• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা 
বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী মোছা. বিউটি খাতুনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এ দম্পতির বিরুদ্ধে।  সোমবার (২৫ মার্চ) দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দুই মামলার একটিতে রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে ৭৫ লাখ ২৯ হাজার ৪৭৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ২০২১ সালের ১৫ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছিল তার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। দাখিল করা সম্পদ বিবরণীতে সাবেক এমপি বাবলু স্থাবর-অস্থাবর মিলিয়ে ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৪৬০ টাকার সম্পদ অর্জনের তথ্য দেন। কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে আয় ও ব্যয় মিলিয়ে ৭৫ লাখ ২৯ হাজার ৪৭৮ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য। অপর মামলার এজাহারে বলা হয়েছে, রেজাউল করিম বাবলুর স্ত্রী মোছা. বিউটি খাতুন একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার বিরদ্ধে ১ কোটি ৫ লাখ ১০ হাজার ২৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। তার সম্পদ বিবরণী যাচাইকালে মোট স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায় ১ কোটি ৪২ লাখ ৬ হাজার ২৯৩ টাকার। অর্জিত সম্পদের বিপরীতে তার দায়-দেনার পরিমাণ পাওয়া যায় ১৫ লাখ টাকা। যা বাদ দিলে নিট সম্পদের পরিমাণ পাওয়া যায় ১ কোটি ২৭ লাখ ৬ হাজার ২৯৩ টাকা। এ সম্পদ অর্জনের বিপরীতে তার নিট আয় পাওয়া যায় ২১ লাখ ৯৬ হাজার টাকা। বাকি ১ কোটি ৫ লাখ ১০ হাজার ২৯৩ টাকার সম্পদ অবৈধ বলে বেরিয়ে এসেছে দুদকের অনুসন্ধানে। গত ২০ মার্চ এ বিষয়ে পৃথক দুটি মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন। রেজাউল করিম বাবলু একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। বগুড়া-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।  
২৫ মার্চ ২০২৪, ২০:১০

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর ওপর অভিমান করে নজরুল হক (৪৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।  বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নজরুল হক ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আহসানউল্লাহ জানান, নিহত নজরুল হক কিছু দিন আগে একটি গরু ক্রয় করেন। এর মধ্যে কিছু টাকা বাকী ছিল। বাকীতে গরু কেনার কারণে স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া হতো। এই নিয়ে দুপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নজরুল বিষাক্ত কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন।  ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
১৫ মার্চ ২০২৪, ১১:৫৬

জাকারবার্গের স্ত্রীর লকেট হারানোর পর উধাও হয় ফেসবুক!
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে যোগ দিয়েছেন দেশ-বিদেশের বড় বড় ব্যক্তিত্বরা। বিয়েতে ছিলো তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির হয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, গুগলের সিইও সুন্দর পিচাই, ইভাঙ্কা ট্রাম্পসহ আন্তর্জাতিক অঙ্গনের বড় বড় ব্যক্তিত্ব। সেই সঙ্গে স্ত্রীকে নিয়ে হাজির হন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর সেখানেই ঘটে স্ত্রী প্রিসিলা চ্যানের লকেট হারানোর ঘটনা। শনিবার ( ৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে জানানো হয়েছে, একজন রেডিট প্ল্যাটফর্মে গিয়ে বিষয়টি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আমার বন্ধু আম্বানি অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করেছিল। বন্ধুটি আমাকে জানিয়েছে চলমান উৎসবের মধ্যেই মার্ক জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যানের গলার লকেট হারিয়ে যায়। এতে প্রি-ওয়েডিং ব্যাশের মধ্যেই ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জুকারবার্গ দম্পতির সঙ্গে সেখানে উপস্থিত অতিথিরা সাড়ে তিন ঘণ্টা ধরে দুলটির সন্ধান করে। কিন্তু কোন লাভ হয়নি। পরে লকেটটি ফিরে পেয়েছেন কি না সে বিষয়ে আমি নিশ্চিত নই। এই ঘটনা সামনে আসতে না আসতেই তাতে মজার মজার সব মন্তব্য পড়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এই দুল হারানোর ঘটনাটাই নাকি ৫ মার্চে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উধাও হওয়ার প্রধান কারণ। আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, একজন অতিথি তার গয়না হারাচ্ছেন, কেউ খাবারের বিষয়ে অভিযোগ করছেন এবং অন্যরা কী পোশাকে পরবে তা নিয়ে উদ্বিগ্ন; সব মিলিয়ে আর পাঁচটা ভারতীয় বিয়ের মতোই ছিল আম্বানিদের এই অনুষ্ঠান। জুকারবার্গকে চমকে দিয়েছিল অনন্তর হাতে থাকা একটি দামি ঘড়িও। আম্বানিদের ছোট ঠেলে একটি নীলকান্তমণি লাগানো রবিলন ঘড়ি পরেছিলেন। যা নিজের বিশেষত্বের জন্য বিখ্যাত। এর আনুমানিক মূল্য ২.২ মিলিয়ন ডলার (ভারতীয় রুপিতে তা প্রায় ১৮.২ কোটি)।  বিলাসবহুল ঘড়িটি ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যানকে অভিভূত করে। জুকারবার্গ ঘড়ির প্রতি আগ্রহ প্রকাশ করে বলেছিলেন, ‘আমি সত্যিই ঘড়ির প্রতি আগ্রহী নই একেবারেই, কিন্তু এটা দেখার পরে মনে হচ্ছে আমিও ঘড়িতে আগ্রহী হতে পারি।’
০৯ মার্চ ২০২৪, ১৯:১৬

