• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
মা হারালেন সংগীতশিল্পী বেবী নাজনীন
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনের মা আবিদা মনসুর মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেবী নাজনীনের ভাই এনাম সরকার তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার মা দীর্ঘদিন ধরেই কিডনিসহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। কয়েক বছর ধরে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ ঈদের আগে মায়ের শারীরিক অবস্থা আরও গুরুতর হয়। তারপর থেকে মাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। মা আর সিসিইউ থেকে ফেরেননি। তিনি জানান, গুলশানের একটি মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হয়। শনিবার (২০ এপ্রিল) জন্মস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাড়িতে মায়ের কুলখানি অনুষ্ঠিত হবে।  এনাম জানান, বর্তমানে পেশাগত কাজে তার বোন বেবী নাজনীন যুক্তরাষ্ট্র থেকে জাপানে গেছেন। যাওয়ার পথেই মায়ের মৃত্যুসংবাদ পেয়েছেন। রাতেই তিনি ঢাকা ফিরবেন। উল্লেখ্য, বেবী নাজনীনের বাবা মনসুর সরকার জাতীয় বেতার ও টেলিভিশনের একজন বিশেষ শ্রেণির যন্ত্রশিল্পী ছিলেন। তিনি ২০১৬ সালে প্রয়াত হন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে বেবী নাজনীন সন্তান হিসেবে সবার বড়।
১৮ এপ্রিল ২০২৪, ১৮:৩৮

জনপ্রিয় সংগীতশিল্পী কমলেশ আর নেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কমলেশ অবস্তি মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গায়কের পরিবার। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পশ্চিম ভারতের আহমেদাবাদে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। বলিউডের গুণী নির্মাতা রাজ কাপুরের কাছে খুবই প্রিয় ছিলেন তিনি। এমনকী তার অনেক সিনেমার গানেই কণ্ঠ দিয়েছেন কমলেশ। ১৯৪৫ সালে জন্ম কমলেশের। ভাবনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। সংগীতের প্রতি ছোটবেলা থেকেই ভীষণ অনুরাগী ছিলেন। এ জন্য একটু বড় হওয়ার পরই গুরু ভার্বাই পাণ্ডের তত্ত্বাবধানে গানের তালিম নিতে থাকেন। ‘ট্রিবিউট টু মুকেশ’ অ্যালবামের মাধ্যমে প্রথম পরিচিতি লাভ করেন এ গায়ক। কিংবদন্তি সংগীতশিল্পী মুকেশের সঙ্গে তার কণ্ঠের সাদৃশ্য খুঁজে পায় শ্রোতারা। এ কারণে তাকে ‘ভয়েজ অব মুকেশ’ নামেও ডাকা হয়। বলিউড ছাড়াও গুজরাটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কমলেশ। ‘গোপিচন্দ জাসুস’ ছবির ‘তেরা সাথ হো’, নসিবের ‘জিন্দেগি ইমতিহান লেতি হে’র মতো অনেক জনপ্রিয় গান তার গাওয়া।  
২৯ মার্চ ২০২৪, ২০:০০

কন্যাসন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা
কন্যাসন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে গায়িকার মা হওয়ার খবরটি নিশ্চিত করেন জনপ্রিয় গীতিকার কবির বকুল। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে লিজার একটি ছবি শেয়ার করে পোস্ট দেন কবির বকুল। ক্যাপশনে গীতিকার লিখেছেন— ‘কন্যাসন্তানের মা হলেন আমাদের সবার প্রিয় শিল্পী লিজা। ১৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন তিনি। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।’  গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। গায়িকার স্বামী যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। বলা যায়, অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা।    প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন লিজা। এরপর থেকে সংগীত জগৎকে মাতিয়ে রেখেছেন এই গায়িকা।   
