• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
লুটনকে উড়িয়ে শীর্ষে ম্যান সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে লুটন টাউনকে গোলবন্যায় ভাসিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। শিরোপার দৌড়ে লুটনের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে তারা।  সিটিজেনদের হয়ে মাতেও কোভাসিচ, আর্লিং হল্যান্ড, জেরেমি ডকু ও ইস্কো ভার্দিওল গোল করেন। অন্য গোলটি আত্মঘাতী। অন্যদিকে লুটনের হয়ে একমাত্র গোলটি করেন রস বার্কলে। শনিবার (১৩ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে লুটন টাউনকে আতিথ্য দেয় ম্যান সিটি। ঘরের মাঠ সফরকারীদের পাত্তাই দেয়নি গার্দিওলার শিষ্যরা। বড় জয়ের দিনে লুটনের ভুলে প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যায় ম্যানসিটি। গোলের জন্য হালান্ড শট নিলে হাশিওকার ভুলে বল জালে ঢুকে যায়। এরপর প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ পেলেও নিখুঁত ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ম্যানসিটি। বিরতি থেকে ফিরে রীতিমতো গোলের পসরা সাজায় স্বাগতিকেরা। ম্যাচের ৬৪তম মিনিটে হুলিয়ান আলভারেজের কাছ থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করেন মাতেও কোভাসিচ। এরপর ১২ মিনিট পরে পেনাল্টি পায় সিটিজেনরা। স্পট কিক থেকে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন হালান্ড। তবে ম্যাচের ৮১তম মিনিটে ব্যবধান কমান বার্কলে। ম্যাচের বাকি সময়ে আরও দুই গোলের রোমাঞ্চে শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। এই জয়ে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট সিটিজেনদের। অন্যদিকে একটি করে কম ম্যাচ খেলা লিভারপুল ও আর্সেনালের পয়েন্ট সমান ৭১। তবে গোল ব্যবধানে এগিয়ে তালিকায় দুইয়ে মিকেল আর্তেতার শিষ্যরা।  
১৪ এপ্রিল ২০২৪, ১৩:৩৬

ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (১৩ এপ্রিল) রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি লুটন টাউন। অন্যদিকে আইপিএলে পাঞ্জাবের প্রতিপক্ষ রাজস্থান। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। আইপিএল পাঞ্জাব কিংস–রাজস্থান রয়্যালস রাত ৮টা, গাজী টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ ইংলিশ প্রিমিয়ার লিগ নিউক্যাসল–টটেনহাম বিকেল ৫টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ম্যানচেস্টার সিটি–লুটন টাউন রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ বার্নলি–ব্রাইটন রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ বোর্নমাউথ–ম্যানচেস্টার ইউনাইটেড রাত ১০টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা মায়োর্কা–রিয়াল মাদ্রিদ রাত ১০টা ৩০ মিনিট, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ কাদিজ–বার্সেলোনা রাত ১টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ জার্মান বুন্দেসলিগা বায়ার্ন মিউনিখ–কোলন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
১৩ এপ্রিল ২০২৪, ১২:৩২

চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
বর্তমান বিশ্ব ফুটবলের সেরা দুই ক্লাবের নাম জিজ্ঞেস করলে দুটো নাম সবচেয়ে বেশি শোনা যাবে- রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। গেল ১০ বছরের মাঠের পারফম্যান্সেই ফুটবল বোদ্ধাদের বাধ্য করবে এ নাম দুটো নিতে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এই সেরা দুই দলের লড়াই স্বভাবতই রোমাঞ্চ ছড়াচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলার হাত ধরে উঠে এসেছে নয়া উচ্চতায়। শিরোপার ক্ষুধা প্রতি মৌসুমে নবায়ন হয় সিটিজেনদের। গেল মৌসুমে প্রথমবারের মতো ট্রেবল জেতা সিটিজেনরা এবারও রয়েছে একই রেকর্ডের দৌড়ে।  শত্রুর দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে নামার আগে ছন্দে নেই গোলমেশিন আর্লিং হাল্যান্ড। ডিফেন্ডার নাথান আকে ও জাসকো গিভারদিওলকেও এই ম্যাচে পাচ্ছেন না সিটি বস পেপ গার্দিওলা। তবে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন গোলরক্ষক এডারসন ও ডিফেন্ডার কাইল ওয়াকার। এ ছাড়া ডি ব্রুইনে, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, রদ্রি ও আলভারেজের মতো তুরুপের তাস রয়েছে ম্যানসিটির ঝোলায়। তাই আরেকটি আধিপত্যময় পারফম্যান্সের অপেক্ষায় সমর্থকরা। চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সবসময়ই থাকে ফেভারিটের তালিকায়। শিরোপা পুনরুদ্ধারে এবার আটঘাট বেঁধে নেমেছে লস-ব্লাঙ্কোসরা। লা লিগার শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় উৎসাহ বেড়েছে মাদ্রিদিস্তাদের। গেল মৌসুমে সেমিফাইনালে সিটির কাছে ৪ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। এ ম্যাচ তাই প্রতিশোধ মিশন ব্লাঙ্কোসদের জন্য। আর এ মিশনে কার্লো আনচেলত্তির বড় অস্ত্র জুড বেলিংহ্যাম। এ ছাড়া ভিনিসিয়ুস, ভালভার্দে, রদ্রিগোর আক্রমণভাগ যেকোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ। দ্বিতীয় লেগে ইতিহাদে নামার আগে নিজ দুর্গের ফায়দা তোলার বাসনা রিয়াল মাদ্রিদের।
০৯ এপ্রিল ২০২৪, ১৪:৫৬

এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক
এবার বেসরকারি খাতের ভালো ব্যাংকের তালিকায় থাকা সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সমস্যা জর্জরিত বেসিক ব্যাংক।  সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বেসিক ব্যাংক স্বেচ্ছায় একীভূত হচ্ছে সিটি ব্যাংকের সঙ্গে। এ নিয়ে বেসরকারি খাতের দ্বিতীয় ব্যাংক হিসেবে আরেকটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক।   এর আগে গত ১৯ মার্চ সিটি ব্যাংকের পর্ষদকে বেসিক ব্যাংককে একীভূত করার পরামর্শ দেওয়া হয়। তারপর বিষয়টি নিয়ে আলোচনা হয় সিটি ও বেসিক ব্যাংকের পর্ষদের মধ্যে। জানা গেছে, একীভূত হলেও আগামী তিন বছর পৃথক আর্থিক প্রতিবেদন করবে ব্যাংক দুটি৷ এ ব্যাপারে জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন অবশ্য বেসিক ব্যাংকের নাম নেননি। তিনি বলেন, সবল ব্যাংক হিসেবে কোনো দুর্বল ব্যাংককে সিটি ব্যাংকের সঙ্গে একীভূত করা যায়, তা আমরা খতিয়ে দেখছি। সিটি নিজেই ২০০৭ সালে একটা সমস্যা জর্জরিত ব্যাংক ছিল। আজ আমরা দেশ সেরা স্থানীয় ব্যাংক। আমরা ব্যাংক পুনর্গঠনে অভিজ্ঞ। ব্যালান্স শিট একত্রীকরণে তিন বছর সময় পাওয়া যাবে। এই তিনটা বছর ভালোভাবে কাটলে আমি আশাবাদী, সময় আরও বাড়বে। আমরা যেন আরও সবল ও বড় ব্যাংক হয়ে উঠি এবং আর্থিক খাতের সংকটেও পাশে দাঁড়াতে পারি, এমন অবস্থান থেকেই ব্যাংক পুনর্গঠনে দক্ষ হিসেবে দুর্বল ব্যাংকগুলো নিয়ে আমাদের বিশ্লেষণ চলছে-এর বেশি কিছু বলতে পারছি না। এর আগে গত মার্চ মাসে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে চুক্তি করেছে পদ্মা ব্যাংক। এর মধ্য দিয়েই ব্যাংক একীভূত করার ধারা শুরু হয়। এ ছাড়া সরকারি খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) কৃষি ব্যাংকের সঙ্গে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।  
০৮ এপ্রিল ২০২৪, ১৫:২৬

