• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে গার্মেন্টস শ্রমিকদের বাস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে গেছে গার্মেন্টস শ্রমিকদের একটি বাস। এতে কোনও প্রাণহানি ঘটে নি, তবে বাসের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় স্থানীয় আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, নিট কনসার্ন গার্মেন্টসের বাসটি শ্রমিকদের নামিয়ে দিয়ে চিটাগাং রোড থেকে আদমজীর দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে যায় বাসটি। খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের মধ্যেই চালক জাহাঙ্গীর (৫০) ও তার সহকারী আমানুল্লাহকে (৪৩) উদ্ধার করে আলিফ জেনারেল হাসপাতালে ভর্তি পাঠানো হয়। তাদের সেখানে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।
১০ মার্চ ২০২৪, ০২:১৮

সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৬ জনের মধ্যে জান্নাতি আক্তার (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, জান্নাতির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হলো। এরমধ্যে সোমবার ৩৫ বছর বয়সী রহিমা বেগম মারা যান। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন আরও দুইজন। তাদের মধ্যে সুখীর শরীরের ১৭ শতাংশ ও রিতুর ১০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।  এর আগে, গত ২৪ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের বাগপাড়া এলাকায় একটি টিনসেটের বাসায় গ্যাসের চুলায় মশার কয়েল জ্বালানোর সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া আক্তার (১১), দগ্ধ সুখীর ছোট বোন জান্নাতি আক্তার (১৬), ছোট ভাই মো. আরিফ (২১), ফুফাতো বোন রহিমা বেগম (৩৫) ও তার মেয়ে রিতু আক্তার (১৪)।
৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫৮

সিদ্ধিরগঞ্জে ব্রিজ ভেঙে খালের পানিতে পথচারীরা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে হিরাঝিল আবাসিক এলাকার কাসসাফ শপিং সেন্টার সংলগ্ন ডিএনডি খালের ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে পড়েছে। এ সময় ব্রিজে থাকা কয়েকজন পথচারী খালের পানিতে পড়ে যান। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটি ভেঙেপড়া অবস্থায় ৩-৪ জন পথচারী পারাপার হচ্ছিলেন। এমতাবস্থায় হঠাৎ মাঝখান থেকে পড়ে যান তারা। তবে সঙ্গে সঙ্গে উঠে আসতে পারেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, পূর্বেও ব্রিজটি একবার ভেঙে পড়েছিল। তখন তাৎক্ষণিকভাবে এই ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে তা কাঠ দিয়ে সংস্করণ করা হয়। তবে সংস্কার করা হলেও সেটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল। এর ফলে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছিলেন। ব্রিজ ভেঙে পড়ার বিষয়ে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, অতি দ্রুত ব্রিজটি সিটি করপোরেশনের মাধ্যমে সংস্কার করা হবে। এর পূর্বে আমি নিজ অর্থায়নে সাময়িকভাবে সংস্কার করে দিয়েছিলাম।
১৮ জানুয়ারি ২০২৪, ০৭:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়