বিয়ের ২২ দিন পর বর জানলেন নববধূ ৪ মাসের অন্তঃসত্ত্বা, অতঃপর...
স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় স্বামীর। এরপর স্থানীয় চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর স্বামী নিশ্চিত হন তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের মাত্র ২২ দিন পর এমন খবরে স্বামীর মাথায় আকাশ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মার্চ) আলমডাঙ্গা থানা পুলিশ ওই কিশোরী ও তার সৎ বাবা আলতাফ হোসেনকে (৪৫) পুলিশ হেফাজতে নিয়েছে। এরপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরী নববধূ জানিয়েছে, তার সৎ বাবা তাকে বিভিন্ন সময় ধর্ষণ করেছেন। এর ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।  এদিকে ঘটনার পরপরই বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে নিজের স্বামীর নামে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন। অভিযুক্ত আলতাফ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে কিশোরী নববধূর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন স্বামী। বিষয়টি সন্দেহজনক হলে স্ত্রীকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। বাড়িতে এসে পরিবারকে জানান তিনি। দুই পরিবারের মধ্যে আলোচনা শেষে ডিভোর্সের সিদ্ধান্ত হয়। অভিযুক্ত আলতাফ হোসেনের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ গ্রামে। তিনি গত ১৭ বছর আলমডাঙ্গা উপজেলার একটি গ্রামের দুই কন্যাসন্তানের জননীকে বিয়ের পর থেকে ঘর জামাই হিসেবে থাকতেন।  আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক শেখ গনি মিয়া গণমাধ্যমকে বলেন, ওই কিশোরী ও তার সৎ বাবাকে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। মেয়েটি জানিয়েছে তার সৎ বাবা তাকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছেন। সৎ বাবাও ধর্ষণের বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন। আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।
০৮ মার্চ ২০২৪, ১৬:০৭

ইমরান হাশমিকে স্ত্রীর হুমকি
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে পারভীন হাশমির সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেতা। তাদের সংসারে আয়ান হাশমি নামে একটি পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি ইমরানকে হুমকি দিয়েছেন তার স্ত্রী। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই হতবাক ইমরানের ভক্তরা। হঠাৎ কী হলো অভিনেতার সংসারে? এবার কি ভেঙে যাবে এই দম্পতির সংসারও? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে ইমরানের ভক্তদের মনে।    সম্প্রতি জেনিস সিকুইরাকে দেওয়া এক সাক্ষাৎকার বিষয়টি নিয়ে কথা বলেন ইমরান।  আলাপচারিতায় অকপটে এই কথা স্বীকার করেন এই অভিনেতা। এ প্রসঙ্গে ইমরা বলেন, আমার স্ত্রী আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে। তবে সে ক্রমাগত হুমকি দিলেও এখনও ছেড়ে যায়নি। আমি গত দুই বছর ধরে যে ডায়েট অনুসরণ করি, আমি যা খাই— সেটা সে মোটেও পছন্দ করে না। আমার সালাদে রয়েছে অ্যাভোকাডা, লেটুস পাতা ইত্যাদি। কিমা এবং মিষ্টি আলু আমার দুপুর ও রাতের খাবার। মূলত এ কারণেই ছেড়ে যাওয়ার হুমকি দেয় আমাকে।  ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। গেল বছরের নভেম্বরে মুক্তি পায় সিনেমাটি। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে তেলেগু ভাষার সিনেমা ‘ওজি’। সুজিত পরিচালিত সিনেমাটি অভিনয় করছেন— পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ।   
০৬ মার্চ ২০২৪, ১৯:৫৩