ফের শীর্ষে আর্সেনাল
জমে উঠেছে আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ত্রিমুখী শিরোপা নির্ধারণী লড়াই। আজ আর্সেনাল তো কাল আবার লিভারপুর ছিনিয়ে নিচ্ছে টেবিলের রাজত্ব। শেষের দিকের ম্যাচগুলোতে এভাবেই জমজমাট তিন দলের শিরোপা লড়াই। এবার এই লড়াইয়ে আরেকবার লিভারপুলকে টপকে এক নম্বরে ওঠেছে গানাররা। শনিবার (৬ এপ্রিল) ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। ওই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মাইকেল আর্তেতার দল; ব্রাইটনকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এদিন মাঠে বল দখলে বেশ পিছিয়ে ছিল আর্সেনাল। তবে আক্রমণে ক্ষুরধার গানাররা। তাদের নেওয়া ২০টি শটের মধ্যে সাতটিই ছিল লক্ষ্যে। তুমুল আক্রমণের একপর্যায়ে ম্যাচের ৩৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্তেতার দল। স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন বুকায়ো সাকা। বিরতি থেকে ফিরে আরও দুটি গোলের দেখা পেয়েছে আর্সেনাল। ম্যাচের ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাই হ্যাভার্টজ। এরপর ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে ব্রাইটন থেকে ধারে আর্সেনালে যাওয়া লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্যবধান বাড়ে দলটির। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে তারা।   এই জয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্টে টেবিলের শীর্ষে আর্সেনাল। অন্যদিকে সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি। আর তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্টে তালিকার দুইয়ে লিভারপুল।
০৭ এপ্রিল ২০২৪, ১৩:১২

শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক (টিটু) শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করেন তারা।   প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করান। একই সময়ে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান।   এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রী  মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর। গত ৯ মার্চ ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ করা হয়। একই দিন উপরোক্ত জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেন ডা. তাহসিন বাহার সূচনা। আর ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু।
০৪ এপ্রিল ২০২৪, ১২:৪৫

ওয়াকারের ইনজুরিতে দুশ্চিন্তায় সিটি
ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ম্যাচের ২০তম মিনিটে মাঠ ছাড়েন ওয়াকার। এদিকে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ওয়াকারের ইনজুরিতে দুশ্চিন্তায় ম্যানচেস্টার সিটি। আগামী রোববার ইত্তিহাদ স্টেডিয়ামে আর্সেনালের মোকাবিলা করবে সিটি। লিভারপুলের সঙ্গে এই দুটি ক্লাবই প্রিমিয়ার লিগে শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছে। ব্রাজিলের বিপক্ষে পরাজয়ের পর ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট জানিয়েছিলেন, আমি এখনও জানি না, ইনজুরির মাত্রা কতটুকু। ওয়াকার খুব একটা ইনজুরিতে পড়েন না। যে কারণে সে নিজেও বুঝতে পারছে না, ইনজুরি গুরুতর কি না। আগামী কয়েক দিনে এ ব্যাপারে স্পষ্টভাবে বোঝা যাবে। উল্লেখ্য, ব্রাজিলের বিপক্ষে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন ওয়াকার। কিন্তু ম্যাচের ২০তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। ভিনিসিয়াস জুনিয়রের একটি শট লাইনের উপর থেকে ক্লিয়ার করতে গিয়ে ইনজুরিতে পড়েন এই ডিফেন্ডার। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনির শটটি জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করলেও শেষ মুহূর্তে ওয়াকার তার জালে প্রবেশ করতে দেয়নি।  এরপরই ৩৩ বছর বয়সী ওয়াকারের বাঁ-পায়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ইংল্যান্ডের মেডিকেল টিমের তৎপরতায় আরও আট মিনিট মাঠে ছিলেন ওয়াকার। কিন্তু এরপর আর খেলা সম্ভব হয়নি। ওয়াকারের পরিবর্তে ওই সময় মাঠে নামেন অ্যাস্টন ভিলা ডিফেন্ডার এরজি কোনসা।
২৫ মার্চ ২০২৪, ১০:১১

