• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
কেমব্রিজ ইংলিশ প্রোগ্রামের জন্য সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের চুক্তি সম্পাদন
সিডনি ইন্টারন্যাশনাল স্কুল কেমব্রিজ ইংলিশ প্রোগ্রামের জন্য এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের সাথে একটি সমোঝোতা স্মারক স্বাক্ষর ও চুক্তি সম্পাদন করেছে। রোববার (২৮ জানুয়ারি) এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।  সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাইনুল মৃধা ও এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিন রেজা কেমব্রিজ ইংলিশের অধীনে শীর্ষ স্তরের ইংরেজি ভাষা শিক্ষা এবং মূল্যায়ন প্রদানের প্রতিশ্রুতিকে দৃঢ় করে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় মাইনুল মৃধা মৃধা সহযোগিতার বিষয়ে তার আশাবাদ জানিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি যে এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের সাথে এই অংশীদারিত্ব আমাদের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের নতুন পথ খুলে দেবে।’ তিনি আরও জানান, এখন থেকে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে ইংরেজি ভাষা শেখার জন্য আরো উন্নত সেবা প্রদান করার ব্যবস্থা করা হলো। এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রশিক্ষণে এবং বিখ্যাত কেমব্রিজ ইংরেজি প্রোগ্রামের পরীক্ষা পরিচালনার দক্ষতার মাধ্যমে স্কুলটি কেমব্রিজ ইংলিশ প্রসারে সহযোগিতা প্রদান করবে। এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিন রেজা বলেন, ‘আমরা সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের সাথে যুক্ত হতে পেরে গর্বিত এবং কেমব্রিজ ইংলিশ প্রোগ্রামের সাফল্যে অবদান রাখার জন্য উন্মুখ। একসাথে, আমরা শিক্ষার্থীদের ভাষা দক্ষতার সাথে ক্ষমতায়ন করার লক্ষ্য রাখি যা তাদের বৈশ্বিক পরিমণ্ডলে ভালোভাবে পরিবেশন করবে। ’ এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যামব্রিজ ইংলিশের ব্যবস্থাপক কাইস উদ্দিন আহমেদ, সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের নির্বাহী প্রিন্সিপাল রবার্ট জন থম্পসন, ভাইস প্রিন্সিপ্যালআফরোজা সুলতানা খানসহ আরও অনেকে।
২৮ জানুয়ারি ২০২৪, ১৯:০৫

সিডনি টেস্টে লিড নিয়েও ঘুরে দাঁড়াতে পারল না পাকিস্তান
সিডনি টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩১৩ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। এরপর অজিদের ২৯৯ রানে অলআউট করে ১৪ রানের লিডে এগিয়ে ছিল দ্য গ্রিন ম্যানরা। তারপরও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারল না বাবর-রিজওয়ানরা।  দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৮ রানে ৭ উইকেট হারিয়েছে পাকিস্তান। এতে ৮২ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। ফলে পার্থ ও মেলবোর্ন টেস্টের মতো সিডনিতেও হারের দ্বারপ্রান্তে শান মাসুদের দল। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই স্টার্কের বলে বোল্ড আউট হন আব্দুল্লাহ শাফিক (০)। পরের ওভারে শূন্য রানে অধিনায়ক শান মাসুদকে সাজঘরে ফেরান হ্যাজেলউড। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিষিক্ত সাইম আইয়ুব। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। সাইম ৩৩ রানে আউট হলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন বাবর আজম। এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা। সাউদ শাকিল (২), সাজিদ খান (০), আগা সালমান (০) ও আমির জামাল শূন্য রানে আউট হলে, মাত্র ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ৬ রানে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। এ ছাড়াও মিচেল স্টার্ক, নাথান লায়ন ও প্যাট কামিন্স একটি করে উইকেট নেন। এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) দিনের শুরুতে ব্যাটিংয়ে নামেন আগের দিন অপরাজিত থাকা স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনে। ৩৮ রানে স্মিথ আউট হলেও ১৩১ বল খেলে ফিফটি তুলে নেন লাবুশেনে। ৬০ রান করে লাবুশেনে আউট হলে, ১০ রান করে তাকে সঙ্গ দেন ট্রাভিস হেড। এরপর অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মিচেল মার্শ। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৩৮ রানের ইনিংস খেলেন ক্যারি। ৫৪ রান করে মার্শ আউট হলে, আশা যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরা। প্যাট কামিন্স (০), নাথান লায়ন (৫) এবং জশ হ্যাজেলউড শূন্য রানে আউট হলে ২৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এতে ১৪ রানের লিড পায় পাকিস্তান।
০৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪৩

সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৯৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে পাকিস্তান। তাই তৃতীয় ও শেষ টেস্টটি দ্য গ্রিন ম্যানদের জন্য সম্মান রক্ষার ম্যাচ। সিডনিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩১৩ রানে অল-আউট হয় পাকিস্তান। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৬ রানে প্রথম দিন শেষ করেছিল অজিরা। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৪৭ ওভারে দুই ওপেনারকে হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এরপর ম্যাচে হানা দেয় বেরসিক বৃষ্টি। দীর্ঘ সময় অপেক্ষা করলেও বৃষ্টি না থামায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়ার। মার্নাস ল্যাবুশেনে ২৩* এবং ৬ রানে অপরাজিত রয়েছেন স্টিভেন স্মিথ। ফলে পাকিস্তানের থেকে এখনও ১৯৭ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। দুজনে মিলে ৭০ রানের জুটি গড়েন। তবে ইনিংসের ২৫তম ওভারের তৃতীয় বলে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দেন বিদায়ী টেস্ট খেলতে নামা ওয়ার্নার। ৩৪ রানে আউট হন তিনি। এরপর ল্যাবুশেনকে সঙ্গে নিয়ে রান ‍তুলতে থাকেন খাজা। তবে ৩ রানে জন্য ফিফটি তুলতে পারেননি তিনি। ৪৭ রান করে আমির জামালের বলে ক্যাচ আউট হন এই বাম হাতি ব্যাটার। শেষ দিকে ল্যাবুশেনকে সঙ্গ দেন স্মিথ। তবে বৃষ্টি বাঁধায় ভেস্তে যায় দ্বিতীয় দিনের বাকি ৪৪ ওভার। পাকিস্তানের হয়ে আমির জামাল ও আগা সালমান একটি করে উইকেট নেন।
০৪ জানুয়ারি ২০২৪, ১৮:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়