• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
স্কুলের গাছ বিক্রি করে প্রধান শিক্ষক কারাগারে
জয়পুরহাটে স্কুলের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  সোমবার (২৫ মার্চ) দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জয়পুরহাট আমলি-১ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল। মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৩ জুন জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয় চত্তরের ৮টি বড় গাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে ৩ লাখ ৫৫ হাজার টাকায় কাঠ ব্যবসায়ী প্রদীপ চন্দ্র হাওলাদারের কাছে ম্যানেজিং কমিটির মাধ্যমে বিক্রি করা হয়। পরে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ৩ লাখ ৫৫ হাজার টাকার মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকা পূবালী ব্যাংকে জয়পুরহাট শাখায় জমা দেন। আর বাকি ১ লাখ ৯৫ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেন।  এ ঘটনায় বাদী হয়ে একই বিদ্যালয়ের দাতা সদস্য মোস্তাকিম হোসেন আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সোমবার প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৫ মার্চ ২০২৪, ২২:২৪

ভারতীয় স্কুলের বাচ্চাদের নাচে-গানে মাতালেন পপতারকা এড শিরান
বিশ্বের জনপ্রিয় পপতারকা এড শিরান। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। আর সেখানে পৌঁছেই মুম্বাইয়ের একটি স্কুলের বাচ্চাদের নাচে-গানে মাতালেন এই পপতারকা।  মঙ্গলবার (১২ মার্চ) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ভারতীয় ভক্ত অনুরাগীদের রীতিমতো চমকে দিয়েছেন এড শিরান। ভিডিওর ক্যাপশনে গায়ক লিখেছেন, আজ সকালে মুম্বাইয়ের একটা স্কুলে গিয়েছিলাম এবং বাচ্চাদের সঙ্গে পারফর্ম করলাম। অনেক মজা করেছি।    ইনস্টাগ্রামে পোস্ট করা ওই রিলস ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি স্কুল পরিদর্শনে যান এড শিরান। সেখানে স্কুলের বাচ্চাদের সঙ্গে নাচে-গানে মেতে উঠেন তিনি।            এদিকের এড শিরানের ভারতে আসার খবরে বেশ উচ্ছ্বসিত ভারতীয় ভক্তরা। ভিডিওটি পোস্টটি করা মাত্রই মন্তব্যের ঝড় ওঠে গায়কের কমেন্টসবক্সে। একজন লিখেছে— এড শিরান এতো বড় পপতারকা হয়েও কি সাধারণ তিনি। আবার অনেকেই লিখেছেন, ভারতে স্বাগতম পপসম্রাট।    ২০২৪ সালে এশিয়া ও ইউরোপ ট্যুরের অংশ হিসেবে আগামী ১৬ মার্চ মুম্বাইয়ে পারফর্ম করবেন এড শিরান। মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।  এড শিরান ছাড়াও এই কনসার্টে পারফর্ম করতে দেখা যাবে গায়ক প্রতীক কুহাদ এবং গায়ক ক্যালাম স্কটকেও। ভারতে এড শিরানের এটি দ্বিতীয় কনসা। এর আগে ২০১৭ সালে সর্বশেষ ভারতে কনসার্টে অংশ নিয়েছিলেন এড শিরান।    
১৩ মার্চ ২০২৪, ১৭:৪৫

স্কুলে পতাকা টানাতে গিয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর
স্কুলের পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে রিয়ান বাদশা (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  বুধবার (৬ মার্চ) সকালে রাজধানীর কদমতলীর পলাশপুর আইডিয়াল স্কুলে এ ঘটনা ঘটে। নিহত রিয়ান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বনগ্রামের সিএনজি অটোরিকশাচালক ফারুকের ছেলে। পরিবারের সঙ্গে পলাশপুর ৫ নম্বর রোডে থাকতেন।  ওই স্কুলের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসি ও জাকির হোসেন জানান, পতাকার স্টিলের পাইপটি পাশের বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ হয়। এ সময় রিয়ান পতাকা টাঙাতে গেলে বিদ্যুতায়িত হয়ে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে সে। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানায় জানানো হয়েছে।
০৬ মার্চ ২০২৪, ১৫:২৫

