• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
হাসপাতালের সামনেই অটোরিকশায় ডেলিভারি সম্পন্ন করলেন ডাক্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে জগদীশপুর গ্রামের আব্দুল্লা আল নোমানের স্ত্রী মাহমিদার (১৮) ডেলিভারি হাসপাতালের সামনেই অটোরিকশায় সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি কন্যা সন্তান প্রসবের ঘটনা ঘটে।        উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে একটি ফোন আসে। তাতে বলা হয়, একটি ডেলিভারি রোগীকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় বেশি ব্যথা উঠায় হাসপাতালে আনতে হচ্ছে। তাকে দ্রুত প্রসবের ব্যবস্থা করতে হবে। একথা শুনেই স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন অন্য ডাক্তারদের প্রস্তুত হতে নির্দেশ দেন। পরে প্রসূতি মাকে হাসপাতালের সামনে নিয়ে আসা হলে চিকিৎসকরা দেখেন বাচ্চা খুবই কাছাকাছি চলে এসেছে। ফলে সিএনজি অটোরিকশায় জরুরি ভিত্তিতে ডেলিভারি সম্পন্ন করতে হয়। এতে একটি সুস্থ সবল কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ডেলিভারি কার্যক্রমে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাক্তার নোগায়ের শারমিন এবং সিনিয়র স্টাফ নার্স ইয়াসমিন আক্তার, রুমা আক্তার ও নার্সিং ইনচার্জ আফসার এবং অন্যরা। ডেলিভারির পর বাচ্চা এবং বাচ্চার মাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বাচ্চা এবং বাচ্চার মা উভয়েই সুস্থ আছেন।
১৬ মার্চ ২০২৪, ০৮:৫০

মায়ের সামনেই বাসের ধাক্কায় প্রাণ গেল সন্তানের
শরীয়তপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাফিন ছৈয়াল (৮) নামের এক মাদরাসাছাত্র মারা গেছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিন ছৈয়াল ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইউনিয়নের মহিষার এলাকার শাহিন ছৈয়ালের ছেলে।  সে শহরের পালং বাগিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে মা খাইরুন বেগমের সঙ্গে বাড়ি থেকে অটোরিকশায় করে মাদরাসায় ফিরছিল সাফিন। পৌর বাসস্ট্যান্ড এলাকার ফারুক চৌকিদারের বাসার সামনে অটোরিকশা থেকে নামলে শরীয়তপুর সুপার সার্ভিসের ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয় সাফিনকে। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মার্চ ২০২৪, ২৩:৩৬

শিক্ষার্থীদের সামনেই শিক্ষককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় এক কোচিং সেন্টারে ঢুকে গোলাম রসূল (৪৮) নামে এক শিক্ষককে শিক্ষার্থীদের সামনেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাফায়াত আলী (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গোলাম রসুল ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাম রসুল নিজের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ সময় মাদকাসক্ত সাফায়াত (৩৫) সেখানে এসে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গোলাম রসুলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত সাফায়াতকে আটক করে পুলিশ। এ বিষয়ে ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় রাতেই ঘাতক শাফায়াতকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষ হলে ঘাতক শাফায়াতকে আদালতে তোলা হবে।
০৭ মার্চ ২০২৪, ১৩:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়