১৯ মার্চ ২০২৪, ১১:৪৮

সংগীতশিল্পী খালিদের মরদেহ গোপালগঞ্জে, দুপুরে জানাজা
আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদের মরদেহ গোপালগঞ্জে নিয়ে আসা হয়েছে।  সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় গোপালগঞ্জ শহরের বাড়িতে তার মরদেহ এসে পৌঁছায়। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সংগীতশিল্পী খালিদ। গতকাল রাত ১১টায় ঢাকার গ্রিন রোড জামে মসজিদে খালিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে রাতেই গোপালগঞ্জের গ্রামের বাড়িতে নেওয়া হয়। রাত সাড়ে ৩টায় গোপালগঞ্জ শহরের বাড়িতে পৌঁছায়। মঙ্গলবার (১৯ মার্চ) বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদে খালিদের জানাজা অনুষ্ঠিত হবে।  পরে শহরের গেটপাড়ার কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পারিবার নিশ্চিত করেছে। ‘হিমালয়, সরলতার প্রতিমা, কোনো কারণেই ফেরানো গেল না তাকে’ শিরোনামের অসংখ্য জনপ্রিয় গানের এ শিল্পীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৬৫ সালের ১ আগস্টে গোপালগঞ্জে জন্মেছিলেন সংগীতশিল্পী খালিদ। ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন তিনি। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান খালিদ। 
১৯ মার্চ ২০২৪, ১১:৫১

মারা গেছেন সংগীতশিল্পী সাদি মহম্মদ
না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ।  তিনি বলেন, আজও তানপুরা নিয়ে ভাই সংগীত চর্চা করেছেন। সন্ধ্যার পর হঠাৎ দেখি ঘরের দরজা বন্ধ। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কিংবদন্তি নৃত্যশিল্পী ও শিল্পীর পারিবারিক বন্ধু শামীম আরা নীপা বলেন, সাদি মহম্মদের মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান। তিনি মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না। মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি। বুধবার রোজা রাখেন এবং ইফতারও করেন সাদি মহম্মদ। এরপরই তিনি নীরবে না ফেরার দেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করছি। সাদি মহম্মদ রবীন্দ্রসংগীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একজন কিংবদন্তি শিল্পী ও সুরকার। রবীন্দ্রসংগীতে তার মূল পরিচিতি গড়ে উঠলেও আধুনিক গানেও সমান গুরুত্বপূর্ণ। অসংখ্য রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ হয়েছে তার কণ্ঠে। সঙ্গে আধুনিক গানও। এ ছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমি থেকে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি তার বাবা সলিমউল্লাহকে হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদি মহম্মদের ভাই শিবলী মহম্মদ বাংলাদেশের একজন কিংবদন্তি নৃত্যশিল্পী।
১৩ মার্চ ২০২৪, ২২:২৫

বই বিক্রি করে মসজিদ নির্মাণে টাকা দিলেন সংগীতশিল্পী তাশরিফ