স্কুলের পুকুরে ব্যান্ডেজ বাধা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীর হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে ব্যান্ডেজ বাধা অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, আজ সকালে ব্যান্ডেজ বাধা অবস্থায় এক কিশোরের মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশের খবর দিলে রাজপাড়া থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।   মৃত ওই কিশোরের নাম নাবিদুল ইসলাম অনুপম (১৫)। তিনি নগরীর তেরখাদিয়ার মধ্যপাড়া এলাকায় তার নানির বাড়িতে থাকতেন। মৃত নাবিদুলের স্বজনরা জানান, নাবিদুল ইসলাম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এরইমধ্যে তিনি নিজের গায়ে আগুন দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একবার ভর্তিও হয়েছিলেন। হঠাৎ আজ সকালে সবার চোখকে ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান নাবিদ। পরে তার মরদেহ পুকুরে পাওয়া যায়।  এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হক জানান, মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭

কেমব্রিজ ইংলিশ প্রোগ্রামের জন্য সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের চুক্তি সম্পাদন
সিডনি ইন্টারন্যাশনাল স্কুল কেমব্রিজ ইংলিশ প্রোগ্রামের জন্য এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের সাথে একটি সমোঝোতা স্মারক স্বাক্ষর ও চুক্তি সম্পাদন করেছে। রোববার (২৮ জানুয়ারি) এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।  সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাইনুল মৃধা ও এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিন রেজা কেমব্রিজ ইংলিশের অধীনে শীর্ষ স্তরের ইংরেজি ভাষা শিক্ষা এবং মূল্যায়ন প্রদানের প্রতিশ্রুতিকে দৃঢ় করে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় মাইনুল মৃধা মৃধা সহযোগিতার বিষয়ে তার আশাবাদ জানিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি যে এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের সাথে এই অংশীদারিত্ব আমাদের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের নতুন পথ খুলে দেবে।’ তিনি আরও জানান, এখন থেকে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে ইংরেজি ভাষা শেখার জন্য আরো উন্নত সেবা প্রদান করার ব্যবস্থা করা হলো। এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রশিক্ষণে এবং বিখ্যাত কেমব্রিজ ইংরেজি প্রোগ্রামের পরীক্ষা পরিচালনার দক্ষতার মাধ্যমে স্কুলটি কেমব্রিজ ইংলিশ প্রসারে সহযোগিতা প্রদান করবে। এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিন রেজা বলেন, ‘আমরা সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের সাথে যুক্ত হতে পেরে গর্বিত এবং কেমব্রিজ ইংলিশ প্রোগ্রামের সাফল্যে অবদান রাখার জন্য উন্মুখ। একসাথে, আমরা শিক্ষার্থীদের ভাষা দক্ষতার সাথে ক্ষমতায়ন করার লক্ষ্য রাখি যা তাদের বৈশ্বিক পরিমণ্ডলে ভালোভাবে পরিবেশন করবে। ’ এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যামব্রিজ ইংলিশের ব্যবস্থাপক কাইস উদ্দিন আহমেদ, সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের নির্বাহী প্রিন্সিপাল রবার্ট জন থম্পসন, ভাইস প্রিন্সিপ্যালআফরোজা সুলতানা খানসহ আরও অনেকে।
২৮ জানুয়ারি ২০২৪, ১৯:০৫

