• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
সিনেমা দেখলেই বিরিয়ানির প্যাকেট ফ্রি
গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল। শনিবার (২০ এপ্রিল) দুপুরে চালু করেই দর্শক টানতে অভিনব পন্থা অবলম্বন করলো হল কর্তৃপক্ষ। ১০০ টাকার টিকিট কাটলেই মিলছে এক প্যাকেট বিরিয়ানি একদম ফ্রি। জানা যায়, ১৯৮৪ সালে ঝংকার সিনেমা হলটি নির্মাণ করা হয়। ঈসা খানের মালিকানাধীন এ হলটি শুরুতে ভালো চললেও এক পর্যায়ে তা দর্শকশূন্যতার কারণে বন্ধ হয়ে যায়।  বর্তমানে হলটিতে প্রদর্শিত হচ্ছে চিত্রনায়িকা পূজা চেরি ও নায়ক আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’ সিনেমা। ঈদের ছবি ও বিরিয়ানির এই বিশেষ অফারের কারণে বর্তমানে বেড়েছে দর্শক সমাগম— এমনটাই মন্তব্য হল কর্তৃপক্ষের।  এ ব্যাপারে কথা হয় হলটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমাদের হলে দর্শকের জন্য আসন রয়েছে ৫০০টি। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। বিশেষ অফারে প্রতিটি টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হচ্ছে। এই অফার কতদিন চালু থাকবে জানতে চাইলে তিনি আরও বলেন, আগামী এক মাস খাবারের এই অফার চালু থাকবে।  বর্তমানে ঝংকার সিনেমা হলে ‘লিপস্টিক’ সিনেমার চারটি শো (দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টা) চলছে। তবে তীব্র গরমের কারণে দুপুর ও বিকেলে দর্শক কিছুটা কম থাকলেও বাকি দুটি শো-এ দর্শক সমাগম বেশি থাকছে বলে জানা যায়।
২২ এপ্রিল ২০২৪, ১০:০০

ইতিহাস গড়লো সৌদি আরবের সিনেমা
পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ‘কান’। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেওয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও সিনেমার গল্প, উপস্থাপনা, চরিত্র, পরিচালক, অভিনয়শিল্পীসহ নানা বৈচিত্র্য নিয়ে এবার হাজির হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এই প্রথম এই উৎসবে জায়গা পেয়েছে সৌদি আরবের কোন সিনেমা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, গত ৭৮ বছরে প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নিচ্ছে তৌসিফ আলজায়েদির পরিচালিত সিনেমা ‘নোরা’। সিনেমাটিতে নব্বইয়ের দশকের সৌদি সমাজবাস্তবতার চিত্র উঠে এসেছে। এতে ওই সময়ের শিল্প ও চিত্রকর্ম নিষিদ্ধের কথা এবং রক্ষণশীল এক সমাজের গল্প উঠে এসেছে। সিনেমাটিতে তৎকালীন সময়ের একটি মেয়ের সংগ্রাম চিত্রায়িত করা হয়েছে। আর নোরার মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি। এদিকে ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই সিনেমাটির গল্প।  মূল প্রতিযোগিতা শাখা ও আঁ সার্তে রিগা বিভাগে দেশটির একটি করে সিনেমা মনোনয়ন পেয়েছে। আর সিনেমা দুটির পরিচালক দুই নারী। ভারত থেকে একসঙ্গে শুধু দুজন নারী পরিচালকের মনোনয়নের খবর আগে শোনা যায়নি। বৃহস্পতিবার এবারের কান উৎসবের মনোনয়নের তালিকা প্রকাশ করেন পরিচালক থিঁয়েরি ফ্রেমো। এদিন মূল শাখায় ২৮টি সিনেমার নাম ঘোষণা করেন তিনি। আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব।  
১৩ এপ্রিল ২০২৪, ০২:৫৬

বলিউডে ঈদের সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’
