• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
মায়ের ইচ্ছাতেই সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন মিম
প্রতি বছরই ঈদের আনন্দে মেতে ওঠেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম নয়। তাই তো ঈদের ছুটি কাটাতে পরিবার নিয়ে সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন তিনি।   এ প্রসঙ্গে তিনি বলেন, ভ্রমণ করতে সবসময়ই ভালো লাগে আমার। সুযোগ পেলেই পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে বের হয়ে যাই। তাছাড়া যে কো নো উৎসবে পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে বেশি ভালো লাগে। প্রথমবারের মতো এবার আমরা পরিবারসহ সিঙ্গাপুরে ঈদ করতে যাচ্ছি।  মায়ের ইচ্ছেতেই সিঙ্গপুরে গেছেন জানিয়ে মিম বলেন, মায়ের ইচ্ছাতেই সিঙ্গপুরে ঈদের ছুটি কাটানোর প্ল্যান করা হয়েছে। কারণ আমার মা-বাবাই আমার পৃথিবী। তাদের ইচ্ছেপূরণে আমি সর্বোচ্চ করার চেষ্টা করি।  তাই তারা যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন সফরটি যেন আনন্দময় ও নিরাপদ হয়।   জানা গেছে, এবার পরিবারের মোট ১১ জন সদস্যকে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছেন মিম। মূলত ছুটির সময়টা পরিবারের সঙ্গে একান্তে কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।      
১১ এপ্রিল ২০২৪, ১২:৪৪

মারা গেছেন মিমকে সোনার ব্রেসলেট উপহার দেওয়া সেই ভক্ত
গেল বছর মুক্তি পায় বিদ্যা সিনহা মিম ও সিয়াম অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। এটি নির্মাণ করেছিলেন দীপংকর দীপন। মুক্তির পর দারুণ সাড়া ফেলে সিনেমাটি। তবে এই সিনেমা মুক্তির পর প্রেক্ষাগৃহে মিমের সঙ্গে ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। সিনেমাটি হলে দেখতে এসে মিমকে সোনার ব্রেসলেট উপহার দেন তার ভক্ত চিকিৎসক নাজিয়া যাবিন।     সেই ঘটনার বছর না গড়াতেই জানা গেল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মিমের সেই ভক্ত। বুধবার (৩ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মৃত্যুর খবরটি জানান অভিনেত্রী নিজেই। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে নাজিয়ার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট দেন মিম।   পাঠকদের সুবিধার জন্য মিমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—   ‘আজ (বুধবার) আমি এমন এক মানুষের ব্যাপারে কথা বলছি যাকে আমি চিনেছি খুব অল্প সময়ের জন্য। কিন্তু এই অল্প সময়ে উনি আমার খুব কাছের একজন হয়ে গিয়েছিলেন। কিন্তু তাকে আরও ভালো করে জানার আগেই তিনি চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে। ডক্টর নাজিয়া আমার এত বছরের ক্যারিয়ারে যদি সত্যিকারের স্পেশাল একজন ভক্ত পেয়ে থাকি, তবে সেটা ছিলেন উনি। আমার এই পর্যন্ত মুক্তি পাওয়া সকল সিনেমার ফার্স্ট শো তিনি দেখতেন!  গত বছর ‘অন্তর্জাল’ যখন মুক্তি পায় তিনি তখন জানতে পরেন আমি ওইদিন আসব। আমার অপেক্ষায় উনি সারাদিন ওখানে বসে ছিলেন। যাওয়ার পর আমাকে দেখেই তিনি এত খুশি হয়েছিলেন। আমাকে তখনই একটা ব্রেসলেট দেন। আমি নিজেই খুব অবাক হই যে আমাকেও কেউ কখনও না জেনে না দেখে এতটা পছন্দ করতে পারে। আমি আজকেও তার দেওয়া সেই ব্রেসলেট পরেছিলাম।  আজ কী মনে করে যেন আপুর প্রোফাইলে গিয়ে দেখি আপুর কাছের মানুষ লিখছেন আপু আর নেই। প্রথমে আসলেই মানতে পারিনি। আপুকে অনেকবার ফোন করলাম এই আশায় যে তিনি ধরে বলবেন সব ঠিক আছে আর আমি ভুল দেখছি। আমার ভুল ভেঙেছে এবং ওটাই সত্যি যেটা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। আপু আর নেই আমাদের মাঝে। জীবনটা আসলেই অনেক অনিশ্চিত। কাল রাত থেকে মন খুব খারাপ। নাজিয়ার সঙ্গে আমার খুব অল্প সময়ের পরিচয়, কিন্তু যেইটুকু সময় তাকে জেনেছি সেই সময়টুকু খুব সুন্দর কেটেছে। আপুর জন্য সবাই দোয়া করবেন।’ প্রসঙ্গত, বারডেম হাসপাতালে কর্মরত ছিলেন নাজিয়া যাবিন। চলতি রমজানেই ইফতারের আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 
