• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু শেখ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্ৰামে এ ঘটনা ঘটেছে।  এ সময়ে মাহাবুর শেখ (৪০) নামের অপর এক  শ্রমিক আহত হয়েছেন। নিহত বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের ম‌ৃত সাহেব শেখের ছেলে। আহত মাহবুর শেখ একই পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াগ্রামের নজির ফকিরের বাড়িতে রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলেন বাচ্চু ও মাহাবুর শেখ। আজ সকালে ছাদে রড উঠানোর সময় অসাবধানতাবশত রড বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন তারা। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন। আহত মাহাবুর শেখ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
২৬ মার্চ ২০২৪, ১৬:০৫

চোরাই কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিক নিহত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তে অবৈধভাবে ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথরচাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক শ্রমিক। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে তাহিরপুরের টেকেরঘাট সীমান্ত এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।  নিহত শ্রমিকরা হলেন, উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২৪), একই গ্রামের রমজান আলীর ছেলে মুখলেস মিয়া (২৫)। গুরুতর আহত অপর শ্রমিকের নাম তাৎক্ষণিক জানা যায়নি।  স্থানীয়রা জানান, সোমবার রাতে ১০-১২ জনের একটি শ্রমিক দল টেকেরঘাট সীমান্ত দিয়ে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কয়লার গর্তের মধ্যে প্রবেশ করলে হঠাৎ পাথরচাপায় গর্তের মুখ বন্ধ হয়ে যায়। পরে অক্সিজেনের অভাবে তিনজন শ্রমিক অসুস্থ হয়ে হয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা অপর শ্রমিকরা গর্তের ভেতর থেকে তিনজনকে টেনে বের করলেও দুজন অক্সিজেনের অভাবে ঘটনাস্থলেই মারা যান এবং অপর আহত একজন শ্রমিককে মুমূর্ষু অবস্থায় বাংলাদেশে নিয়ে এসে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে বিজিবির টেকেরঘাট ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান বলেন, শ্রমিকরা কোন দিক দিয়ে ভারতে প্রবেশ করেছিল জানি না। আমরা দিনরাত সীমান্তে টহল দিচ্ছি। শুনেছি কয়লা আনতে গিয়ে দুজন মারা গেছেন।  তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, রাতের আঁধারে ভারত থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৯ মার্চ ২০২৪, ১২:০৩

বাংলাদেশি শ্রমিক সংকটে দুশ্চিন্তায় মালয়েশিয়ার চাষিরা
অপ্রত্যাশিত বিদেশি শ্রমিক সংকটে আগামী কয়েক মাসে সবজি চাষ কমিয়ে আনার চিন্তা করছে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডের সবজি খামারিরা। শুক্রবার (১৫ মার্চ) ক্যামেরুন হাইল্যান্ড মালয় ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক সৈয়দ আবদুল রহমানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মালয়েশিয়ার নিউ স্ট্রিট টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিদেশি শ্রমিকদের কোটা বাতিল করার পদক্ষেপ চলতি বছরের মে বা জুন থেকে দেশটির অর্থনীতিতে একটি বড় প্রভাব পড়বে। ক্যামেরুন হাইল্যান্ডসে প্রায় ৬০০০ জন ভাড়া করা বিদেশি শ্রমিক ছিল। এপ্রিল শুরুর আগেই বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বেশির ভাগ শ্রমিক ঈদে তাদের নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে। যেসব শ্রমিক ১০ বছর খামারে কাজ করছেন তাদের অধিকাংশের ওয়ার্ক পারমিট আর রিনিউ হবে না। যাদের বৈধ পারমিট আছে তারা এখনও ১০ বছর কাজ করতে পারবেন কিন্তু ঈদের পরে মালয়েশিয়ায় না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা, যা খুবই খুবই হতাশাজনক। এতে বলা হয়েছে, দেশটির পাইকারি বাজারের জন্য দৈনিক ১০০০ টন সবজি উৎপাদন করে ক্যামেরুন হাইল্যান্ড। কিন্তু শ্রমিকের ঘাটতি এ উৎপাদনকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। খামারিরা বলেন, শ্রমিকের অভাবে অল্প জমি চাষ করবেন তারা। যদি একজন খামারির ১.৬ হেক্টর জমি থাকে, তবে তিনি ০.৮ হেক্টর চাষ করবেন। ফেডারেশন অব ভেজিটেবল ফার্মার্স অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার চেয়ারম্যান লিম সের কুই বলেন, বিদেশি শ্রমিক কোটা বাতিল করায় বাজারে সবজির দাম বাড়বে। সৈয়দ আব্দুল রহমান বলেন, বিদেশি শ্রমিকের অভাব এবং পরবর্তীতে উৎপাদনে হ্রাস সরকারকে দাম স্থিতিশীল করতে বাইরে থেকে সবজি আমদানি করতে হবে। কর্মীর অভাব রোধে দেশটির সবজি অ্যাসোসিয়েশন সরকারের কাছে বিদেশি শ্রমিকদের আনার মেয়াদ বাড়ানোর বিষয়ে পুনর্বিবেচনা করার চিঠি দিয়েছে।  
১৫ মার্চ ২০২৪, ১৭:০৭

