• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বাবরকে হটিয়ে শীর্ষস্থান দখল করল নাঈম শেখ
চলমান বিপিএলে মাঠে লড়াইয়ে ছাড়াও জমে উঠেছে ব্যক্তিগত অর্জনের প্রতিযোগিতা। যেখানে জাতীয় টি-টোয়েন্টি দলের ওপেনার হিসেবে ফিরতে লড়াই করছেন মোহাম্মদ নাঈম ও এনামুল হক বিজয়। গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেওয়া রনি তালুকদার এবার ব্যাট হাতে আলো ছাড়াতে পারছেন না। তাই এই সুযোগ কাজে লাগাতে চায় নাঈম-বিজয়রা। শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল ঢাকার। প্রথম ম্যাচে জয়ের জন্য মিরপুরের ২২ গজে যখন বিজয়-শান্তরা ঘাম ঝরাচ্ছেন, তখন পরের ম্যাচে মাঠে নামার জন্য একাডেমি মাঠে একান্তে ব্যাটিং অনুশীলন করেন নাঈম শেখ। লক্ষ্য কুমিল্লার বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়াতে হবে। এদিন প্রায় এক ঘণ্টা ধরে নেটে ব্যাটিং অনুশীলন করেন নাঈম শেখ। চলতি বিপিএল দল খারাপ করলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন এই টাইগার ক্রিকেটার। পরিশ্রম করার ফল ও পেয়েছেন কয়েক ঘণ্টার মধ্যে। প্রথমে ব্যাটে নেমে ৪৫ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই দল নির্বাচনের ক্ষেত্রে বেশ গুরুত্ব পাবে বিপিএলের পারফরম্যান্স। তাই এই বিপিএলকে কাজে লাগিয়ে জাতীয় দলে ফিরতে চান ক্রিকেটারা। তবে টি-টোয়েন্টি দল তামিম ইকবাল না থাকায় এখনও ভালো মানের ওপেনার খুঁজে পায়নি বিসিবি। তাই এই বিপিএলে ওপেনার হিসেবে যারা ব্যাট করছেন, তাদের মধ্যে সেরা পারফর্মারদের উপর নজর থাকবে নির্বাচকদের। যেখানে ভালো ভাবেই এগিয়ে আছেন এনামুল হক বিজয় ও নাঈম শেখ। এখনও পর্যন্ত চলতি বিপিএলে ৮ ম্যাচে ২৫৬ রান করে বাবর আজমকে সরিয়ে সর্বোচ্চ রান সংগ্রহক নাঈম শেখ। ৬ ম্যাচে ২৫১ রান করে দ্বিতীয় স্থানে আছে বাবর। তৃতীয় স্থানে রয়েছে বরিশালে হয়ে ৭ ম্যাচে ২৩৭ রান করা মুশফিকুর রহিম। এ ছাড়াও মুশফিকের সমান ম্যাচ খেলে ২২৮ রান করে চার নম্বরে অবস্থান করছে বিজয়।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৯

বোর্নমাউথকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত লিভারপুলের
ইনজুরি ও জাতীয় দলের খেলার কারণে বেশকিছু খেলোয়াড়কে ছাড়াই বোর্নমাউথের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। সেখানে স্বাগতিকদের অনায়াসে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে অল-রেডরা।  রোববার (২১ জানুয়ারি) ভিটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। এদিন জোড়া গোল করেছেন নুনেজ ও জোতা। অনায়াসে ম্যাচ জিতলেও খুব একটা স্বস্তিতে ছিল না লিভারপুল। তবে ক্রমেই নিজেদের মেলে ধরে অল রেডরা। ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখালেও গোলবঞ্চিত ছিল লিভারপুর।  বিরতি থেকে ফেরার ৪ মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা। ম্যাচের ৪৯তম মিনিটে লিড এনে দেন ডারউইন নুনেজ। এরপর ম্যাচের ৭০ ও ৭৯তম মিনিটে জোড়া গোল করেন দিয়োগো জোতা। আর দ্বিতীয়ার্ধের ইনজুরির সময়ে জোড়া গোল করে লিড আরও বাড়িয়ে নেন নুনেজ। শেষ পর্যন্ত ৪-০ গোলের সহজ জয়ে টেবিলের রাজত্ব আরও মজবুত করলো লিভারপুল। এই জয়ে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ম্যান সিটির পয়েন্ট ৪৩। এ ছাড়া ২১ ম্যাচে ৪৩ পয়েন্টে টেবিলের তিনে আর্সেনাল।  
২২ জানুয়ারি ২০২৪, ১১:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়