• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
৫০ হাজার তরুণের কারিগরি প্রশিক্ষণ ও সাফল্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মাধ্যমে দেশের ২১টি জেলার পঞ্চাশ হাজার তরুণের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সাফল্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৮ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গত আট বছরে ইএসডিও’র মাধ্যমে দেশের ২১টি জেলার পঞ্চাশ হাজার তরুণ-তরুণীকে কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ শেষে দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থানের তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান, ফাপাড’র মহাপরিচালক মো. নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, আইএলও’র সিনিয়র সোশালিষ্ট, স্কিলস অ্যান্ড এসএমই গুলজান ডাল্লাকোটি, কেয়ার বাংলাদেশের পরিচালক (গবেষণা) ড. মেহেরুন ইসলাম, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বক্তব্য রাখেন।  এছাড়াও, সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক মিজানুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  সভায় বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক মুক্তিতে কারিগরি শিক্ষার তাৎপর্য, তরুণদের শোভন কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরা হয় এবং ইএসডিও’র কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের মডেলটি সম্প্রসারণে সরকার ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসমূহের প্রতি আহ্বান জানানো হয়।
১৯ মার্চ ২০২৪, ১৫:৪১

ঝিনাইদহে ২ দিনব্যাপী কারাতে সেমিনারের উদ্বোধন
নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার-এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিনব্যাপী কারাতে সেমিনার। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সাতোকান কারাতে দো’র আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করা হয়।  প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এ সেমিনারের উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ২ দিনব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন বাংলাদেশ আনসারের কারাতে কোচ সিহান কিতামুরা তেতসুরে, জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন, প্রশিক্ষক কাজী আলী আহম্মেদ লিকু। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে আশা তাদের।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১২

বশেমুরবিপ্রবিতে স্মার্ট পোল্ট্রি ফার্মিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "Smart Farming: Where Data convert to Profit" শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠে শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ সেমিনারে গোপালগঞ্জ জেলাসহ এর আশেপাশের ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, রাজবাড়ী, নড়াইল ও মাগুরা জেলার বিভিন্ন পোল্ট্রি খামারি, ডিলার, বাচ্চা উৎপাদনকারী, খাদ্য ও ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। এই সেমিনারের আয়োজন করে পোল্ট্রি প্রফেসনালস বাংলাদেশ (পিপিবি), বশেমুরবিপ্রবি শাখা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের চেয়ারম্যান ডা. হুর ই জান্নাত জ্যোতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসভিএম বিভাগের সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনায় প্রধান আলোচক ছিলেন পোল্ট্রি প্রফেশনাল'স বাংলাদেশ (পিপিবি) এর প্রধান সমন্বয়ক কৃষিবিদ অঞ্জন মজুমদার। এ ছাড়া সংগঠনটির সাবেক ও বর্তমান লিডার এবং কোরটিম মেম্বাররা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে নিবন্ধিত ২১৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আলোচনায় কৃষিবিদ অঞ্জন মজুমদার স্মার্ট পোল্ট্রি ফার্মিং নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সারাদেশের পোল্ট্রি খামারিদের আধুনিক প্রযুক্তি ভিত্তিক নিরাপদ পোল্ট্রি পণ্য যেমন- ডিম, মাংসের উৎপাদন ও বিপণনে দক্ষতা উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও স্মার্ট সিস্টেমের সঙ্গে পরিচিত করে তুলতে ২০২৪ সাল জুড়ে এ কর্মসূচি চলমান থাকবে। দিনব্যাপী চলা অনুষ্ঠানে শিক্ষার্থী ও খামারিদের প্রাণবন্ত অংশগ্রহণ প্রশ্ন ও জিজ্ঞাসার মাধ্যমে পোল্ট্রি পালনের নানান খুঁটিনাটি দিক উঠে আসে যা খামারিদের আগামী দিনে ভোক্তার জন্য নিরাপদ ডিম ও পোল্ট্রি মাংস উৎপাদনকে উৎসাহিত করবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পদ্ধতিতে পোল্ট্রি লালন-পালনে খামার ব্যবসায় একদিকে উৎপাদন ও উৎপাদনশীলতা যেমন বাড়বে তেমনি খামারিরা লাভের ধারায় থাকতে পারবেন বলে আলোচনায় বক্তারা মত পোষণ করেন।  অনুষ্ঠান শেষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঝে বকুলের চারা রোপণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, পিপিবি একটি নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্ম সারা দেশের প্রান্তিক পোল্ট্রি খামারিদের মাঝে সকল তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক তৈরি করে খামারিদের আধুনিকভাবে পোল্ট্রি পালন বিষয়ে প্রশিক্ষণ দেয়। সেই ধারাবাহিকতায় পিপিবি তার বিশ্ববিদ্যালয় ইউনিটের সহযোগিতায় গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলাসমুহের পোল্ট্রি খামারি, ডিলার, পোল্ট্রির বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এ প্রোগ্রামের আয়োজন করে।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:১৮

