• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সি এম লাইসেন্স ছাড়াই শাড়ি তৈরি এবং কাপড়ে রং এর স্থায়িত্ব পরীক্ষণ না করার অপরাধে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম। এর আগে সকালে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। বিএসটিআইয়ের পক্ষ থেকে জানা যায়, বিএসটিআই থেকে কাপড়ে রং এর স্থায়িত্ব (কালার ফাস্টনেস টেস্ট) পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করে শাড়ি, গামছা ও লুঙ্গি  উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বেলকুচি উপজেলার বওড়া এলাকার মনির এন্ড ব্রাদার্স (সম্রাট শাড়ি)কে ২৫ হাজার টাকা এবং শেরনগর এলাকার ফাতেমা কটেজ ইন্ড্রা: (লুঙ্গী) কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পাশাপাশি আদালত প্রতিষ্ঠানসমূহকে আগামী ৭ দিনের মধ্যে বিভিন্ন কাপড়ের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেন। এ সময় বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন ও পুলিস সদস্যরা উপস্থিত ছিলেন।
২৭ মার্চ ২০২৪, ২২:৩৪

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা মার্কেটের নৈশপ্রহরীকে ছুরিকাঘাত 
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নৈশপ্রহরী বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদকে (৬৫) ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মার্কেটের দোকান মালিকরা আহত অবস্থায় নৈশপ্রহরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।  মঙ্গলবার (১২ মার্চ) রাতের কোনো এক সময়ে সিরাজগঞ্জ শহরের এম এ মতিন সড়কের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। আহত নৈশপ্রহরী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ারপাচিল গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। মার্কেটের দোকানদার রেজাউল, শহিদুল ও মোস্তফা বলেন, সকালে দোকান খোলার জন্য মার্কেটে এসে দেখা যায় নৈশপ্রহরী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করেছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সুমন কুমার দাস জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। সিরাজগঞ্জের সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু বলেন, বিষয়টি শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আহত বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদকে হাসপাতালে দেখতে যাই। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
১২ মার্চ ২০২৪, ১৫:৫৫

সিরাজগঞ্জে স্ত্রীসহ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুই মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জে এক ইউনিয়ন ভূমি উপসহকারী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩ মার্চ) দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকসী মামলাটি দায়ের করেন। অভিযুক্ত সেলিম রেজা (৪৫) চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা। তিনি জেলার বেলকুচি উপজেলার সগুনা ইউনিয়নের চর জোকনালা গ্রামের জহির উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর মহল্লার বাসিন্দা। সোমবার (৪ মার্চ) সকালে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয় সূত্রে ও মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে সেলিম রেজার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে তার সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। সেলিম রেজা তার সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ মিলিয়ে ৫৩ লাখ ৪৭ হাজার ৯২৪ টাকা মূল্যের সম্পদ গোপন করেন, যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া তিনি ৪৫ লাখ ৭২ হাজার ৪৫০ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অপরদিকে তার স্ত্রী আফরোজা বেগম (৪২) তার সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ মিলিয়ে ৩৫ লাখ ১১ হাজার ৫৫৫ টাকা মূল্যের সম্পদ গোপন ও ৫৬ লাখ ২৬ হাজার ৫৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এ পরিস্থিতিতে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকসী বাদী হয়ে ভূমি উপসহকারী কর্মকর্তা সেলিম রেজা ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলার বাদী ফেরদৌস রায়হান বকসী বলেন, সেলিম রেজা ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সেলিম রেজা বলেন, আমার যা স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে, তা আয়কর বিবরণীতে উল্লেখ আছে। এগুলো দুদক অফিসে জমা দিয়েছিলাম। তবে আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তা জানা নেই।
০৪ মার্চ ২০২৪, ১৪:৩৫

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারীর মৃত্যু 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মনিজা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়ার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের মো. হোসেন আলীর স্ত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
০৩ মার্চ ২০২৪, ১৬:১২

সিরাজগঞ্জে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জের কামারখন্দে অর্ধশত কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভদ্রঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  আটককৃতরা হলো- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার হারুয়াবাড়ী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আশরাফ আলী (৫০) ও ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার উলোবাড়িয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে উজ্জল হোসেন (৩৩)।  বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ভদ্রঘাট এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ মাদককারবারি আশরাফ ও উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, দুইটি মোবাইল এবং নগদ ২৩ হাজার ৬২২ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইলে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে কামারখন্দ থানায় মামলা দায়ের করা রয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪২