প্রতিবছরই ঈদ উপলক্ষে বলিউডে একাধিক সিনেমা মুক্তি পায়। তবে চলতি বছরের ঈদুল ফিতরে সবচেয়ে বড় আকর্ষণ ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটি। ২৫ বছর আগে একই নামের সিনেমা অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ।  সেসময় বক্স-অফিসে ব্যাপক সফলতা পায় সিনেমাটি। বলা যায়, রীতিমতো বাজিমাত করেছিল অমিতাভ-গোবিন্দের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’।     এবার ঈদে একই নামের সিনেমায় ‘বড়ে’ ও ‘ছোটে’ মিয়া হয়ে আসছেন বলিউডের দুই প্রজন্মের দুই অ্যাকশন হিরো অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এই সিনেমাতেও  একসঙ্গে প্রথম অভিনয় করলেন তারা। সিনেমাটি নির্মাণ করেছেন আব্বাস জাফর।  এদিকে অক্ষয়কে ‘বড়ে’ সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার লিখেছেন, ‘আমি যে বছর জন্মেছি, সে বছর বলিউডে পা রেখেছেন আপনি। তবে আমি নিশ্চিত, আপনি এখনও লাফ দিয়ে আমার চেয়ে উঁচুতে উঠতে পারবেন।’   অন্যদিকে টাইগারকে উদ্দেশ করে অক্ষয় লেখেন, যে বছর আমার ক্যারিয়ার শুরু হয়েছে, সে বছরই তুমি জন্ম নিয়েছো। তাই তো এই সিনেমাটি আমার জন্য অনেক বেশি আবেগের।’  জানা গেছে, ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় দুই নায়িকা ছিলেন রাভিনা ট্যান্ডন ও রামাইয়া কৃষ্ণন। প্রথম সিনেমাটি মূলত কমেডি ঘরানার ছিল। কিন্তু এবারের সিনেমাটি অ্যাকশনে ভরপুর। এই সিনেমায় অক্ষয়-টাইগারের নায়িকা হয়েছেন মানুষী চিল্লার এবং আলায়া ফার্নিচারওয়ালা।  বলাই যায়, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র রিমেক সিনেমাটি ভিন্ন মাত্রা যোগ করতে চলেছে। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে অক্ষয়-টাইগার অভিনীত সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’।  
১০ এপ্রিল ২০২৪, ১৩:২৮

ঈদে আরটিভিতে দেখবেন যেসব সিনেমা
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর বিশেষ দিন মানেই আরটিভি। ঈদকে কেন্দ্র করে জনপ্রিয় এই বেসরকারি চ্যানেলটিতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে। প্রতি বছরের মতো এবারও দর্শকের জন্য বিনোদনের নানা আয়োজন করেছে আরটিভি। এই ঈদে ৭ দিনব্যাপী দর্শকরা নাটক, সিনেমাসহ নানা রকম অনুষ্ঠান উপভোগ করতে পারবেন চ্যানেলটিতে।  আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যে সিনেমাগুলো দেখা যাবে আরটিভির পর্দায়— ঈদের দিন   সকাল ১০টা ১০ মিনিটে দেখবেন শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঢাকার কিং’। এ ছাড়া ২টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘যদি একদিন’। এতে অভিনয় করেছেন— তাহসান খান, শ্রাবন্তী।  ঈদের দ্বিতীয় দিন    সকাল ১০টা ১০ মিনিটে দেখা যাবে ‘টাইগার নাম্বার ওয়ান’। সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, নিপুণ প্রমুখ। অন্যদিকে দুপুর ২টা ১০ মিনিটে দেখবেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মীম অভিনীত সিনেমা ‘সাপলুডু’। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘স্বামী স্ত্রীর ওয়াদা’। এতে অভিনয়ে করেছেন—শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে দেখবেন রিয়াজ ও পূর্ণিমা অভিনীত সিনেমা ‘আকাশ ছোয়া ভালোবাসা’।  