• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
সুপার লিগ নিশ্চিত শাইনপুকুর ও প্রাইম ব্যাংকের
অভিজ্ঞ মুশফিকুর রহিমের হাফ-সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ১৪১ রানের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দিনের আরেক ম্যাচে ইরফান শুক্কুরের অপরাজিত ১০৬ রানের সুবাদে লিগের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৬৭ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রূপগঞ্জের বিপক্ষে শাইনপুকুরের জয়ে প্রাইম ব্যাংক ও মোহামেডানের সুপার লিগ নিশ্চিত হয়েছে। ১০ ম্যাচে মোহামেডানের ও ১১ ম্যাচে প্রাইম ব্যাংকের ১৪ করে পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচ জিতলেই শাইনপুকুর ও শেখ জামালের মতো ৮ জয় নিয়ে সুপার লিগে নামবে মোহামেডান। অন্যদিকে টানা ১১ জয়ে পূর্ণ ২২ পয়েন্ট নিয়ে অন্যদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আবাহনী। মুশফিকুরের ৬৯ বলে ৫ চার ও এক ছক্কায় সাজানো ৭১ রানের ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৯ রান করে প্রাইম ব্যাংক। ওপেনার পারভেজ হোসেন ইমন, জাকির হাসান ও আশিকুর জামান ৩৬ রান করে করেন। ওপেনার হিসেবে নেমে ১৫ বলে ২০ রান করেন তামিম ইকবাল। গাজী টায়ার্সের হয়ে শামীম মিয়া ৪১ রানে তিনটি এবং ইফতেখার সাজ্জাদ ও নুহায়েল সান্দিদ দুটি করে উইকেট নেন। জবাবে মাহেদি হাসান এবং হাসান মাহমুদের দারুণ বোলিংয়ের সামনে ৩২ দশমিক ২ ওভারে ১২৮ রানে অলআউট হয় গাজী টায়ার্স। দলের পক্ষে আশরাফুল আলম আসিফ সর্বোচ্চ ৩৪ রান করেন।  মাহেদি ২৪ রানে চারটি এবং হাসান ২৯ রানে তিনটি উইকেট নেন। ১১ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ১২ দলের লিগে ১১তম স্থানে গাজী টায়ার্স।  আরেক ম্যাচে শুক্কুরের সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫৬ রানের লড়াকু পুঁজি পায় শাইনপুকুর। ১২ চার ও ৩ ছক্কায় ৮৮ বলে অপরাজিত ১০৬ রান করেন শুক্কুর। এ ছাড়া জিশান আলম ৪২ এবং মার্শাল আইয়ুব ৩৫ রান করেন। ২৫৭ রানের টার্গেটে খেলতে নেমে শাইন পুকুরের বোলারদের দাপটে ২৮ দশমিক ১ ওভারে ৯২ রানে ৮ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু শেষ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে দলকে বড় হারের লজ্জা থেকে রক্ষা করেন রূপগঞ্জের শেষ দুই ব্যাটার আব্দুল হালিম ও আল আমিন হোসেন।  শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ১৮৯ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৫টি করে চার ও ছক্কায় ৬৭ বলে অপরাজিত ৬০ রান করেন হালিম। ২২ রানে অপরাজিত থাকেন আল আমিন।  শাইনপুকুরের পেসার নাহিদ রানা তিনটি, নাইম আহমেদ ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নেন।
১৮ ঘণ্টা আগে