বর্তমান সময়ের অন্যতম দর্শকপ্রিয় গায়ক তাশরিফ খান। গানের পাশাপাশি প্রায়ই নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকটায় এবার  সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদ নির্মাণে অর্থ সহায়তা দিয়েছেন গায়ক তাশরিফ খান। তবে সেখানে তিনি গানের টাকা নয়, বই বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়েছেন। একটি ভিডিও বার্তা পোস্ট করে এই গায়ক লিখেছেন, আল্লাহর ঘর নির্মাণে সামান্য অবদান আমারও থাকুক। এখানে গানের কোনো টাকা জমা হবে না, আমার বই বিক্রির উপার্জন থেকে জমানো অর্থ দিয়ে অংশগ্রহণ করছি। নেটিজেনরা বলছেন তাশরিফ খান বিশ্বাস করেন গানের টাকা দেওয়া যাবে না, সেটা হারাম। তাই তিনি বইয়ের টাকা দিয়েছেন। আরেকজন বলছেন, তিনি হারাম জেনেও গান গেয়ে টাকা ইনকাম করে যাচ্ছেন। এসব নিয়ে সামাজিকমাধ্যমে তর্ক বিতর্ক চলছে। যদিও এক শ্রেণির সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা তাশরিফকে প্রশংসায় ভাসাচ্ছেন। অন্যদিকে সংগীত সংশ্লিষ্টরা তাশরিফের এই বিষয়টি নিয়ে তাকে ‘ভণ্ড’ আখ্যা দিচ্ছেন।
১০ মার্চ ২০২৪, ২০:৩২

বিয়ে করলেন সংগীতশিল্পী অনুপম রায়
আবারও বিয়ে করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। গত ২ মার্চ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন তারা। গায়কের স্ত্রীর নাম প্রশ্মিতা পাল। পেশায় তিনিও একজন সংগীতশিল্পী।      ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গতকাল দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল অনুপম-প্রস্মিতার রিসেপশন পার্টি। সেখানে আংটি বদলও করেন এই তারকা দম্পতি। রিসেপশন অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অনুপম। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন— ‘নতুন করে।’ ওই ছবিগুলোতে দেখা যায়, গোলাপি এবং ঘিয়ে রংয়ের কম্বিনেশনের পাঞ্জাবি পরেছেন অনুপম। অন্যদিকে প্রস্মিতা পরেছেন গোলাপি রঙের বেনারসি এবং সোনার গহনা।  এদিন বউভাতের অনুষ্ঠানে শোবিজের অনেকে উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— জয় সরকার, লোপামুদ্রা মিত্র, ব্যান্ড চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত, অনিন্দ্য চ্যাটার্জি, চন্দ্রিল ভট্টাচার্য। তা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবুদ্ধ রাহা, উজ্জয়িনী, সোমলতা প্রমুখ। প্রসঙ্গত, প্রথম সংসার ভাঙার পর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম। তবে গায়কের সেই সংসারও খুব বেশিদিন টেকেনই। পিয়ার সঙ্গে বিচ্ছেদের পর কেটে গেছে কয়েক বছর। গেল বছরের ২৭ নভেম্বর অভিনেতা পরমব্রত চ্যাটার্জিকে বিয়ে করেন পিয়া। এবার তৃতীয়বার বিয়ে করলেন অনুপম রায়। তবে প্রস্মিতার এটি দ্বিতীয় বিয়ে।   সূত্র : হিন্দুস্তান টাইমস    
০৩ মার্চ ২০২৪, ১৫:৪৯

বিয়ে করলেন সংগীতশিল্পী মিলন