ঈদের চতুর্থ দিন  সকাল ১০টা ১০ মিনিটে দেখবেন ‘সমাধী’। সিনেমায় অভিনয় করেছেন— শাকিব খান ও শাবনূর। দুপুরে ২টা ১০ মিনিটে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার’।  ঈদের পঞ্চম দিন  সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত সিনেমা  ‘কাবিননামা’। দুপুর ২টা ১০মিনিটে দেখবেন ‘সিটি টেরর’। সিনেমায় অভিনয় করেছেন— মান্না, শাকিব খান, বৈশাখী প্রমুখ।  ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১০মিনিটে দেখবেন শাকিব খান ও পূর্ণিমা অভিনীত সিনেমা ‘ভালোবাসার লাল গোলাপ’। এদিন দুপুর ২টা ১০ মিনিটে ‘জান আমার জান’। অভিনয় করেছেন— শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১০মিনিটে প্রচারিত হবে ‘তুই যদি আমার হইতি রে’। এতে অভিনয় করেছেন— শাকিব খান, মৌসুমী, ফেরদৌস প্রমুখ। অন্যদিকে দুপুর ২টা ১০ মিনিটে দেখা যাবে আরেফিন শুভ, আঁচল, মিশা সওদাগর অভিনীত সিনেমা ‘কিস্তিমাত’। 
০৯ এপ্রিল ২০২৪, ১৪:৪৩

বিয়ের পর যে কারণে সিনেমা ছেড়ে দিতে চান পূজা চেরি
ক্যারিয়ারে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। সিনেমায় পূজার সঙ্গী হয়েছেন আদর আজাদ। বর্তমানে তাই এই সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন পূজা। এদিকে দিন কয়েক আগেই মা হারিয়েছেন পূজা। ফলে ঈদ ও সিনেমা নিয়ে এখন খুব একটা উচ্ছ্বসিত নন তিনি। কিন্তু তবুও পেশাগত কারণে সিনেমার প্রচারণা করছেন। কারণ তার মায়েরই স্বপ্ন ছিল নায়িকা হবেন পূজা। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই নিজের কাজ গুলো সুন্দরভাবে গুছিয়ে করতে চান।  তবে সম্প্রতি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন পূজা। এসময় তিনি জানান, বিয়ের পর পূজার পরিবার যদি চায় তাহলে আর সিনেমা করবেন না। বিদায় নেবেন শোবিজ দুনিয়া থেকে। পূজা বলেন, এবার ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে, সেটা অবশ্যই অনেক আনন্দের। আবার অন্যদিক থেকে ভীষণ কষ্টেরও। কেননা— এই ঈদে আমার মা নেই। এরপরও আমাকে অভিনয় এবং সিনেমার প্রোমোশনে যেতে হবে। কারণ এটা আমার পেশা। যে পেশায় সফলতা পেলে সবথেকে বেশি খুশি হবে আম্মু। এজন্য তার স্বপ্ন পূরণে কাজটি মন দিয়ে করতে চাই আমি। মাকে হারানোর পর এখন পরিবারই সবকিছু উল্লেখ করে চিত্রনায়িকা বলেন, পরিবার যদি চায় বিয়ের পর সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে হবে, তাহলে ছেড়ে দিব। আমার মায়ের নায়িকা হওয়ার ইচ্ছা ছিল। তিনি হতে পারেননি। তবে আমাকে বানিয়েছেন। আর এখন মা নেই। এখন পরিবারই আমার কাছে সব। পূজা আরও বলেন, পরিবার চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। আমার কাছে তাদের চাওয়াই সব। আর এই ঈদে কোনো আনন্দ নেই আমার। শপিংও নেই। সিনেমার প্রচারে বের হব,  পরে ফের বাসায় চলে যাব। প্রসঙ্গত, রোমান্টিক ধাঁচের সিনেমা পূজা অভিনীত ‘লিপস্টিক’। গ্রাম থেকে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসে বুচি নামের এক কিশোরী। একপর্যায়ে নায়িকাও হয়ে যান। কিন্তু এরপরই শুরু হয় তার ভিন্ন এক জীবন। সিনেমায় বুচির চরিত্রে অভিনয় করেছেন পূজা।  
০৬ এপ্রিল ২০২৪, ০৯:১৮

রমজানেও চলছে অশ্লীল সিনেমা  
চলছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসেও দিনে-দুপুরে অশ্লীল সিনেমা চলছে রাজধানীর এক প্রেক্ষাগৃহে। শুধু অশ্লীল সিনেমাই নয়; খবর আছে, প্রেক্ষাগৃহটিতে অবাধে চলছে মাদক সেবন ও দেহ ব্যবসাও।    সূত্রের তথ্য ধরে, রমজানের এক বিকেলে ঢুঁ মারা হয় পুরান ঢাকার আজাদ সিনেমা হলে। ভবনের সামনে যেতেই চোখে পড়ে দেওয়ালে সাঁটানো অশ্লীল সিনেমার পোস্টার। তাতে শোভা পাওয়া ছোট পোশাক পরিহিত চিত্রনায়িকা পলির অশ্লীল অঙ্গভঙ্গি যেনো সাক্ষী দিচ্ছে বাংলা সিনেমার কালো অধ্যায়ের। পোস্টারে নায়িকার খোলামেলা স্থিরচিত্রে চোখ বুলিয়ে নিচ্ছেন পথচারী ও হলে প্রবেশে উন্মুখ দর্শকরাও। টানা দুদিনের অনুসন্ধানে এলাকাবাসীর কাছ থেকে পাওয়া যায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অশ্লীল সিনেমার পাশাপাশি হলটিতে অবাধে চলছে মাদক সেবন আর দেহ ব্যাবসাও। বিষয়টি নিয়ে ভয়ে কথা বলতে চাননি অনেকেই, তবে অনেক চেষ্টার পর মুখ খোলেন কেউ কেউ।  নাম প্রকাশে অনিচ্ছুক রায়সাহেব বাজারের স্থানীয় এক বাসিন্দা বলেন, এই হলের ভিতর দেহ ব্যবসা হয়। টাকার বিনিময়ে মেয়ে নিয়ে অনেকে ঢুকে, এরপর খারাপ কাজ করে। অন্য একজন জানান, মাদকসেবীরা সারাদিনই নেশায় বুঁদ হয়ে বসে থাকে হলের ভিতর। অথচ প্রশ্ন করা হলে অনৈতিক কার্যকলাপের কথা ধুয়ে অস্বীকার করেন প্রেক্ষাগৃহের কর্মকর্তারা। বলেন, এই হলে না কি কেউ সিগারেট পর্যন্ত খায় না! তবে অশ্লীল সিনেমা চালানোর ব্যাপারটি এড়িয়ে যেতে পারেন না তারা। সাফাই গেয়ে বলেন, নতুন সিনেমা নাই, তাই এসব চালান তারা। আর রগরগে পোস্টার দেখলে হলে লোক হয় ভালো। প্রসঙ্গত, ঢাকার প্রথম আধুনিক প্রেক্ষাগৃহ বলে খ্যাত এই আজাদ সিনেমা হল। তবে, ‘বি গ্রেড’ সিনেমার রমরমা আর রুচিহীন কর্মকাণ্ডে বহু আগেই এই হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সিনেমাপ্রেমীরা। বর্তমানে অনেকটাই জরাজীর্ণ অবস্থা ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহটির। হলের ভিতরের পরিবেশ এতটাই গুমোট যে পরিত্যাক্ত ভুতুরে বাড়িও হয়তো এর চেয়ে কম ভয়ঙ্কর। দেওয়ালগুলো তাদের যৌবন হারিয়েছে অনেক আগেই। খসে পড়ছে ইট-সুরকি-সিমেন্ট। হলের ওপরে টিনের চালা, বেশিরভাগ ফ্যানই চলেনা এখন আর।  চলচ্চিত্রের সোনালি যুগের অবসানের পর নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রে শুরু হয় কাটপিস সিনেমার আগ্রাসন। ২০০০ সালের দিকে বাংলাদেশের সিনেমায় বিচরণ শুরু হয় মুনমুন, ময়ূরী, পলি, ঝুমকাদের। ব্যাপকভাবে অশ্লীল দৃশ্যে অভিনয়ের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। কাটপিসের দৌরাত্ম্যে হলবিমুখ হতে শুরু করেন সিনেমাপ্রেমী মানুষ। এরপর ব্যাপক আন্দোলনের মাধ্যমে সোনালী যুগ না ফিরলেও এখন একটি সুস্থ ধারা বইছে দেশের চলচ্চিত্রে। কিন্তু এর মাঝে কাটপিসের উঁকিঝুঁকি অশনি সংকেত দিচ্ছে চলচ্চিত্র শিল্পে। অশ্লীল সিনেমার প্রদর্শনী  ও অসামাজিক কর্মকান্ডের ফলে নিজের শেষ অস্তিত্বটুকু হারিয়ে ফেলতে বসেছে প্রায় শত বছর পুরোনোআজাদ সিনেমা হল।
০৬ এপ্রিল ২০২৪, ০১:৫৮

সেন্সর পেল ঈদের দুই সিনেমা
