• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
স্বাধীনতা দিবসে ভারতের শুভেচ্ছা
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার (২৬ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে প্রেরিত বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তার এবং ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। দ্রৌপদী মুর্মু বলেন, বিগত এক দশকে ভারত-বাংলাদেশ সম্পর্কে গুণগত পরিবর্তনের মাধ‌্যমে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দুই দেশের নেতৃত্ব দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।
২৬ মার্চ ২০২৪, ২২:৫৩

স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি এ অভিনন্দন জানান।  চিঠিতে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ান ফেডারেশন সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন। তিনি বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চেতনায় বিকশিত হচ্ছে, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে যাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে নানা যৌথ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করলে বন্ধুত্ব আরও শক্তিশালী এবং উভয়ের স্বার্থরক্ষা হবে। আমি শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং তার দায়িত্বশীল কাজে নতুন সাফল্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশি জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।
২৬ মার্চ ২০২৪, ২০:০২

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি
বাংলাদেশের ৫৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্তরক্ষীরা উপস্থিত ছিলেন।  মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় বাংলাহিলি আইসিপি ক্যাস্প কমান্ডার ফজলু রহমান ভারত হিলির ৬১ ব্যাটালিয়নের শ্রী যশবীর শিং এর হাতে মিষ্টির চারটি প্যাকেট উপহার দেন।  বাংলাহিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার ফজলু রহমান বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুর মতো। আমরা সীমান্তে বিএসএফ-বিজিবি এক সঙ্গে দায়িত্ব পালন করে থাকি। আমাদের সম্পর্ক ভালো রাখার জন্য বিভিন্ন দিবসে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। 
২৬ মার্চ ২০২৪, ১৫:৪৭

বরিশালকে সাকিবের রংপুরের ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে রাজত্ব করেছে রংপুর রাইডার্স। কিন্ত টানা দুই কোয়ালিফায়ার হেরে শিরোপা লড়াই থেকেই ছিটকে যায় তারা।  অন্যদিকে প্লে-অফে উঠার শঙ্কায় থাকা ফরচুন বরিশালের ঘরেই উঠেছে বহুল কাঙ্ক্ষিত শিরোপা। ঘরোয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে না পারলেও এবার তামিম বাহিনীকে অভিনন্দন জানিয়েছে সাকিব আল হাসানের রংপুর। ফাইনালের পর রংপুরের পক্ষ থেকে বরিশালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও এক পোস্টে বরিশালকে অভিনন্দন জানায় রংপুর।   অভিনন্দন বার্তায় রংপুর লিখেছে, রংপুর রাইডার্সের পক্ষ থেকে নতুন বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ফুলেল শুভেচ্ছা। উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বরিশালকে ১৫৫ রানের সহজ লক্ষ্য দেয় চারবারের চ্যাম্পিয়নরা।  জবাব দিতে নেমে ৬ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই প্রথমবার বিপিএলের শিরোপা উল্লাসে মাতে দক্ষিণ অঞ্চলের দলটি।
০২ মার্চ ২০২৪, ০৯:৩৭

পদক জয়ী অ্যাথলেটদের বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা
ইরানের তেহরানে ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে অংশ নিতে গত বৃহস্পতিবার দেশ ছেড়েছিল পাঁচ অ্যাথলেট। তবে দুই পদক নিয়ে মঙ্গলবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। পদক জয়ী অ্যাথলেটদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তারা। তবে যার উপর সবার আশা ছিল, সেই ইমরানুর এবার খালি হাতে দেশে ফিরেছে। এর আগে ১০তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে অংশ নিয়ে ৬০মি. প্রেস্টিজিয়াস ইভেন্টে বাংলাদেশের ইতিহাস গড়ে স্বর্ণজয় করেন ইমরানুর রহমান। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে  প্রথমবার অংশ নিয়েই রৌপ্য পদক জিতে চমক দেখিয়েছেন জহির রায়হান। ৪০০ মিটার দৌড়ের ফাইনালে জহির রায়হান ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে এই কৃতিত্ব দেখিয়েছেন।  এ ছাড়াও হাইজাম্পে ব্রোঞ্জ জিতেছেন মাহফুজুর রহমান। এই তিনজন ছাড়াও এবারের আসরে অংশ নিয়েছিলেন ৬০মিটার স্প্রিন্টে শিরিন আক্তার ও রাকিবুল হাসান।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৪

আরটিভির সিইওকে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর শুভেচ্ছা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে দেশ সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির মধ্যে সহযোগিতার এক যুগ পূর্তি হয়েছে।  এ উপলক্ষে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) সৈয়দ আশিক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর কর্ণধার মিঠু কবির। এ সময় জার্মানির বুকে বাংলার সংস্কৃতি তুলে ধরতে সংগঠনটির প্রচেষ্টার প্রশংসা করেন সৈয়দ আশিক রহমান। এক যুগ ধরে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর প্রচারণায় আরটিভি মিডিয়া পার্টনার হিসেবে কাজ করায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীকে ধন্যবাদ জানান মিঠু কবির। সামনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২৮ জানুয়ারি ২০২৪, ১৯:২২

ফখরুলকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কারাগারে স্ত্রী-মেয়ে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৬তম জন্মদিন শুক্রবার (২৬ জানুয়ারি)। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে জন্ম নেন বিএনপির এ নেতা। তার ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ও দেখা করতে কারাগারে গিয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম, মেয়ে শাফারু মির্জা সুমি এবং বোন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, প্রতি বছর মহাসচিবের জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানাতেন মেয়ে ডা. শামারুহ মির্জা। কিন্তু এবার তিনি কারাগারে থাকায় সেটা সম্ভব হয়নি। আগে এক জন্মদিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই জানিয়েছিলেন, প্রতি জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানান মেয়ে শামারুহ মির্জা। শায়রুল কবির বলেন, এবার মহাসচিবের জন্মদিন কাটবে কেরানীগঞ্জের কারাগারে। তার সঙ্গে দেখা করতে আমেরিকা থেকে এসেছেন বোন। তাকে নিয়ে সকালে মহাসচিবের সঙ্গে দেখা করতে কেরানীগঞ্জে গেছেন ভাবি ও ছোট মেয়ে। শায়রুল কবির জানান, ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে বিএনপির মহাসচিব হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১১ সালের মার্চে দলের মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। তার আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। গত বছর ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ হয়। এতে নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্রে পরিণত হয় পুরো নয়াপল্টন। ভণ্ডুল হয় বিএনপির সেই মহাসমাবেশ। পরদিন সকালে মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ ডিবিতে নেয়। এরপর মহাসমাবেশে সংঘর্ষকে কেন্দ্র করে ভাঙচুরের মামলায় কারাগারে পাঠানো হয় তাকে। সব মামলা থেকে জামিন মিললেও একটি মামলায় জামিন পাননি মির্জা ফখরুল। দুই মেয়েকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাহাত আরা বেগমের সংসার। বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়ায় স্বামী-সন্তান নিয়ে আছেন। সেখানে সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরিয়াল ফেলোশিপ নিয়ে এখন ক্যানবেরার ফেডারেল মেডিকেল কাউন্সিলের সিনিয়র সাইন্টিস্ট হিসেবে কাজ করছেন। আর ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমন্ডির ‘স্যানি ডেল’ স্কুলে শিক্ষকতা করেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি এবং এসএম হল শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে শিক্ষকতা পেশায় যোগ দেন। তিনি ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন মির্জা ফখরুল। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌর সভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হন। মির্জা ফখরুলের বিএনপির রাজনীতির শুরুটা তৃণমূল থেকে। প্রথমে ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি দিয়ে শুরু করেন বিএনপির সঙ্গে পথচলা। পরে দলের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে মির্জা ফখরুল সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০১১ সাল থেকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন। বিএনপির শীর্ষ পর্যায়ে নেতৃত্বে আসার আগে তিনি জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরে সভাপতির দায়িত্বেও ছিলেন দীর্ঘদিন। ঠাকুরগাঁও আসনে বিএনপি থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এবং এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে উপপ্রধানমন্ত্রী এস এ বারীর একান্ত সচিবও ছিলেন।
২৬ জানুয়ারি ২০২৪, ১৩:৫০

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন নবনিযুক্ত হুইপরা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ নবনিযুক্ত হুইপরা। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। দ্বাদশ সংসদের হুইপরা হলেন—ইকবালুর রহিম (দিনাজপুর-৩ আসন), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২ আসন), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২ আসন), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মুর্তজা (নড়াইল-২ আসন)। এর আগে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত ২টি আলাদা প্রজ্ঞাপনে জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেওয়া হয়। চিফ হুইফ হলেন সংসদে সরকারি দলের মুখপাত্র। তার সঙ্গে কয়েকজন হুইপ থাকেন। তাদের প্রধান কাজ হলো সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা। রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী, চিফ হুইপ পূর্ণমন্ত্রীর পদমর্যাদা এবং হুইপ প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন।
২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৫৩

শিক্ষামন্ত্রীর সঙ্গে হাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের শুভেচ্ছা বিনিময়
শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। শনিবার (১৩ জানুয়ারি) ঢাকায় শিক্ষামন্ত্রীর বাসভবনে তাকে এই ফুলেল শুভেচ্ছা জানান ভাইস-চ্যান্সেলর। এসময় ভাইস-চ্যান্সেলর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষা পরিবারে তারুণ্যদ্বীপ্ত একজন মন্ত্রী পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। তার যোগ্য ও দক্ষ নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক রূপান্তর ঘটবে।
১৫ জানুয়ারি ২০২৪, ০০:১৪

ড. হাছান মাহমুদকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা
গত ১১ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের শপথগ্রহণ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ড. হাছান মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।  রোববার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। এক্স বার্তায় তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মোহাম্মদ হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত এবং বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক একসঙ্গে আরও গভীর করতে উন্মুখ। দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসন থেকে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন ড. হাছান মাহমুদ। তিনি এই আসন থেকে এক লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।  এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তারও আগে তিনি বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।  
১৪ জানুয়ারি ২০২৪, ১৯:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়