একটি সিদ্ধান্তেই আইপিএলের দ্রুতগতির বোলার মায়াঙ্ক!
মায়াঙ্ক যাদব, ভারতের অন্যতম দ্রুতগতি সম্পন্ন আগ্রাসী বোলার। চলতি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক হয়েছে তার। অভিষেক ম্যাচেই করেছেন বাজিমাত।  পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫ দশমিক ৮ কিমি এবং পরে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৫৬ দশমিক ৭ কিমি গতির বল করে ঢুকে গেছেন ইতিহাসের সর্বোচ্চ গতিসম্পন্ন বোলারদের তালিকায়। আইপিএলের ইতিহাসে তার চেয়ে জোরে বল করেতে পেরেছে কেবল তিনজন। তাই তাকে ঘিরে এখন স্বপ্ন বুনছে কোটি ভারতীয়।  প্রবাদে আছে ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’। অর্থাৎ যেকোনো কাজের আগে ফল কি হতে পারে; কিংবা সুবিধা-অসুবিধা কি, এসব বিশ্লেষণ করে তবেই কাজটা শুরু করতে হবে। কাজ শেষ করে ভেবে ফলপ্রসূ কিছু হবে না।  ছোটবেলা থেকে জানা এ প্রবাদ মাথায় আনলে ভারতীয় সেনসেশন মায়াঙ্ক যাদবকে হয়তো বোলিং করতে দেখা যেত না। কেননা, ইনজুরি প্রবণ মায়াঙ্কের কোচও ভেবেছিলেন তার ক্রিকেট খেলা নিরাপদ না। পরামর্শ দিয়েছিলেন না খেলার।  কিন্তু সেসব মাথায় না নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাওয়া একটি উক্তি অনুযায়ী নিজেকে গড়েছেন মায়াঙ্ক। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন বোলিংয়ে গতির নতুন এ তারকা।  উক্তিটিতে বলা হয়েছিল সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি সঠিক কি না, সে বিচারে না গিয়ে আগে সিদ্ধান্ত নিয়ে সেটাকেই সঠিক প্রমাণ করা। আর মায়াঙ্ক হেঁটেছেন এ পথেই। ঝুঁকি নিয়ে খেলা চালিয়ে গেছেন আর প্রমাণ করেছেন তিনি সঠিক ছিলেন। সুযোগ পেয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগে। আগ্রাসী বোলিংয়ে হয়েছেন দলের অপরিহার্য সদস্য। সেই সাথে তার পরিচিতি এখন বিশ্বব্যাপী।  
০৯ এপ্রিল ২০২৪, ১৩:৫৯

আইপিএল ২০২৪ / টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
টানা দুই ম্যাচ জিতে চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল চেন্নাই সুপার কিংস। সবশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দ্রবাদের মুখোমুখি হয়েছে চেন্নাই। শুক্রবার (৫ এপ্রিল) ঘরের মাঠে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে হায়দ্রাবাদ। এই ম্যাচে চেন্নাইয়ের একাদশের নেই টাইগার পেসার মোস্তাফিজ। চেন্নাইয়ের একাদশ: মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গাইকোয়াড (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শিভাম ডুবে, রবীন্দ্র জাদেজা, ডেরিল মিচেল, রাচিন রবিন্দ্র, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মঈন আলী ও মাহিশ পাথিরানা। হায়দ্রাবাদ একাদশ: অভিষেক শর্মা, এইডেন মার্করাম, এনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, নিতিস কুমার রেড্ডি, মায়াঙ্ক মার্কন্ডে, উনাদকাট ও নাতারাজান।
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

আইপিএলের একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন
পরিবর্তন এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচিতে। একদিন এগিয়ে ১৬ এপ্রিলে আনা হয়েছে ইডেন গার্ডেনসে অনুষ্ঠিতব্য কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ। অন্যদিকে ১৬ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের রাম-নবমী উৎসবের কারণে ম্যাচের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা পুলিশ। এজন্যই ম্যাচ একদিন এগিয়ে ১৬ এপ্রিল নিয়ে আসা হয়।  ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলিকে চিঠি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, যেহেতু ম্যাচটি রাম-নবমীর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে পুলিশের একটি অংশ নির্বাচনের দায়িত্বে আছে, ফলে ১৭ এপ্রিলের ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচির পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এই দুই ম্যাচের জন্য বিক্রিত টিকিটের বিষয়ে কিছুই জানানো হয়নি। এর আগে, ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও স্থানীয় উৎসবের কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছিল।
০২ এপ্রিল ২০২৪, ১৯:১৩

