• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
সম্মান রক্ষার ম্যাচে চ্যালেঞ্জিং লক্ষ্য পেলো বাংলাদেশ
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টিতেও তার দ্বারপ্রান্তে জ্যোতিরা। সম্মান রক্ষার ম্যাচে আগে ব্যাট করে টাইগ্রেসদের ১৫৬ রানের বড় লক্ষ্য দিয়েছে সফরকারীরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই অজি ওপেনার এলিশা হিলি ও বেথ মুনি। তবে ইনিংস বড় করতে পারেননি মুনি। ১৩ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার।  ফিফটির কাছ থেকে ফেরেন হিলিও। ২৯ বলে ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অজি দলপতি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এলিস পেরি। ১১ বলে ৮ রান করে আউট হন তিনি। অ্যাশলেঘ গার্ডনার করেন ২১ বলে ১৬ রান। জর্জিয়া ওয়েরহাম ৬ বলে ৪ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন তাহলিয়া ম্যাকগার্থ।  শেষ পর্যন্ত গ্রেস হ্যারিসের ১১ বলে ১৯ রান এবং ম্যাকগার্থের ২৯ বলের অপরাজিত ৪৩ রানে ভর করে ছয় উইকেট হারিয়ে ১৫৫ রানের বড় পুঁজি পায় অজিরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এ ছাড়াও শরিফা খাতুন এবং রাবেয়া খান একটি করে উইকেট নেন।
০৪ এপ্রিল ২০২৪, ১৩:৩৯

সম্মান রক্ষার ম্যাচে একশ’র আগেই অলআউট টাইগ্রেসরা
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও সম্মান রক্ষার ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিকরা। এই ম্যাচে আগে ব্যাট করে অজিদের মাত্র ৯০ রানের লক্ষ্য দিয়েছে টাইগ্রেসরা। বুধবার (২৭ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে শূন্য হাতে ফেরেন সুমাইয়া আক্তার। ১৪ বলে ৫ রান করে আউট হন আরেক ওপেনার ফারজানা হক। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুর্শিদা খাতুন। তবে টাইগ্রেস শিবিরে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু রিতু মনি (১) ও ফাহিমা খাতুন (০) আউট হলে, ৩৯ বলে ১৬ রান করে তাদের সঙ্গ দেন নিগার সুলতানা। এরপর রাবেয়া খান (৪), নাহিদা আক্তার (০), স্বর্ণা আক্তার (১০) এবং সুলতানা খাতুন ১০ রানে আউট হলে ৮৯ রানে অলআউট হয় টাইগ্রেসরা। ১৪ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন মারুফা আক্তার। অস্ট্রেলিয়ার হয়ে কিম গার্থ এবং অ্যাশলেঘ গার্ডনার তিনটি করে উইকেট নেন। এ ছাড়াও ইলিসি পেরি এবং সোফি মোলিনেক্স দুটি করে উইকেট নেন।
২৭ মার্চ ২০২৪, ১২:২৮

ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না : বর্ষা
বর্তমানে কাজের চেয়ে ব্যক্তিচর্চায় বেশি ব্যস্ত অনেক তারকাই। বিশেষ করে সিনেমার নায়িকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো অন্যের ব্যক্তিগত জীবনের নানান বিষয়ে সমালোচনার প্রতিযোগিতায় মেতে ওঠেন তারা। তবে ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না বলেই মনে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।  সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন বর্ষা। এসময় অভিনেত্রী জানান, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা-বিদ্বেষ তৈরি হয়।  বর্ষা বলেন, আমি আসলে সোশ্যাল মিডিয়ায় এসব খুব একটা দেখি না। ব্যবসায়িক কাজে ফ্যাক্টরি নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে— অন্যকিছু দেখার বা ভাবার সময় পাই না। যেটুকু সময় পাই সেটা সংসার ও সন্তানদের জন্য ব্যয় করি।  তবুও দু’একটা কথা যে কানে আসে না তেমনটাও নয়। তবে আমি মনে করি, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত।         অভিনেত্রী আরও বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে একে অন্যের প্রতি কাদা ছোঁড়াছুড়ি কখনোই প্রতিযোগিতার মধ্যে পড়ে না। এগুলো কখনোই কাম্য নয়। আমাদের সিনিয়র নায়িকারা নিজেদের কাজ দিয়েই আলোচনায় ছিলেন, প্রতিষ্ঠিত হয়েছেন। সুতরাং যারা এগুলো করছে তাদের বলব— এসব বাদ দিয়ে কাজে মনোযোগ দিতে। দিন শেষে কাজটাই দর্শকরা মনে রাখে। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা, বিদ্বেষ ও ঘৃণা তৈরি হয়। প্রসঙ্গত, সর্বশেষ ‘কিল হিম’ সিনেমায় দেখা গেছে বর্ষাকে। গেল বছর ঈদে মুক্তি পায় সিনেমাটি। এবার প্রস্তুতি নিচ্ছেন এই সিনেমার সিকুয়্যালের। এছাড়া অভিনেত্রীর হাতে রয়েছে আরও দুটি সিনেমার কাজ। অন্যদিকে ব্যবসায়ী হিসাবেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। 
২৩ মার্চ ২০২৪, ১০:০৯

