• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট এম আব্দুর রহিমের সহধর্মিনী, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের ‘স্বপ্নজয়ী’ মা নাজমা রহিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টায় দিনাজপুর গোর এ শহীদ ঈদগাহ ময়দানে এবং পরে দুপুর ২টায় মরহুমার গ্রামের বাড়ি সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়। মায়ের জানাজায় প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) এম. ইনায়েতুর রহিম নিজে ইমামতি করেন। এর আগে তিনি তার মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।  এর আগে বুধবার বিকেল ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ছেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম এমপি, কন্যা ডা. নাদিরা সুলতানা, ডা. নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা ও নাজিলা সুলতানাসহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয় স্বজন, নাতী-নাতনী, শুভাকাঙ্খী রেখে গেছেন। উল্লেখ্য, মরহুমা নাজমা রহিম ২০১৮ সালের ১৩ মে জাতীয়ভাবে ‘স্বপ্নজয়ী মা’ হিসেবে সম্মাননায় ভূষিত হন।
২৮ মার্চ ২০২৪, ১৯:৩৯

হাসপাতালের সামনেই অটোরিকশায় ডেলিভারি সম্পন্ন করলেন ডাক্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে জগদীশপুর গ্রামের আব্দুল্লা আল নোমানের স্ত্রী মাহমিদার (১৮) ডেলিভারি হাসপাতালের সামনেই অটোরিকশায় সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি কন্যা সন্তান প্রসবের ঘটনা ঘটে।        উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে একটি ফোন আসে। তাতে বলা হয়, একটি ডেলিভারি রোগীকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় বেশি ব্যথা উঠায় হাসপাতালে আনতে হচ্ছে। তাকে দ্রুত প্রসবের ব্যবস্থা করতে হবে। একথা শুনেই স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন অন্য ডাক্তারদের প্রস্তুত হতে নির্দেশ দেন। পরে প্রসূতি মাকে হাসপাতালের সামনে নিয়ে আসা হলে চিকিৎসকরা দেখেন বাচ্চা খুবই কাছাকাছি চলে এসেছে। ফলে সিএনজি অটোরিকশায় জরুরি ভিত্তিতে ডেলিভারি সম্পন্ন করতে হয়। এতে একটি সুস্থ সবল কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ডেলিভারি কার্যক্রমে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাক্তার নোগায়ের শারমিন এবং সিনিয়র স্টাফ নার্স ইয়াসমিন আক্তার, রুমা আক্তার ও নার্সিং ইনচার্জ আফসার এবং অন্যরা। ডেলিভারির পর বাচ্চা এবং বাচ্চার মাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বাচ্চা এবং বাচ্চার মা উভয়েই সুস্থ আছেন।
১৬ মার্চ ২০২৪, ০৮:৫০

ইহসানুল করিমের দাফন সম্পন্ন
চিরনিদ্রায় শায়ীত হলেন সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করা ইহসানুল করিম হেলাল। সোমবার (১১ মার্চ) বাদ জোহর বনানী কবরস্থানে তৃতীয় জানাজা শেষে দাফন করা হয় তাকে। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার জানানো হয় বীর এই মুক্তিযোদ্ধাকে। দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছিলেন ইহসানুল করিম হেলাল। এর আগে চার দশকের বর্ণাঢ্য সাংবাদিকতার ক্যারিয়ার। তাইতো শেষ বিদায়েও তাকে নেওয়া হয় তার প্রিয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। ৭৩ বছর বয়সের এক জীবনে দেশ বিদেশের বহু নামকরা গণমাধ্যমে কাজ করেছেন ইহসানুল করিম। সৎ সাংবাদিকতার নানা চড়াই উৎড়াই তিনি সামলেছেন নৈতিকতার নিক্তিতে। ইহসানুল করিম হেলাল রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। ইহসানুল করিমের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই রাখা হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। ইহসানুল করিম ২০১৫ সালের জুন থেকে চুক্তি ভিত্তিতে সচিব পদমর্যাদা ও বেতনক্রমে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ ২০২২ সালে তার চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছিল। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে রাষ্ট্রপতির প্রেস সচিব ছিলেন। ইহসানুল করিম ১৯৭২ সালে বাসসের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন। সংবাদ সংস্থাটির বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে সংস্থাটির ব্যুরো প্রধানের দায়িত্বও পালন করেন তিনি। এ ছাড়া তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, ভারতের পিটিআই, দ্য স্টেটসম্যান ও ইন্ডিয়া টুডেসহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশ প্রতিবেদক হিসেবেও কাজ করেছেন। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চার বছর দায়িত্ব পালনের পর অবসর নেন ইহসানুল। ওই বছরের ২০ মে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়। ২১ মে তিনি প্রেস সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব নেন। ২০১৫ সালের জুন পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ১৯৫১ সালের ৫ জানুয়ারি জন্ম নেয়া ইহসানুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। 
১১ মার্চ ২০২৪, ১৫:২৬