মুন্সীগঞ্জে ১১ ঘণ্টা পর সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে প্লাই বোর্ড তৈরির কারখানার গুদামে লাগা আগুন প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। রোববার (২৪ মার্চ) দুপুরে এই আগুনের সূত্রপাত। মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি সোমবার (২৫ মার্চ) দৃশ্যমান আগুন নিভে গেছে। তবে গুদামে মজুত করা পাটখড়ি ও প্লাই বোর্ডে আগুনের ফুলকি আছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি  ইউনিটের  ৫৭ জন কর্মী কাজ করছেন।  ফায়ার সার্ভিস ও কারখানা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (২৪ মার্চ) বেলা সোয়া ১টার দিকে গুদামে মজুত করা পাটখড়িতে আগুন ধরে গেলে শ্রমিক ও স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। তবে বাতাসের কারণে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তারা ব্যর্থ হন। গুদামের পাশেই নদীতে পাটখড়িবোঝাই তিনটি ট্রলার মালামালসহ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথম দিকে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এরপর নারায়ণগঞ্জের আরও চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় কুমিল্লা, ঢাকা থেকেও ফায়ার সার্ভিসের আরও কয়েকটি দল আসে। রাত সাড়ে আটটায় আগুনের ভয়াবহতা কমতে শুরু করে।  গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার গণমাধ্যমকে বলেন, রোববার (২৪ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত গজারিয়া, নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে টানা কাজ করেছে। দৃশ্যমান আগুন নিভে গেছে। তবে গুদামের মজুত করা পাটখড়ি ও প্লাই বোর্ডে আগুনের ফুলকি আছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। পাটখড়ি ও প্লাই বোর্ডের ওপরের স্তরে ফুলকি আছে। পানি ছিটিয়ে একটি একটি করে আগুন নির্বাপণ করে মালামাল সরানো হচ্ছে। এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
২৫ মার্চ ২০২৪, ১৫:১৫

মোস্তাফিজের ঝলকে শুভসূচনা চেন্নাইয়ের
আইপিএলের উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস জয় দিয়ে যাত্রা শুরু করল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে দলটি। ম্যাচটিতে চার ওভারে ২৯ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  ম্যাচটিতে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে বেঙ্গালুরু। জবাবে ৮ বল থাকতেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।  বেঙ্গালুরুর দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে রাচিন রাবিন্দ্রর ব্যাটে উড়ন্ত সূচনা করে চেন্নাই। এদিন ব্যাট হাতে বেশিক্ষণ পিচে থাকতে পারেনি অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আউট হওয়ার আগে করেন ১৫ বলে ১৫ রান। রাচিন রাবিন্দ্র ৩টি চার ও ৩টি ছক্কায় খেলেন ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন। এরপর আজিঙ্কা রাহানের ১৯ বলে ২৭ আর মিচেল ১৮ বলে করেন ২২ রান দলকে অনেকটা পথ এগিয়ে দেয়।  পরপর দুটি ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে চেন্নাইকে চাপে ফেলেন ক্যামেরন গ্রিন। সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও শিভাম দুবের ৩৭ বলে ৬৬ রানের জুটিতে ম্যাচ জিতে চেন্নাই সুপার কিংস। দুবে ২৮ বলে ৩৪ ও জাদেজা ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।  
২৩ মার্চ ২০২৪, ০১:৫৯

মোস্তাফিজকে বরণ করে নিলো চেন্নাই সুপার কিংস
লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে আইপিএল খেলতে ভারতে পাড়ি জমিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।  আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগটির সপ্তদশ আসরের। টিম হোটেলে মোস্তাফিজকে স্বাগত জানিয়েছে চেন্নাই সুপার কিংস।  চেন্নাই শিবিরে যোগ দিতে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ঢাকা ছেড়েছেন এই বাঁহাতি পেসার। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে ভারতের পথে রওনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন মোস্তাফিজ। ভারত যাত্রার একটি ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, রোমাঞ্চিত এবং নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন সেরাটা দিতে পারি। এরপর ভারতে পৌঁছে আরেকটি পোস্টে নিজের নিরাপদ গন্তব্যের বিষয়টিও জানিয়েছেন কাটার মাস্টার। অন্যদিকে, নিজেদের পেজে মোস্তাফিজের যোগদানের খবর জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।  গতকাল লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজ। এ সময় মনে হচ্ছিলো আইপিএলে থেকে ছিটকে যেতে পারেন ফিজ। তবে চোট গুরুতর না হওয়ায় পরদিনই আইপিএল খেলতে দেশ ছাড়লেন তিনি। আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে টাইগার পেসার এবার চেন্নাই সুপার কিংসে। মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় তাকে এবার আইপিএলের কোনো দল কিনবে কি না, সেই সংশয় দেখা দিয়েছিল। তবে চেন্নাই ঠিকই কাটার মাস্টারকে লুফে নিয়েছে।  
১৯ মার্চ ২০২৪, ১৯:৩১