আমিরাতের সব ট্রেডে বাংলাদেশি শ্রমিক নেওয়ার আহ্বান
বাংলাদেশি শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের সব ট্রেডে পুনরায় ভিসা চালু করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (৮ মার্চ) সকালে দুবাইয়ে আমিরাতের মানবসম্পদমন্ত্রী আব্দুল রহমান আল আওয়ারের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদির মধ্যে আমিরাতে বাংলাদেশি স্নাতক নার্স, কেয়ারগিভার, স্বাস্থ্যসেবা টেকনিশিয়ান, কৃষিবিদ, কৃষক ও বিভিন্ন পেশাজীবীসহ সব অঙ্গনে আরও বাংলাদেশি নাগরিকদের নিয়োগের বিষয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।  পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান আমিরাতের সব ট্রেডে বাংলাদেশি শ্রমিকদের জন্য পুনরায় ভিসা চালু করা, ভিসা পদ্ধতি সহজ করা এবং এক নিয়োগকর্তার কাছ থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর সহজীকরণের অনুরোধ জানান। এ সময় বাংলাদেশি কর্মী নিয়োগে কোনো বাধা নেই জানিয়ে আমিরাতের মানবসম্পদমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার প্রযুক্তিচালিত চাকরির বাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ কর্মী নিয়োগের ওপর জোর দিচ্ছে। তিনি আমিরাতে কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনার জন্য এআই এবং এ সম্পর্কিত সফ্টওয়্যার ব্যবহার সম্পর্কে অবহিত করেন এবং চাকরি প্রার্থীদের দক্ষতা যাচাই পদ্ধতি তুলে ধরেন।  এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান আমিরাতগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের নেওয়া নানান উদ্যোগ সম্পর্কে জানান এবং সেখানকার চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের প্রস্তুত করতে সংযুক্ত আরব আমিরাতের ভাষা প্রশিক্ষক নিয়োগের কথা জানান। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া শাখার মহাপরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন।
০৮ মার্চ ২০২৪, ১৯:৫৭

মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে শ্রমিক নিহত
রংপুরের পীরগাছায় সেপটিক ট্যাংকের গর্ত খোঁড়ার সময় ধসে সাইফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাস্টার পাড়া গ্রামের সাইদুল ইসলামের বাড়িতে সেপটিক ট্যাংকের গর্ত খুঁড়তে পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ২০ ফিট খননের পর আকস্মিক বালু ধসে সাইফুল ইসলাম নিচে চাপা পড়েন। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে দীর্ঘসময় চেষ্টা করেও সাইফুলকে জীবিত উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় স্কেভেটর দিয়ে মাটি সরিয়ে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বালু ভরাট করা একটি জায়গায় সেপটিক ট্যাংকের গর্ত খোঁড়ার সময় ধসে যায়। এতে চাপা পড়ে সাইফুলের মৃত্যু হয়। পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
০৫ মার্চ ২০২৪, ১৫:২০

