• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা অপর দুজন। সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের নতুন হাছননগর ভুবির পয়েন্টে এক দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম সুরেশ রবি দাস (৪০)। তিনি ওয়েজখালী এলাকার বাসিন্দা।  আহতরা হলেন শহরের হাছননগর এলাকার সিএনজিচালক জীবন মিয়া (২০), শহরতলীর ইব্রাহিমপুর গ্রামের কৃষ্ণ রবি দাস (৩২)। ঘটনার প্রত‍্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি ভবন নির্মাণের মালপত্র নিয়ে বেপরোয়া গতিতে চলছিল। এ সময় শহরতলীর বুড়িস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শহরে ফিরছিল। পথে শহরের নতুন হাছননগরের ভুবির পয়েন্টে আসলে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহত হন আরও দুজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ। এ সময় চালকদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী। তিনি বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টর ও সিএনজি জব্দ করা হয়েছে এবং দুজন চালককে আটক করা হয়েছে।
২৩ এপ্রিল ২০২৪, ১১:১২

টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
কক্সবাজারের টেকনাফে কোনোভাবেই বন্ধ হচ্ছে না অপহরণ। এবার জহির উদ্দিন (৪০) নামের এক পল্লী চিকিৎসকসহ দুজন সিএনজি যাত্রীকে তুলে নিয়ে যায় একটি অপহরণকারী চক্র।  রোববার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, অপহৃত জহির উদ্দিন টেকনাফ শামলাপুরে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তার নিজ বাড়ি থাইংখালী। জরুরি প্রয়োজনে তিনি বাড়িতে যাওয়ার পথে হোয়াইক্যং ঢালে সিএনজি থামিয়ে তাকেসহ আরও এক যাত্রীকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা। এ নিয়ে আতঙ্কিত ওই পল্লী চিকিৎসকের পরিবার। এখনও মুক্তিপণের জন্য পরিবারের সদস্যদের কাছে মোবাইলে কল দেওয়া হয়নি। স্থানীয়দের ধারণা, অপহরণকারী চক্রের সদস্যদের সঙ্গে সিএনজি ড্রাইভার লম্বাবিল এলাকার মো. পেটানের সংশ্লিষ্টতা থাকতে পারে। তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে বের হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। এ বিষয়ে টেকনাফ থানার ওসি ওসমান গণি বলেন, বিষয়টি তিনি অবগত রয়েছেন। অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারীদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  
২২ এপ্রিল ২০২৪, ১৬:৩৩

কলাপাড়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিশকানি এলাকায় যাত্রীবাহী চলন্ত সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে  খাদে পড়ে আফজাল হোসেন (৬০) ও জাকারিয়া (২৩) নামের ২ আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ চারজন।  শনিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন বরগুনা জেলার বড়ইতলা ও জাকারিয়া চরপাড়া এলাকার বাসিন্দা। কলাপাড়া থানার এস আই জহুরুল ইসলাম ও আহতরা জানান, আমতলী থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা পাঁচ যাত্রী নিয়ে সিএনজিটি বিশকানি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে আফজাল হোসেন ও জাকারিয়া মারা যান। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সিএনজি চালক জামাল হোসেন ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।  আহত আবুসালেহ বলেন, আমরা বরগুনা থেকে আমতলী বাসস্ট্যান্ডে এসে কুয়াকাটার উদ্দেশ্যে সিএনজিতে উঠি। সিএনজিটি দ্রুতগামী থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার পাশে পরে খেজুর কাছে ধাক্কা লাগে। এতে গাড়ি উল্টে যায় আমি জ্ঞান হারিয়ে ফেলি। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
১৩ এপ্রিল ২০২৪, ১৩:২১

সেই সবুরের পরিবারকে সিএনজি উপহার দিলেন পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের চন্দনাইশে সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত দরিদ্র চালক আবদুস সবুরের পরিবারকে একটি নতুন সিএনজি অটোরিকশা উপহার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর দেওয়ানজী পুকুর লেনস্থ বাসায় মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতিমা ও ছোট ভাই খালেদ মাহমুদ নিহত আবদুস সবুরের স্ত্রী রুমি আকতারের হাতে সিএনজি অটোরিকশার চাবি তুলে দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ, সাতকানিয়া উপজেলার ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, ইউপি সদস্য নাছির উদ্দিন ও নিহতের মা ও দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতিমা বলেন, সিএনজি চালক সবুরের জীবন্ত দগ্ধের খবর দেখে পররাষ্ট্রমন্ত্রী নিজেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি চিন্তা করেন নিহতের পরিবারটি বেঁচে থাকার জন্য একটা অবলম্বন প্রয়োজন। সেজন্য একটি নতুন সিএনজি কিনে আজকে তাদের কাছে হস্তান্তর করা হয়। যেকোনো প্রয়োজনে পরিবারটির পাশে থাকার কথা ব্যক্ত করেন তিনি। এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, আমরা পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান থেকে আমাদের এলাকা রাঙ্গুনিয়াসহ বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা দিয়ে থাকি। সাতকানিয়ার পশ্চিম ঢেমশার সবুরের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। পরিবারটি আজ নিস্ব হয়ে গেছে। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।  গত ২৫ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের মাজার পয়েন্ট ব্রীজ এলাকায় নিজের চালিত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হলে ভেতরেই দগ্ধ হয়ে আবদুস সবুর (৩৫) নিহত হয়। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি গ্রামের মফিজুর রহমানের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
০৮ এপ্রিল ২০২৪, ২২:৪৩