স্ত্রীর ভয়ে বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ালেন বাংলাদেশি যুবক!
স্ত্রীর ভয়ে ই-মেইলের মাধ্যমে ভারতের দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছেন নজরুল ইসলাম (২৯) নামের এক বাংলাদেশি যুবক। সোমবার (৪ মার্চ) কলকাতার নিউমার্কেটের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করেছে দেশটির পুলিশ। জানা গেছে, স্ত্রীর কাছে মিথ্যা বলে ধরা পড়ার ভয়ে ভারতের দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ান নজরুল। দিল্লি-কলকাতাগামী একটি ফ্লাইটে বিস্ফোরক নিয়ে বিমানবন্দরে ভুয়া ই-মেইল পাঠানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে দিল্লি পুলিশ রিমান্ডে নিয়েছে। গত ২৭ ফেব্রুয়ারির এ ঘটনার জেরে তদন্ত করে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা ও স্পেশাল টাস্ক ফোর্স।  যুক্তরাষ্ট্রে গবেষণার কাজে যুক্ত রয়েছেন এমন মিথ্যা বলে ২০২৩ সালে সোনিয়া নামে নয়াদিল্লির এক নারীকে বিয়ে করেন নজরুল। পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়ার সময় সোনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তার। মাস্টার্স শেষে ২০২০ সালে নজরুল বাংলাদেশে ফিরলেও তাদের মধ্যে যোগাযোগ ছিল। বিয়ের পর থেকে নজরুলের স্ত্রী সোনিয়াকে বারবার যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বললে বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন তিনি। দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের কারণে যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না বলে স্ত্রীকে জানান। স্ত্রীর সন্দেহ হলে গত ২৭ ফেব্রুয়ারি ভাইকে কলকাতায় নজরুলের থাকার বিষয়টি সত্যতা যাচাই করতে পাঠাতে চায়। বিষয়টি নজরুল জেনে যায়। শ্যালককে বিমানবন্দরেই আটকাতে এক যাত্রী বোমা বহন করছেন বলে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ভুয়া ই-মেইল পাঠান। আর এতেই বোমাতঙ্ক ছড়ায় বিমান বন্দরজুড়ে। নজরুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, নজরুল কলকাতার নিউমার্কেটের একটি হোটেলে প্রায় এক মাসের বেশি সময় ধরে ছিলেন। সে বাংলাদেশ থেকে আনা প্রায় ৫০ লাখ টাকা প্রতারণা করে লুকিয়ে রাখতেই কলকাতায় থাকেন। তার পাসপোর্ট, ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। নজরুল ভুয়া ই-মেইল পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নেওয়া হয়েছে এবং ভুয়া ই-মেইল পাঠানোর দায়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।   দিল্লি পুলিশ কর্মকর্তা রাংনানি জানান, এভিয়েশনের ওপর একটি কোর্স করেছেন বলে জানিয়েছেন নজরুল। পাওনাদারদের কাছ থেকে বাঁচতে তিনি ভারতে থাকছেন।
০৫ মার্চ ২০২৪, ০৯:৩৯