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় আছে একগুচ্ছ সিনেমা। ঈদ মানেই প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়। প্রিয় তারকার সিনেমা দেখতে রীতিমতো হলে ভিড় জমায় দর্শক। আর সিনেমাপ্রেমীদের ঈদ আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে ইতোমধ্যে শুরু হয়ে গেছে সিনেমা মুক্তির সকল প্রচারণা। সেই সঙ্গে রয়েছে সেন্সর ছাড়পত্র নেওয়ার তোড়জোড়ও। সেই মিছিলে যোগ দিল মুক্তি প্রতীক্ষিত দুই সিনেমা ‘কাজল রেখা’ ও ‘লিপস্টিক’। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল—  সেন্সর না পাওয়ায় পিছিয়ে যেতে পারে দুটি সিনেমার মুক্তি।  তবে সেসব গুঞ্জনকে পাত্তা না দিয়ে অবশেষে সেন্সর পেয়ে গেল সিনেমা দুটি। এখন আর চলচ্চিত্র দুটি মুক্তিতে কোনো বাধা নেই। সিনেমাগুলোর সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের অন্যতম সদস্য খোরশেদ আলম খসরু। ‘কাজল রেখা’ সিনেমার নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, কেন এমন গুজব ছড়াল সে বিষয় আমার জানা নেই। শুধু বলব, বিষয়গুলো মিথ্যা। ঈদে সিনেমাটি মুক্তি না পেলে, আমরা নিজেরই আনুষ্ঠানিকভাবে সেটা জানাতাম। এখন অফিশিয়ালি জানাচ্ছি, আনকাট সেন্সর পেয়েছে ‘কাজল রেখা’। ঈদেই আসছি আমরা।      মূলত ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এর প্রধান দুটি চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তীকে। এছাড়া আরও রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে সরকারি অনুদানের এই চলচ্চিত্রটি। অন্যদিকে সেন্সর ছাড়পত্র পেয়েছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। সংবাদটি পেয়েই নিজের ফেসবুকে শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। দেশের এক গনমাধ্যমে সিনেমাটি প্রসঙ্গে আদর বলেন, আজ ‘লিপস্টিক’র সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। ইনশাআল্লাহ আমাদের ‘লিপস্টিক’ ঈদেই মুক্তি পাচ্ছে।     রোমান্টিক থ্রিলার গল্পের ওপর নির্মিত হয়েছে ‘লিপস্টিক’। সিনেমাটির গল্পে দেখা যাবে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসে বুচি নামের গ্রামের এক কিশোরী । একটা সময় নায়িকা হয়েও যায়। কিন্তু এরপরেই শুরু হয় তার অন্য এক জীবন।  ‘লিপস্টিক’ নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমায় পূজা-আদর ছাড়া আরও অভিনয় করেছেন পরিচালিত আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। 
০৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৭

ঈদে মুক্তির দৌড়ে ডজনখানেক সিনেমা (ভিডিও)
ঈদ আসলেই সিনেমা মুক্তি দেয়ার হিড়িক দেখা যায় প্রতিবছর। ঈদের ছুটিতে দেশের প্রেক্ষাগৃহে তুলনামূলক দর্শকের আনাগোনা বেড়ে যায় বছরের অন্য সময় থেকে। যে কারণে আগের তুলনায় প্রেক্ষাগৃহ এখন কম থাকলেও ঈদকে কেন্দ্র করে অনেক বন্ধ হল চালু হয়। যার ফলে নির্মাতা, প্রযোজকরা ঈদকেই সিনেমা মুক্তির অন্যতম সময় বলে মনে করেন। এবার ঈদেও রেকর্ড পরিমাণ সিনেমা মুক্তির তালিকায় আছে। এখন পর্যন্ত প্রায় ১৩ টি সিনেমা ঈদে মুক্তির প্রস্তুটি নিচ্ছে। তবে এরই মধ্যে ৬-৭টি সিনেমা নিয়েই আলোচনা চলছে দর্শক মহলে।  রাজকুমার ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। প্রতি ঈদেই মুক্তি পায় তার সিনেমা। এবারের ঈদে শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘রাজকুমার’ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। হিমেল আশরাফ জানান, শাকিব খান তার সেরাটা দিয়েছেন এ সিনেমায়। ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা তাদের। ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবান, ভারত ও যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছে রাজকুমার সিনেমাটির। কাজলরেখা কিছুদিন আগেই ঘটা করে দেশের জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ঘোষণা দিয়েছেন ‘কাজলরেখা’ সিনেমাটি মুক্তি পাবে ঈদে। মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সেলিম। কাজলরেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। সুচ কুমারের বেশে দেখা যাবে শরিফুল রাজকে। কঙ্কণ দাসীর খলচরিত্রে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। ঈদে সিনেমা মুক্তির বিষয়ে নির্মাতা বলেন, ‘আমরা এখন ২০২৪ সালে বাস করছি আর আমাদের সিনেমার গল্পটা এখন থেকে ৪০০ বছর আগে লেখা। সে সময়ের মানুষের বিনোদনের যে ধারা ছিল, সেটা এ সময়ে এসেও প্রাসঙ্গিক। এ কারণে আমি মনে করি, কাজলরেখা দর্শক দেখবে। আমার মনে হয় কাজলরেখা মুক্তির উপযুক্ত সময় হচ্ছে উৎসব। ঈদ ও বৈশাখ আমরা পাচ্ছি।’ মোনা: জ্বীন-২ গত বছর ঈদে মুক্তি পেয়েছিল ‘জ্বীন’ সিনেমাটি আর এ বছর আসছে সিনেমাটির সিকুয়াল ‘মোনা: জ্বীন-২’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে এ ঈদে কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা মোনা: জ্বীন-২ মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মোনার চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সে বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারো ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে মোনার গল্প। নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরো আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ। ওমর দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে আসছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার পরিচালিত সিনেমা ‘ওমর’ মুক্তি পাবে এ ঈদে। নির্মাতা নিজেই বিষয়টি জানিয়েছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এ রোজার ঈদেই মুক্তির জন্য প্রস্তুত ওমর। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’ সিনেমায় ওমর চরিত্রটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, আয়মান সিমলা প্রমুখ। ‘দেয়ালের দেশ’ ঈদে মুক্তির অপেক্ষায় ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শবনম বুবলী ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’। এ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন  রাজ-বুবলী। সম্প্রতি ছবিটির টিজার মুক্তি পেয়েছে। ৫৬ সেকেন্ডের এক ঝলকেই আলোচনায় উঠে এসেছে ‘দেয়ালের দেশ’। মিশুক মনির পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। সিনেমাটি নিয়ে নায়িকা বুবলী আগেই জানিয়েছেন, এটি অনুদান নিয়ে প্রচলিত ট্যাবু ভেঙে দেবে। ‘ডেডবডি’ ঢালিউডের সুপরিচিত পরিচালক মোহাম্মদ ইকবাল তার সিনেমা ‘ডেডবডি’ ঈদ উপলক্ষে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন।  ‘ডেড বডি’তে অভিনয় করেছেন– শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জান্নাতসহ অনেকে।  ‘পটু’ এবার ঈদে জাজ মাল্টিমিডিয়ার ‘পটু’ সিনেমাটিও মুক্তি পেতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের ভেরিফাইড ফেসবুকে ‘পটু’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে ঈদে এর মুক্তির ঘোষণা দিয়েছে বেশ কিছুদিন আগে। সিনেমাটি নির্মাণ করেছেন আহম্মেদ হুমায়ুন। