• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
‘এত উন্নয়নের পরও শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে’
এত উন্নয়ন করার পরও একটি গোষ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শনিবার (৯ মার্চ) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নবনির্বাচিত নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। বাহাউদ্দিন নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে হতদরিদ্র দেশ থেকে আজকের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক উন্নত দেশ আজ বাংলাদেশকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে থাকে। এসব কিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে। তার কারণে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এত উন্নয়নের পরও একটি গোষ্ঠী বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা দেশবিরোধী অপশক্তি। তারা দেশের মানুষকে শান্তি দিতে জানে না। দেশের মানুষের মুক্তি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে তারা কোনো কাজ করে না। শেখ হাসিনা মানুষের জন্য যে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার এ চলার পথকে তারা বাধাগ্রস্ত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। তারা বারবার আমাদের অর্থনীতির ওপর আঘাত করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের যার যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিশ্বাস করে তাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না। ঐক্যবদ্ধ শক্তি আমাদের আরও শক্তিশালী করবে।’ বাহাউদ্দিন নাছিম বলেন, ‘কেউ যদি অপ্রয়োজনে অথবা নিজের স্বার্থের জন্য বঙ্গবন্ধুর আদর্শের শক্তিকে পরাজিত করে আত্মতৃপ্তি পায়, তাদের সঙ্গে গণতান্ত্রিক, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের পক্ষের শক্তি থাকবে না। যাদের অসৎ উদ্দেশ্য থাকে তারা সবসময় পরাজিত হয়।’
০৯ মার্চ ২০২৪, ২১:২৬

বিএনপির কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র : কাদের
বিএনপির কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩০ জানুয়রি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিএনপি কেন কালো পতাকা মিছিল করবে? তাদের ব্যর্থতার জন্য তো আমরা দায়ী না, গণতন্ত্রের অগ্রযাত্রা দায়ী নয়। এ ধরনের কর্মসূচি গণবিরোধী। কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র বলে মনে করি। এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করা উচিত উল্লেখ করে তিনি বলেন, তা না হলে এ ধরনের কর্মসূচির নামে সহিংসতা করা হলেও জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সংঘাত সহিংসতা থেকে বিরত থাকে। আজকে (মঙ্গলবার) আওয়ামী লীগের শান্তি সমাবেশ ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় সেটা স্থগিত করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের মুক্তির বিষয়ে জাতিসংঘের বিবৃতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল তথ্যের ওপর নির্ভর করে জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তারা (বিএনপি) অপরাধ করলে বিনা বিচারে ছেড়ে দিতে হবে? আইন নিজস্ব গতিতে চলবে। দ্বাদশ সংসদের প্রথম অধিবেশ নিয়ে কাদের বলেন, বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ করে ও জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সংসদের প্রথম অধিবেশনে যোগ দেবেন সংসদ সদস্যরা। আজকের দিনটি ইতিহাস সৃষ্টিকারী শুভ দিন। তিনি বলেন, এবারের নির্বাচন প্রতিযোগীতামূলক হয়নি বলা যাবে না। নির্বাচনে ভোটার উপস্থিতি ও রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। বিএনপি আসলে হয়তো আরও প্রতিযোগিতামূলক হতো। তবে সরকারের ওপর অপবাদ দেওয়া যাবে না।
৩০ জানুয়ারি ২০২৪, ১৪:০৭

‘সামাজিক মাধ্যম ব্যবহার করে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে’
সামাজিক মাধ্যম ব্যবহার করে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।  শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে আখাউড়ায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা যদি কেউ করে আর সেই ষড়যন্ত্র যদি আপনারা জানেন তাহলে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আপনারাই পদক্ষেপ নেবেন।  আইনমন্ত্রী আরও বলেন, আমরা যদি সজাগ থাকি, আমরা যদি সচেতন থাকি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে আর কোনো বাধা থাকবে না।
২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়