যেখানে সম্মান নেই, সেখানে যেতে নেই : পরীমণি
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর বর্তমানে ছেলে রাজ্যকে নিয়ে একাই থাকছেন এই নায়িকা। ছেলের সব দায়িত্বও তিনি পালন করছেন। কাজের ফাঁকে পুরো সময়টা ছেলেকেই দেন। পাশাপাশি কাজেও নিয়মিত হয়েছেন এই নায়িকা।  সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন পরীমণি। প্রায় সময়ই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না তিনি। জীবনে প্রিয় মানুষের কাছ থেকে শুধু অবহেলা পেয়েছেন পরীমণি। তবে কারও অবহেলায় এখন আর কিছু যায় আসে না তার। শুধু তাই নয়, যেখানে সম্মান নেই, সেখানে যেতে নেই বলে মনে করেন পরীমণি। শনিবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই লিখেছেন এই নায়িকা।   এদিন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। ক্যাপশনে নায়িকা লিখেছেন—  যেখানে সম্মান নেই, সেখানে যেতে যেতে নেই। এটাই আসল কথা। তাদের বোধোদয় হোক। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজি।  এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ফেসবুকে আরেকটি পোস্টে পরীমণি লিখেছিলেন— ‘যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেক দিন পরে সে আগের চেয়েও বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারও ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারও অবহেলায় সত্যিই কিছু যায় আসে না।’  গেল বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমণি। এরপর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের নতুন একটি সিনেমায়। এ ছাড়া তার হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সম্প্রতি নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন পরীমণি। এ ছাড়া ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকিং’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন।  
০২ মার্চ ২০২৪, ১৮:৫২

‘জীবন কৃতি সম্মান’ পাচ্ছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক
ভারতের ‘জীবন কৃতি সম্মান’ এ ভূষিত হচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। রোববার (২১ জানুয়ারি)  কলকাতায় এ সম্মাননায় ভূষিত হবেন তিনি। কলকাতার নাট্য সংগঠন সুখচর পঞ্চম তাদের ৩৪ বছর পূর্তি উপলক্ষ্যে দর্শকের দরবার ২৯ বর্ষ পর্বে এই সম্মাননা দেওয়া হবে। ইতোপূর্বে এই সম্মাননা পেয়েছেন উপমহাদেশের খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব রতন থিয়াম ও বাউল সমাজ্ঞী পার্বতী বাউল। ঋদ্ধিমান নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী বাংলা নাটককে আন্তর্জাতিক পর্যায়ে এবং বাংলাদেশে নাটকের প্রকাশকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। পাশাপাশি শিশু নাটককে আন্তর্জাতিক ও দেশীয় পরিসরে ভিন্নমাত্রা প্রদান করার নিরলস প্রচেষ্টাকে স্বীকৃতি স্বরূপ লিয়াকত আলী লাকীকে এ সম্মাননা প্রদান করছে কলকাতার নাট্য সংগঠন সুখচর পঞ্চম। প্রসঙ্গত, লিয়াকত আলী লাকী সর্বপ্রথম শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদের দায়িত্ব পান ২০১১ সালের ১০ এপ্রিল। এরপর থেকে এ পদেই আছেন তিনি। দুই বছর করে টানা ৫ দফা এই পদে দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ সালে তিন বছরের জন্য এই পদে ৬ষ্ঠ বারের মতো নিয়োগ পান তিনি। এরপর সপ্তমবারের মতো ২০২৩ সালে প্রতিষ্ঠানটির মহা পরিচালকের দায়িত্ব পান 
২০ জানুয়ারি ২০২৪, ১৯:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়