চীনে স্কুলের ডরমেটরিতে আগুন, ১৩ জনের মৃত্যু 
চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানে একটি স্কুলের ডরমেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ। দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, হেনানের ইয়ানসানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ওই ডরমেটরিতে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি একজন আহতও হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সিনহুয়া। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক স্টাফকে আটকও করা হয়েছে। এদিকে স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন চীনা নেটিজেনদের একাংশ। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক নেটিজেন লেখেন, ‘এটা খুবই ভয়ঙ্কর। ১৩টি পরিবারের ১৩ জন নিমিষে শেষ হয়ে গেলো। যদি এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের যথাযথ শাস্তি না দেওয়া হয়, তাহলে মৃতদের আত্মা শান্তি পাবে না।’ এর আগে গত নভেম্বরে চীনের শ্যাংজি প্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে ২৬ জন নিহত হয়েছেন। তার আগে জুলাই মাসে দেশটির উত্তরপূর্বাঞ্চলে একটি ব্যায়ামাগারের ছাদ ধসে নিহত হয়েছিলেন অন্তত ১১ জন।  
২০ জানুয়ারি ২০২৪, ১০:৩১

গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে নিহত ১৫ 
ভারতের গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন শিক্ষক এবং বাকি ১৩ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ৩৫ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩৫ জনের মধ্যে ১০ জনকে জীবিত এবং ১৫ জনকে মৃত উদ্ধার করায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে এখনও ব্যাপক তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাঁদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা নিখোঁজদের কয়েকজন হয়তো কাঁদায় আটকে গেছেন। পিকনিক করতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গুজরাটের শিক্ষামন্ত্রী কুবের দিনদুর। তবে প্রাথমিক অবস্থায় তিনি ছয় শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়েছেন বলে জানিয়েছেন। এদিকে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
১৮ জানুয়ারি ২০২৪, ২২:০৪

স্কুলের প্রেমিকাকেই বিয়ে করলেন সাদিও মানে
সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়ে সতীর্থ হিসেবে সঙ্গে পেয়েছেন পর্তুগিজ পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দুজনের দুর্দান্ত বোঝা পড়ায় ভালোভাবেই এগিয়ে যাচ্ছে আল নাসর। এর মধ্যেই এবার জীবনের আরও একটি নতুন অধ্যায় শুরু করেছেন সেনেগালের এই তারকা ফুটবলার। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।  আরও পড়ুন : কেজিএফ’র যশের জন্মদিনে ৩ ভক্তের মৃত্যু   সেনেগালের এই ফরোয়ার্ড বরাবরই নিজেকে আড়াল রাখতে চান সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়া থেকে। বিয়ের ক্ষেত্রেও একই কাজ করেন তিনি। গোপনে বিয়ের কাজ করে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য ছড়িয়ে পড়ে তার স্ত্রীর বেশ কয়েকটি ছবি।   নাইজেরিয়ান গণমাধ্যম পুলসি স্পোর্টসের প্রতিবেদন থেকে জানা যায়, সেনেগালে ডাকার শহরের কেউর মাসারে মানের বিবাহ অনুষ্ঠান হবে এবং তার স্ত্রীর নাম আয়শা টাম্বা। মানের জন্মস্থান কাসামানসার বাসিন্দা তিনি। আল নাসর ফরোয়ার্ডের মতোই মাডিনগে ভাষায় কথা বলেন তার স্ত্রী। কিশোর থাকা অবস্থায় তাদের প্রেম। স্কুলে থাকাকালীন আয়শার যত্ন নেওয়ার পাশাপাশি পড়াশোনার খরচ বহন করতেন মানে, বিষয়টি আগেই পরিস্কার করেন তিনি। আরও পড়ুন : ট্রল তো আমার নিয়মিত সঙ্গী : মাহি   কয়েকদিন আগেই নিজের এলাকা বাম্বলিতে স্টেডিয়াম স্থাপন করে প্রশংসা কুড়িয়েছিলেন মানে। এবার খবরের শিরোনাম হলেন আরও একবার। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই আল নাসর ফরোয়ার্ড।  প্রেম করলেও মানে নিজের ব্যক্তিগত তথ্য সবসময় মিডিয়া থেকে গোপন রাখতেন। আর এ কারণেই হয়তো তার বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এতো আগ্রহ দেখা যাচ্ছে ভক্তদের। জানা যায়, আয়শা সেনেগালের ভালো একটি পরিবারের মেয়ে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। তাছাড়া তিনি একজন স্থপতির বোন। 
০৮ জানুয়ারি ২০২৪, ২৩:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়