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে হাবিব (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামে এ ঘটনা ঘটে। হাবিব ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি ফসলি জমিতে কাজ করছিলেন। মৃত হাবিবের চাচা রওশন আলী বলেন, হাবিব বেশ কিছুদিন হলো অসুস্থ। সকালে চরকাদাই গ্রামে নিজ ফসলি জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে হাবিব গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বজ্রপাতে হাবিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাকে আর্থিক সহায়তা করা হবে।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৫

সিরাজগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ হাটিকুমরুল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘী গ্রামের শফিকুল ইসলামের ছেলে রুবেল সেখ (২৫) ও উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামের রতন আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫)। কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল নিয়ে উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের চুরি যাওয়া ৫টি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের দুজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করতেন। পরবর্তীতে তারা মোটরসাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন করতেন। এরপর নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ জনগণের কাছে অল্প দামে বিক্রি করতেন।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৩

সিরাজগঞ্জে ৯ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা 
সিরাজগঞ্জে অনুমোদনহীন ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ৩টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে ও বাকিগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।   বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার রায়গঞ্জ উপজেলার আটটি ও তাড়াশ উপজেলার একটি ইটভাটায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। জেলা প্রশাসনের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। জরিমানা করা ইটভাটাগুলোর মধ্যে তাড়াশের এসএমবি ব্রিকসকে ৭ লাখ টাকা, রায়গঞ্জের কেএমবি ব্রিকসকে ৭ লাখ টাকা, শিমু অরিন ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা ও এই তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।  এ ছাড়াও রায়গঞ্জের হিরো ব্রিকসকে ৫ লাখ টাকা, উত্তরা এন্টারপ্রাইজকে (কেয়া ব্রিকস) ৫ লাখ টাকা, টিএইচবি ব্রিকসকে ৫ লাখ টাকা, হাসিনা ব্রিকসকে ৫ লাখ টাকা, আরকেবি ব্রিকসকে ৫ লাখ টাকা, পিংকি ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে ও ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অবৈধভাবে অনেক ইটভাটা পরিচালিত হচ্ছে। তালিকা অনুযায়ী এ সকল ভাটায় অভিযান চালানো হচ্ছে। জরিমানা করা ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। ইটভাটাগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। এ সময় সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুকন মিয়া, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৬

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
সিরাজগঞ্জের কামারখন্দে হেরোইন রাখার দায়ে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম সাবিনা খাতুন (৩৭)। রোববার (৪ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এ আদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ডের এ আদেশের সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। দণ্ডপ্রাপ্ত সাবিনা খাতুন কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম সরকারের স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান। পিপি আব্দুর রহমান জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাবিনা খাতুনের বাড়িতে হেরোইন, গাঁজা ও চোলাই মদ কেনাবেচার খবরে অভিযান চালায় র‍্যাব। এ সময় সাবিনা খাতুন পালিয়ে গেলেও র‍্যাব ৪৮ গ্রাম হেরোইন, ১ দশমিক ৮ কেজি গাঁজা ও ১৪ লিটার চোলাই মদ জব্দ করে। এ ঘটনায় র‍্যাব-১২ এর ডিএডি প্রদীপ কুমার সাহা বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মাদক মামলা করেন। এ মামলায় আদালত সাবিনা খাতুনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৫

সিরাজগঞ্জে বালুচাপায় কিশোরের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে বালুভর্তি ট্রাক উল্টে আসিফ হোসেন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আসিফ ওই গ্রামের শাহীন হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, উল্লাপাড়ার কালিগঞ্জ থেকে কয়েলগাঁতী গ্রামে ট্রাকে বালু আনা হচ্ছিল। সন্ধ্যায় কয়েলগাঁতী গ্রামের এক বাড়িতে বালু ফেলে খালি ট্রাক যাওয়ার পথে আসিফসহ আরও তিন কিশোর ট্রাকে ওঠে। এরপর ট্রাকে বালুভর্তি করার পর বালুর ওপরে উঠে বসে তারা। কিন্তু ট্রাকটি বাড়ির কাছাকাছি পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে। কামারখন্দ থানার এসআই আব্দুল মতিন জানান, ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
২৯ জানুয়ারি ২০২৪, ১৩:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়