• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ফের শান্তি সমাবেশে ফিরছে আ.লীগ
ফের শান্তি ও উন্নয়ন সমাবেশের কর্মসূচিতে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ২৭ জানুয়ারি শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি। গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় ও টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি হবে আওয়ামী লীগের প্রথম শান্তি সমাবেশ। জানা গেছে, ২৭ জানুয়ারি বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে বক্তব্য দেবেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা। আওয়ামী লীগ নেতারা বলছেন, ২৭ জানুয়ারি বিএনপি রাজধানীতে জনসমাগমের চেষ্টা করছে। এমন অবস্থায় ওই দিন রাজপথ নিজেদের দখলে রাখতেই পাল্টা শান্তি সমাবেশ করবেন তারা। এ সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বর্ধিত সভাও করবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০২২ সাল থেকে আন্দোলন কর্মসূচি শুরু করে বিএনপি ও তার মিত্ররা। ওই বছর ১০ ডিসেম্বর থেকে বিএনপির পাল্টা কর্মসূচি পালন করে আসছিল আওয়ামী লীগ। গত বছরের জুলাইয়ে বিএনপি ও সমমনাদের সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হলে নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখতে আওয়ামী লীগের শান্তি সমাবেশের কর্মসূচি জোরালো হয়, যা গত বছরের ২৮ অক্টোবর পর্যন্ত হয়েছিল।  সেই সময়ে রাজধানীসহ সারাদেশেই বিএনপির কর্মসূচির দিন পাল্টা শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছিল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। সংসদ নির্বাচনের আগেও বিএনপি ও তার মিত্ররা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করে কয়েক দিন। কিন্তু সে সময় আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দেয়নি। সর্বশেষ আগামী ২৬ ও ২৭ জানুয়ারি কালো পতাকা মিছিলের কর্মসূচি দেয় বিএনপি। তারই পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 
২৪ জানুয়ারি ২০২৪, ০৮:২৯

চিকিৎসা শেষে দেশে ফিরলেন সমাবেশে আহত পুলিশ সদস্য
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের সময় আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন ডিএমপির নায়েক মো. আব্দুর রাজ্জাক। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। এরপর চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ভারত থেকে দেশে ফেরেন তিনি। ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় আহত নায়েক আব্দুর রাজ্জাক নয়াদিল্লি থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। তিনি আরও বলেন, নায়েক রাজ্জাকের সঙ্গে চিকিৎসকেরাও রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, বিমানে আসার সময় দুইবার বমি করেছেন রাজ্জাক। দুই মাস পর হঠাৎ বাইরে বের হওয়ার কারণে এমনটা হতে পারে বলে ধারণা চিকিৎসকদের।  তৌহিদুল ইসলাম বলেন, রাজ্জাকের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদের কথায় রেসপন্স করেছেন। বিমানবন্দর থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা সেখানেই চলবে। গত ৯ নভেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে রাজ্জাককে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর পল্টন এলাকায় হামলায় রাস্তায় পড়ে যান ৫৫ বছর বয়সী নায়েক মো. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে আব্দুর রাজ্জাককে ভারতের দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। তার চিকিৎসার ব্যয় আইজিপি ও ডিএমপি কমিশনার বহন করেন। রাজ্জাক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিরক্ষা বিভাগে কর্মরত।
১২ জানুয়ারি ২০২৪, ১৭:৫৭

সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।   বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে দেখা যায়, খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনেকে জাতীয় পতাকা মাথায় বেধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথা দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন। সামবেশ উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে যোগ দিতে আসা শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আলী জানান, বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। বিদেশী শক্তিকে আমরা ভয় পাই না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে। দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেট, টিএসসি সংলগ্ন গেট, রমনা কালিমন্দিরের গেট, তিন নেতারা মাজার গেট দিয়ে প্রবেশ করছেন নেতাকর্মীরা। আর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ গেইটি ভিআইপিদের জন্য রাখা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১০ জানুয়ারি ২০২৪, ১৪:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়