প্রযোজকের বিরুদ্ধে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলা
কাজল আরেফিন অমি পরিচালিত ‘মিসিং’, তপু খান পরিচালিত ‘শেষ ভালোবাসা’, মাবরুর রশিদ বান্নাহর ‘জীবন’সহ উল্লেখযোগ্য কিছু নাটকের প্রযোজক সারোয়ার জাহান। শুধু প্রযোজক নন একই সঙ্গে একটি বায়িং হাউজের মার্চেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন  সাবেক স্ত্রী রুকাইয়া তাহসিনা। এর প্রেক্ষিতে বাদী হয়ে চলতি বছরের ২৩ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ মামলা করেছেন তিনি। সারোয়ার জাহানের বিরুদ্ধে রুকাইয়া তাহসিনা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেছেন। মামলার আরজিতে বলা হয়, ২০১২ সালে বিয়ে হয় সারোয়ার জাহান ও রুকাইয়া তাহসিনার। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। ২০২৩ সালের ১৭ ও ১৮ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছেলে আহিল সারোয়ারের ক্যানসারের চিকিৎসা চলাকালীন রাত্রিযাপনকালে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান সাবেক স্বামী। সন্তানের অসুস্থতার জন্য মানসিকভাবে বিপর্যস্ত থাকায় সারোয়ারের ডাকে সাড়া না দিলে জোরপূর্বক  তাহসিনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সারোয়ার।  এরইমধ্যে প্রযোজক ও ব্যবসায়ী সারোয়ার জাহান চলতি বছরের ১০ জানুয়ারি জানান তিনি ২০২৩ সালের ৫ নভেম্বর রুকাইয়া তাহসিনাকে ডিভোর্স দিয়েছেন। তখন আসামি সারোয়ার জাহানকে তালাক প্রত্যাহারের অনুরোধ জানালেও তিনি রাজি হননি। সন্তানদের দোহাই দিলেও সারোয়ার সংসার রক্ষা করতে রাজি হননি। বাধ্য হয়ে তালাকের বিষয় গোপন করে শারীরিক সম্পর্ক করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় সারোয়ারের বিরুদ্ধে মামলা করেন রুকাইয়া তাহসিনা।  আসামির বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন তিনি। এদিকে গেল ২১ অক্টোবর সারোয়ার জাহান বাদী হয়ে আদালতে তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে একটি জালিয়াতির মামলা করেন। সেই মামলা থেকে এরইমধ্যে অব্যাহতি পেয়েছেন রুকাইয়া তাহসিনা।
০১ মার্চ ২০২৪, ১৭:৩৫

স্বামীকে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
রাজবাড়ীতে স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার দায়ে সাহিদা বেগম (৫৭) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছাম্মৎ জাকিয়া পারভীন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত সাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। নিহতের বড় মেয়ে আফরোজা বেগম বাদী হয়ে পিতাকে রড দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ২০১২ সালে ৪ ডিসেম্বর মা সাহিদা বেগমকে আসামিকে করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উজীর আলী শেখ বলেন, আদালত রায় প্রদানের সময় বলেছে সাহিদা বেগম যে অপরাধ করেছে এ জন্য তার মৃত্যুদণ্ড হয়। কিন্তু আসামির বয়স বিবেচনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৩

