• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ইরানি নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ২৭ 
ইরানের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে অবস্থিত দেশটি নিরাপত্তা বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদর দপ্তর দখলের চেষ্টায় হামলা চালিয়েছে জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস)। এ সময় সংঘটিত সংঘর্ষে উভয়পক্ষের ২৭ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তানের চাবাহার এবং রাস্ক শহরে এ হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১১ জন ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি ১৬ জন সদস্য জাইশ আল-আদলের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ডের সদর দপ্তরের ঢুকে বিভিন্ন নিরাপত্তা ও সামরিক কম্পাউন্ডে একযোগে হামলা চালায় জাইশ আল-আদলের বন্দুকধারীরা। এ সময় তাদের পরনে আত্মঘাতী পোশাকও ছিল। আইআরজিসি ও হামলাকারীদের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ওই লড়াই চলে এ সময়। ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেওয়া বিবৃতিতে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি বলেছেন, ‘সন্ত্রাসীদের চাবাহার এবং রাস্কে গার্ডস সদর দপ্তর দখলের লক্ষ্যে করা হামলা ব্যর্থ হয়েছে।’ জইশ আল-আদল একটি চরমপন্থি সুন্নি মুসলিম গোষ্ঠী। দক্ষিণ-পূর্ব ইরান ও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করে এরা।   
০৪ এপ্রিল ২০২৪, ২১:৩৩

দুই শিশুসন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসন্তানসহ বিষপান করেছেন আইরিন আক্তার (৩২) নামে এক গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে পৌর এলাকার ভাদুঘর এলেমপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।   আইরিন আক্তার জেলার আশুগঞ্জ উপজেলার লালপুরের মৃত ইদ্রিস মিয়ার মেয়ে ও সদর উপজেলার ভাদুঘরের সৌদি আরব প্রবাসী শামীম মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহত আইরিনের দুই শিশু কন্যা তোবা (৬) ও সাবাকে (২) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।   আইরিন আক্তারের ছোট ভাই রাহিম মিয়া বলেন, আমার বোনকে আট বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের মুসলিম মিয়ার ছেলে শামীমের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাদের সংসারে দুইটি কন্যা সন্তান আছে। আমি সৌদি আরবের রিয়াদে ইলেকট্রিক দোকান পরিচালনা করতাম। প্রায় পাঁচ বছর আগে আমি দুলাভাই শামীমকে নিজ খরচে সৌদি আরবে নিয়ে যাই।  কথা ছিল সৌদি থেকে আমাকে টাকা পরিশোধ করবে কিন্তু করেনি। প্রায় দুই বছর আগে সৌদি আরবে আমার দোকানের পজিশন বিক্রয় করে আমি বাড়িতে চলে আসি। আমি দেশে আসার আগে আমার দোকান পজিশন দুলাভাই বাকিতে নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি আমার আগের টাকা পরিশোধ না করায় আমি তাকে দোকান পজিশন দিইনি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার বোন আইরিন আক্তারকে তালাক দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে আমার দুলাভাইয়ের পরিবারের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয়। দুলাভাই শামীম সৌদি আরব থেকে আমার বোনকে মোবাইল ফোনে প্রায় সময়ই অশ্লীল গালিগালাজ এবং মানসিকভাবে অত্যাচার নির্যাতন করে আসছিলেন।   এ নিয়ে আমার বোন প্রায়ই কান্নাকাটি করে বিষয়গুলো আমাদের জানাতেন। এরই জেরে তাদের দেওয়া মানসিক অত্যাচারে আমার বড় বোন দুই সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। দুই সন্তান বেঁচে গেলেও মারা যান আমার বোন। তার মরদেহ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ এবং দুই সন্তানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।   এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে রাখা আছে। দুই সন্তানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।   
০৬ মার্চ ২০২৪, ২৩:১৩

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধা সদরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া (২৫) ও মতিন সরকার (২৭) নিহত হয়েছেন।  রোববার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা সদর উপজেলার নশরৎপুরে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ফরিদ মিয়া ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালি গ্রামের সেলু মিয়ার ছেলে, আর মতিন সরকার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের কুকড়ার হাট গ্রামের মজিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী বাদিয়াখালী থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এ সময় নশরৎপুরের এলপিজি পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহীর মৃত্যু হয়। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এবং হেলপার পলাতক রয়েছেন।
০৩ মার্চ ২০২৪, ২৩:৪৫

সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
নড়াইলের আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসক ও রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন তিনি। একইসঙ্গে হাসপাতালের টয়েলটগুলো ব্যবহারের উপযোগী কি না তাও ঘুরে দেখেন। পরিদর্শন শেষে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে মাশরাফী বলেন, ডাক্তাররা থাকতে না চাইলে আসলে আমাদের কাজটা কঠিন এবং আমাদের কিছু করার নেই সেক্ষেত্রে। আমরা চেষ্টা করছি যতটুকু সাপোর্ট দেয়া যায়। এরপর তিনি বলেন, আর একটা বিষয় হচ্ছে এটা তো ১০০ শয্যার হাসপাতাল। অথচ এখনই পেশেন্ট আছে প্রায় সাড়ে তিনশ। তাই সার্ভিসও সেভাবে দিতে হবে। চাইলেই তো রোগী বের করে দেওয়া যায় না। শিশু ওয়ার্ডে এখানে শয্যা আছে ১৫টি। অথচ, শিশু ভর্তি হয়েছে ১০০ জনের ওপরে। সব তো ওভারলোডেড। লোকবলের কথা উল্লেখ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই খেলোয়াড় বলেন, ১০০ শয্যার হাসপাতালে ৩০০-৩৫০ রোগী ভর্তি আছে। চিকিৎসার পাশাপাশি ওষুধ-খাবার সবকিছুর সাপ্লাই দিতে হচ্ছে, ম্যানেজ করতে হচ্ছে। চিকিৎসক সংকটও আছে। এই চিকিৎসক সংকট কমলে আমাদের সার্ভিসটা আরও ভালো দেওয়া যেতো। তবে, সংকটের মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।  এ সময় হাসপাতালের টয়লেটের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে সবাইকে সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান জানান মাশরাফী। তিনি বলেন, সরকারি টয়লেট ব্যবহারের সময় নিজের বাড়ির মত করে ব্যবহার করলে সুবিধা হয়। টয়লেট অন্যের মনে করে ব্যবহার করলে সবারই ক্ষতি হয়।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩

বেপরোয়া ট্রাক্টরের চাপায় সাইকেল আরোহী নিহত
পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় রফিকুল ইসলাম বাচ্চু (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। তার বাড়ি জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে।  সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গলেহা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  স্থানীয়রা জানায়, বিকেলে গলেহা বাজার থেকে বাজার করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ রফিকুল ইসলাম বাচ্চু। বাইসাইকেলে রওনা হওয়া মাত্রই পঞ্চগড় থেকে চাকলাগামী দ্রুত গতির বেপরোয়া একটি পাথরবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যান তিনি। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাক্টরসহ চালক তরিকুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তরিকুলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলা সাতমেরা ইউনিয়নের শতরংপাড়া এলাকায়।   এ বিষয়ে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার বলেন, এ ঘটনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪১

কুকুরকে বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গায় কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলামিন হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে। আলামিন চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার আব্দুল হালিমের ছেলে। তিনি পেশায় সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে জাফরপুরে অফিসে যাচ্ছিলেন আলামিন হোসেন। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পৌঁছালে মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসে। এ সময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাপলা খাতুন বলেন, আমরা ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। এর ঘণ্টাখানেক পরেই তার মৃত্যু হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। মরদেহটি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৩

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক, ১০ দিনের কারাদণ্ড
লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের দালাল চক্রের হাতে জিম্মি হয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন প্রাইভেট হাসপাতালের হয়ে দালালরা রোগীদের সদর হাসপাতাল থেকে অন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।  দালালদের এমন উৎপাতের কারণে বুধবার (৭ ফেব্রুয়ারি) হাসপাতাল প্রাঙ্গণ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।  পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়। তাদের মধ্যে ৫ জন দোষী সাব্যস্ত হওয়ায় তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।  দণ্ডপ্রাপ্তরা হলেন ওমর ফারুক (২৭), আমিনুল (২৩), রহমান আল আজাদ (৩৭), সুজন (২৩) ও আকরাম হোসেন (২৭)।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াই প্রু মারমা।  তিনি বলেন, ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৫ জন দোষী সাব্যস্ত হয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  তিনি জানান, প্রান্তিক জনগণ সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে এদের হাতে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়। যা আইনগত অপরাধ।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫০

বাড়ি ফেরা হলো না সরকারি কর্মচারী মোজাম্মেলের
মেহেরপুর পৌরসভার সামনে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানের নিচে পড়ে মোজাম্মেল হক (৫০) নামের এক সরকারি কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল আলিম নামের এক রিকশাচালক।  বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মোজাম্মেল হক এলজিইডি মেহেরপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অফিস সহায়ক এবং সদর উপজেলার গোভিপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। জানা গেছে, সন্ধ্যায় অফিস শেষে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল হক। তিনি মেহেরপুর পৌরসভার সামনে পৌঁছালে কাথুলীগামী খড়িবোঝাই স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানের (স্থানীয় নাম লাটা হাম্বার) একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এ সময় মোজাম্মেল হকের রিকশা এ যানের নিচে পড়ে। পরে স্থানীয়রা মোজাম্মেল হক ও রিকশাচালক আব্দুল আলিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের চিকিৎসকরা মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন এবং আলিমকে হাসপাতালে ভর্তি করেন। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, মরদেহ এবং দুর্ঘটনাকবলিত অবৈধ যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩১ জানুয়ারি ২০২৪, ২১:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়