শাবি প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক সম্পন্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর ১৯তম কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।  সোমবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম রুদ্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় গ্রীণ, ক্লিন ও স্মার্ট ক্যাম্পাসের উদাহরণ। এ বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সত্য ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাচ্ছে শাবি প্রেসক্লাব। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের বুদ্ধি দেবেন, পরামর্শ দেবেন। আমরা সেই অনুযায়ী কাজ করব। এ জন্য আপনাদেরকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সামনে নিয়ে আসতে হবে। এতে উন্নয়নের ভারসাম্য বজায় থাকবে। স্মার্ট সিটি গঠনে তিনি বলেন, সিলেটের সকল হকারদের বিক্রয়ের জায়গার সুবিধার্থে শহরের পাশে একটা জায়গা ব্যবস্থার কাজ চলছে। সিলেট সিটিকে রাজশাহী সিটির চেয়েও অধিক ক্লিন, গ্রীণ ও স্মার্ট সিটি গঠন করা হবে এবং আমরা সেদিকে এগুচ্ছি। এর আগে অতিথিবৃন্দ শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিন ‘কথন-৪’ এর মোড়ক উন্মোচন করেন। এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসক্লাবের চিফ অ্যাডভাইজার অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উপাচার্য বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, শাবি প্রেসক্লাব ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নতুন মিশন হচ্ছে এ বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার একান্ত সহযোগিতা কাম্য। অনুষ্ঠানের কী-নোট স্পিকার হিসেবে আলোচনা করেছেন দেশের অন্যতম জাতীয় সংবাদমাধ্যম ‘আজকের পত্রিকার’ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান। আলোচনায় তিনি বলেন, সমাজে প্রত্যেক প্রেসক্লাবের ইন্টারনাল পাওয়ার আছে, যেটি সমাজ উন্নয়ন ও পলিসি নির্ধারণে প্রভাব রাখে। সাংবাদিকরা হচ্ছে সমাজ গড়ার কারিগর। পেশাজীবী এ সংগঠন শুধু তথ্য সংগ্রহ করেই না, তথ্য বিশ্লেষণের পাশাপাশি জ্ঞান জগতকে প্রসারিত করে এবং তাতে বস্তুনিষ্ঠতা বের হয়ে আসে। সমাজের সাংস্কৃতিক বিপ্লবের মূল কারিগর সাংবাদিকরা। শাবি প্রেসক্লাব সম্পর্কে তিনি বলেন, এখানে ১৮ জন সাংবাদিক। তারা সংখ্যায় অল্প হলেও দেশব্যাপী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করছেন। এজন্য ক্যাম্পাসের কল্যাণে তাদের সহযোগিতা করতে হবে। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক, গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন, ক্যারিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৫ মার্চ ২০২৪, ০০:২৫

মাওলানা লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
দাফন সম্পন্ন হয়েছে প্রখ্যাত মুফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা লুৎফর রহমানের।    সোমবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে তৃতীয় জানাজা শেষে রামগঞ্জ উপজেলায় নিজবাড়ির প্রাঙ্গণে তার দাফন সম্পন্ন হয়। এর আগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চবিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।    জানাজায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহসেক্রেটারি এ টি এম মাসুম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি রুহুল আমিন ও শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ড. রেজাউল করিমসহ বিপুলসংখ্যক মুসল্লি।  রোববার (৩ মার্চ) দুপুর ২টা ৫৪ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মাওলানা লুৎফুর রহমান মারা যান। গত ১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজবাড়িতে ব্রেনস্ট্রোক করেন তিনি। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। প্রখ্যাত এ আলেমে আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের পিতা। আল্লামা লুৎফুর রহমান ১৯৪০ সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি কর্মজীবনে রাজখালি আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন অগ্রগতিতে সবসময় নিজেকে উৎসর্গ করেন। 
০৪ মার্চ ২০২৪, ১৩:২৫