পুলিশকে মাসোহারা দিয়ে চলছে অবৈধ সিএনজি অটোরিকশা (ভিডিও)
রাজধানীতে লাগামহীনভাবে বাড়ছে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ধূসর বা রূপালী রঙের এসব অটোরিকশা। শুধু তাই নয়, নিয়ম ভেঙে আশপাশের জেলার অটোও ঢুকছে অবাধে। ১৫ হাজার বৈধর সঙ্গে নগরে এখন অবৈধ সিএনজি ২২ হাজারের বেশি। পুলিশকে মাসোহারা দিয়েই চলছে অবৈধ এই কারবার। রাজধানীতে ধূসর সিএনজি অটো আছে প্রায় চার হাজার। যার বেশির ভাগের মালিক ট্রাফিক বা পুলিশ সদস্য। ফলে ব্যক্তিগত যান অবলীলায় হয়ে যাচ্ছে ভাড়ায়চালিত। রাজধানীর কাওরান বাজার সিএনজি স্ট্যান্ডে দেখা গেল বেশির ভাগ অটোরিকশাই ঢাকা জেলার রেজিস্ট্রেশন করা। শুধু তাই না, রাজধানীতে অন্য জেলার অটোও চলছে অবাধে। অথচ মহানগরে বাইরের যান চলার কথা নয়।  রাজধানীতে অবৈধ সিএনজিচালিত অটো রয়েছে ২০ হাজারের বেশি। যেখানে বৈধর সংখ্যা সাড়ে ১৫ হাজার। এরমধ্যে অনেকগুলোর আবার বৈধ কাগজ নেই। বলতে গেলে অবৈধদের ভিড়ে বৈধরাই এখন কোণঠাঁসা।  চালক ও মালিকদের অভিযোগ, অবৈধ অটোর বড় অংশের মালিক ট্রাফিক পুলিশ। তাই তারা থাকেন নির্ঝঞ্ঝাট।  ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী বরকতুল্লাহ বুলু বলেন, প্রাইভেট সিএনজির ৮৫ শতাংশই ট্রাফিক পুলিশের মালিকানায়। এই গাড়িগুলো দাপটের সঙ্গে চলে। অথচ, বৈধ গাড়িগুলো মোড়ে মোড়ে চেক করে।   রাজধানীতে হাজার হাজার অবৈধ সিএনজি অটোরিকশা থাকলেও তা জানা নেই ট্রাফিক বিভাগের কর্তাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, সাদা প্রাইভেট সিএনজিগুলো কমার্শিয়ালি চলার কোনো অনুমতি নেই। কেউ ধরা পড়লে আইনের আওতায় আনা হচ্ছে।  বিশেষজ্ঞরা বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্যদের যোগসাজোস ছাড়া এটি সম্ভব নয়। তাই সরকারে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে হবে। দেশের প্রতিটি জেলায় অটোরিকশার ভিন্ন রং থাকলেও ব্যতিক্রম কেবল রাজধানী ও আশপাশের জেলাগুলো। এখানে সব সবুজ মিলেমিশে একাকার।
০২ এপ্রিল ২০২৪, ২১:০৩