বিয়ে করলেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী মিলন। তার স্ত্রীর নাম মেহেরিমা দীপ্তি। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।  বৃস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিজের বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মিলন। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৯ ফেব্রুয়ারি ২০২৪) আমি ও আমার স্ত্রী মেহেরিমা দীপ্তি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করিলাম। সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ। প্রসঙ্গত, ‘সখী ভালোবাসা কারে কয়’ দিয়ে শুরু করে এরপর ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কতো যে ভালোবাসি’, ‘বাঁচবো বলো কীভাবে’, ‘ডানাকাটা পরী’সহ একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। গান গাওয়ার পাশাপাশি সুর করে কুড়িয়েছেন সংগীতবোদ্ধাদের প্রশংসা। বর্তমানে নতুন নতুন গানে কণ্ঠ দেওয়া, সুর করা আর প্লেব্যাক নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।  
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৪

সংগীতশিল্পী ফাহিম ফয়সালের পিতার ইন্তেকালে শোক
লন্ডন থেকে প্রকাশিত অনলাইন দৈনিক সময়ের নির্বাহী সম্পাদক, সংগীতশিল্পী, আইটি উদৌক্তা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফাহিম ফয়সালের পিতা বিশিষ্ট আলেম ও জনসেবক মাওলানা নূরুল আমিন কাজি গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪)  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী,  দুই ছেলে, পাঁচ মেয়ে, পুত্রবধূ, মেয়ের জামাই, নাতি-নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা নূরুল আমিন কাজির মৃত্যুতে দেশ-বিদেশের বহু মানুষ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকার্ত বিশিষ্টদের মধ্যে রয়েছেন- হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, সময় সম্পাদক কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী, রানা তাসলিম উদ্দিন (পর্তুগাল), শাহ আলম কাজল (পর্তুগাল), অধ্যাপক ড. উপল তালুকদার (ঢাকা বিশ্ববিদ্যালয়), আরিফ আহমেদ (সহযোগী অধ্যাপক, ড্যাফোডিল ইন্টার. ইউনিভার্সিটি), উপসচিব মুহাম্মদ রায়হানুল হারুন, উপসচিব মোঃ নোমান হোসেন প্রিন্স, হাসান ফারুক (সহকারি সচিব), সাংবাদিক আকিদুল ইসলাম (অস্ট্রেলিয়া), সংগীতশিল্পী নকীব খান, সংগীতপরিচালক প্রিন্স মাহমুদ, গীতিকবি গোলাম মোর্শেদ, গীতিকবি হাসান মতিউর রহমান, সংগীতশিল্পী কনকচাঁপা, সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, সংগীতশিল্পী গোলাম মাওলা, সংগীতশিল্পী লিটন হাফিজ চৌধুরি, অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কী, সাংবাদিক এম জহিরুল ইসলাম (ডেইলি পোস্ট), সাংবাদিক মনজুর কাদের জিয়া (প্রথম আলো), সাংবাদিক মনসুর হেলাল (প্রতিদিনের সংবাদ), আবু রেজা মো. ইয়াহিয়া (ব্যাংকার ও লেখক), নাইম আবদুল্লাহ (অস্ট্রেলিয়া), এম এ মুকিত (চেয়ারম্যান, এইচএসএফ ফাউন্ডেশন), এসপি মারুফ আব্দুল্লাহ (ডিএমপি), এডিসি ফজলুর রহমান (ডিএমপি), এডিসি মোঃ জুনায়েদ আলম সরকার (ডিএমপি), এডিসি হাসান মুহতারিম (ডিএমপি), সাংবাদিক কামরুল হাসান দর্পন (ইনকিলাব), গীতিকার অনুরূপ আইচ, চিত্রপরিচালক মনজুরুল ইসলাম মেঘ, ব্যারিস্টার রফিকুল ইসলাম জনি, সাংবাদিক শিল্পী হোসাইন, ইঞ্জিনিয়ার আহসান বিন বাশার রিপন, সাংবাদিক আরিফ হোসাইন (যুক্তরাষ্ট্র), সাংবাদিক তালাত মাহমুদ (নেক্সাস টিভি), মেহেদী হাসান (সহকারী অধ্যাপক, ঢাবি), খালেদ সোহলে (সহকারী অধ্যাপক, ড্যাফোডিল ইন্টার. ইউনিভার্সিটি), মিজানুর রহমান আশিক (সহকারী অধ্যাপক, ড্যাফোডিল ইন্টার. ইউনিভার্সিটি), মো. সালাহ উদ্দীন (সহকারী অধ্যাপক, ড্যাফোডিল ইন্টার. ইউনিভার্সিটি), খালেদ আশরাফী (কানাডা), গীতিকার বাপ্পি খান, গীতিকার নিহার আহমেদ, সাংবাদিক রেজাউল করিম রেজা, সাংবাদিক মঈন বকুল (দৈনিক আমাদের সময়), জামাল মোস্তফা (একাত্তর টিভি), মামুনুর রশিদ (সৌদী আরব), সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া (নিউজ জি ২৪), মিনহাজুল আবেদীন শরীফ (সোশ্যাল অ্যাক্টিভিস্ট), তানভীর হাসান (গাজী টিভি), কবি আবিদ আজম (চ্যানেল নাইন), সংগীতশিল্পী নূরজাহান আলীম, সংগীতশিল্পী মুনায়েম বিল্লাহ, সংগীতশিল্পী লোপা হোসেইন, সংগীতশিল্পী আমিরুল মোমেনীন মানিক, অভিনেতা রাসেল মিয়া, সাংবাদিক মোত্তাসিম বিল্লাহ মাসুম, সংগীতশিল্পী এমআই মিঠু, সংগীতশিল্পী শেখ মহসিন, মাসুদুল হাসান রনি (কানাডা), সোহেল মোস্তাক (সহকারী অধ্যাপক, ফেনী গভ. কলেজ), সংগীতশিল্পী মনি জামান, সাংবাদিক আবদুল্লাহ মজুমদার, আনিস রহমান (দীপ্ত টিভি), আলী আফতাব ভূঁইয়া (দেশ টিভি), হাফেজ মাওলানা মনিরুল হক নাজমুল, এসএম নাজমুল হক (বিজয় টিভি), কবি সাইয়েদ জামিল, গীতিকার দেলোয়ার আরজুদা শরফ, আলোকচিত্রী মো. নাসির উদ্দীন (যুক্তরাষ্ট্র), আজাদ মহসীন (সহকারী অধ্যাপক, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ), মবিন মাসুদ (ব্যাংকার), সংগীতশিল্পী জয় শাহরিয়ার, নাট্যকার হুসনে মোবারক, সাংবাদিক রাসেল মাহমুদ, আলোকচিত্রী নূর ই আলম, কাজী টিপু (ইতালি), সংবাদ পাঠক নাসির উদ্দীন আয়ূব, শাহ আলম মাস্টার, এডুকেশন কনসালট্যান্ট ফখরুদ্দিন চিশতী, সমাজসেবক রেজাউল ইসলাম খাঁন সুমন, অ্যাডভোকেট হাসান-আল-মাহমুদ আরিফ পাটওয়ারী, কবি নাজমুস সায়াদাত, সাংবাদিক আলী আজম (আজকের পত্রিকা), সাংবাদিক ইলিয়াস হোসেন (দৈনিক যুগান্তর), সাংবাদিক বিপুল হাসান (আরটিভি), সাংবাদিক মঈনুল হক রোজ, সাংবাদিক তৌহিদ মিন্টু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন, গীতিকার রনিম রহমান, ওয়াহিদুল ইসলাম শুভ্র (দীপ্ত টিভি), সাংবাদিক তারেক বিন ফিরোজ (খবরের কাগজ), সাংবাদিক অপূর্ণ রুবেল, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, গীতিকার সিরাজুম মুনীর, সংগীতপরিচালক জাহিদ বাশার পঙ্কজ, সংগীত পরিচালক অনু মোস্তাফিজ, সাংবাদিক ফয়সাল রাব্বিকীন (দৈনিক মানবজমিন), সাংবাদিক ফারুকে আজম (এটিএন নিউজ) প্রমুখ। উল্লেখ্য, মাওলানা নূরুল আমিন কাজি বহুদেশ ভ্রমণ করেছেন। জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন মধ্যপ্রাচ্যে। জীবদ্দশায় তিনি দেশে-বিদেশে দ্বীন ইসলামের খেদমতে বিশেষ অবদান রেখেছেন। গরীব-অসহায় মানুষের জন্য সবসময় সাহায্যের হাত বাড়িয়েছেন। তিনি ঢাকার সাভারে আশুলিয়ায় অবস্থিত ‘রফিকিয়া মাদরাসা ও ইয়াতিমখানা (ওয়াক্ফ)’ খেজুরটেক এর জমিদাতা ও প্রতিষ্ঠাতা। সংগীতশিল্পী ফাহিম ফয়সাল জানিয়েছেন, তার পিতার প্রথম জানাজার নামাজ ঢাকায় অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় জানাজা নামাজ লক্ষীপুরের দক্ষিণ মাগুরী হালিমিয়া কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আপনজনদের অংশগ্রহণে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। তিনি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
৩০ জানুয়ারি ২০২৪, ১৫:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়