• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
শাশুড়িকে নিয়ে যে মন্তব্য করলেন ক্যাটরিনা
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দাম্পত্য জীবনে বেশ সুখেই দিন পার করছেন তারা। পাশাপাশি শ্বশুরবাড়িতেও ক্যাটরিনাকে বেশ পছন্দ করেন সবাই। বিশেষ করে অভিনেত্রীর শাশুড়ি।    এক দিকে পাঞ্জাবি শাশুড়ি, অন্যদিকে বিদেশি বউমা। দুজনের সম্পর্কের সমীকরণ যেন চোখে পড়ার মতো। তাছাড়া ক্যাটরিনাকে বউমা হিসেবে পেয়েও ভীষণ খুশি ভিকির মা।   বউ-শাশুড়ির এমন মধুর সম্পর্ক নিয়ে ক্যাটরিনা বলেন, আমাকে অনেকেই প্রশ্ন করত। শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক কেমন। আমি খুব অবাক হতাম। আমি মনে করি শাশুড়ির সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য উপায় একটাই, কোনোরকম কৌশল অবলম্বন না করা। শাশুড়ির সঙ্গে কৌশলী হতে নেই।   সম্প্রতি মা এবং বউয়ের নানান বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বলেন ভিকি। অভিনেতা বলেন, আসলে আমরা খুব সাধারণ পরিবার। আর পাঁচটা দম্পতির মতোই থাকি। তবে ক্যাটরিনার খাদ্যাভ্যাস খুব পছন্দ করেন আমার মা। কারণ, ক্যাটরিনা শাকসবজি খেতে ভালোবাসে। মায়ের রান্না করা যেকোনো তরকারি অনায়াসে খেয়ে নেয় ক্যাটরিনা। অন্যদিকে আমি সবজি খেতে খুব একটা পছন্দ করি না। ছোটবেলা থেকে আমাদের দুই ভাইকে শাকসবজি খাওয়ার কথা বলে বলে এখন প্রায় হাল ছেড়ে দিয়েছে মা। কিন্তু ক্যাটরিনা এসে মায়ের সেই আক্ষেপের জায়গাটা পূরণ করেছে। আর এ কারণেই ওকে খুব পছন্দ করেন মা। ভিকি আরও বলেন, ক্যাটরিনা আমার চেয়ে বেশি ভেজিটেরিয়ান। পাশাপাশি সাধারণ খাবার পছন্দ করে। ও বাসায় থাকলে আমার মা খুব খুশি হন। কারণ, তিনি আমাদের দুই ভাইকে লাউ ও ঝিঙে খাওয়াতে পারেননি। এখন তার পুত্রবধূ এগুলো প্রতিদিন খায়। প্রসঙ্গত, ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি-ক্যাটরিনা। আগামীতে ‘ছাবা’ সিনেমায় দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে ক্যাটরিনার সর্বশেষ অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। সূত্র : আনন্দবাজার 
১৯ মার্চ ২০২৪, ১২:৪৩

শাশুড়িকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করল পুত্রবধূ
মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে এলোপাতাড়ি কুপিয়ে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন শ্বশুরও।  অভিযুক্ত পুত্রবধূ আইরিন আক্তারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জামসা ইউনিয়নের মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত তহুরা বেগম (৫০) ওই গ্রামের সোনামুদ্দিন বিশ্বাসের স্ত্রী। স্থানীয়রা জানান, মাত্র আড়াই মাস আগে নিহত তহুরা বেগমের ছেলে রাসেল বিশ্বাসের সঙ্গে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা গ্রামের আইরিন আক্তারের বিয়ে হয়। নয় দিন আগে ছেলে বিদেশে গেছেন। বিয়ের পর থেকেই শাশুড়ি বউয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার রাতে শ্বশুর ঘুমিয়ে যাওয়ার পর শাশুড়ি ও ছেলের বউ ঘরে বসে টিভি দেখছিলেন। পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে শাশুড়িকে টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করেন পুত্রবধূ আইরিন। এরপর চিৎকার দিলে মুখ কাপড় দিয়ে চেপে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তার হাত, মুখ, মাথা ও গলায় জখম হয়। মৃত্যু নিশ্চিত করার পর পুত্রবধূ শাশুড়ির মরদেহ ঘর থেকে টেনে বের করে বারান্দার টয়লেটে নিয়ে আসেন। সেখানে রক্তমাখা কাপড় পরিবর্তন করে মরদেহ গুম করার উদ্দেশ্যে টেনে ঘরের বাইরে বের করা হয়। এ সময় শ্বশুরের ঘুম ভেঙে গেলে তিনি ঘটনা টের পান। এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করেন পুত্রবধূ। মুখে জখম হওয়ার পর জোর করে ছুরি ছিনিয়ে নেন শ্বশুর সোনামুদ্দিন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুত্রবধূকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত আইরিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার করেছেন নিহতের স্বামী।
১০ জানুয়ারি ২০২৪, ১৫:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়