• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং ও সেলস বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস পদের নাম: এক্সিকিউটিভ বিভাগ: মার্কেটিং ও সেলস পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ  অন্যান্য যোগ্যতা: মাল্টিন্যাশনাল কোম্পানি, এয়ারলাইন, ট্রাভেল এজেন্ট, গ্রুপ অফ কোম্পানিতে কাজের দক্ষতা।  অভিজ্ঞতা: ১ বছর, তবে নতুনরাও আবেদন করতে পারবেন। চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  বয়সসীমা: ২১ থেকে ২৮ বছর  কর্মস্থল: দেশের যেকোনো স্থানে  বেতন: ৩০,০০০ টাকা (মাসিক) অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি, বীমা, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, আরো অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২ মে ২০২৪ পর্যন্ত।
০৩ এপ্রিল ২০২৪, ০৯:৩০

ইসরায়েলি হামলা / গাজায় এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত
গাজায় ইসরায়েলি হামলায় গত এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর চালানো আট হামলায় এ নিহতের ঘটনা ঘটে। বুধবার (২০ মার্চ) এ তথ্য জানায় গাজার মিডিয়া অফিস। তাছাড়া নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৯২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। এখন পর্যন্ত আহত হয়েছেন ৭৪ হাজার ৯৬ জন। রামজানেও গাজায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। গাজায় দেখা দিয়েছে খাদ্য সংকট। শুধু সংকটই নয় চলছে দুর্ভিক্ষ। এছাড়া বিভিন্ন স্থানে বাড়ি-ঘরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যা চলছে আজও।
২১ মার্চ ২০২৪, ০৮:৫৯

আফগানিস্তানে ৩ সপ্তাহে তুষারপাত-বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু
গত তিন সপ্তাহ ধরে আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।  দেশটির দুর্যোগবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।  দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ে মুখপাত্র জনান সায়েক এক ভিডিও বার্তায় বলেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে তুষার ও বৃষ্টিপাতের কারণে ৬০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ২৩ জন নানান দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বলেন, দুর্যোগে প্রায় এক হাজার ৬৪৫টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশুও মারা গেছে। ২০২৩ সালের অক্টোবরে আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পের সেই আঘাত কাটিয়ে না উঠতেই সোমবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) প্রাদেশিক রাজধানী হেরাত শহরে একটি বাড়ির ছাদ ধসে যায়। এ ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। প্রাদেশিক তথ্য থেকে জানা গেছে, প্রায় ২৫০টি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে এবং কৃষি জমির একটি বড় অংশই প্লাবিত হয়েছে। প্রসঙ্গত, আফগানিস্তানে এবারের শীতে বেশ অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। মৌসুমের শেষের দিকে আবহাওয়া আরও খারাপ হয়ে যায়। বিশেষ করে আকস্মিক বৃষ্টি এবং বন্যায় দেশটির জনগোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তালেবানরা সরকার গঠনের পর থেকেই আফগানিস্তানে বিদেশি সহায়তা নাটকীয়ভাবে কমে যায়। তাই এ ধরনের বিপর্যয় মোকাবিলা করা তালেবানদের জন্য বেশ কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
১৪ মার্চ ২০২৪, ১২:৩৯

