• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
সেনবাগ প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) পৌর শহরের মিক্সফুড চাইনিজ রেস্টুরেন্টে প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলমের কনিষ্ঠ পুত্র, আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু।   প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম  জাকারিয়া আল মামুন, জেলা পরিষদের সদস্য ও যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু।  এ সময় সেনবাগ প্রেস ক্লাবের সহসভাপতি সাখাওয়া উল্ল্যাহ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, নির্বাহী সদস্য আবদুল আউয়াল, কাজী ফখরুল ইসলাম, সদস্য নুর হোসাই সুমন, জামাল হোসেন কচি, বশির আহম্মদ ও স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।  
০৫ এপ্রিল ২০২৪, ২২:১৫

সেনবাগ থানা জামে মসজিদ উদ্বোধন করলেন এমপি মোরশেদ আলম
নোয়াখালীর সেনবাগ থানা জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (৭ মার্চ) থানা চত্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। এই উপলক্ষে জুম্মার নামাজের পূর্বে সেনবাগ থানার সিনিয়র অফিসার এস আই তানভির আহম্মেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম।  সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এ সময় বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, সাউথ ইস্ট ব্যাংকের ইভিপি ও কোম্পানি সেক্রেটারি এ কে এম নাজমুল হায়দার, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। নামাজ শেষে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে মসজিদটি উদ্বোধন করেন অতিথিরা  
০৯ মার্চ ২০২৪, ১৩:৩১

ষড়যন্ত্রকারীদের সেনবাগ থেকে বিতাড়িত করা হবে : মোরশেদ আলম
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, ষড়যন্ত্র নয়; আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। স্বাধীনতার পর কেউ নৌকাকে সেনবাগ থেকে বিজয়ী করতে পারেনি। আমি করেছি। তবে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র ঠিকই হয়েছে। ষড়যন্ত্রকারীদের সেনবাগ থেকে বিতাড়িত করা হবে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   মোরশেদ আলম বলেন  সেনবাগবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আগামী ৫ বছর এমন কিছু করে যেতে চাই, যাতে ২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সেনবাগে ক্ষমতায় থাকে। ইতোমধ্যে সেনবাগের উন্নয়নে ২শ’ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অনুষ্ঠানে সার্ক চেম্বারের সভাপতি জসিম উদ্দিন বলেন, সেনবাগে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে। অসম্পূর্ণ উন্নয়ন কাজকে বেগবান করার পাশাপাশি কারিগরিভাবে যুবসমাজকে দক্ষ করতে টেকনিক্যাল কলেজ স্থাপনের দাবি জানান তিনি।  সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর, বাংলার গায়েন বিজয়ী নিশি শ্রাবণী ও ব্যান্ড দল অ্যাশেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্ল্যা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত হোসেন কানন, সেনবাগ পৌর সভার মেয়র আবু নাছের, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন, আওয়ামী লীগ নেতা খালেদ মোশারফ জুয়েল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলমগীর আলো,  সোনাইমুড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা মাসুদ, ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ এবং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান প্রমুখ।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৬

কোনো খারাপ লোকের হাতে সেনবাগ তুলে দেবেন না : মোরশেদ আলম
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোরশেদ আলম বলেছেন, আপনাদের দোহাই সেনবাগকে কোনো খারাপ লোকের হাতে তুলে দেবেন না।  সোমবার (১ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাটে মনা কোম্পানির বাড়িতে মহিলা সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় নারী ভোটাররা উপস্থিত ছিলেন। আবারও নির্বাচিত হলে কেবল উন্নয়ন নয়, সেনবাগের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও ভূমিকা রাখার কথা জানান তিনি। বলেন, ১০ বছর এলাকার উন্নয়নের পাশাপাশি শান্তি বজায় রাখতে চেষ্টা করেছেন। তৃতীয় বার সুযোগ পেলে সেই ধারা অব্যাহত রেখে সেনবাগকে সারাদেশের মধ্যে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন। সেনবাগের প্রতিটি মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলার দিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান মোরশেদ আলম। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ গোলাম কবির, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন মাহমুদ, বিজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন মনা কোম্পানি, সাধারণ সম্পাদক ইয়াকুব মামুন, জসিম উদ্দিন, আমেরিকান প্রবাসী জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০১ জানুয়ারি ২০২৪, ১৭:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়