০৪ এপ্রিল ২০২৪, ১৩:৪০

যে কারণে আবারও পর্দায় আসছে ‘পরাণ’
দেশের জনপ্রিয় তিন অভিনয়শিল্পী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। রায়হান রাফী নির্মিত ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে রীতিমতো নজর কেড়েছিলেন তারা। ২০২২ সালের ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল সিনেমাটি।  ইতোমধ্যে পেরিয়ে গেছে এক বছরেরও বেশি সময়। তবে লম্বা এই বিরতির পর ফের পর্দায় আসছে ‘পরাণ’। শুধু বাংলাদেশ নয়, মুক্তির পর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপেও সাফল্য পেয়েছিল সিনেমাটি।      শুক্রবার (৮ মার্চ) থেকে সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে ‘পরাণ’। বিষয়টি নিশ্চিত করেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ।  এ প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমে মেজবাহ আহমেদ বলেন, শুক্রবার থেকে সিনেমাটি এক সপ্তাহের জন্য সিনেপ্লেক্সের তিন শাখায় ১০টি শো চলবে। দর্শক চাহিদা থাকলে শো আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, এই সিনেমাটি চালানোর কারণ মানসম্মত নতুন বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে না। তাছাড়া ওটিটিতেও পরাণ মুক্তি পায়নি। মূলত এ কারণেী পুনোরায় সিনেমাটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছি আমরা।    প্রসঙ্গত, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান ছাড়া ‘পরাণ’ সিনেমায় আরও অভিনয় করেছেনে— রাশেদ মামুন, নাসির উদ্দিন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকীসহ অনেকেই।    
০৮ মার্চ ২০২৪, ১৩:১১

নারী দিবস নিয়ে যা বললেন তারকারা
বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হচ্ছে শুক্রবার (৮ মার্চ)। প্রতি বছরই দিবসটিকে ঘিরে নানা আয়োজন দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নারীদের সংবর্ধনা জানানো হচ্ছে। এদিন নারীর অধিকারসহ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এবার দিবসটি উপলক্ষে কথা বলেছেন কয়েকজন নারী তারকা। জানিয়েছেন নারী দিবস নিয়ে তাদের ভাবনা।   পরীমণি  প্রতিটি পুরুষ যেমন সুন্দর জীবন প্রত্যাশা করে, প্রতিটি নারীর জীবনও সুন্দর হোক। প্রতিটি পরিবারে একজন পুত্রসন্তানের পাশাপাশি সমান গুরুত্ব, সুযোগ-সুবিধা যেন একজন নারীও পায়। নারী ও পুরুষকে আলাদা চোখে না দেখে মানুষ হিসেবে তাদের সবাইকে গণ্য করতে হবে। পুরুষ হলেই পরিবারে বেশি সুবিধা পাবে—এই চিন্তাভাবনা থেকে সরে আসতে হবে আমাদের। এখন আর ঘরবন্দি নেই নারীরা। তারা জেগে উঠেছে। সমাজের সবখানেই তারা আলো ছড়াচ্ছে। সমাজকে আলোকিত করছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। সব নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই। নারী-পুরুষ মিলেই সমাজটাকে এগিয়ে নিতে হবে। একজন আরেকজনের প্রতি সম্মানটা দেখাতে হবে।  মেহজাবীন চৌধুরী নারীরা কোনো রকম বাধা ছাড়া সামনের দিকে এগিয়ে যাক। তাদের যোগ্যতা ও মেধা দিয়ে সামনে চলুক। নারী তার যথাযথ সম্মানটা পাক। পরিবার থেকে, সমাজ থেকে যেন কোনো নারী বাধা না পায়। নারীদের জীবন চলার পথটা সুন্দর হোক। নারী দিবসে সকল নারীকে জানাই ভালোবাসা ও সম্মান।  