গাজায় দুই সপ্তাহে ৪০০ এর বেশি ত্রাণপ্রার্থীকে হত্যা করল ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা ৫ মাসের বেশি সময় ধরে নির্বিচার আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস উৎখাতের নামে পুরো ভূখণ্ডে বর্বোরচিত তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। ইসরায়েলের শীর্ষ নেতাদের কথায়ও বেশ কয়েকবার স্পষ্ট হয়েছে, গাজার ভূখণ্ড থেকে জাতিগতভাবে ফিলিস্তিনিদের নির্মূল করার নীল নকশা এঁটেছে তারা।  টানা ৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি সেনাদের নির্বিচার হামলা ও অভিযানে গাজায় বিরাজ করছে তীব্র মানবিক সংকট। জাতিসংঘের বিভিন্ন এজেন্সি বেশ আগে থেকেই বলে আসছিল, অবরুদ্ধ উপত্যকাটিতে বাসিন্দাদের ক্ষুধা-তৃষ্ণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। আগ্রাসনের ১৫৮ দিন পেরিয়ে এসে এবার সেই কথা স্বীকার করলো ইসরায়েলের মিত্রপক্ষ ইউরোপীয় ইউনিয়নও।  সম্প্রতি ইসরায়েলের এই প্রবণতাও স্পষ্ট হয়ে উঠেছে অনেকটাই। গত দুই সপ্তাহে ইসরায়েলি সেনারা গাজায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, ক্ষুধার পেটে একটু ত্রাণের জন্য অপেক্ষা করছিল যারা। এর মধ্যে গতকালও রমজানের দ্বিতীয় দিনে ত্রাণের জন্য অপেক্ষমানদের ভীড়ে হামলা চালিয়ে ১১ জন ক্ষুধার্তকে হত্যা করেছে দখলদার সেনারা। গাজার কুয়েত গোলচত্বরে ইসরায়েলি সেনাদের এ নৃশংস হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের প্যারামেডিকরা।   এর আগে গত সপ্তাহে গাজা শহরের আল-রাশিদ স্ট্রিটে একটি ত্রাণবাহী গাড়ি থামতে দেখে সেখানে জড়ো হতে থাকে হাজারো ক্ষুধার্ত মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ ছিল নারী ও শিশু। সেখানেও ট্যাঙ্ক নিয়ে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই এক হামলাতেই প্রাণ হারায় শতাধিক ফিলিস্তিনি, আহত হয় তার চেয়েও কয়েকগুণ। ঘটনাটি ইতোমধ্যে 'ফ্লাওয়ার ম্যাসাকার' হিসেবে পরিচিতি পেয়েছে।   গাজার সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাদের হাতে এমনভাবে ৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছে গত দুই সপ্তাহে।  বিবৃতিতে বলা হয়, দখলদার সেনাবাহিনী সাহায্যের অপেক্ষায় থাকা নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে যা করছে তা উত্তর গাজা উপত্যকায় দুর্ভোগের বাস্তবতা দূর করার প্রচেষ্টা সম্পর্কে সমস্ত আলোচনাকে মিথ্যা প্রমাণ করে এবং নিশ্চিত করে যে অনাহার নীতিটি দখলদারের বর্তমান পরিকল্পনার শিরোনাম। গণহত্যা চালিয়ে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের জন্য এসব অভিযান পরিচালনা করছে ইসরায়েল।  জাতিসংঘের হিসেব বলছে, গত ৭ অক্টোবর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ১৫৯ দিনের এ নির্বিচার হামলা আর অভিযানে অবরুদ্ধ উপত্যকাটির ৮০ শতাংশই এখন বসবাসের অযোগ্য, যেখানে ক্ষুধার হার ১০০ শতাংশে দাঁড়িয়েছে।  
১৩ মার্চ ২০২৪, ১০:১৮

নিয়োগ দিচ্ছে ড্যানিশ, সপ্তাহে কাজ ৫ দিন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পারটেক্স স্টার গ্রুপ (ড্যানিশ)। প্রতিষ্ঠানটির এইচআর বিভাগ অফিসার/সিনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: পারটেক্স স্টার গ্রুপ (ড্যানিশ) পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার বিভাগ: এইচআর পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা : মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ, পিজিডি এইচআরএম অন্যান্য যোগ্যতা : নিয়োগ ও বাছাই প্রক্রিয়া, চাকরির বিজ্ঞাপন, সিভি স্ক্রিনিং, চাকরির সাক্ষাৎকারের সময়সূচি, পরীক্ষার প্রক্রিয়া বিষয়ে দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা : কমপক্ষে ২ থেকে ৫ বছর  চাকরির ধরন : ফুলটাইম  কর্মক্ষেত্র : অফিসে  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বীমা, গ্র্যাচুইটি, সপ্তাহে ২ দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব বোনাস।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৪ পর্যন্ত।
০৭ মার্চ ২০২৪, ০৯:০৯

