• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
বরগুনার আমতলীতে চাঞ্চল্যকর হিরন গাজী হত্যাকাণ্ডের ঘটনায় ৬৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহত হিরন গাজীর স্ত্রী তাছলিমা বেগম।  মামলার এজাহারভুক্ত প্রধান আসামি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার (১২ এপ্রিল) সকালে কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের আগে হিরন জানতে পারেন নয়ন মৃধা তার সমর্থকদের নিয়ে পূর্ব মহিষডাঙ্গা গ্রামে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট কেনার জন্য টাকা বিতরণ করছেন। এই তথ্য জানার পরে তাদের বাধা দিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে হিরন বের হন। তার সঙ্গে আরও ১০ থেকে ১২ জন গিয়েছিলেন। প্রতিপক্ষের লোকজন হিরনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে অটোরিকশা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ আরও ১৫ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবার রাতে মামলার প্রধান আসামি আবুল বাশার নয়ন মৃধা, সন্দেহভাজন সোহাগ প্যাদা, মাহবুব, গোলাম কিবরিয়া ও মেহেদি নামে পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। নিহত হিরন গাজীর স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘মোর স্বামীরে আবুল বাশার নয়ন মৃধা তার ভাই এ জেড এম ছালেহ পান্নু মৃধা ও আবুল কালাম আজাদের নেতৃত্বে খুন করা হয়েছে। আমি এই খুনের কঠিন বিচার চাই।’ আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, হিরন গাজী হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে তার স্ত্রী বৃহস্পতিবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামি আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল আমতলী সদর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
১২ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

বরগুনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আটক ৩
বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হিরন গাজী (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে ৩ জনকে। বুধবার (১০ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পূর্ব মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আমতলী সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে হিরন গাজী চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দীন মৃধার সমর্থক ছিলেন।   নিহত হিরন গাজীর বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে এলাকাবাসী জানায়। আমতলী থানা পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য হিরন গাজীর মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।   এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মোতাহার মৃধা বলেন, বুধবার রাতে আমার কর্মীরা পূর্ব মহিষডাঙ্গা গ্রামে গণসংযোগ করার সময় প্রতিদ্বন্দ্বী নয়ন মৃধার নেতৃত্বে পান্নু মৃধা, সোহাগ প্যাদাসহ ৭-৮ জন আমার কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে হিরন গাজী নামের আমার এক কর্মী নিহত হন। আমি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু জানান, নির্বাচনী সহিংসতায় বুধবার রাতে হিরন গাজী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতেই লাশ উদ্ধার করে আজ সকালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। হিরন গাজী এলাকায় একজন চিহ্নিত অপরাধী ছিলেন।
১১ এপ্রিল ২০২৪, ১৫:২৪

সুদান-দক্ষিণ সুদান সীমান্তে সহিংসতায় নিহত ৫২
সুদান ও দক্ষিণ সুদান সীমান্তে ভয়াবহ সহিংসতায় নারী ও শিশুসহ ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আন্তত ৬৪ জন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত শনিবার উভয় দেশের মধ্যে বিতর্কিত আবেই অঞ্চলে এই হামলা ও সহিংসতায় ঘটনা ঘটে। বর্তমান সেখানে ব্যাপক ভীতি ও আতঙ্ক বিরাজ করায় কারফিউ জারি করা হয়েছে। সীমানা নিয়ে বিরোধে ২০২১ সাল থেকে সেখানে এই ধরনের হামলা চলছে। তবে সর্বশেষ হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। সংঘর্ষে কোন উপজাতি জড়িত ছিল তা এখনও জানা যায়নি।  এদিকে তেল সম্পদে সমৃদ্ধ আবেই অঞ্চলে ডিঙ্কা এবং নুয়ার জাতিগোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। দুই পক্ষের এই লড়াই ও গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু এবং বাস্তুচ্যুত হয়েছেন। উল্লেখ্য, আবেই অঞ্চলের মালিকানা নিয়ে সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ রয়েছে। ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা ঘোষণা করে আলাদা রাষ্ট্র হয় দক্ষিণ সুদান।
৩০ জানুয়ারি ২০২৪, ১০:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়