বিদ্যা সিনহা মিম নারী ও পুরুষ—উভয়েই মানুষ। নারীকে প্রথমত মানুষ হিসেবে সম্মান করতে হবে। প্রাপ্য সম্মান এবং সুযোগ পেলে দারুণভাবে এগিয়ে যাবে নারীরা। আজকে সমাজের যেকোনো পেশাতেই নারীরা সফলতার প্রমাণ দিয়ে কাজ করছেন। শিক্ষায়ও নারীরা পিছিয়ে নেই। তারা যোগ্যতা, চেষ্টা আর মেধা দিয়েই এগিয়ে যাচ্ছে। এজন্য তাদের প্রতি ভালোবাসাটা অনেক বেশি কাজ করে। এভাবেই নারীরা সামনে এগিয়ে যাক। ডলি জহুর বর্তমান যুগের মেয়েরা কিন্তু অনেক দূর এগিয়েছে। মেয়েরা সংসারের পাশাপাশি অফিস করছে, মা হচ্ছে, বিজনেস করছে। এক হাতে অনেককিছু সামাল দিচ্ছে। সবচেয়ে বড় কথা একজন মেয়ে প্রথমে মা। তারপর অন্যকিছু। একটা সময় ছিল মেয়েরা ঘরের বাইরে যেত না, পড়ালেখাও কম করত। সেইসময় তারা পিছিয়েই ছিল। কিন্তু এখন সেই অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। তারা বিভিন্ন জায়গায় সফলতার সঙ্গে কাজ করছে। মেয়েরা আরও এগিয়ে যাক, এই দিনে এটাই আমার চাওয়া। শান্তা ইসলাম   নারীকে ঘরের বাইরে যেতে এখন আর বাধা দেখছি না। প্রতিটি পরিবার চায় তার মেয়ে ভালো কিছু করুক। পড়ালেখা করুক এবং উপার্জন করুক। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক। ২০ বছর আগে নারীর জন্য যেরকম সমাজ ছিল, এখন সেটা নেই। অনেক কিছু পরিবর্তন হয়েছে। নারীরা ঘর থেকে বের হয়েছে। তারা সব পেশায় নিয়োজিত আছে। কিছু কিছু জায়গায় অসম্ভব মেধাবী তারা। এইসব নারীদের স্যালুট জানাই।   তমা মির্জা প্রতিদিনই আমার কাছে নারী দিবস। প্রতিটি ঘর থেকে যেন নারীরা সম্মান পায়। ঘরে সম্মান পেলেই সমাজের পাশাপাশি দেশজুড়েও মূল্যায়ন পাবে। একটি ঘরের জন্য পুরুষের যেমন দরকার আছে, নারীদেরও দরকার আছে। কেউ কারও প্রতিযোগী নয়, বরং সহযোগী। সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিলেই নারীরা আরও সুন্দরভাবে কাজ করে সাম্নের দিকে এগিয়ে যেতে পারবে। নারী দিবসে একটাই ভাবনা— ভালো থাকুক পৃথিবীর সকল নারী।      
০৮ মার্চ ২০২৪, ১২:১১

অভিনেত্রী মানসীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
বাংলা টেলিভিশন তথা বাংলা সিনেমার জনপ্রিয় মুখ অভিনেত্রী মানসী সিনহা। মূলত, কমেডি চরিত্রেই দর্শকদের নজর কেড়েছেন তিনি। সেই মানসী সিনহাই এবার পড়লেন বিপাকে। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনলেন তার পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’র সহপ্রযোজক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়। দীপঙ্করের অভিযোগ, মানসী তার কাছ থেকে ২৬ লাখ ২৮ হাজার টাকা নিয়েছিলেন, কিন্তু সেই টাকা ফেরত পাননি। অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনায় হাত দিয়েছেন মানসী। ছবির নাম ‘এটা আমাদের গল্প’। ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই ছবির সিংহভাগ শুটিং হয়ে গেছে। এই ছবির সহ-প্রযোজক এক সংবাদমাধ্যমকে দীপঙ্কর জানিয়েছেন, মানসী আমার থেকে ২৬ লাখ ২৮ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু সেই টাকা আমি ফেরত পাইনি। শুধু তাই নয়, শুটিং চলাকালীন মানসী, যে হিসেব দেখিয়েছিল, তা-ও স্পষ্ট নয়। ছবিতে বাকি টাকা শর্মিষ্ঠার বিনিয়োগ করার কথা ছিল। কিন্তু একটা সময়ে দেখলাম শর্মিষ্ঠাও ওর অফিস বদলে ফেললেন। পুরো বিষয়টায় আমার ধোঁয়াশা রয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি এই ছবির পোস্টারও মানসী শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টারে সহ-প্রযোজনার জায়গায় নিজের নাম না থাকায়, টনক নড়ে দীপঙ্করের। পোস্টারে প্রযোজক হিসেবে সুভাষ বেরা ও শুভঙ্কর মিত্রের নাম রয়েছে। দীপঙ্করের কথায়, আমি এদের চিনিই না। ২০২২ সালে আর কোনো উপায় না দেখে মানসীকে আইনি নোটিশ পাঠান প্রযোজক। এমনকি, সমঝোতাপত্রে সইও করেছিলেন মানসী। যেখানে লেখা ছিল দীপঙ্করের অনুমতি ছাড়া তিনি ছবি রিলিজ করবেন না। এই পুরো বিষয় নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন মানসীও। তিনি জানালেন, ছবির শুটিং শুরু হয় শর্মিষ্ঠার প্রযোজনায়। শর্মিষ্ঠার বিনিয়োগকারী হিসেবে এসেছিলেন দীপঙ্কর। সহ-প্রযোজক হিসেবে দীপঙ্করের নাম রাখার সিদ্ধান্ত ছিল শর্মিষ্ঠার। মানসীর আরও জানিয়েছেন, দীপঙ্কর বলেছে টাকা খরচের হিসেব দিতে পারেনি শর্মিষ্ঠা। কিন্তু এখনও দীপঙ্করের মনে হচ্ছে আমি ওকে ঠকাচ্ছি! আমি তো পরিচালক মাত্র।দীপঙ্করের বিরুদ্ধে মানসী তার সই-সহ জাল নথি তৈরির অভিযোগও এনেছেন।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫০