৭০ হাজার টাকা বেতনে চাকরি, সপ্তাহে ছুটি ২ দিন
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল (হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন) ইন বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ট্রেনিং অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল (হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন) ইন বাংলাদেশ পদের নাম: ট্রেনিং অফিসার পদ সংখ্যা: ২  বিভাগ: ইনক্লুসিভ এডুকেশন চুক্তির ধরন: নির্দিষ্ট মেয়াদ অভিজ্ঞতা: ২ বছর বয়স: কমপক্ষে ১৮ বছর কর্মস্থল: কক্সবাজার (উখিয়া) বেতন: ৬২,৭৫৮ - ৬৯,৬৯৩ (মাসিক) অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বীমা, গ্র্যাচুইটি। সাপ্তাহিক ছুটি ২ দিন, উৎসব বোনাস দুটি। আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত জানতে ক্লিক করুণ এই লিংকে। আবেদনের শেষ সময়: ১৩ মার্চ ২০২৪ পর্যন্ত।
০২ মার্চ ২০২৪, ১১:১৩

ব্র্যাক এনজিওতে নিয়োগ, সপ্তাহে ২ দিন ছুটি
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ওয়্যারহাউস, এডুকেশন, এইচসিএমপি বিভাগ প্রজেক্ট অফিসার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক পদের নাম: প্রজেক্ট অফিসার বিভাগ: ওয়্যারহাউস, এডুকেশন, এইচসিএমপি পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান/অর্থনীতি/ব্যবস্থাপনা/মার্কেটিং/জনপ্রশাসন/রাষ্ট্র বিজ্ঞান/ব্যবসায় প্রশাসন বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনগুলোতে দক্ষতা থাকতে হবে ( এমএস ওয়ার্ড, এমএস পাওয়ারপয়েন্ট, এমএস এক্সেল) বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো টাইপিং দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর  চাকরির ধরন: চুক্তিভিত্তিক  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া) বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৭

পপুলার ফার্মায় চাকরি, সপ্তাহে ৫ দিন কাজ 
মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট এক্সেকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। গত ১৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। যা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা (নারী-পুরুষ উভয়) অনলাইনে আবেদন করতে পারবেন।  নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যোগ্যতা: এমবিবিএস, অবশ্যই বিএমডিসি নিবন্ধিত হতে হবে। ইংরেজি এবং বাংলায় মৌখিক এবং লিখিত উভয় ক্ষেত্রেই ভালো যোগাযোগ দক্ষতা। মাইক্রোসফট অফিস প্যাকেজগুলোতে ভাল দক্ষতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। অভিজ্ঞতা ১ থেকে ২ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।  কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, লাভ বোনাস, ছুটি এনক্যাশমেন্ট উপার্জন, মোবাইল সেট ভাতা (এমএসএ), গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, ভর্তুকিযুক্ত দুপুরের খাবারের সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, সাপ্তাহিক ২দিন ছুটি।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮

সপ্তাহে একদিন বন্ধ থাকবে ধানমন্ডি লেক
সপ্তাহের একদিন ধানমন্ডি লেক ঘিরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দূষণরোধ এবং পরিচ্ছন্ন রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ম না মানলে শাস্তির ব্যবস্থাও থাকছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এদিন ধানমন্ডি লেকে পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে আসেন মেয়র। এ সময় তিনি বলেন, ধানমন্ডি লেক ঘিরে পরিচালিত সব ধরনের কার্যক্রম প্রতি সপ্তাহের বুধবার বন্ধ থাকবে। এ নিয়ম না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার পাশাপাশি কারাদণ্ডের ব্যবস্থা করা হবে। মেয়র বলেন, ধানমন্ডি লেককে আরও সুন্দর এবং আকর্ষণীয় স্পটে পরিবর্তনের লক্ষ্যে নজরুল সরোবর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই এর উদ্বোধন করবেন।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৫

নিয়োগ দিচ্ছে পেট্রোম্যাক্স, সপ্তাহে কাজ ৫ দিন
পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ভ্যাট এবং ট্যাক্স বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার  বিভাগ: ভ্যাট এবং ট্যাক্স পদসংখ্যা: ১টি  শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ অন্যান্য যোগ্যতা: এলপিজি গ্যাস/সিলিন্ডার গ্যাস বিষয়ে জ্ঞান থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৫ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ২৬ থেকে ৪৫ বছর  কর্মস্থল: ঢাকা (গুলশান ১) বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়