পতিতাবৃত্তির অভিযোগে শ্রমিক লীগ নেতাসহ ৫ জন কারাগারে 
লক্ষ্মীপুরের কমলনগরে বাড়িতে পতিতাবৃত্তি করার অভিযোগে মনির আহম্মদ মহিন নামে এক শ্রমিক লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগার পাঠানো হয়।  মনির উপজেলার হাজিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ও চরজাঙ্গালিয়া গ্রামের মৃত মোহাম্মদ খোকনের ছেলে। অন্যরা হলেন- একই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. জামাল, চাঁদপুর সদর উপজেলার গুণরাজদী গ্রামের ইয়াছিন খানের মেয়ে সোনিয়া মানহা, মাগুরা জেলার শালিখা থানার পাচকাহুনিয়া গ্রামের সবুর মোল্লার মেয়ে সাথী খাতুন ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নারায়ণগঞ্জ ওয়াবদাকুল এলাকার মৃত শফিকের মেয়ে বৃষ্টি।  এজাহার সূত্রে জানা গেছে, শ্রমিক লীগ নেতা মনির তার বাড়িতে মহিলা রেখে অসামাজিক কার্যকলাপ (পতিতা বৃত্তি) করিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় মনিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তার ঘরের দরজা খুলে মহিলা পুলিশের সহযোগিতায় অন্যান্য আসামিদের আটক করা হয়। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। অসামাজিক এ কার্যকলাপ করে তারা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ১১/১২(১)/১৩ ধারার অপরাধ করেছে। ঘটনার সময় উপস্থিত লোকজন জানায়, মনির দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মহিলা এনে পতিতা ব্যবসা করে আসছে। এলাকার যুব সমাজকে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। সোমবার সকালে এসআই সুমন কবির মৃধা বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানার উপপরিদর্শক কেশব চন্দ্র চৌধুরী বলেন, আটকদেরকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০২

নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে মো. নাসিম (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টর খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নিচু ধুসি গ্রামের মো. সুলতানের ছেলে নাসিম। তুরাগ থানাধীন ১২ নম্বর সেক্টর খালপাড় নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি। পেশায় নাসিম রাজমিস্ত্রী। নাসিমের সহকর্মী আবুল কাশেম বলেন, নির্মাণাধীন ১০ তলা ভবনের আট তলায় দড়ি দিয়ে মালামাল ওঠানোর সময় ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন নাসিম। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩০

চুয়াডাঙ্গায় গাছচাপা পড়ে শ্রমিক নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান (২৬) উপজেলার কেডিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজী পাড়ার মৃত মুনতাজের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস উদ্দিন। তিনি জানান, সাইদুর দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের ন্যায় উপজেলার সন্তোষপুর গ্রামে বাগান মালিকসহ ১১জন শ্রমিক গাছ কাটতে যান। একপর্যায়ে তিনি অর্ধেক কাটা হেলানো গাছের নিচে বসেছিলেন। এ সময় হঠাৎ গাছটি হেলে তার দিকে পড়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়াসিন আরাফাত জানান, হাসপাতালে আনার আগেই সাইদুর রহমানের মৃত্যু হয়েছিল। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, কাটার সময় গাছের নিচে চাপা পড়ে সাইদুর রহমান মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৯

ইটভাটা থেকে শিকলে বাঁধা শ্রমিক উদ্ধার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইটভাটা থেকে চার দিন ধরে শিকলে বাঁধা সবুজ আলী (৩৬) নামে এক শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মাসুম আহমেদ এ তথ‍্য জানান।  এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এলাকায় অভিযান চালিয়ে ইটভাটার মালিকসহ দুইজনকে আটক করা হয়। ঈশ্বরগঞ্জে এজিবি ব্রিকস নামে ইটভাটায় গত প্রায় দুই মাস ধরে কাজ করছিলো সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সাম্ভান গ্রামের আবজাল হোসেনের ছেলে সবুজ আলী। কাজ রেখে পালিয়ে চলে যাবে এই সন্দেহে ওই শ্রমিককে পায়ে শিকল বেঁধে কাজ করাতেন ভাটার মালিক। দিনে কাজ করানোর পর রাতে মালিকের কক্ষে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে চালানো হতো নির্যাতন। এমন ঘটনা জানতে পেরে সবুজের বাবা আবজাল হোসেন থানায় অভিযোগ দিলে শুক্রবার গভীর রাতে শিকলে বাঁধা শ্রমিক সবুজকে উদ্ধার করে। এ সময় ভাটার মালিক এবং ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৩

টাঙ্গাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ইদু মিয়া (৫৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।  শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ইদু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ গ্রামের মৃত সাইদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান। তিনি জানান, সন্ধ্যায় কালিহাতী থেকে নির্মাণ সামগ্রী ও কয়েকজন শ্রমিক নিয়ে একটি পিকআপ ভ্যান টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ওই পিকআপ ভ্যানটি টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার  রাজাবাড়ি নামকস্থানে পৌঁছালে অপর একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনের পিকআপ ভ্যানের ওপরে বসে থাকা নির্মাণ শ্রমিক ইদু মিয়া নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়