• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ভাষা শহীদদের প্রতি আরটিভি পরিবারের শ্রদ্ধাঞ্জলি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি পরিবার। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে আরটিভির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন, আরটিভির অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব,  বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান (জিএম) সুদেব চন্দ্র ঘোষ, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু সিদ্দিক মোহাম্মদ আলীম, উপপ্রধান বার্তাসম্পাদক এবং অনলাইন ইনচার্জ বিপুল হাসানসহ আরও অনেকে। এসময় আরটিভির অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, ভাষার জন্য বাঙালি জাতির যে আত্মত্যাগ, সেটি এখন বিশ্ব পরিক্রমায় ছড়িয়ে পড়েছে। নিজেদের ভাষাকে রক্ষা করার যে সংগ্রাম, সেটি এখন সব জায়গায় জাতীয় এবং আন্তর্জাতিক মহলে পালিত হচ্ছে, এটাই আসলে আমাদের প্রাপ্তি। আরটিভির অনলাইন ইনচার্জ বিপুল হাসান বলেন, বাঙালির সংস্কৃতি, জাতিসত্তা কিংবা বাংলা, এই ভূখণ্ড সবকিছুর উৎপত্তি এবং বিকাশ এই মহান একুশে ফেব্রুয়ারি থেকেই। যুগে যুগে একুশের চেতনা বুকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরই মধ্যে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। প্রসঙ্গত, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসাবে অস্বীকার করে এবং পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থী ও ঢাকার সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের হয়। এ সময় পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন নিহত হন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেসকো। এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়