রাবিতে ‘ক্যাম্পাস সাংবাদিকতায় নৈতিকতা ও সাহসিকতা’ শীর্ষক সেমিনার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ক্যাম্পাস সাংবাদিকতায় নৈতিকতা ও সাহসিকতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের ২০১ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল তিন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং বিশিষ্ট লেখক ও সমকালের পরিকল্পনা সম্পাদক ফারুক ওয়াসিফ। আয়োজনে আলোচকবৃন্দকে তিন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সেমিনারে মাহফুজ আনাম তার বক্তব্যে নিজের দীর্ঘ জীবনের বিভিন্ন ঘটনা, ডেইলি স্টার নিয়ে নানা ভাবনা, তরুনদের সাংবাদিকতায় ধাবিত হওয়ার ইতিবাচক দিক এবং ক্যাম্পাস সাংবাদিকদের আচরণ কেমন হওয়া উচিত এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি উপস্থিত ক্যাম্পাস সাংবাদিকদের প্রশ্নের আলোকে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ফারুক ওয়াসিফ তার আলোচনায় দেশের রাজনৈতিক প্রেক্ষপটসহ সাক্ষাৎকার গ্রহণ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং একটি সংবাদ সহজ ভাষায় উপস্থাপন করে যেভাবে পাঠকপ্রিয় হতে পারে, সে সকল বিষয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন।
২৫ জানুয়ারি ২০২৪, ২৩:৩৩

লে. জেনারেল কাসেম সোলায়মানির শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেমিনার 
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাসেম সোলায়মানির চতুর্থ শাহাদাতবার্ষিকী উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ  সেমিনার অনুষ্ঠিত হয়।  ‘জেনারেল সোলায়মানি : সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্ববীর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক জনাব জামালউদ্দিন বারী। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম।  সেমিনারে বক্তারা বলেন, জেনারেল কাসেম সোলায়মানি ছিলেন তার সময়কালে দুনিয়ার এক নম্বর জেনারেল। মধ্যপ্রাচ্যে সন্ত্রাস নির্মূল ও শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। জেনারেল সোলায়মানি শুধু প্রতিরোধ বাহিনীর গাইড লাইনই দেননি, নিজের উন্নত চিন্তা, ইমানি জজবা এবং অকুতোভয় সংগ্রামী চেতনাকে তার নির্দেশিত প্রতিটি বাহিনীর যোদ্ধাদের মধ্যে উজ্জীবিত করতেও সক্ষম হয়েছেন। এটিই বিশ্বের অন্য সব সামরিক কমান্ডারদের সঙ্গে জেনারেল কাসেম সুলাইমানির বড় পার্থক্য টেনে দেয়। বক্তারা আরও বলেন, জেনারেল সুলাইমানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃতিত্ব হচ্ছে, তিনি মধ্যপ্রাচ্যের বিবদমান মুজাহিদ গ্রুপগুলোকে আইএস বিরোধী যুদ্ধে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন।পশ্চিমা সমরশক্তি ও গতানুগতিক যুদ্ধ কৌশলকে ব্যর্থ করে দিতে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। বিশ্বের এক নম্বর জেনারেল ও সমরবিদ কাসেম সুলাইমানির মধ্যে যে অসামান্য দূরদৃষ্টি, উচ্চতর মনুষ্যত্ববোধ, আধ্যাত্মিক চেতনা ও নিরলস কর্মবীরের গুণাবলির সন্নিবেশ ঘটেছিল, তা মধ্যপ্রাচ্যের জায়নবাদবিরোধী প্রতিটি মুক্তিকামী সৈনিকের মধ্যে পরশ পাথরের মতো প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
০২ জানুয়ারি ২০২৪, ২৩:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়