• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
নড়াইলে অনলাইনে প্রতারণার অভিযোগে ২ সহোদর গ্রেপ্তার
জেলার কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে ৯টি মোবাইল ফোনসেট, ১৬টি সিমসহ অনলাইন প্রতারণার অভিযোগে ২ সহোদরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই সহোদর মো. শাহজালাল শেখ (২৭) ও মো. শাহজামান শেখ (২৩), যাদবপুর গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে।  মঙ্গলবার তাদেরকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।  আরও পড়ুন : মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুলের শুনানি আজ   জেলা পুলিশ সুপার মো. মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান, গ্রেপ্তার দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেসবুক পেইজে ১৫৫০ টাকা মূল্যে বিভিন্ন প্রকার কম্বল বিক্রি ও অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে।  রেজওয়ান সিদ্দিক ইমরান (৩২) নামে এক ব্যক্তি ফেসবুক পেইজে কম্বলের বিজ্ঞাপন দেখে দুটি সাইজের কম্বল কেনার জন্য অর্ডার দেন। প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরী করে ভুক্তভোগী রেজওয়ান সিদ্দিক ইমরানের কাছ থেকে নগদ একাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারক চক্র ভুক্তভোগীর কম্বল সরবরাহ করেনি এবং মোবাইল ফোনও রিসিভ করেনি। আরও পড়ুন : ‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করাই আজকের দিনের শপথ’   ওই ভুক্তভোগী নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজনের নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালী থানায় এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা আছে বলে পুলিশ সুপার জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মো. দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
১০ জানুয়ারি ২০২৪, ১০:৪৪

রেললাইনের ফিস প্লেট খোলার সময় ২ সহোদর আটক
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের ফিস প্লেট ও নাট খোলার সময় দুই সহোদরকে আটক করেছে রেলওয়ে পুলিশ।  মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়। আরও পড়ুন : চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৫   আটক দুই সহোদর হলেন পৌর শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকার ইমন মিয়া রিমন ও সাগর মিয়া।  এ ঘটনায় আটক দুই সহোদরের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। তারা এলাকার চিহ্নিত চোর দাবি করে রেলওয়ে পুলিশ জানায়, এর আগেও তাদের বিরুদ্ধে এ থানায় ছয়টি মামলা রয়েছে। আরও পড়ুন : ডিএমপির কাছে যা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদল   ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরবের জগন্নাথপুর এলাকার ৩৩ নং ব্রিজের কাছে রেললাইন থেকে রেলের সরঞ্জামাদি খোলা হচ্ছে মর্মে সংবাদ পেয়ে আমরা সেখানে যাই। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ইমন ও সাগর নামে দুই সহোদরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি ফিস প্লেট ও পাঁচটি নাট উদ্ধার করে জব্দ করা হয়।
০৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়