সাকিবের মাঠে ফেরার দিনে সিটি ক্লাবকে হারালো শেখ জামাল
বিপিএলের পর লঙ্কান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। এরপর ডিপিএল দিয়ে মাঠে ফিরেছেন এই টাইগার অলরাউন্ডার। সাকিবের মাঠে ফেরার দিনে সিটি ক্লাবের বিপক্ষে ৪০ রানের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।   বুধবার (২০ মার্চ) আগে ব্যাট করতে নেমে ১৪ বলে করেছেন মাত্র ১৯ রান। তবে বোলিংয়ে আলো ছড়িয়েছেন, নিয়েছেন তিনটি উইকেট। এতে ৪০ রানের জয় পায় শেখ জামাল। আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। এ জন্য খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ম্যাচের দৈর্ঘ্য কমে হয়েছে ৩৪ ওভারে। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে শেখ জামাল ৭৯ রানে প্রথম চার উইকেট হারায়।  পঞ্চম উইকেটে নুরুল হাসান সোহান ও ইয়াসির মিলে গড়ে ১৩৮ রানে জুটি। ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ইনিংস সেরা ৭৮ রানে আউট হন ইয়াসির। তবে সোহান ৬০ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। সব মিলিয়ে নির্ধারিত ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে শেখ জামাল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রিপন মন্ডল ও সাকিবের দাপুটে বোলিংয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে সিটি ক্লাবের ইনিংস। ৩০ রানের কোটা পেরিয়েছেন শুধু শাহরিয়ার কমল ও সাদিকুর রহমান। কমল সর্বোচ্চ ৩৮ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। সাদিকুরের ৩৬ বলে ৩৫ রানের ইনিংসে ছিল ৫ চারের মার। এ ছাড়া আশিক উল আলম ২৫ ও ইরফান হোসেন ২৪ রান করেন। সাকিবের ৩ উইকেটের সঙ্গে সমান সংখ্যক উইকেট পেয়েছেন পেসার রিপন মন্ডল। এ ছাড়াও ২ উইকেট শিকার করেন শফিকুল ইসলাম।  
২০ মার্চ ২০২৪, ২০:৩৭

নিয়োগ দেবে সিটি গ্রুপ, আবেদন করা যাবে ৪০ বছরেও
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অভিজ্ঞতা: ৩-৬ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৩০-৪০ বছর কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা City Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত।
১৯ মার্চ ২০২৪, ০৮:৫৩

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক লিমিটেড। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন বিভাগ অ্যাসোসিয়েট রিস্ক ম্যানেজার-সিনিয়র রিস্ক ম্যানেজার (ইও-এভিপি) পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক লিমিটেড পদের নাম: অ্যাসোসিয়েট রিস্ক ম্যানেজার-সিনিয়র রিস্ক ম্যানেজার (ইও-এভিপি) বিভাগ: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন, ব্যাংক কোম্পানি আইন, ক্রেডিট পলিসি এবং অন্যান্য ঋণ সংক্রান্ত নিয়ন্ত্রক নির্দেশাবলির গভীর জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: ১৭ মার্চ, ২০২৪ পর্যন্ত। 
১৬ মার্চ ২০২৪, ০৯:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়