• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
শ্রীপুর উপজেলায় ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 
মাগুরায় শ্রীপুর উপজেলার একটি ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের সাহেবপাড়া এলাকা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের এরশাদ তার বাড়ির পাশে পাট পঁচানো ডোবায় এক নবজাতকের মরদেহ দেখতে পান। পরে শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কে বা কারা নবজাতক শিশুটিকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম। তিনি বলেন, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে৷ ঘটনাটির সঠিক তথ্য উদঘাটনে চেষ্টা চলছে।
০৭ এপ্রিল ২০২৪, ২১:৫৩

আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলি ও অগ্নিসংযোগের অভিযোগ
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত ৩টায় শ্রীপুর দক্ষিণ ভাংগনাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নূরে আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নূরে আলম মোল্লা জানান, গতকাল রাত ১২টায় আক্তারুজ্জামান নামে একজন ফোন করে তাকে মেরে ফেলার হুমকি দেন। ভোররাত পৌনে ৩টার দিকে তিনি বাইরে শব্দ শুনতে পান। দুর্বৃত্তরা ভোররাত ৩টা থেকে গুলি শুরু করে। প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে। পেট্রোল বোমা ছুড়ে বাসার বারান্দায় আগুন ধরিয়ে দেয়। এতে বারান্দার কিছু অংশ পুড়ে যায়। তিনি আরও বলেন, তারা দুইটা মোটরসাইকেলে করে এসে গুলি, হামলা ও পেট্রোল বোমা মেরে ভাঙচুর করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান ঘটনাস্থলে এসে ৬ রাউন্ড গুলি নিয়ে গেছে। দুর্বৃত্তদের দেওয়া গুলি সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে। এ সময় তারা বাড়ির গেটের সামনে পেট্রোল জাতীয় কিছু ফেলে রেখে যায়। সকালে বাড়ির আশপাশ থেকে আরও ৪ রাউন্ড গুলি ও অল্প পরিমাণ পেট্রোলসহ দুইটি পেপসির বোতল পাওয়া যায়। এ বিষয় অভিযুক্ত আকতার হোসেন খানকে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫

শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
গাজীপুরের শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  শনিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর প্রেস ক্লাব কার্যালয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত উপজেলা প্রতিনিধিদের সমন্বয়ে উপস্থিত সকলের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। শ্রীপুর প্রেস ক্লাবের বিদায়ী কমিটি সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় আহ্বায়ক কমিটি গঠনের জন্য এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় (২০২১-২০২২) সালের কার্যনির্বাহী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি নাসির উদ্দিন জর্জকে আহ্বায়ক এবং দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি কাজী আকতার হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন গোলাম মোস্তফা রানা (দৈনিক প্রথম বুলেটিন), মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদিন), আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), তাজুল ইসলাম সানি (দৈনিক আনন্দবাজার), মাসুদ রানা (দৈনিক আমার সংবাদ), সেলিম শেখ (আমাদের কণ্ঠ), এমদাদুল হক (ভোরের দর্পণ), এনামুল হক আকন্দ (মানবজমিন) এবং সাদেক মিয়া (আওয়ার বাংলাদেশ)। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাস (৯০ দিনের) মধ্যে গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবেন। সাধারণ সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তে শ্রীপুর প্রেস ক্লাব কার্যালয়ে নবীন-প্রবীণ সদস্যদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। নতুন আহ্বায়ক কমিটিকে প্রেস ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন মহলের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাধারণ সভা সফল করার জন্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সকল সদস্য, প্রশাসনসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
১৩ জানুয়ারি ২০২৪, ১৭:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়