• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
গত বছরের শেষ দিকে ওপেন হার্ট সাজার্রি করিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সেই ধকল কাটিয়ে প্রায় তিন মাস পর বাফুফে ভবনে গিয়েছিলেন তিনি। যেখানে বিসিবি সভাপতি এবং বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপনকে প্রশংসায় ভাসিয়েছেন সালাউদ্দিন। বুধবার (১৩ মার্চ) দুপুর ২টার দিনে ফেডারেশনে পৌঁছান বাফুফে সভাপতি। সভাপতির আগমন উপলক্ষ্যে নির্বাহী কমিটির তিন-চারজন কর্মকর্তাও এসেছিলেন। ঘণ্টাখানেক সভাপতির কক্ষে দাপ্তরিক আলাপ সেরে মিডিয়ার সামনে এসেছিলেন সালাউদ্দিন।  এ সময় পাপনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করে সাংবাদিকরা। কারণ, সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছিলেন বর্তমান ক্রীড়ামন্ত্রী। এ নিয়ে সালাউদ্দিন বলেন, আমাদের অনেক দিনের সম্পর্ক। আজ-কালের নয়। পারিবারিক সম্পর্ক। সালাউদ্দিনের বাসায় সৌজন্য সাক্ষাতের পর পাপন বলছিলেন, দীর্ঘদিনের সম্পর্ক একদিনে নষ্ট হওয়ার নয়। আমি খেলোয়াড় সালাউদ্দিনের ভক্ত। তার খেলা দেখতেই মাঠে যেতেন।  ২০২৩ সালের এপ্রিলে মিয়ানমারে নারী দল পাঠায়নি বাফুফে। সেই সময় বাফুফে সভাপতি ও বিসিবি সভাপতি তর্কে লিপ্ত হয়েছিলেন। এতে পুরো ক্রীড়াঙ্গনও কেঁপে উঠেছিল। এই বিষয়ে সালাউদ্দিন বলেন, যা হয়েছে সেটা সাম ফরেন ইনভলমেন্ট। এক জায়গার কথা আরেক জায়গায়। আমাদের মধ্যে কিছু হয়নি। হওয়ার স্কোপও (সুযোগ) নেই। বিসিবি সভাপতি হলেও পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী হয়েছেন। ক্রীড়ামন্ত্রী হয়ে ফুটবলে জোর দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পাপনের মন্তব্য সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘পাপন খুব শিক্ষিত ছেলে। ও যেটা বলেছে সেটা সঠিক। যেখানে ২১১ দেশ যুদ্ধ করে। যা অন্য কোনো খেলায় পাবেন না।
১৩ মার্চ ২০২৪, ১৯:৪৫

জাতীয় দলের কোচ না হওয়ার আসল কারণ জানালেন সালাউদ্দিন
বাংলাদেশের সেরা কোচদের তালিকায় সবার শীর্ষে সালাউদ্দিন। যার হাত ধরে সাকিব-তামিমদের মতো তারকা ক্রিকেটার উঠে এসেছিল। তবে জাতীয় দলের হয়ে কাজ কারার সুযোগ পাননি। এ বিষয়ে বিসিবিকে যত বারই প্রশ্ন করা হয়েছে, একই জবাব দিয়েছে তারা। কয়েক দিন আগেও সালাউদ্দিনকে কেনো জাতীয় দলের দায়িত্বে দেখা যায় না, এমন প্রশ্ন করা হয়েছিল ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। সে সময় তিনি জানিয়েছিলেন, কোচ হওয়ার জন্য সালাউদ্দিন নিজেই আগ্রহী নন। অথচ সালাউদ্দিন কেনো আগ্রহী নন সেটাই বুঝতে চায় না বিসিবি। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে সর্বদাই প্রাধান্য পেয়ে থাকেন বিদেশি কোচরা। তবে সালাউদ্দিনও হেড কোচ ছাড়া অন্য কোনো পদে কাজ করবেন না। যা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার (৪ মার্চ) এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, সত্যি বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার বয়স নেই। সহকারী কোচ হলে অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। যেটা এখন আমি দিতে পারব না এবং অন্য কারও অধীনে কাজ করার মানসিকতাও এখন আর নেই। হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হওয়ার পর ব্যাটিং-বোলিং কোচসহ বেশ কয়েকটি পদে পরিবর্তন এনেছে বিসিবি। এমন পরিবর্তনের ব্যাখ্যাও দিয়ে তিনি বলেন, হাথুরুসিংহের ব্যাপারে আমি যা বুঝেছি যে, অন্য কোচরা তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না।  ‘আমি যেমন মানসিকতার তাতে আমাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। অন্য কেউ আমার কাজে প্রভাব বিস্তার করলে আমার জন্য কাজ করা কঠিন হয়ে দাঁড়াবে। এ কারণেই আমি নাম দিইনি।’  তিনি আরও বলেন, আমি যতটুকু শুনেছি যে, তারা হাথুরুর সঙ্গে কাজ করতে চায় না। যদি তারাই কাজ না করতে চায়, তাহলে আমি কীভাবে করবো।
০৪ মার্চ ২০২৪, ১৯:৪৮