কাউসারের পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের পাঁচজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।   শুক্রবার (১ মার্চ) বাদ আসর নামাজের পর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের খন্দকার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন, গ্রামবাসীস অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় শোকার্তদের বিলাপে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বেইলি রোডের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে সৈয়দা ফাতেমা কাশফিয়া (১৮), সৈয়দা উম্মে নূর (১৩)ছেলে সৈয়দ আব্দুল্লা (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন। নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন বলেন, ছেলে আব্দুল্লাহর অনুরোধে কাউসার বৃহস্পতিবার রাতে পরিবারের ৪ সদস্যসহ কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাবার খেতে যান। সেখানে অগ্নিদগ্ধ হয়ে সৈয়দ কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া, মেয়ে নূর, ছেলে আব্দুল্লাহ নিহত হন। মর্মান্তিক এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  তিনি জানান, মরদেহ সাড়ে তিনটার দিকে খন্দকার বাড়িতে আসে। বাদ আসর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
০১ মার্চ ২০২৪, ১৯:৪৮

অগ্নিকাণ্ডে নোয়াখালীর ৪ জনের মৃত্যু, মা ও দুই ছেলের দাফন সম্পন্ন
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নোয়াখালীর ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক মা ও তার দুই শিশু সন্তান রয়েছে।   শুক্রবার (১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মোস্তফা কন্ট্রাক্টর বাড়ির পারিবারিক কবরস্থানে মা ও দুই ছেলের দাফন সম্পন্ন হয়েছে।  নিহতরা হলেন, একই বাড়ির ছায়েক আহমেদ আশিকের স্ত্রী নাফিসা আক্তার (২৮) ও তার দুই শিশু ছেলে আরহান (৭), আদিয়াত (৩)। অপরদিকে, সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের মঈশা গ্রামের আশিক (৩০) নামে এক যুবকও একই অগ্নিকাণ্ডে মারা যায়।   জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। ওই সময় নাফিসা আক্তার তার বড় ছেলে আরহানের পরীক্ষা শেষ হওয়ায় দুই ছেলেকে নিয়ে কাচ্চি ভাইতে খেতে যায়। একই সময়ে তার স্বামীও সেখানে যাওয়ার কথা ছিল। কিন্ত তার স্বামী ভাগ্যক্রমে সেখানে না যাওয়ায় তিনি বেঁচে যান। ওই অগ্নিকাণ্ডে মা তার দুই ছেলে শ্বাসকষ্টে মারা যায়।     নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারী আলমগীর জানান, একই পরিবারের তিনজনের মরদেহ দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর জানাজা শেষে দুপুর আড়াইটার দিকে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন। তদের মধ্যে কেউই শঙ্কামুক্ত না হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের শিকার ভবনটির দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট ছিল। এরপর তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও ছিল খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে রেস্টুরেন্টগুলোতে ভিড় হয় ক্রেতাদের। অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল রেস্টুরেন্টগুলোতে। কিন্তু, অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না ভবনে। ফলে আগুনের তীব্রতাও ছড়িয়েছে ভয়াবহভাবে।
০১ মার্চ ২০২৪, ১৫:৩৭

সেনবাগে মোরশেদ আলমের গণসংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে টানা ৩য় বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ মোরশেদ আলম এমপির গণসংবর্ধনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেলে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেনবাগ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা হবে। সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্যাহ বাহারের সভাপতিত্বে গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোরশেদ আলম এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, আ ন ম খায়রুল আনাম সেলিম, সার্ক চেম্বারের সভাপতি জসিম উদ্দিন আহমেদ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খাঁন সোহেল, বেঙ্গল গ্রুপের পরিচালক ফিরোজ আলম টিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহমুদুল হক লেবু, ডুমুরুয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান শওকত হোসেন কানন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, এ জে আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সামছু উদ্দিন আহম্মেদ রিয়াদ, উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সাহাব উদ্দিন, টেক্সওয়ান বিডির চেয়ারম্যান খালেদ মোশারফ হোসেন জুয়েল বক্তব্য রাখবেন। অনুষ্ঠানটি সঞ্চালনার কথা রয়েছে সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আলম মামুন ও সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারীর। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশের খ্যাত নামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।    
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৬

সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময়ের আলো ও এশিয়ান টিভির প্রতিনিধি দেওয়ান মো. ইমন। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি আলমগীর হোসেন নিরব (বাংলা টিভি), যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ (গণকন্ঠ), সাংগঠনিক সম্পাদক জাহিন সিংহ (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সুজন হাসান (দৈনিক ফুলকি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইমরান হাসান নিলয় (নয়া দিগন্ত)। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে কাজী সাইফ উদ্দিন (এশিয়া বানী), সুফিয়ান ফারাবী (আরটিভি) নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে দিনব্যাপী মুখরিত ছিল অ্যাসোসিয়েশন কার্যালয়। দুপুরে সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সাংবাদিকদের জন্য ছিল বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন। দুপুরের পর নির্বাচন শেষে বিকেলে ঘোষণা করা হয় নয় সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। পরে নির্বাচিত নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়