• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
খাইবার পাখতুনখোয়ায় সিনেট নির্বাচন পেছাতে পারে
খাইবার পাখতুনখোয়ার সংরক্ষিত আসনে নির্বাচিতদের শপথ গ্রহণে প্রদেশটির সিনেট নির্বাচন মুলতবি রাখার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।  পাকিস্তান ভিত্তিক জিও নিউজ জানিয়েছে, আগামী ২ এপ্রিল ওই সিনেট নির্বাচনের তারিখ রয়েছে। কিন্তু বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাত পৃষ্ঠার একটি রায় দেন। খাইবার পাখতুনখোয়ার আইনপ্রণেতাদের প্রশাসনিক শপথের আদেশ চেয়ে সিনেট নির্বাচন স্থগিতের রাখার এক আবেদনের ওপর ওই রায় দেন সিইসি। পাকিস্তানের নির্বাচনি কর্তৃপক্ষের জারি করা ওই রায়ে বলা হয়, ভোট দেওয়া মানুষের মৌলিক অধিকার। কোনো ভোটারই ওই অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। আরও বলা হয়, নির্বাচন যাতে সততা, ন্যায়পরায়ণতা, সুষ্ঠু ও আইনানুযায়ী অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে কমিশনের কাছে এ ধরনের নির্দেশনা এবং অনুরূপ আদেশ জারি করার পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। কমিশন খাইবার পাখতুনখোওয়ার প্রাদেশিক পরিষদের সদস্যদের শপথ পর্যন্ত সিনেট নির্বাচন সম্পন্ন করার সময় বাড়াতে পারে। এর আগে খাইবার পাখতুনখোওয়া পরিষদের বিরোধী দলগুলো সংরক্ষিত আসনের আইন প্রণেতাদের শপথ গ্রহণের বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেন। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) সদস্যরা সংরক্ষিত আসনে শপথ নিতে যাওয়া আইন প্রণেতারা যাতে আসন্ন সিনেট নির্বাচনেও ভোট দিতে পারে, এক পিটিশনে সেই আবেদন জানান।
১২ এপ্রিল ২০২৪, ২৩:৪৭

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন ৫ শিক্ষক 
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচজন শিক্ষককে সিনেট সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনের ধারা ১৮ (১) (ঝ) মোতাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত পত্রে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. রিফাত-উর-রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়কে আগামী তিন বছরের জন্য সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ সিনেট। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন, বিধিমালা সমূহের অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত ও অনুমোদিত হয় সিনেটে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন প্রক্রিয়ার বিধিবদ্ধ সর্বোচ্চ এই পর্ষদে সদস্যগণ তিন বছর দায়িত্ব পালন করবেন। সদ্য নিয়োগপ্রাপ্ত সিনেট সদস্য ড. মো ফখরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে আমাদের যে দায়িত্ব ও কর্তব্য তা যথাযথভাবে পালন করতে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ পর্ষদগুলো সক্রিয় ভূমিকা পালন করলে প্রতিষ্ঠানে আইনের শাসন নিশ্চিত হয়। বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম সকল পর্ষদগুলোকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়