• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
গুনাথিলাকার কনকাশন সাব ক্রুসপুল্লে
শুরুটা সেভাবে রাঙাতে পারেনি দুর্দান্ত ঢাকা। ইনিংসের শুরুতেই আঘাত পেয়ে মাঠ ছাড়েন ঢাকার ওপেনার গুনাথিলাকা। তার কনকাশন সাব হিসেবে ক্রুসপুল্লেকে মাঠে নামিয়েছে  আসরের নতুন দলটি। টাইগার পেসার আল-আমিনের বল বুঝে উঠার আগেই সজোরে হাঁকাতে চেয়েছিলেন দুর্দান্ত ঢাকার লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। পরে ইনসাইড এজে হেলমেটে লাগে বল। এরপর পড়ে ঘিরে উঠেও দাঁড়ান এই ওপেনার। তবে খেলার মতো অবস্থায় নেই তিনি। তার গাল থেকে রক্ত বের হচ্ছিল। লঙ্কান এই ক্রিকেটার আঘাত পাওয়ার পরই মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দেন ঢাকার ফিজিও। তবে শেষ পর্যন্ত আর মাঠে নামা হয়নি ঢাকার ওপেনারের। তবে চাইলেই কোনো কনকাশন সাবস্টিটিউট নামাতে পারবে ঢাকা। সোমবার (২২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই গতি হারায় ঢাকা। লঙ্কান ওপেনার ফেরার কিছুক্ষণ পরই ৯ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। আল-আমিনের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। উড়িয়ে মারতে গিয়ে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই টপ-অর্ডার ব্যাটার।  পরের ওভারেই ডাক খান ঢাকার দলপতি সৈকত। শুভাগতকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ-ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে নিহাদুজ্জামানের তালুবন্দি হন মোসাদ্দেক। ইনিংসের অষ্টম ওভারে আরও দুই উইকেট হারায় ঢাকা। নিহাদুজ্জামানকে উড়িয়ে মারতে গিয়ে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম শেখ। ১১ বলে মাত্র ৮ রানে ফেরেন ঢাকার এই দেশি ওপেনার। একই ওভারেই পঞ্চম বল ফেরেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালক্স রস। দুই বাউন্ডারিতে ৯ বলে ১১ রানেই বিদায় ঘণ্টা বাজে অজি এই ক্রিকেটারের। 
২২ জানুয়ারি ২০২৪, ১৪:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়