• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
বিরতি কাটিয়ে ফের শুটিংয়ে তানিন
অভিনয়ের মানুষেরা লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দ শোনা ছাড়া শান্তি পান না। ক্যামেরায় সামনেই যেন শান্তি এবং অভিনয়ের আনন্দ। তাই শান্তির জায়গায়, অভিনয়ের আনন্দে ক্যামেরার সামনে ফিরলেন চিত্রনায়িকা তানিন সুবহা। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকে যুক্ত হয়ে ৭ মার্চ উত্তরায় শুটিং করলেন তানিন। শুটিং স্পট থেকে অভিনেত্রী তানিন সুবহা বলেন, সাময়িক সময়ের জন্য কাজে বিরতি নিয়েছিলাম। অনেক দিন পর কাজে ফিরতে পেরে ভালো লাগছে। ঈদের মতো অন্যরকম আনন্দ লাগছে। প্রিয় সহকর্মীরা খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি। তাই নতুন কাজ শুরু করতে পেরে বেশ আনন্দিত আমি। ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন ছাড়া আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। তানিন সুবহা জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি। নাটকগুলো ঈদ আয়োজনে প্রচার হবে। প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ সিনেমাগুলো।
০৯ মার্চ ২০২৪, ১৯:৩০

শুটিংয়ে দুর্ঘটনার শিকার ভিকি কৌশল
শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। এতে তার বাঁ হাতে আঘাত পেয়েছেন তিনি। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই নাকি আহত হয়েছেন তিনি।  ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, ভিকির নতুন সিনেমা ‘ছবা’র শুটিং চলছিল। আর সেখানেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ভিকির।  ওই ভিডিওতে দেখা যায়, বাঁ হাতে প্লাস্টার বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামছেন ভিকি। ফটোগ্রাফারদের দিকে একবার ডান হাত তুলে বাড়ির ভিতরে চলে গেলেন এই অভিনেতা।  এদিকে ভিকির এমন ভিডিও দেখে চিন্তিত হয়ে পড়েছেন তার ভক্তরা। প্রিয় তারকার আঘাত পাওয়ার বিষয়টি যেন তারা মেনেই নিতে পারছে না।  তবে একটি সূত্র জানায়, ভিকির এই আঘাত তেমন গুরুতর নয়। আপাতত কয়েক দিনের জন্য শুটিং থেকে বিরতি নিয়েছেন তিনি। কিছু দিনের মধ্যে সুস্থ হয়েই আবার শুটিংয়ে ফিরবেন এই অভিনেতা।    ভিকি অভিনীত ‘ছবা’ সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক লক্ষণ উতরেকর। সিনেমায় অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন করছেন রাশমিকা মান্দানা। এছাড়া এতে আরও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে রয়েছেন আশুতোষ রানা এবং অক্ষয় খান্না। শুটিং সেটে ভিকির দুর্ঘটনার খবর জানার পর তার দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা। পাশাপাশি সবাই অভিনেতার জন্য শুভ কামনা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।  সূত্র : আনন্দবাজার    
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪

শুটিংয়ে যে কারণে অক্ষয়কে চড় মারেন ক্যাটরিনা
বলিউডের জনপ্রিয় দুই তারকা অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দুজনে। তবে এবার জানা গেল, এক সিনেমার শুটিংয়ে নাকি অক্ষয়কে চড় মেরে বসে ক্যাটরিনা। হঠাৎ কী কারণে অক্ষয়ের সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছিলেন ক্যাটরিনা? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে তাদের ভক্তদের মনে।        ‘দ্য কপিল শর্মা’ শোতে হাজির হয়ে সেই রহস্য ফাঁস করলেন অক্ষয়-ক্যাটরিনা। খোলসা করেন সেদিন আসলে শুটিং সেটে ঠিক কী ঘটেছিল? রোহিত শেট্টির নির্মিত ‘সূর্যবংশী’ সিনেমার শুটিংয়ে অক্ষয়কে চড় মারেন ক্যাটরিনা। যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা থাকে তুঙ্গে। নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় অন্দরমহলের সেই কাহিনি।  সিনেমাটির একটি গানে রোম্যান্সও আছে, আবার অক্ষয় কুমারের গালে একটা চড় মারার দৃশ্যও রয়েছে। শোয়ের সঞ্চালক কপিল শর্মা অক্ষয়ের কাছে জানতে চান,  এই সিনেমায় দুই প্রকারের দৃশ্যই রয়েছে। কোন দৃশ্যে বেশি রিটেক হয়েছিল?  এমন প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, চড়ের দৃশ্য একটা টেকেই গ্রহণ করে নেওয়া হয়েছিল। আসলে চড় যাতে আসল মনে হয়, তাই ক্যাটরিনা সত্যি সপাটে চড় মেরে দিয়েছিল আমার গালে। যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়।  এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল অক্ষয়কে চড় মারার সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার ছলেই দর্শকদের সামনে উপস্থাপনা করেছিলেন এই জুটি।  সূত্র : নিউজ নাইন   
২৩ জানুয়ারি ২০২৪, ১৩:৫৯

নির্বাচনে জামানত হারিয়ে শুটিংয়ে ফিরলেন কৌতুক অভিনেতা চিকন আলী
অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন চলচ্চিত্রের কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী। তিনি নির্বাচনে বিপুল ব্যবধানে পরাজিত হয়ে জামানত হারিয়েছেন। এই কৌতুক অভিনেতা মাত্র এক হাজার ৭০১ ভোট পেয়েছেন। এই আসনে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী এক লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার পেয়েছেন ৬০ হাজার ৫১ ভোট।  এ ছাড়াও মাহবুব-উল মান্নাফ কাঁচি প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৩১ ভোট, মাহফুজা আকরাম চৌধুরী (ঈগল) ১২ হাজার ৭৮৬ ভোট, মাসুদ রানা (লাঙ্গল) তিন হাজার ৪৪১ ভোট, শামিনুর রহমার ওরফে চিকন আলী (কেটলি) এক হাজার ৭০১ ভোট, সোহেল কবির (সোনালী আঁশ) পেয়েছেন ৫৯৭ ভোট। এই আসনে মোট ভোটার ছিল চার লাখ ২০ হাজার ৯০৬ জন। ভোট পড়ে দুই লাখ ২৫ হাজার ৬৭৭। তাই পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এদিকে নির্বাচনে পরাজিত হয়েই চিকন আলি শুটিংয়ে ফিরেছেন। তার ফেসবুক হ্যান্ডেলে দেখা যায় তিনি নির্বাচনের পরদিন থেকেই শুটিং শুরু করেছেন নিজ এলাকায়। চিকন আলী চলচ্চিত্রের পাশাপাশি নিজের ফেসবুক পেজ ও ইউটিউবের জন্যও কনটেন্ট বানান। 
১১ জানুয়ারি ২০২৪, ১৬:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়