• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
হাতীবান্ধায় ২ ইউনিয়নে কমিউনিটি হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আদর্শ যুব কর্মসংস্থান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি) এর উপজেলা ও ইউনিয়ন হেলথ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ও পাটিকাপাড়া ইউনিয়নে পৃথক পৃথকভাবে কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন আইআরডিপির প্রকল্প পরিচালকের পক্ষে পরিদর্শক শফিকুল ইসলাম, চিফ কো-অর্ডিনেটর মাজেদুর রহমান, ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি লাভলী বেগম, ইউপি সদস্য মাহাবুবার রহমান, জমিদাতা রাশিদুল ইসলাম ও পাটিকাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, জমিদাতা খলিলুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। প্রতিটি ইউনিয়নে ৪ কক্ষ বিশিষ্ট  হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। এ সময় আইআরডিপির প্রকল্প পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, কমিউনিটি হেলথ কমপ্লেক্স চালু হলে এ প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নেওয়া সহজ হবে। প্রতিটি মানুষ হাতের নাগালে পাবে স্বাস্থ্যসেবা।
০৯ মার্চ ২০২৪, ১৭:৫৫

বিশ্ব ইজতেমায় সেনাবাহিনীর ভাসমান ব্রিজ ও ওয়াটার বাউজার স্থাপন  
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নিরাপদে যাতায়াতের সুবিধার জন্য তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান ব্রিজ নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া আগত মুসল্লিদের অজু ও খাবার পানির জন্য সেনাবাহিনীর ২টি ওয়াটার বাউজার সার্বক্ষণিক পানি সরবরাহ করবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  এতে আরও বলা হয়, সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সেনাসদস্যরা ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে এসব জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করছেন। এর পাশাপাশি ইজতেমা এলাকায় নিরাপত্তার স্বার্থে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড কর্তৃক একটি বোম্ব ডিসপোজাল টিম প্রস্তুত রাখা হয়েছে। আইএসপিআর জানায়, যে কোনো জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনকল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও সেনাবাহিনীর পক্ষ থেকে বিশ্ব ইজতেমা এলাকায় ভাসমান ব্রিজ ও ওয়াটার বাউজার স্থাপন করা হয়।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২১

রাবি ক্যাম্পাসে নিহত হিমেলের স্মরণে স্মৃতিফলকের ভিত্তি প্রস্তর স্থাপন
ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্মরণে স্মৃতিফলক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে হিমেলের নিহত হওয়ার স্থানে এই ভিত্তি প্রস্তরের উন্মোচন  করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে উপাচার্য বলেন, আমরা হিমেলের পরিবার থেকে অনুমতি নিয়েছি, কারণ কারও জন্য কিছু করতে গেলে পরিবারের অনুমতি নিতে হয়। তার মায়ের সম্মতিক্রমে আমরা দৃষ্টিনন্দন স্থাপনার কাজ শুরু করলাম। হিমেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নক্ষত্র হয়েই আমাদের মধ্যে বেঁচে থাকবে। এ সময় অন্যদের উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক জোটের কর্মীরা। এছাড়াও এদিন শহীদ হিমেলের স্মরণে সকাল সাড়ে ১১টায় এক শোক র‌্যালী বের করেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের কর্মীরা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে হিমেলের মৃত্যুস্থলে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। পরে হিমেল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন সাংস্কৃতিক জোটের কর্মীরা। উল্লেখ্য, মাহমুদ হাবিব হিমেল গত ২০২২ সালের ১ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসের ভেতরে নির্মাণাধীন শহীদ হবিবুর রহমান হলের সামনে পাথর বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হন। হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ও শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদকও ছিলেন।  
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়