• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
শিবচরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের 
মাদারীপুরের শিবচরে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রাম এবং বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন গজারিয়া গ্রামের আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩০) এবং ভাওরকান্দি এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাসেল মুন্সী (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় শারমিন রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানোর ওপর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে জমিতে পাটের বীজ বুনতে গেলে বজ্রপাতে রাসেল মারা যান। শিবচর থানার ওসি সুব্রত গোলদার গণমাধ্যমকে বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর কথা শুনেছি।
১৬ এপ্রিল ২০২৪, ১৯:২৬

শিবচরে আদালতের নির্দেশে পলাতক আসামির মালামাল ক্রোক
মাদারীপুরের শিবচরে আদালতের নির্দেশে পলাতক আসামির বসতঘরের মালামাল ক্রোক করেছে পুলিশ।   বুধবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদির মুন্সীর চরকান্দি গ্রামের পলাতক আসামি মিলন বিবির (৪২) বসতবাড়ি থেকে মালামাল ক্রোক করা হয়।  আসামি মিলন বিবি ওই গ্রামের প্রবাসী শাজাহান শনির স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থানায় করা চেক ডিজঅনারের এক মামলায় আসামি মিলন বিবি দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছেন। দীর্ঘদিন পলাতক থাকায় ফরিদপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ নাসিম মাহমুদ আসামির মালামাল ক্রোকের আদেশ প্রদান করে। আদালতের আদেশ পেয়ে আজ বিকেলে শিবচর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আসামির ঘরের মালামাল জব্দ তালিকা মূল্যে ক্রোক করে। ক্রোককৃত মালামালগুলো হলো- একটি পুরাতন স্টিলের আলমারি, একটি পারটেক্সের পুরাতন ড্রেসিং টেবিল,  একটি প্লাস্টিকের পুরাতন ডাইনিং টেবিল, একটি গ্যাসের চুলা, একটি প্লাস্টিকের পুরাতন স্ট্যান্ড ফ্যান, একটি পুরাতন রাইস কুকার, মাঝারি সাইজের পুরাতন পাতিল, একটি পুরাতন খালি গ্যাস সিলিন্ডার। প্রতিবেশীর মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে আসামি মিলন বিবি বলেন, আমি জাগরণী চক্র ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ এনেছিলাম। কোন এনজিও মামলা করেছে আমি কিছুই জানি না। শিবচর থানার এসআই আলমীর হোসেন বলেন, আদালতের নির্দেশে আসামির মালামাল ক্রোক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪ মার্চ ২০২৪, ০১:৫৪

শিবচরে ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু 
মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল ইসলাম (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।  রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে শিবচরের বড় কেশবপুর এলাকার রেল সড়কের ৫নং সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।  নিহত মাহমুদুল ইসলাম বড় কেশবপুর এলাকার হাকিম আলী বেপারীর কান্দি গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে। মাহামুদুল ওই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।  রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মাহমুদুল মাদরাসা থেকে বের হয়। অন্য প্রান্তে যাওয়ার জন্য রেললাইন পার হতে গেলে দ্রুতগতীর নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  এ বিষয়ে জানতে শিবচরের পদ্মা স্টেশনের দায়িত্ব প্রাপ্ত স্টেশন মাস্টার খায়রুল আমীনের মুঠোফনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি। ভাঙ্গা রেলওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়