ শুরু হতে যাচ্ছে আগামী মাসে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ শুরু হচ্ছে। জানা গেছে, এবার তিন ক্যাটাগরিতে ২০২৪ সালের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি। এত আগে ২০২৩ সালে ‘ক্লিক ডে’ শেষ হয় ১২ ডিসেম্বর।   এদিকে এই ক্লিক ডে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ অবস্থায় দালালদের বিষয়ে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশি সংস্থাগুলোর তথ্য বলছে, ইতালির চলতি বছরের স্পন্সর ভিসা নিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে পড়ছেন অনেক বাংলাদেশি। চলতি বছর দেড় লাখ শ্রমিক নেয়ার কথা থাকলেও, দালালদের অপতৎপরতায় ৬০ শতাংশ ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে। অবৈধ পথে ইতালিতে শ্রমিক প্রবেশ বন্ধ করতে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেয় ইতালি সরকার। গেল ডিসেম্বরে ১ লাখ ৩৬ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লক্ষাধিক।  বৈধ পথে শ্রমিক নেয়ার উদোগ নেয়ার মধ্যেই এক শ্রেণির অসাধু দালালের খপ্পরে পড়ে প্রায় প্রতিদিনই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইতালিতে ঢুকছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।
১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৩৬

আট যুব ক্রিকেটারকে ব্যাট স্পন্সর করল মিরাজ-ইমরুলের এমকেএস স্পোর্টস
একদিন আগেই যুব বিশ্বকাপ দলের ক্রিকেটারদের ব্যাট উপহার দিয়েছিলেন তামিম ইকবাল খান। এবার অনূর্ধ্ব-১৯ দলের আট ক্রিকেটারকে ব্যাট স্পন্সর করল মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েসের যৌথ উদ্যোগে গড়ে তোলা এমকেএস স্পোর্টস। শনিবার (৬ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ দলের আট ক্রিকেটারের সঙ্গে দেখা করেন এবং সেখানে তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করে মিরাজ। সেখানে ইমরুল কায়েস না আসলেও মিরাজের ফোন থেকে ভিডিও কলের মাধ্যমে যুবাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইমরুল বলেন, তোমাদের জন্য আমার দোয়া থাকবে সব সময়। ইনশাল্লাহ এবার চ্যাম্পিয়ন হয়ে ফিরবে তোমরা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, দেখেন আমি যখন অনূর্ধ্ব-১৯ দলে খেলি, তখন কোনো স্পন্সরশিপ পায়নি। তাই তাদের (যুবাদের) স্পন্সর দিতে পেরে আমি খুব খুশি। আমাদের প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য দেশি ক্রিকেটারদের প্রোমোট করা এবং তাদেরকে উন্নত মানের ক্রীড়া সামগ্রী প্রদান করা। ‘তাই আমরা শুরুতেই স্পন্সরশিপে গিয়েছি। যুবাদের সঙ্গে সাইন হয়েছে। নারী ক্রিকেটারদের সঙ্গেও আমাদের কথা চলছে। এ ছাড়াও অনূর্ধ্ব-১৫ থেকে শুরু করে যেসব ভালো ক্রিকেটার আছে তাদের কেউ আমরা স্পন্সর দিব। সামনে বিপিএল আসছে, অনেকের সঙ্গে আমরা কথা বলছি’। তিনি বলেন, আপনারা জানেন আন্তর্জাতিক ক্রিকেটে ইংলিশ উইলো যুক্ত ব্যাট ছাড়া খেলা যায় না। তাই আমরা বিদেশ থেকে উইলো এনে দেশেই ব্যাট প্রস্তুত করব। তিনি আরও বলেন, আমরা আগামী ৫ ফেব্রুয়ারি বড় অনুষ্ঠান করে এটার (এমকেএস স্পোর্টস) উদ্বোধন করব। সেখানে পাপন ভাই (বিসিবি সভাপতি) প্রধান অতিথি হিসেবে থাকবেন। এর আগে গত ১২ ডিসেম্বর প্রথম বাংলাদেশি ব্যাট তৈরির ব্র্যান্ড হিসেবে আইসিসির স্বীকৃতি পেয়েছে ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজের ব্র্যান্ড এমকেএস স্পোর্টস ব্যাট। ইমরুল-মিরাজ ছাড়াও তাদের সঙ্গে আছেন রাজশাহীর ব্যাটের ডাক্তার খ্যাত আফতাব শাহীন। তিনজনের নামের অদ্যাক্ষর দিয়ে তৈরি হয়েছে এমকেএস স্পোর্টস ।
০৬ জানুয়ারি ২০২৪, ২৩:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়