যে কারণে জার্মানি গেলেন সালাউদ্দিন
গত ২৮ ডিসেম্বর বাফুফে সভাপতি সালাউদ্দিনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। এরপর চিকিৎসকের নির্দেশনায় তিনি বাসায় খানিকটা নিভৃতেই ছিলেন। কয়েক দিন আগেই সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন। এবার ব্যক্তিগত ও পারিবারিক কাজে জার্মানির উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার ফ্লাইটে দেশত্যাগ করেছেন বাফুফে সভাপতি। ফেডারেশন ও পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  জানা গেছে, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জার্মানিতে কিছুদিন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বাফুফে সভাপতি। সপ্তাহ দুয়েক আগে ভিসার জন্য আবেদন করেছিলেন। এই সপ্তাহে ভিসা পাওয়ার পর জার্মানিতে উড়াল দিয়েছেন তিনি।  জার্মানিতে সালাউদ্দিনের একমাত্র মেয়ে সারাহজিন থাকেন। শ্বশুরকে নিতে ঢাকায় এসেছিলেন সারাহজিনের স্বামী। এরপর জামাই-শ্বশুর একসঙ্গে জার্মানি রওনা হয়েছেন।  বাফুফে সভাপতি পেশাগত ও ব্যক্তিগত কারণে বিশ্বের অনেক দেশে গিয়েছেন। ঘন ঘন দেশের বাইরে গেলেও এক সপ্তাহের বেশি সময় তিনি থাকেন না। সাম্প্রতিক সময়ের সফরগুলোতে ২-৩ দিনের মধ্যেই দেশে ফিরেছেন অধিকাংশ সময়। এবার প্রেক্ষাপট খানিকটা ভিন্ন। শারীরিক পরিস্থিতির পর্যবেক্ষণ ও আরেকটু বিশ্রামের জন্য জার্মানিতে চার সপ্তাহের মতো সময় থাকতে পারেন সালাউদ্দিন। 
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৪

রকিবুল হাসানের মন্তব্যের দাঁতভাঙ্গা জবাব দিলেন সালাউদ্দিন
চলমান বিপিএলে সাত দলেরই হেড কোচের দায়িত্ব পালন করছেন লোকাল কোচরা। তবে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান। বিপিএলের দলগুলোতে দেশি সব কোচরা ক্লাব ক্রিকেটে কোচিং করানোরও যোগ্য না বলেছেন তিনি। অন্যদিকে তার এমন মন্তব্যে দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন দেশসেরা কোচ সালাউদ্দিন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয় কোচ সালাউদ্দিন। সেখানে রকিবুল হাসানের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় তাকে। জবাবে কুমিল্লার কোচ বলেন, তিনি (রবিকুল হাসান) মুরুব্বি মানুষ। ওনার বয়সও হয়েছে। আমার মনে হয়, উল্টা-পাল্টা অনেক কিছু বলতে পারে। এটা হতেই পারে। এটা নিয়ে আমরা মাইন্ড করি নাই। অন্যান্য কোচদের সঙ্গে কথা বলেছি। আমরা এটা নিয়ে মন খারাপও করি নাই, কারণ উনি মুরুব্বি মানুষ, বলতেই পারেন। এরপর লোকাল কোচদের অবস্থান নিয়েও কথা বলেন সালাউদ্দিন। তিনি বলেন, বিপিএল বা ক্লাব পর্যায়ে না করলে, একটা লোকাল কোচ তাহলে কিভাবে বড় হবে? সে তো আন্ডার নাইন্টিনেরও হেড কোচ হতে পারবে না, এইচপির কিংবা বাংলা টাইগার্সেরও হেড কোচ হতে পারবে না। জাতীয় দলের হেড কোচও হতে পারবে না। সে কোথায় হেড কোচিং করাবেন? সারাজীবন কি আমরা সাপোর্টিং রোলে থাকব? আমাদের তো কখনও না কখনও উপরে উঠতে হবে। বিপিএলের কোচিং করার সুযোগ পেয়ে দলগুলোর মালিকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, আমি মনে করি, এটা আমাদের জন্য খুব ভালো সুযোগ। আমাদের ছেলেদের নিজেদের গ্রো আপ করার জন্য। ‘আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ফ্রাঞ্চাইজিকে তারা দেশের কোচদের উপর বিশ্বাস রেখেছেন। সে যদি এই বছর খারাপ করেন, সামনের বছর নিশ্চয় ভালো করবেন। তাকে তো শিখতে হবে। আপনি যদি একেবারে এসেই জাতীয় দলের কোচ হয়ে যাবো, এমন আশা কইরেন না। সবার তো স্টেপ বাই স্টেপ এগোতে হবে।’  দেশের প্রতিটি উদ্দেশ্য করে এই কোচ বলেন, আমি প্রতিটা কোচকে বলব, তারা যেন নিজেদের ডেভলপ করে। আজ না হোক কাল তারা একটা ভালো অবস্থানে যাবে। বাংলাদেশের কোচরা একটা ভালো অবস্থানে গেলে আমি ব্যক্তিগতভাবে বেশি খুশি হব।  
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯

যে কারণে সাকিব ক্রিকেট খেলবে না, জানালেন সালাউদ্দিন
গেল কয়েক মাস ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাচ্ছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। চোখের সমস্যার কারণে ঠিকঠাক ব্যাটিং করতে পারছেন না তিনি। চলতি বিপিএলে বেশ ভালোভাবে এর প্রভাব পড়েছে। ব্যাট হাতে ২২ গজের সাকিবকে যেন চেনারই উপায় নেই। এদিকে কদিন আগে সাকিবের ব্যাটিং অনুশীলনে সহায়তা করেছেন সালাউদ্দিন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে তার মন্তব্য, আগের মতো ফিট হতে না পারলে ক্রিকেটই ছেড়ে দেবেন সাকিব। সাকিব প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, সে যদি না-ই ফিরতে পারে, তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি। টাইগার দলপতির সঙ্গে ব্যাটিং নিয়ে কি কথা হয়েছে প্রশ্নের জবাবে তিনি জানালেন, আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না। অন্যদিকে কয়েকদিন আগে সাকিবের ফিটনেস নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের মন্তব্য, উনি দলের সঙ্গে অনুশীলন করছেন। ইভেনচুয়ালি অফ-ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২

সাকিবের এমপি হওয়া নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সে উপলক্ষে অনুশীলন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার অনুশীলনের জন্য বেঁছে নিয়েছে সাকিবের মাস্কো ক্রিকেট একাডেমি। মূলত সেখানকার কোচ হওয়ায় এই সুযোগ কাজে লাগিয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। শনিবার (১৩ জানুয়ারি) অনুশীলনের সময় গণমাধ্যমের মুখোমুখি হন সালাহউদ্দিন। ওই সময় নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানকে নিয়ে জানতে চাওয়ায় হয় তার গুরুর কাছে। জবাবে সালাউদ্দিন বলেন, রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়েও আগ্রহ নেই আমার। সে আমার কাছে আগে থেকে যেমন, আমি আশা করি সাকিব তেমনই থাকবে। সে এমপি নাকি মন্ত্রী হলো, সেটা আমার কাছে মূল বিষয় নয়। আমার মনে হয়, আমার সঙ্গে তার যে সম্পর্ক, সেটাই থাকবে।  এবার অধিকাংশ দলগুলো অনুশীলন করছে নিজেদের পছন্দের মাঠে। তবে মাস্কো ক্রিকেট একাডেমি ক্রিকেটকে অনুশীলন করা নিয়ে কুমিল্লার কোচ বলেন, মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনও মাছ বাজারের মতো লাগতো। একসঙ্গে অনেক দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোটো হয়ে গেছে। ফলে এখনও সাতটি দল আসলে অনুশীলন করার অবস্থা থাকবে না। তিনি আরও বলেন, সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। যেহেতু আমি এখানেই থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। একারণেই এখানে আসা।
১৩ জানুয়ারি ২০২৪, ১৭:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়