• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
সাতক্ষীরায় ভুয়া ডাক্তারসহ দুজনকে কারাদণ্ড
সাতক্ষীরায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ দুজনকে কারাদণ্ড ও একই সঙ্গে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন হোসেন শাহিন র‌্যাবের একটি দল নিয়ে এই অভিযান চালায়।  এ সময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সেজে প্রতারণার অভিযোগে বিপ্লব কুমার দাসকে ছয় মাস ও আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে একজন ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও তার মালিক আবুবকর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক নাজমুল হক, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়ন্ত সরকারসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
৩০ জানুয়ারি ২০২৪, ২২:৪২

সাতক্ষীরায় একই পরিবারের ৮ জনকে কুপিয়ে জখম
একই দলের প্রতিপক্ষ গ্রুপের হামলায় নৌকা সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও ৮ জনকে কুপিয়ে জখম করা হয়েছে।  সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের শ্যামনগর উপজেলার গাবুরা দ্বীপের পূর্ব চাঁদনীমুখা গ্রামে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন আব্দুর নূরী, শামসুদ্দিন, শরীফা, ফজিলা, মুসলিমা ও আলতাফসহ কয়েকজন। ছাত্রলীগের গাবুরা ইউনিয়নের সাবেক সভাপতি মিজাম গ্রুপের লোকজন একই দলের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের বাড়িঘরে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। জানা যায়, ছাত্রলীগের গাবুরা ইউনিয়নের সাবেক সভাপতি  মিজাম আ.লীগের মনোনয়ন বঞ্চিত জগলুল হায়দার এমপির অনুসারী। অপরদিকে সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতাউল হক দোলনের কর্মী। নির্বাচনের দিন নৌকায় ভোট দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। সৃষ্ট বিরোধের কারণে আজ সন্ধ্যায় সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের বাড়িতে হামলা ও ভাঙচুর করে প্রতিপক্ষ গ্রুপ।  এ সময় আব্দর রহিম বাড়িতে না থাকায় তার বাবা, ভাইসহ পরিবারের ৮ জনকে কুপিয়ে জখম করা হয়েছে।  শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, তিনি বিষয়টি অবহিত হওয়ার পর পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছেন। আহতদের বহনকারী অ্যাম্বুলেন্স সাতক্ষীরা শহরের উদ্দেশে ছেড়ে এসেছে। 
০৮ জানুয়ারি ২০২৪, ২২:২০

সাতক্ষীরায় লাঙ্গলের কর্মীর ওপর হামলা, আহত ১ 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশুর কর্মী আফজারুল হককে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার ভবানীপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন : কয়েকটি ভোটকেন্দ্রে আগুন   আহতের স্বজনরা জানান, বিকেলে লাঙ্গল প্রতীকের জনসভা শেষ করে বাড়ি ফেরার পথে ঈগল প্রতীকের সমর্থকেরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে হাজির হন লাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুসহ মহাজোট নেতাকর্মীরা। তারা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্টে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে   সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
০৫ জানুয়ারি ২০২৪, ১২:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়