• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ঝালকাঠিতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ
ঝালকাঠির দুটি আসনে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।  শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার ৭৭ টি কেন্দ্রে এসব সরঞ্জামাদি পাঠানো হয়।  প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। পরে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ব্যালট ছাড়া অন্যান্য সকল সরঞ্জামাদি বিকেলের মধ্যেই সবগুলো কেন্দ্রে পৌঁছে যাবে। শুধুমাত্র ব্যালট পেপার ৭ জানুয়ারি ভোরে কেন্দ্রে পাঠানো হবে। জেলার দুটি আসনে ২৩৭ টি কেন্দ্রে এসব সরঞ্জামাদি পাঠানো হয়।  রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে ৯০টি এবং সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৩৭টি। এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ১৬৩ জন। ঝালকাঠি-১ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮জন। নারী ভোটার ১ লাখ ৪ হাজার ১৪৫ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৭৬০ জন। ঝালকাঠি-২ আসনে ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৩ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯ শত জন। জেলা দ্বিতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার হয়েছে ৫ জন।  নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনারোধে জেলার চারটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত থাকবে।  
০৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়