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ইভান সাইর। সিনেমায় আরও অভিনয় করেছেন– আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদার প্রমুখ। ‘সোনার চর’  এবার ঈদের আরেকটি বহুল প্রতীক্ষিত ছবি বলা হচ্ছে চিত্রনায়ক জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ দশ বছর পরে ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খানের সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত  ‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান ছাড়াও আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী,শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে। ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে এর কাহিনী।  ‘আহারে জীবন’ এদিকে গত ২৫ জানুয়ারি ‘আহারে জীবন’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে ঈদে এর মুক্তির কথা জানিয়েছেন নির্মাতা ছটকু আহমেদ। করোনাকালীন একটি গল্প ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমায় অভিনয় করেছেন– ফেরদৌস, পূর্ণিমা, সুচরিতা, মিশা সওদাগর, কাজী হায়াৎ, জয় চৌধুরী, মৌমিতা মৌসহ আরও অনেকে। এশা মার্ডার: কর্মফল ‘ব্ল্যাক ওয়ার’ খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। নির্মাতা ঘোষণা দিয়েছেন এ ঈদেই প্রেক্ষাগৃহে আসবে সিনেমটি। এশা মার্ডার: কর্মফল সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন ও পূজা ক্রুজ। আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম। হক বাঁধনকে এ সিনেমায় দেখা যাবে নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে। নির্মাতা জানান ‘সিনেমাটি হতে যাচ্ছে সত্য ঘটনা কেন্দ্র করে। আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা ঘিরে এ সিনেমার গল্প।  এছাড়াও আরও মুক্তির তালিকায় ফুয়াদ চৌধুরী পরিচালিত ‘মেঘনা কন্যা’। কাজী মারুফ পরিচালিত ‘গ্রিনকার্ড’ ও জসিম উদ্দিন জাকিরের ‘মায়া’।
৩০ মার্চ ২০২৪, ২০:৪২

‘বিএনপি বিদেশ নির্ভর হলে এসি রুমে সিনেমা দেখতো’
ক্ষমতার জন্য বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে আওয়ামী লীগের এমন অভিযোগের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকারের অভিযোগ সত্যি নয়। বিএনপি যদি বিদেশিদের ওপর নির্ভর করতো তাহলে সারাবছর এসি রুমে বসে সিনেমা দেখতো। কিন্তু বিএনপি রাজপথে আন্দোলন করছে, সভা-সমাবেশ করছে। সারাদেশে পদযাত্রা করেছে। বিএনপিকে নিয়ে সরকার যে অভিযোগ করছে তার পেছনে কোন যুক্তি নেই বলে মন্তব্য করেন তিনি। শনিবার (৩০ মার্চ) রাজধানীর মগবাজারে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সরকার কখনোই ভিন্নমতের সুযোগ দিতে চায় না অভিযোগ করে ড. আব্দুল মঈন খান বলেন, তাহলে আমরা এ দেশে কীভাবে বাস করব। আজকে কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ অন্য দল করবে। এভাবেই তো সারা দুনিয়া চলে আসছে। যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সে গণতন্ত্র নেই। ক্ষমতায় থাকতে হলে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে ক্ষমতায় থাকতে হবে। বিদেশি শক্তির উপর নির্ভরতা নয়, জনগণকে সঙ্গে বিএনপি রাজনীতি করে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিগত তিনটি নির্বাচনের ইতিহাস দেখুন। দেশের ১২ কোটি ভোটার এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। সরকারকে মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আমরা মুক্ত পরিবেশে বসবাস করতে চাই। কথা বলার স্বাধীনতা চাই।
