• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে শাবি ছাত্রলীগের মানববন্ধন
বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু ও বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মো. খলিলুর রহমান। খলিলুর রহমান বলেন, বুয়েটে আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল যা আমাদেরকে ব্যথিত ও লজ্জিত করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না। তারই দৃষ্টান্ত আবরার হত্যার বিচার। ছাত্রলীগের যেসকল পথভ্রষ্ট নেতারা এই হত্যার সঙ্গে জড়িত ছিল সকলের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ছাত্ররাজনীতি বন্ধের নামে মৌলবাদ ও জঙ্গিবাদের আস্ফালন মেনে নেওয়া হবে না। মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বুয়েটের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি ফিরিয়ে দিতে হবে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সম্পূর্ণ অসাংবিধানিক, মানবাধিকার পরিপন্থী ও শিক্ষাবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। এ সময় ইমতিয়াজ রাব্বিকে আবাসিক হল থেকে বহিষ্কার করা বুয়েট প্রশাসনের অযাচিত সিদ্ধান্ত উল্লেখ করে তিনি হলের সিট ফিরিয়ে দিতে আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মামুন শাহ, নাজমুল হাসান ও রেজাউল হক সিজার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল হোসেন হৃদয়, সাজ্জাদ হোসেন ও উজ্জ্বল দাশ চিনু প্রমুখ। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ বিভিন্ন ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করার দাবিতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধনের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন পালন করে শাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
০২ এপ্রিল ২০২৪, ১৮:০৩

শাবি ছাত্রলীগের সভাপতি খলিল, সম্পাদক সজিব
প্রায় এক দশক পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে সজিবুর রহমান মনোনীত হয়েছেন। বুধবার (২০ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মামুন শাহ, ফারহান রুবেল, তায়েফ হোসেন, ইশতিয়াক আহমেদ, নাজমুল হুদা শুভ, ইউসুফ হোসেন টিটু, মো. ইয়াসিন আহমেদ, সাজেদুল ইসলাম, রেজাউল হক সিজার, নাজমুল হাসান, আইরিন লিনজা, সৈয়দ মোতাহির আল হোসেন, সাইমন আক্তার, সামশেদ ছিদ্দিকী সুমন, সাদ্দাম হোসেন পিয়াস, আদিল আহমেদ, সবুজ মিয়া, আরিফুল ইসলাম আরিফ, আকাশ তালুকদার, মো. মনসুর আলম নিরব, আশিকুর রহমান আশিক, শৈশব আহমেদ, হবিবুর রহমান হাবিব, আল শাহারিয়া, সৈয়দ সাকিবুর রহমান ও আফসরো তাসনিমা ঋষিতা। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইমামুল হোসেন হৃদয়, মো. সুমন মিয়া, সাজ্জাদ হোসেন, আজিজুল ইসলাম সীমান্ত, জাফর উদ্দিন লাসিম, মো. উজ্জ্বল মিয়া, উজ্জ্বল দাস চিনু ও সাবিহা সাইমুন পুষ্প। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সাদাত আলম তালুকদার, নূরে আলম শ্রাবণ, লোকমান হোসেন, শাকিল হাওলাদার, আর কে রাকিব আহমেদ, ফারহান হোসেন চৌধুরী আরিয়ান, শুভ সাহা ও অমিত সাহা। নতুন কমিটিতে ২৬ জন সহসভাপতি, ৮ জন যুগ্মসাধারণ সম্পাদক ও ৮ জন সাংগঠনিক সম্পাদকসহ সর্বমোট ৪৪ জন সদস্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
২১ মার্চ ২০২৪, ১৪:২৪

