• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বছরের শুরুতেই রপ্তানি আয়ে রেকর্ড
চলতি বছর জানুয়ারি মাসে রেমিট্যান্সের পর রপ্তানি আয়েও রেকর্ড করলো বাংলাদেশ। বাংলাদেশের মোট রপ্তানি মূল্য জানুয়ারিতে ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের সব রেকর্ড ভেঙেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। গত অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি সাত মাসে রপ্তানি ছিল ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার। অর্থাৎ গত সাত মাসে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫২ শতাংশ। ইপিবি আরও জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি করা হয়েছে। এ সময় রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৪ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৫ হাজার ১৩৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। তবে জানুয়ারি মাসে পূরণ হয়নি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা। এ মাসে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৭৬৪ মিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে শূন্য দশমিক ৬৯ শতাংশ কম রপ্তানি আয় হয়েছে। এদিকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় ৩ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ দশমিক ১৮ মিলিয়ন ডলারে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ২৩ শতাংশ কম।  তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে নিটওয়্যার রপ্তানি থেকে ১৬ হাজার ১৭৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলার এসেছে, যা ৮ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। এছাড়া  ওভেন পোশাক রপ্তানি থেকে এসেছে ১২ হাজার ১৮৩ দশমিক ৭২ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ২০ শতাংশ। ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি মাসের মধ্যে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রপ্তানি কমেছে। হোম টেক্সটাইলের রপ্তানি আয় ৩৪ দশমিক ৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫৪ দশমিক ৭৪ মিলিয়ন ডলারে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ দশমিক ৩৭ শতাংশ কম। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য ১৪ দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২৮ দশমিক ০৬ মিলিয়ন ডলারে, যা গত অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি মাসের মধ্যে ছিল ৭৩৩ দশমিক ০৯ মিলিয়ন ডলার। তবে জুলাই থেকে জানুয়ারি মাসের মধ্যে কৃষিপণ্যের রপ্তানি আয় ৪ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৫৭২ দশমিক ৭২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে প্রবাসীরা জানুয়ারিতে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২ দশমিক ১০ বিলিয়ন ডলার। গত সাত মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ। ২০২৩ সালের একই সময়ের তুলনায় এ অর্থ ৭ দশমিক ৬৯ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। তবে গত ২০২৩ সালের জুনে দেশে সর্বোচ্চ ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্সে এসেছে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৮

বছরের শুরুতেই সুখবর দিলেন তাসনিয়া ফারিণ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই হয়েছেন দর্শকপ্রিয়। নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। একাধিক ওয়েব ফিল্মেও তাকে দেখা গেছে। কাজ করেছেন কলকাতার সিনেমাতে। অভিনয় জীবনের শুরুতে ফারিণ কাজ করেছিলেন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘ফাতিমা’। ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটি ফজর চলচ্চিত্র উৎসবের ইষ্টার্ন ভিসতা কমপিটিশন বিভাগে মনোনীত হয়েছে। এটি ফরজ চলচ্চিত্র উৎসবের ৪২তম আসর। ফারিণ বলেন, ‘ফাতিমা’ আমার নাটকে অভিনয়ে আসারও আগের কাজ। বলা যায় ক্যারিয়ারের শুরুর দিকের। পরিচালক সুখবরটি জানিয়েছেন। তবে এটা আমার জন্য ভীষণ ভালো লাগার খবর।
১৩ জানুয়ারি ২০২৪, ২১:০৭

