• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
প্রস্তুত হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ
আর কয়েক দিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। সে উপলক্ষে ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার দিনাজপুর গোর-এ শহীদ ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বর্তমানে চলছে রং করা, ধোয়ামোছা, মাঠে মাটি ভরাট ও মিনারে সংস্কারসহ আনুষঙ্গিক কাজ। সব ঠিক থাকলে ঈদের দিন সকাল ৯টায় এখানে জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী। ইতোমধ্যে ঈদের নামাজে আগত মুসল্লিদের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। মাঠের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ টাওয়ার ও বিভিন্ন যানবাহনের গ্যারেজ। পাশাপাশি স্টেশন ক্লাব, সার্কিট হাউজ, শিশু একাডেমি ও জেলা গণগ্রন্থাগারেও থাকছে যানবাহন রাখার ব্যবস্থা। শুধু তাই নয়, প্রবেশের জন্য মাঠের চারপাশে তৈরি করা হচ্ছে মোট ১৯টি তোরণ। লাগানো হবে শতাধিক মাইক। একইসঙ্গে মুসল্লিদের জন্য মাঠে থাকছে ওজুখানা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা। এ ছাড়া র‌্যাবের জন্য ওয়াচ টাওয়ার ও সাংবাদিকদের জন্য বিশেষ মাচা।  এ ছাড়া, নামাজ চলাকালে যদি বিদ্যুতের সমস্যা দেখা দিলে থাকছে জেনারেটরের ব্যবস্থা। পাশাপাশি থাকবে ঈদের দিন অন্যান্য উপজেলা থেকে বাস সার্ভিস এবং যেসব উপজেলার সঙ্গে ট্রেনের যোগাযোগ রয়েছে সেখানে থাকবে মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও। এ ছাড়া থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও। যাতে করে বিভিন্ন জায়গা থেকে আসা যানবাহনগুলো শহরে প্রবেশ করতে ও বের হতে পারে সাবলীলভাবেই। সবমিলিয়ে জেলা প্রশাসন, পুলিশ সুপার, উপজেলা, পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাশাপাশি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চলছে এই বিশাল কর্মযজ্ঞ; যা বর্তমানে শেষের দিকে।
০৭ এপ্রিল ২০২৪, ১৯:২০

মারা গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জুয়ান ভিসেনটি পেরেজ মোরা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ১১৪ বছর বয়সী মোরা গত মঙ্গলবার মারা গেছেন বলে জানিয়েছেন মোরার পরিবারের সদস্যরা। খবর- এএফপি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নাগরিক মোরার মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অনেকেই; ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও রয়েছেন তাদের মধ্যে। মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় মাদুরো বলেন, ‘১১৪ বছর বয়সী জুয়ান ভিসেনটি পেরেজ মোরা আজ আমাদের ছেড়ে অনন্তলোকে যাত্রা করেছেন।’ ২০২২ সালে পেরেজকে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি বলে স্বীকৃতি দেয় গিনেজ। সে সময়ে তার বয়স ছিল ১১২ বছর।  পেরেজের ১১ সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের আবার ১৮ সন্তান আছে, আর এই ১৮ জনেরও আছে ১২ সন্তান।  পেরেজ, যার ডাকনাম ছিল টিও ভিনসেন্ট, এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় আখ ও কফি কৃষক ছিলেন। জীবনের এক পর্যায়ে তিনি ওই শহরের শেরিফের দায়িত্ব নেন এবং স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজ করেন। 
০৩ এপ্রিল ২০২৪, ১৪:০৩

বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি গরু, দাম কত?
৪৩ লাখ ডলারে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি গরু। প্রতি ডলার ১১০ টাকা ধরে যার পরিমাণ ৪৭ কোটি ৩০ লাখ টাকা। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলো শহরের আরন্দুতে এক নিলামে ‘নেলোর’ প্রজাতির গরুটি বিক্রি হয়েছে।  আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ‌নেলোর জাতের গরুগুলো উষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এটি খুবই শক্তিশালী। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, খেতেও সুস্বাদু। নেলোর জাতের গরুর উৎপত্তি ভারতে। অন্ধ্র প্রদেশের নেলোর জেলার নাম থেকেই এই প্রজাতির নামকরণ করা হয়েছে। ১৮৬৮ সালে প্রথম জোড়া নেলোর গরু ব্রাজিলে রুপ্তানি করেছিল ভারত।  গত শতাব্দীর ছয়ের দশকে এই গরুর সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে ব্রাজিলে। এখন ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ গবাদি পশুর জাত হয়ে উঠেছে নেলোর গরু। সূত্র : দ্য ইকোনমিক টাইমস  
৩১ মার্চ ২০২৪, ২২:৩৫