স্ত্রীর স্বীকৃতি পেতে পুলিশের বাড়িতে কলেজছাত্রীর অনশন
স্ত্রীর স্বীকৃতি পেতে লালমনিরহাটের কালীগঞ্জের তুষভাণ্ডার ইউনিয়নে এক পুলিশ সদস্যের বাড়িতে পাঁচদিন ধরে এক কলেজছাত্রী অনশন করছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার পুলিশ সদস্য রাব্বি আল মামুনের বাড়িতে অনশন করছেন তিনি। পুলিশ সদস্য ওই এলাকার আল আমিনের ছেলে। সে ডিএমপির রাজারবাগ পুলিশ লাইন্সে এমটি শাখায় পিওএমএ পদে কর্মরত কনস্টেবল।  মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, ২০২২ সালের ২২ ডিসেম্বর ঢাকা মেট্রো পলিটনের পল্টন থানায় কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতিতে পুলিশ সদস্য রাব্বির সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে এক সপ্তাহ তারা পল্টন থানার পাশে একটি আবাসিক হোটেলে রাত্রিযাপন করে। পরে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকবে এমন আশ্বাসে সে তার বাবা-মা ও তরুণীর বাবার সঙ্গে কথা বলে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি আসার পর দুই তিন মাস সে মুঠোফোনে কথা বলে সুসম্পর্ক বজায় রাখে এবং স্ত্রী হিসেবে ভরণপোষণ দেয়। এ সময় আবারও আশ্বাস দিয়ে বলে, কয়েক দিনের মধ্যে একটি বাসা ভাড়া নিয়ে তাকে ঢাকায় নিয়ে আসবে। কিন্তু ছয় মাস পর সে মোবাইল ফোন নম্বর পরিবর্তন করে যোগাযোগ বন্ধ করে দেয়। একপর্যায়ে খোঁজ নিয়ে ওই তরুণী রাব্বির অফিসে গিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নেওয়ার জন্য চাপ দেয়। তখন সে আবারও কৌশলে নানা আশ্বাস দিয়ে বুঝিয়ে রংপুরে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে এক বছর যেতে না যেতেই আবারও সব সম্পর্ক ছিন্ন করে। তখন ওই তরুণীর কাছে সংরক্ষিত ডকুমেন্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থাপন করলে তারা তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে তোলার জন্য বলে। কিন্তু সে আজকাল করে ওই তরুণীকে বাড়িতে নিচ্ছে না এবং স্ত্রীর মর্যাদাও দিচ্ছে না। অবশেষে সে স্ত্রীর মর্যাদা পেতে পুলিশ সদস্য রাব্বির বাড়িতে এসে অবস্থান নেয়। তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য রাকিবুল ইসলাম পলাশ জানান, স্ত্রীর মর্যাদার দাবিতে গত রোববার বিকেলে রংপুরের একটি মেয়ে পুলিশ কনস্টেবল রাব্বির বাড়িতে আসলে বাড়ির লোকজন দরজা বন্ধ করে মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় মেয়েটি বাড়ির দরজার সামনে অবস্থান নেয়। তিনি আরও জানান, মেয়েটির নিরাপত্তার জন্য আমি পুলিশকে জানিয়ে ওই রাতে গ্রাম্য পুলিশ দিয়ে পাহারা রেখেছি। যাতে মেয়েটির কোনো ক্ষতি না হয়। এ বিষয়ে পুলিশ সদস্য রাব্বি আল মামুন ওরফে ইশতিয়াক বুলবুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই মেয়ের সঙ্গে ঢাকায় আমার যা হয়েছে সেগুলো সমাধান হয়েছে। আমি তার সঙ্গে যা করেছি তার জন্য পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে শাস্তিও দিয়েছেন। ওই মেয়েকে আমি বাড়িতে উঠতে দেব না বলে তিনি ফোন কেটে দেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, বিষয়টি আমি শুনেছি। কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। কেউ যদি অভিযোগ করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, বিষয়টি জেনেছি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি দেখতে বলেছি।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৩

সাকিবদের বিদায়ের পর তামিমের স্ত্রীর স্ট্যাটাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। তামিম-সাকিব দ্বৈরথে শেষ হাসি হেসেছেন চট্টলা এক্সপ্রেস।  এদিকে চলতি বিপিএলে ফাইনাল খেলবেন, এমন বিশ্বাস আগেই ছিল তামিমের। বরিশালের ফাইনাল নিশ্চিতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানালেন তামিমপত্নী আয়েশা সিদ্দিকা ইকবাল। নানান নাটকীয়তায় গেল বছর কেটেছে তামিমের। হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ২৪ ঘণ্টা ব্যবধানে ফের ২২ গজে ফেরার সিদ্ধান্ত, সাকিব-তামিম দ্বন্দ্ব ইস্যুতে বিশ্বকাপে না খেলা, রহস্যময় ইনজুরি; সব মিলিয়ে টক অব দ্য কান্ট্রিতে ছিলেন তামিম। বিপিএল দিয়ে মাঠে ফিরেই দ্যুতি ছড়াচ্ছেন ড্যাশিং এই ওপেনার। ফাইনালে ওঠার পর তামিমের স্ত্রীর দাবি, আগেই দলকে ফাইনালে তোলার প্রতিজ্ঞা নিয়েছিলেন তামিম। ফেসবুক স্ট্যাটাসে আয়েশার ভাষ্য, তামিম ইকবাল, টুর্নামেন্ট শুরুর আগেই তুমি বলেছিলে, 'আমরা ফাইনালে খেলব!' তুমি কথা রেখেছো। দারুণ দলগত প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ। এদিকে রংপুরের বিপক্ষে জয়ের পর তামিম নিজেও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। দলের উদযাপনের ছবি দিয়ে ক্যাপশনে তামিম লিখেছেন, ‘মনুরা কেমন আছো?’ বিপিএলের ফাইনালে আগামী ১ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মিনি জাতীয় দল খ্যাত বরিশাল। এর আগে, ২০২২ সালের বিপিএল ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে কুমিল্লা শেষ হাসি হেসেছিল।  
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়