• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
রেড ক্রিসেন্টের ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সোসাইটির জাতীয় সদর দপ্তরে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। সদর দপ্তর ছাড়াও দেশের ৬৪ জেলায় ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি। সকাল ৯টায় জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান এবং রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত মহাসচিব সুলতান আহমেদ। পরে ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব-স্বেচ্ছাসেবকরা। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. নূর-উর-রহমান বলেন, “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির আন্দোলনের আলোকবর্তিকা। এই ভাষণই মূলত এদেশের মানুষকে স্বাধীনতা ছিনিয়ে আনতে অনুপ্রাণিত করেছে। আজ বিশ্ব পরিমন্ডলে এই ভাষণ ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃত এবং জাতি হিসেবে আমরা গর্বিত।” সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব সুলতান আহমেদ বলেন, “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আজও একইভাবে আমাদের উজ্জীবীত করে এবং প্রেরণা যোগায়। আমরা যেন সেই প্রেরণা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের স্বার্থে কাজ করি।” পরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রেড ক্রিসেন্টের বিভিন্ন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী এবং যুব-স্বেচ্ছাসেবকরা।
০৭ মার্চ ২০২৪, ১৩:৪৫

সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প
‘তরুণ নেতৃত্বে হোক সবুজ পৃথিবীর অঙ্গীকার' প্রতিপাদ্যে গাজীপুরের মৌচাকে শুরু হলো জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০২৪। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় সাড়ে ৪শ’ যুব স্বেচ্ছাসেবক অংশ নেয় এতে। তিন দিনব্যাপী এই ক্যাম্প চলবে আগামী ৫ মার্চ ২০২৪ (মঙ্গলবার) পর্যন্ত। রোববার (৩ মার্চ) সকালে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোহাম্মদ আতিকুল হক শামীম। স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রকৃতি সংরক্ষণের মধ্য দিয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরিতে রেড ক্রিসেন্ট অঙ্গীকারবদ্ধ। বৈশ্বিক উষ্ণতা ও বন উজাড়ের বিরূপ প্রভাবের ফলে জলবায়ু পরিবর্তনে সংঘঠিত দুরযোগ মোকাবিলায় যুব স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশের ক্ষতি হয় এমন কার্যকলাপের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে দেশব্যাপী সবুজায়ন আন্দোলন জোরদার করতে স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান তিনি।    স্বাধীনতার মাসে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণ করে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রথমদিনের কর্মসূচী। পরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ কুচকাওয়াজে অংশ নেয় স্বেচ্ছাসেবকরা। মানবতার শক্তিতে উদ্ভাসিত হয়ে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে গ্রহণ করা হয় শপথ। 
০৩ মার্চ ২০২৪, ১৫:৫৬

নার্স নেবে রেড ক্রিসেন্ট সোসাইটি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নার্স (এনসিডিএস) পদে একাধিক লোকবল জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: নার্স (এনসিডিএস) পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে সার্টিফিকেটসহ নার্সিং সায়েন্সে ডিপ্লোমা অন্যান্য যোগ্যতা: সীমিত তত্ত্বাবধানে কাজ করার জ্ঞান এবং অভিজ্ঞতা। অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর  চাকরির ধরন: চুক্তিভিত্তিক  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) কর্মস্থল: কক্সবাজার বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়