‘আমার কাছে দেশের সবচেয়ে দামি অস্ত্র আছে’
দেশব্যাপী আলোচিত রাজধানীর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। যেখানে তাকে বলতে শোনা যায়, তার কাছে দেশের সবচেয়ে দামি অস্ত্র রয়েছে। যা এমপি-মন্ত্রীদের কাছেও নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোববার (২৪ মার্চ) রাতে খলিলের সেই ফোনালাপ ব্যাপক ভাইরাল হয়। জানা গেছে, রাজধানীর আলমগীর নামে এক মাংস ব্যবসায়ীর সঙ্গে টেলিফোনে কথাগুলো বলেছিলেন খলিল। ভাইরাল অডিওতে খলিলকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশে একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল। আমার যে আর্মস-গান, বাংলাদেশের তিনটা ব্যক্তির কাছে আছে। যেটা সবচেয়ে দামি আর্মস। একে-৪৭ মন্ত্রী-এমপির কাছেও নেই। আমার দোকানের একটা স্টাফ দুই কোটি টাকার মালিক। মাংস ব্যবসায়ীরা অনেক শক্তিশালী। তারা অনেক টাকার মালিক। আমার যদি কিছু না থাকত ওরা যে কত দিক দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করতাছে। কত দোষ খোঁজার চেষ্টা করতাছে, পাইতাছে না। তারা জানে, আমার সামনে এলে একটাও বাইচ্চা থাকতে পারবে না।’  তিনি আরও বলেন, ‘আমার স্টাফ অনেক। আমি ১৫ দিন পর পর আমার ফার্নিচার দোকানের ছাদে কাচ্চি, তেহারি- যা মন চায় তাগোরে খাওয়াই। আমি তো তাদের দিয়েই কামাইছি। আমার গোস্ত দোকানে একটা লোক আছে ২৫ বছর ধইরা। ৮টা লোক আছে ২০ বছর ধইরা। আর বাকিগুলো ১২-১৩ বছর ধইরা আছে। একটাও আমারে ছাইড়া যায় না।’ এদিকে ফোনালাপের বিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, এক মাংস ব্যবসায়ীকে ভয় দেখানোর জন্য আমি এসব বলেছি। ২০২১ সালে আমি অস্ত্রের লাইসেন্স পেয়েছি। তবে আমার কাছে যে অস্ত্র আছে তা খুবই সাধারণ। একে-৪৭ আমার কাছে নেই। তিনি বলেন, যে মাংস ব্যবসায়ীদের জন্য এতকিছু করলাম, তারা কেউ আমার পাশে নেই। সরকারও আর আমার সঙ্গে নেই। এর ফলে আমি আর মাংস ব্যবসা করবো না। ২০ রমজানের পর আর খলিল মাংস বিতান থাকবে না।
২৫ মার্চ ২০২৪, ১৪:৪৩

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ কত
এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা সাতবার দেশটি এই খেতাব অর্জন করল। আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে বুধবার (২০ মার্চ)  জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ১৪৩টি দেশের ওপর জরিপ চালিয়ে এই রির্পোটা তৈরি করা হয়েছে। এরমেধ্যে প্রথম স্থানে ফিনল্যান্ড, দ্বিতীয় অবস্থানে ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ সুইডেন, পঞ্চম ইসরায়েল, ষষ্ঠ নেদারল্যান্ডস, সপ্তম নরওয়ে, অষ্টম লুক্সেমবার্গ, নবম সুইজারল্যান্ড এবং দশম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সবচেয়ে শেষে রয়েছে আফগানিস্তানের নাম। সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৯তম। গত বছর এ অবস্থান ছিল ১১৮। ২০২২ সালে বাংলাদেশ ছিল ৯৪ নম্বরে। এ ছাড়া বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে ৯৩তম, পাকিস্তান ১০৮তম, মিয়ানমার ১১৮তম, ভারত ১২৬তম এবং শ্রীলঙ্কার অবস্থান ১২৮তম। উল্লেখ্য, সুখী দেশের তালিকা করতে ছয়টি মূল বিষয় বিবেচনা করা হয়। এগুলো হলো মাথাপিছু জিডিপি, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবন প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির উপলব্ধি।  
২০ মার্চ ২০২৪, ১২:২৭

বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশের তালিকা প্রকাশ
বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সবগুলো দেশই আফ্রিকা মহাদেশের। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় এক নম্বরে রয়েছে দক্ষিণ সুদান। বাকি দেশগুলো হলো, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মোজাম্বিক, মালাউই, নাইজার, চাদ, লাইবেরিয়া ও মাদাগাস্কার। ২০১১ সালে স্বাধীনতা লাভ করা দক্ষিণ সুদানে অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা, চলমান সংঘর্ষ এবং অপ্রতুল অবকাঠামোর কারণে জীবনযাত্রার মান খুবই নিম্ন। বাকি দেশগুলোতেও রয়েছে সংঘাত, অবকাঠামোর অভাব, বৃষ্টিনির্ভর কৃষিব্যবস্থা, জনসংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং খাদ্যের সংকট। এমনকি কঙ্গো এবং মোজাম্বিকের মতো বড় বড় দেশগুলোও দারিদ্র্যে জর্জরিত। বিভিন্ন দেশের মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে মাথাপিছু জিডিপির সমন্বয় করে তালিকাটি তৈরি করেছে আইএমএফ। এ ছাড়াও একটি দেশে বসবাসের খরচ আমলে নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন দেশের জীবনযাত্রার মান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। আইএমএফের এই প্রতিবেদনের উদ্দেশ্য হলো এসব দেশে দারিদ্র্যের মূল কারণগুলোর ব্যাপারে বিশ্বকে জানানো। যাতে সবাই সচেতন হয়।
১৫ মার্চ ২০২৪, ২৩:৩৭

‘দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল’
যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের আনাচে-কানাচে সর্বত্র এ খেলাটি অনুষ্ঠিত হয়। সরকার ফুটবলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। শনিবার (৯ মার্চ) মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  প্রধান অতিথির বক্তব্যে পাপন বলেন, প্রধানমন্ত্রী ফুটবলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি নিজেই এই টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। সবসময় এই টুর্নামেন্টের খোঁজ-খবর রাখছেন তিনি। নারী ফুটবলারদের প্রশংসা করে বিসিবি বলেন, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ সবার নজর কেড়েছে। এতে হারানো ঐতিহ্য ফিরে আসছে ফুটবলের। ভুটানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল ৬-০ গোলের ব্যবধানে জয়লাভ করেছে। আমি বিশ্বাস করি, যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক পরিমণ্ডলেও আরও অনেক দূর এগিয়ে যাবে। শুধু ক্রিকেট-ফুটবলে নয়, ক্রীড়াঙ্গনের অন্যান্য ডিসিপ্লিনেও বাংলাদেশ আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। উল্লেখ্য, ২০২৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) প্রাথমিক পর্যায়ে মোট ৪ হাজার ৬৬৭টি দলের ৮৪ হাজার ৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। একই বছরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনূর্ধ্ব-১৭) প্রাথমিক পর্যায়ে মোট ৫৮৪টি দল থেকে অংশগ্রহণ করেন ১০ হাজার ৫১২ জন খেলোয়াড়।
০৯ মার্চ ২০২৪, ২৩:২৮

সাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা : আরেফিন সিদ্দিক
সাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যকে ধারণ করে মিথ্যার সঙ্গে লড়াই করা। সত্য নিয়ে কাজ করলে ঝুঁকি বেশি থাকে। শনিবার (৯ মার্চ) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। আরেফিন সিদ্দিক বলেন, সাংবাদিকের অন্যতম কাজ বস্তুনিষ্ঠতা। এজন্য সত্যের সঙ্গে যোগাযোগ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রতিবেদকের যোগাযোগ যত ভালো তার প্রতিবেদন তত উন্নততর এবং বস্তুনিষ্ঠ হয়। এ ছাড়া তার লেখা সংবাদ দর্শক, পাঠক ও শ্রোতার কাছে ততটা গুরুত্ব বহন করে। তাই শিক্ষার্থীদের এসব বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে। এতে সহজে সত্য উদঘাটন করতে পারবে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকের পাশাপাশি মোবাইল সাংবাদিকতার জ্ঞান আহরণ করা উচিত। পাশাপাশি শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করা আবশ্যক। তা না হলে পাঠক, দর্শক ও শ্রোতা উপযোগী প্রতিবেদন তৈরি দুরূহ হয়ে পড়বে।  পিআইবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মানস ঘোষ, পিআইবির পরিচালক মো. জাকির হোসেন, পিআইবির সহকারী অধ্যাপক ও মাস্টার্স প্রোগ্রামের সমন্বয়কারী পঙ্কজ কর্মকার ও প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন প্রমুখ।
০৯ মার্চ ২০২৪, ২০:৫৮

