• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
সহ-অধিনায়ক প্রসঙ্গে যা জানাল বিসিবি
তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। ফলে নতুন অধিনায়কের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। আগামী বছরের জন্যে টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত’র কাঁধে তিন ফরম্যাটের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। নানান সমালোচনা আর বিতর্কের পর নির্বাচক প্যানেল থেকে মিনহাজুল আবেদীন নান্নুকে বাদ দেওয়া হয়েছে। হাবিবুল বাশার সুমনও বাদ পড়েছেন। আগামী এক বছরের বিসিবি কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত হয়েছে। এদিকে সামনে জাতীয় দলের ঠাসা সূচি। তাই মাঠে কে হচ্ছেন শান্ত’র ডেপুটি; সেই বিষয়টিও নিশ্চিতভাবে বিসিবির বোর্ড সভায় আলোচনা হয়েছে। তবে এতো কিছুর মাঝেও বিষয়টি একপ্রকার ধোঁয়াশায়। বিস্ময়ের ব্যাপার হচ্ছে ডেপুটি ইস্যুতে হয়নি কোনো সুবন্দোবস্ত। বহুল প্রতীক্ষিত সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্য, সহ-অধিনায়ক আমরা সিরিজ বাই সিরিজ করতে চাচ্ছি। সমস্যা হচ্ছে, সবগুলোতে সব খেলোয়াড় থাকবে কি-না, নিশ্চিত নই। একজন খেলোয়াড় সব ফরম্যাটে থাকবে কি-না, নিশ্চিত না। কেউ টেস্ট বা ওয়ানডেতে থাকলে টি-টোয়েন্টিতে না-ও থাকতে পারে। আবার ওয়ানডে বা টি-টোয়েন্টিতে থাকলে টেস্টে না-ও থাকতে পারে। এ সময়ে ক্রীড়ামন্ত্রীর দাবি, সহ-অধিনায়ক পদের জন্য কে এগিয়ে, সেটা-ও অনেকটা নির্ধারিত। বিসিবির বসের ভাষ্যমতে, আমরা মোটামুটি নিশ্চিত করে ফেলেছি কে থাকবে; তবে ওই নির্দিষ্ট সিরিজে কে থাকবে, সেটার ওপর নির্ভর করে এটা পরিবর্তন হতে পারে। এজন্য আমরা সময় নিচ্ছি। সহ-অধিনায়ক সামনেই ঘোষণা করা হবে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়