• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
সালিশ বৈঠকে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১
হবিগঞ্জে সালিশ বৈঠকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর পুলিশ মরদেহ উদ্ধার করেছে। স্থানীরা জানান, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের ওয়াহিদুজ্জামান এবং রফিক মিয়ার মধ্যে বুধবার রাতে স্থানীয় একটি মোকামে ওরসে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়। বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সালিশ বৈঠক বসে। বৈঠকে দুইপক্ষের লোকজন লঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল ছোবান (৬০) ঘটনাস্থলেই মারা যান। এতে উভয়পক্ষের আরও ২০ জন আহত হন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান বিষয়টি নিশ্চিত করে জানান, ওরসে ঝগড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
০৭ মার্চ ২০২৪, ১৫:০০

কারা হেফাজতে মৃত্যুর রেকর্ড
বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যুর ঘটনা কমছে না। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার পরও ২০২৩ সালে কারা হেফাজতে রেকর্ড ১০৬ জন মারা গেছেন। এর মধ্যে শুধু নভেম্বরেই মৃত্যু হয়েছে ১১ জনের। সম্প্রতি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, গত বছর কারা হেফাজতে ৬ বিএনপি নেতাসহ বিচারাধীন মামলার ৬৪ জন আসামি এবং দণ্ডিত ৪২ জন আসামি মৃত্যুবরণ করেছেন। আর ২০২২ সালে কারা হেফাজতে বিচারাধীন মামলার ৩৭ ও দণ্ডিত ২৮ জনসহ ৬৫ জন মৃত্যুবরণ করেছিলেন।  আসক জানিয়েছে, গত ৫ বছরে কারা হেফাজতে ৩৮৫ জন মারা গেছেন। ২০২১ সালে দণ্ডিত ৫২ ও বিচারাধীন মামলার ২৯ জনসহ ৮১ জন, ২০২০ সালে দণ্ডিত ৩০ ও বিচারাধীন মামলার ৪৫ জনসহ ৭৫ জন এবং ২০১৯ সালে দণ্ডিত ৪২ ও বিচারাধীন মামলার ৩৬ জনসহ ৫৮ জন মারা গেছেন। সবশেষ  গত ১৪ জানুয়ারি চাঁদপুর কারাগারে বিচারাধীন হত্যা মামলার আসামি ব্রজলাল পাটিকর মারা যান। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মানবাধিকার সংগঠনটির হিসেবে, পাঁচ বছরের মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ১০৬ জন কারা হেফাজতে মারা গেছেন। আর বিভাগ হিসেবে সবচেয়ে বেশি ৭১ জনের মৃত্যু হয়েছে ঢাকায়।
২১ জানুয়ারি ২০২৪, ২৩:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়