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কে জানেন?
সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষের সন্ধান পাওয়া গেছে। সোমবার (৪ মার্চ) স্পেনের এক নারী নিজের ১১৭তম জন্মদিন উৎযাপন করেছেন। তার নাম মারিয়া ব্রানিয়াস মোরেরা। তিনি ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। মারিয়া ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। তবে আট বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে স্পেনে চলে আসেন এবং ক্যাটালোনিয়ায় বসবাস শুরু করেন। বর্তমানে তিনি রেসিডেন্সিয়া সান্তা মারিয়া দেল তুরা নার্সিংহোমে বসবাস করছেন। এখানে প্রায় ২৩ বছর ধরে আছেন তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (জিডব্লিউআর) বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ হিসেবে মারিয়া ব্রানিয়াস মোরেরাকে স্বীকৃতি দেয়। তার আগে ছিলেন ফরাসি নারী লুসিল র‍্যানডন। তিনি ১১৮ বছর বয়সে মারা যান। মারিয়ার নার্সিংহোমের পরিচালক ইভা ক্যারেরা বয়েক্স গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, সবার অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পেয়ে মারিয়া কৃতজ্ঞ। অসংখ্য মানুষ তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেওয়ায় তিনি খুশি। বয়েক্স আরও বলেন, মারিয়া ভালো আছেন। তিনি তার পরিবার ও সহকর্মীদের সঙ্গে বিশেষ দিনটি উদ্‌যাপন করতে পেরে খুবই খুশি। সবাইকে তিনি ‘শুভ সোমবার’-এর শুভেচ্ছা জানিয়েছেন। মারিয়া এখনো তার নার্সিংহোমে বেশ সক্রিয় জীবন যাপন করেন। তিনি তার ৮০ বছর বয়সী মেয়ের সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহার করেন। গত সোমবার মারিয়া এক্সে লিখেছেন, ‘শুভ সকাল, বিশ্ব। আজ আমি ১১৭ বছরে পা দিয়েছি। আমি অনেক পথ পাড়ি দিয়ে এসেছি।’ বিশ্বে যাচাই-বাছাই শুরু হওয়ার পর থেকে বর্তমানে মারিয়া হচ্ছেন ১২তম সবচেয়ে বয়সী ব্যক্তি। তিনি যদি ১১৮তম জন্মদিন উদ্‌যাপন করতে পারেন, তাহলে এ তালিকায় ৫ নম্বরে উঠে আসবেন।
০৬ মার্চ ২০২৪, ১২:০২

১১০ ক্যারেট হিরা বসানো বিশ্বের সবচেয়ে দামি হাতঘড়ি, দাম কত?
ঘড়ি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। দৈনন্দিন কাজে কমবেশি সবাই ঘড়ি ব্যবহার করেন এবং এর সঙ্গে পরিচিত। তবে ঘড়ি এখন আর শুরু সময়ের জানান দেয় না। আজ হাতঘড়ি মানে ফিটনেস কন্ট্রোলার। স্মার্ট ওয়াচের দুনিয়ায় এই ঘড়ি বিপি-সুগার-কোলেস্টরলের হিসেব রাখে। বিরাট কোহলি, সুনীল ছেত্রীদের মতো খেলোয়াড়রা বিশেষ ধরনের ঘড়ি ব্যবহার করেন। সেই সব ঘড়ির দাম আকাশছোঁয়া। আর এই ঘড়ির দাম স্বর্গছোঁয়া। হিরা-মণি-মুক্তা বসানো রাজকীয় ওই ঘড়ির দাম ৫৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় ৬০৪ কোটি টাকা। বিশ্বাস হয়? এটাই বিশ্বের সবচেয়ে দামি হাতঘড়ি! বহুমূল্য এই হাত ঘড়ির নাম গ্রাফ ডায়মন্ডস হ্যালুসিনেশন। ২০১৪ সালে লন্ডনের বিখ্যাত গ্রফ ডায়মন্ডস জুয়েলারি হিরা ও বহুমূল্য রত্ন বসানো এই ঘড়িটি তৈরি করে বিশ্বের সবচাইতে দামি ঘড়ি বলে দাবি গ্রাফ ডায়মন্ডস কোম্পানির। ১১০ ক্যারেটের নানা রঙের হিরা বসানো রয়েছে গ্রাফ ডায়মন্ডস কোম্পানির তৈরি এই ঘড়িটিতে। সবচেয়ে বড় হিরাটি বসানো হয়েছে ঘড়ির ডায়ালে, যার নাম পেল্লায় হিরে। নানা রঙের হিরে ও তাদের নানা রকম নিখুঁত নকশা ঘড়িটিকে আরও আকর্ষণীয় করেছে। মোট ৩০ জন অভিজ্ঞ ডিজাইনার, জেমোলজিস্ট, জহুরি মিলে তৈরি করেছেন এই ঘড়ি। এর আগে এই কোম্পানিই আরও একটি রাজকীয় ঘড়ি প্রকাশ্যে এসেছিল। যার দাম ছিল ৪৩৯ কোটি টাকার মতো। যদিও সেটিকে ছাপিয়ে গিয়েছে ‘ডায়মন্ডস হ্যালুসিনেশন’।  
০২ মার্চ ২০২৪, ১৪:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়