সংসারে খুনসুটি সবারই কম-বেশি হয় : মিম
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন পশ্চিমবঙ্গেও। ব্যক্তিগত জীবনে সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই নায়িকা। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব থাকেন মিম।  ঘুরে বেড়াতে পছন্দ করেন মিম। অবসর পেলেই বিভিন্ন দেশে স্বামীকে নিয়ে ঘুরতে চলে যান। সম্প্রতি সনির সঙ্গে ব্যাংকক থেকে ঘুরে এসেছেন মিম। সেখান থেকে ফিরেই ঘুরে বেড়ানো এবং সংসার জীবনের নানান বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন মিম।           মিম বলেন, ব্যাংককে অনেকবার গিয়েছি। সবচেয়ে বেশিবার এই দেশটিতেই ঘুরতে গিয়েছি আমরা। অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি, মজার মজার খাবার খেয়েছি। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত জমা হয়েছে দুজনের জীবনে। সনিকে নিয়ে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। আমিও ঘুরতে পছন্দ করি, সেও দারুণ উপভোগ করে।    শোবিজে আসার পর পৃথিবীর নানান দেশ ভ্রমণ করেছেন মিম। অভিনেত্রীর ভাষ্য, শুটিং করার জন্যও অনেকবার যেতে হয়েছে। আবার বাবা-মাকে নিয়েও ঘুরতে গিয়েছি। আর বিয়ের পর এখন সনির সঙ্গে যাচ্ছি।      দেশের ভেতরে ঘুরে বেড়ানোর প্রসঙ্গে মিম বলেন, আমার সবচেয়ে সুন্দর লাগে বাংলাদেশ। সময় পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই। কখনও শুটিংয়ের জন্য, কখনও পরিবার নিয়ে দেশের ভেতরে বহু জায়গায় ঘুরেছি। দেশের নদী, সমুদ্র, পাহাড়, প্রকৃতি— সবকিছুই আমাকে ভীষণ টানে।    নিজের সংসার জীবন সম্পর্কে অভিনেত্রী বলেন, আমরা খুব ভালো আছি। দুজন দুজনকে ভালোবাসি, সম্মান করি। আর সংসারে খুনসুটি তো সবারই কম-বেশি হয়। আমাদেরও হয়, আবার সেটা সঙ্গে সঙ্গেই মিটে যায়।    বর্তমানে মিমের হাতে নতুন কোনো ওয়েব ফিল্ম কিংবা সিনেমা নেই। এ প্রসঙ্গে মিম বলেন, অনেক স্ক্রিপ্ট পাচ্ছি। আমি যেভাবে কাজ করতে চাই সেরকম গল্প ও চরিত্র পেলেই কাজ করব। ভালো কিছুর প্রত্যাশা করছি।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৫

ভোটের টানে দেশে ফিরেছেন মিম
আজ রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। এদিন সাধারণ মানুষের পাশাপাশি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন শোবিজ তারকারাও। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও। তাই ভোটের টানে দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মিম বলেন, গত ৫ জানুয়ারি দুবাই থেকে দেশে ফিরেছি আমি। আসলে ভোট দিতেই দেশে ফেরা। রাজশাহী-৬ আসনের ভোটার আমি।    সকালে ভোট দিয়ে ঢাকায় ফিরবেন উল্লেখ করে চিত্রনায়িকা বলেন, সকালে ভোট দিয়েই আবার ঢাকায় ফিরতে হবে। কারণ, অনেক কাজ জমে আছে। এবার কাকে ভোট দেব সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তবে অফিসিয়ালি সেটা কাউকে জানাতে চাচ্ছি না। জানা গেছে, গত বছরের শেষে স্বামী সনি পোদ্দারকে নিয়ে দুবাই যান মিম। সেখানেই বর্ষবরণ উদযাপন করেছেন তারা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবিও শেয়ার করেছেন মিম। তবে নতুন বছরের প্রথম সূর্য দেখেই নাগরিক দায়িত্ব পালন করতে ফিরেছেন দেশে এই চিত্রনায়িকা।  ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।  
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়