হাফেজদের জন্য সিএনজি ভাড়া ফ্রি! 
কোরআনের হাফেজদের জন্য সিএনজি ভাড়া ফ্রি করে দিয়েছেন টাঙ্গাইলের গোপালপুরের গনি মিয়া। সারাদিন যতজন হাফেজ তার সিএনজিতে উঠুক না কেন, কারও কাছ থেকেই ভাড়া নেন না তিনি। প্রথম রমজান থেকে শুরু হয়েছে তার এ কার্যক্রম। চলবে পুরো রমজান মাসজুড়ে। পরিবারের পক্ষ থেকেও তাকে উৎসাহ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। গনি মিয়ার এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন আলেম সমাজসহ স্থানীয়রা।  জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নন্দনপুর ভুয়ারচক গ্রামের বছির উদ্দিনের ছেলে গনি মিয়া পেশায় একজন সিএনজিচালক। প্রায় একযুগ ধরে তিনি এ কাজের সঙ্গে জড়িত। স্ত্রী ও এক ছেলে নিয়ে সুখের সংসার তার। সকাল থেকে রাত পর্যন্ত গোপালপুরসহ পুরো টাঙ্গাইল দাপিয়ে বেড়ান তিনি। রমজান মাস উপলক্ষ্যে ব্যতিক্রম এক উদ্যোগ গ্রহণ করেছেন এ সিএনজিচালক। কোরআনের হাফেজসহ আলেমদের জন্য সিএনজি ভাড়া পুরোপুরি ফ্রি করে দিয়েছেন তিনি। রোজার প্রথম দিন থেকেই শুরু হয়েছে তার এমন কার্যক্রম। চলবে পুরো রমজান মাসজুড়ে। সিএনজিতে পাঁচজন যাত্রী বহন করতে পারেন তিনি। পাঁচজনই কোরআনে হাফেজ বা আলেম হলে যত ভাড়াই হোক না কেন, গন্তব্যে পৌঁছে দিতে কোনো প্রকার টাকা নেন না তিনি। রোজগার কিছুটা কম হলেও তেমন কোনো প্রভাব পড়ছে না সংসারে। পরিবারের সদস্যরা জানান, তার এ ভালো কাজে সবসময় সহযোগিতা ও উৎসাহ দিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন। উপার্জন কিছুটা কম হলেও ভালোই চলছে তাদের সংসার। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কোরআনের হাফেজ বলেন, রমজান মাসে ভাড়া ফ্রি করে দেওয়ায় সিএনজিচালক গনি মিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা গনি মিয়ার দীর্ঘায়ু কামনা করছি।  অন্যান্য সিএনজিচালকরা জানান, গনি মিয়ার এমন কাজ সত্যিই সমাজে দৃষ্টান্ত স্থাপন করার মতো। তারাও উৎসাহিত হচ্ছেন এমন কাজে। এ প্রসঙ্গে গনি মিয়া জানান, পরিবারের উৎসাহ ও নিজের ব্যক্তি উদ্যোগ থেকেই তিনি এ কাজ করে যাচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন এমন কাজ করে যাওয়ার ইচ্ছে তার। 
২৫ মার্চ ২০২৪, ১৮:৫৯

আখাউড়ায় ৩৪ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৪ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।  বুধবার (১৩ মার্চ) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম। এর আগে একই দিনে সকাল ৭টার দিকে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আখাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কুমারপাড়া এলাকার বাইপাস পাকা সড়কের ওপর থেকে ৩৪ কেজি গাঁজাসহ মাদক বহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। এ সময় পুলিশের সংকেত পেয়ে সিএনজি ফেলে দৌড়ে পালিয়ে যায় চালক ও মাদক ব্যবসায়ীরা। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম জানান, পুলিশ চেকপোষ্টে থামানোর সংকেত দিলে সিএনজি চালক সিএনজি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সিএনজি তল্লাশী করে ২টি প্লাস্টিকের বস্তায় ৩৪ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক বিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 
১৩ মার্চ ২০২৪, ১৬:৫৮

৪টা থেকে বন্ধ থাকবে সিএনজি স্টেশন
আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (১৩ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে মূলত দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।  অন্যটি, বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেওয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে তা সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেওয়া যাবে না। প্রসঙ্গত, পিক আওয়ারে গ্যাসের স্বল্প চাপের সমস্যার পরিপ্রেক্ষিতে এতদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা ছিল।
১৩ মার্চ ২০২৪, ১৭:৩১

সিএনজি স্টেশন বন্ধ থাকবে যে ৫ ঘণ্টা
রমজান মাস উপলক্ষে সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ বন্ধের সময় নির্ধারণ করা হয়েছে পাঁচ ঘণ্টা। ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা বলবত থাকবে। মঙ্গলবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন সার্বক্ষণিক সময়ের জন্য খোলা থাকবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক-আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়কাল (সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত) পরিবর্তন করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হবে। এ ছাড়া আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। ১৯ এপ্রিল থেকে পূর্বের নিয়মে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।
১২ মার্চ ২০২৪, ২১:৫৫

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সিএনজি চালকের মৃত্যু
অজ্ঞান পার্টির কবলে পড়ে রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় গোলচত্বর এলাকায় মো. মফিজ (৫২) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।  পরে রাত পৌনে ১২টায় অচেতন অবস্থায় মো. মফিজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মফিজ টাঙ্গাইল সদরের রাঙ্গা চিড়া গ্রামের করিম বেপারীর ছেলে। শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। সিএনজি অটোরিকশার মালিক আল আমিন বলেন, মফিজ আমার গাড়িটি ভাড়ায় চালাতেন। রোববার রাতে রাজধানীর ধোলাইপাড় গোল চত্বরের এক ফলের দোকানদার আমার সিএনজিতে লেখা মোবাইল নম্বর দেখে ফোন দেন। ফোনে তিনি জানান আমার গাড়ির ড্রাইভার সিএনজির ভেতরে অচেতন হয়ে পড়ে আছেন। পরে আমি দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মফিজকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে গাড়িতে ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। চালকের আসন ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো থাকায় গাড়িটি নিয়ে যেতে পারেনি তারা। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।  
১১ মার্চ ২০২৪, ১০:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়