নতুন বছরের শুরুতেই সুখবর পেলেন মারুফা
২০২৩ সালটা সাকিব-তামিমদের জন্য ব্যর্থতার বছর হলেও পুরো সময়টা উপভোগ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা পালন করেন তরুণ পেসার মারুফা আক্তার। ২০২২ সালের ডিসেম্বরে অভিষেকের পর সময়ের সঙ্গে সঙ্গে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন টাইগ্রেস এই পেসার। এই তালিকায় আরও আছেন, অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবে লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার।  বুধবার (৩ জানুয়ারি) ২০২৩ সালের বর্ষসেরা উদীয়মান (পুরুষ ও নারী) এবং টি-টোয়েন্টি ক্রিকেটারের (পুরুষ ও নারী) মনোনয়ন ঘোষণা করেছে আইসিসি। অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন মারুফা। ২০২২ সালের ডিসেম্বরে জাতীয় দলে অভিষেকের পর গত ফেব্রুয়ারিতে প্রথমবার আইসিসি টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন মারুফা। সেবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে আলাদাভাবে নজর কাড়েন তিনি। বিদায়ী বছরে ওয়ানডেতে ৯ এবং টি-টোয়েন্টিতে ১০ উইকেট পেয়েছেন একসময়ে বাবার সঙ্গে জমিতে চাষাবাদ করা মারুফা।    অন্যদিকে বর্ষসেরা পুরুষ উদীয়মান ক্রিকেটারের তালিকায় রয়েছেন বিশ্বকাপে ব্যাট হাতে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখানো কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলের অন্যতম প্রাণভ্রমরা হয়ে ওঠেন তিনি। তিনি পেয়েছেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কারের মনোনয়ন। এই তালিকায় দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজিও আছেন। টেস্টে ১০, ওয়ানডেতে ৩১ ও টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করা কোয়েটজি অ্যানরিখ নরকিয়ার অভাব পূরণে বড় ভূমিকা রেখেছেন। শ্রীলঙ্কার তরুণ পেসার দিলশান মাদুশঙ্কা আবির্ভাবেই ক্রিকেট বিশ্বকে চমক দেখিয়েছেন। তিনিও আছেন উদীয়মান খেলোয়াড় খেতাব পাওয়ার দৌড়ে। এ ছাড়া ভারতের তরুণ ওপেনার যশস্বী জায়সওয়ালকেও এই তালিকায় মনোনয়ন দিয়েছে আইসিসি।  
০৩ জানুয়ারি ২০২৪, ২০:২২

বছর শুরুতেই এলপিজি গ্রাহকদের জন্য দুঃসংবাদ
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ২৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন এক হাজার ৪০৪ টাকায় বিক্রি হয়ে আসছিল। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বিইআরসি। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৫ টাকা ৫৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৫ টাকা ৬৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। এর আগে, গত নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করা হয়। ডিসেম্বর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করে বিইআরসি। 
০২ জানুয়ারি ২০২৪, ১৭:২৭

বছরের শুরুতেই নজর কাড়লেন সোহানা সাবা
মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। ছোট পর্দা, ওটিটি ও বড় পর্দায় অভিনয় অভিনয় করছেন সমান তালে। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। সর্বশেষ তার অভিনীত নতুন সিনেমা ‘অসম্ভব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় সাবা। প্রায়ই তার নানা ছবি দর্শকদের নজর কাড়ে। নতুন বছরের প্রথম দিনই জলে ভেজা সোহানা সাবা নিজেকে নতুন করে চেনালেন। স্নানরত সোহানা সাবা নেটিজেনদের নজর কেড়েছেন। ফেসবুকে বেশ কিছু স্নানরত ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন।’ এদিকে, সাবা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমনটা শোনা যাচ্ছিল। পরে অবশ্য নিজেই স্বীকার করে বলেছেন, সত্যি। আমি একজনকে ভালোবাসি। তিনিও আমাকে ভালোবাসেন। সিরিয়াস রিলেশনে আছি। সময় হলে সব জানা যাবে।
০২ জানুয়ারি ২০২৪, ০৯:৫২

বছরের শুরুতেই দুঃসংবাদ দিলেন সায়ন্তিকা
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বছরের শুরুতেই দিলেন দুঃসংবাদ। তার জীবনে ঘটে গেল ভীষণ যন্ত্রণাময় একটি মুহূর্ত। তার ছোট্ট পোষ্যটি তাকে ছেড়ে চলে গেছে। যাকে ঘিরে অনেকটা সময় কাটত অভিনেত্রীর। আর তাই তাকে হারিয়ে মন ভারাক্রান্ত বলা চলে সায়ন্তিকার।  সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি আর ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ফিনি- তুমি একজন দেবদূত। তুমি আমাদের কাউকে কখনও কষ্ট দাওনি। এমনকী যেদিন তুমি চলে গেছ। তিনি আরও লেখেন, তুমি সর্বদা আমাদের হৃদয়ে থাকবে। বিশেষ করে মা এবং বাবার। যদিও তারা তুমি চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা মোকাবিলা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত যে তারা শিগগিরই নিজেদের মনকে একটু স্থির করতে পারবে। কারণ, এটা তো সত্যি যে ‘শো মাস্ট গো অন…। বছরের শেষদিনে আমি তোমাকে বলতে চাই যে তুমি ছদ্মবেশে আমাদের জীবনের একটি আশীর্বাদ ছিলে। বাবা, মা, সিরাজ, টিকি, কালুয়া এবং আমি... আমরা সবাই তোমাকে মিস করছি।
০১ জানুয়ারি ২০২৪, ১২:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়