৩০ মার্চ ২০২৪, ১৬:২১

যে কারণে সিনেমা মুক্তির দিন থেকেই প্রেক্ষাগৃহে থাকবে অ্যাম্বুলেন্স
বাংলাদেশের অন্যতম আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এই প্রতিষ্ঠানটি শুরুর পর থেকেই একের পর এক দর্শকদের উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। এই প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরেই বড় পর্দায় নাম লিখিয়েছেন মাহি, পূজা চেরী, সাইমন, বাপ্পী, রোশানের মতো নায়ক-নায়িকারা। সিনেমার প্রচারণায় অভিনব কৌশল অবলম্বন করা এই প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য নতুন কিছু নয়। এই প্রতিষ্ঠান থেকেই গেল বছর মুক্তি পেয়েছিল ‘জ্বীন’ সিনেমা। এই সিনেমা মুক্তির আগে, প্রচারণার অংশ হিসেবে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। গেল বছর যা ছিল আলোচনায়ও। সম্প্রতি ভৌতিক গল্পের সিনেমা ‘মোনা: জ্বীন-২’র বেলাও একই ঘোষণা দিয়েছে জাজ। তবে এবার শুধু পুরস্কার ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নেই তারা। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ জানান, সিনেমাটি দেখতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য থাকছে ফ্রি চিকিৎসা ব্যবস্থা। বৃহস্পতিবার (২০ মার্চ) জাজের পক্ষ থেকে বলা হয়েছে, আপনার ইতোমধ্যে জানেন সুরাইয়া তাবাসসুম শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় (ইফতারের পর) একা ‘মোনা: জ্বীন-২’ সিনেমাটি দেখবে। সে সময় তার জন্য থাকবে একজন ডাক্তার।  শুধু সুরাইয়া তাবাসসুমের জন্যই নয়, এই সিনেমা দেখতে আসা দর্শকদের জন্যও থাকছে একই সুযোগ। সম্প্রতি বিশ্বখ্যাত মেডিকেল চেইন সেডোনা’র সঙ্গে চুক্তি করেছে জাজ মাল্টিমিডিয়া। জাজের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের চুক্তিটি বিশ্বব্যাপী করা। কারণ, ‘মোনা: জ্বীন-২’ বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার চেষ্টা করছে তারা। এদিকে আবদুল আজিজ আরও বলেন, যারা দুর্বল মনের মানুষ, তারা  ২/৩ দিন ছবিটা দেখতে হলে যাবেন না। ছবির রিভিউ বের হলে তখন সিনেমাটি দেখতে হলে যাবেন। আর প্রতিটি সিনেমা হলের পাশে অ্যাম্বুলেন্স রাখা হবে, যারা মোনা: জ্বীন-২ দেখে ভয়ে কাতর হয়ে জ্ঞান হারিয়ে যাবেন তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।    ছবিটির গল্প নিয়ে তিনি বলেন, মোনা: জ্বীন-২ একজন জিনের প্রতিশোধের গল্প। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মোনার চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদরাসাকে ভাড়া দেন। কিন্তু মাদরাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারও ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে মোনার গল্প। ‘মোনা: জ্বীন-২’র নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, সামিনা বাশার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীমসহ অনেকে। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।
২১ মার্চ ২০২৪, ২৩:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়