নারী আইপিএলের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আজ (১৭ মার্চ) রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি লিভারপুল। অন্যদিকে লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। ঢাকা প্রিমিয়ার লিগ আবাহনী–শাইনপুকুর সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল শেখ জামাল–ব্রাদার্স ইউনিয়ন সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল প্রাইম ব্যাংক–সিটি ক্লাব সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল দ্বিতীয় টি–টোয়েন্টি আফগানিস্তান–আয়ারল্যান্ড রাত ১০টা, ইউরোস্পোর্ট মেয়েদের আইপিএল : ফাইনাল দিল্লি ক্যাপিটালস–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাত ৮টা, টি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১ এফএ কাপ চেলসি–লেস্টার সিটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২ ম্যানচেস্টার ইউনাইটেড–লিভারপুল রাত ৯টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ লা লিগা আতলেতিকো মাদ্রিদ–বার্সেলোনা রাত ২টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১
১৭ মার্চ ২০২৪, ০৮:৩৬

রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়
কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন লিগে সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রল হয়েছে। তাই আল-আহলির বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা চাপেই ছিলেন তিনি। তবে সেই চাপ সামলে দলের জয়ের পাশাপাশি মাইলফলকে নাম তুলেছেন পর্তুগিজ এই সুপারস্টার। রোনালদোর গোলে সৌদি প্রো লিগে জয় পেয়েছে আল-নাসর। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আল-আহলিকে ১-০ গোলে হারিয়েছে গ্লোবাল ওয়ান।  ম্যাচ জুড়ে আধিপত্য নিয়ে লড়ে নাসর। তবে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেনি রোনালদো-মানেরা। বিপরীতে বেশ কিছু সুযোগ নষ্ট করেছে আল-আহলি। ম্যাচের ৩৬তম মিনিটে মেরিহ ডেমিরালের হেড বারে লেগে ফিরে আসে। এতে বেঁচে যায় আল-নাসর। ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নাসর। সাদিও মানের থ্রু থেকে দারুণ এক গোল করেন রোনালদো। তবে দীর্ঘ সময় ভিএআর পরীক্ষা-নিরীক্ষার পর অফসাইড ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়। বিরতি থেকে ফিরেও একাধিক সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয় নাসর। তবে ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি কাজে লাগিয়ে নাসরকে জয় এনে দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই সঙ্গে আল নাসরের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আদায় করে নেন ৫০তম গোল। এ জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল নাসর। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। অন্যদিকে এক ম্যাচ কম খেলে আল হিলালের পয়েন্ট ৬৫। ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আল আহলি। 
১৬ মার্চ ২০২৪, ১২:৩৭

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ 
বীরত্বপূর্ণ কাজ, সেবা ও সাহসিকতার জন্য সম্মানজনক রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার ও পদক তুলে দিয়েছেন। দক্ষতার সঙ্গে দায়িত্বপালনসহ মানুষের জানমালের নিরাপত্তায় লোভ-লালসার উর্ধে থেকে সত্যিকারার্থেই দায়িত্ব পালন করায় যে কয়েকজনকে পদক প্রদান করা হয়েছে তাদের মধ্যে ফয়েজ আহমেদ অন্যতম।  নেত্রকোণায় ফয়েজ আহমেদের যোগদানের সময় খুব বেশি নয় কিন্তু তার অর্জন অনেক। ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে একটি হচ্ছে নেত্রকোণা। হাওরাঞ্চল খ্যাত ভারত সীমান্তবর্তী এলাকা শিল্প-সংস্কৃতির উর্বর ভূমি নেত্রকোণা জেলায় রয়েছে দশটি থানা। দশ থানা নিয়ে গঠিত নেত্রকোণা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদ। জেলায় যোগদানের পর থেকে ফয়েজ আহমেদ পুলিশের প্রতিটি থানা ও পুলিশ সদস্যদের সঠিক দিকনির্দেশনা দিয়ে নেত্রকোণা পুলিশকে শ্রেষ্ঠত্বের মুকুট এর আগেও পড়াতে পেরেছেন। অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ পুলিশ সুপারও নির্বাচিত হয়েছেন ফয়েজ আহমেদ।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়