শাবি প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক সম্পন্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর ১৯তম কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।  সোমবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম রুদ্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় গ্রীণ, ক্লিন ও স্মার্ট ক্যাম্পাসের উদাহরণ। এ বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সত্য ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাচ্ছে শাবি প্রেসক্লাব। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের বুদ্ধি দেবেন, পরামর্শ দেবেন। আমরা সেই অনুযায়ী কাজ করব। এ জন্য আপনাদেরকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সামনে নিয়ে আসতে হবে। এতে উন্নয়নের ভারসাম্য বজায় থাকবে। স্মার্ট সিটি গঠনে তিনি বলেন, সিলেটের সকল হকারদের বিক্রয়ের জায়গার সুবিধার্থে শহরের পাশে একটা জায়গা ব্যবস্থার কাজ চলছে। সিলেট সিটিকে রাজশাহী সিটির চেয়েও অধিক ক্লিন, গ্রীণ ও স্মার্ট সিটি গঠন করা হবে এবং আমরা সেদিকে এগুচ্ছি। এর আগে অতিথিবৃন্দ শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিন ‘কথন-৪’ এর মোড়ক উন্মোচন করেন। এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসক্লাবের চিফ অ্যাডভাইজার অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উপাচার্য বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, শাবি প্রেসক্লাব ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নতুন মিশন হচ্ছে এ বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার একান্ত সহযোগিতা কাম্য। অনুষ্ঠানের কী-নোট স্পিকার হিসেবে আলোচনা করেছেন দেশের অন্যতম জাতীয় সংবাদমাধ্যম ‘আজকের পত্রিকার’ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান। আলোচনায় তিনি বলেন, সমাজে প্রত্যেক প্রেসক্লাবের ইন্টারনাল পাওয়ার আছে, যেটি সমাজ উন্নয়ন ও পলিসি নির্ধারণে প্রভাব রাখে। সাংবাদিকরা হচ্ছে সমাজ গড়ার কারিগর। পেশাজীবী এ সংগঠন শুধু তথ্য সংগ্রহ করেই না, তথ্য বিশ্লেষণের পাশাপাশি জ্ঞান জগতকে প্রসারিত করে এবং তাতে বস্তুনিষ্ঠতা বের হয়ে আসে। সমাজের সাংস্কৃতিক বিপ্লবের মূল কারিগর সাংবাদিকরা। শাবি প্রেসক্লাব সম্পর্কে তিনি বলেন, এখানে ১৮ জন সাংবাদিক। তারা সংখ্যায় অল্প হলেও দেশব্যাপী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করছেন। এজন্য ক্যাম্পাসের কল্যাণে তাদের সহযোগিতা করতে হবে। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক, গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন, ক্যারিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৫ মার্চ ২০২৪, ০০:২৫

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল, সম্পাদক অসীম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত অফিসারদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার সভাপতি হিসেবে সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে আইকিউএসির একাউন্টস অফিসার অশোক বর্মণ অসীম নির্বাচিত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার আ ফ ম সালাউদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।  এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তাপস তালুকদার।  কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি উপ-রেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, সহসাধারণ সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী (শিশির) ও কোষাধ্যক্ষ সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুর রশিদ। কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিতরা হলেন ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান (পারভেজ) ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৩

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে ১১ পদের বিপরীতে ২২ প্রার্থী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১ জানুয়ারি। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীপন্থী ও বিএনপি-জামায়াতপন্থী দুই প্যানেলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এবার দুই প্যানেলে ১১টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার তাপস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল থেকে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন, সহসভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈনুল হক, সাধারণ সম্পাদক পদে আইকিউসির একাউন্টস অফিসার অশোক বর্মন অসীম, সহসাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী (শিশির) ও কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, প্রিন্সপাল ইন্সট্রুমেন্টাল ইঞ্জিনিয়ার মো. মইনুল ইসলাম চৌধুরী, সহকারী রেজিস্ট্রার রাজীব সী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, রাসেন্দ্র চন্দ্র দাস ও মো. সিরাজুল ইসলাম। অন্যদিকে, বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সভাপতি পদে উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, সহসভাপতি পদে উপরেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, সাধারণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, কোষাধ্যক্ষ পদে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুর রশিদ।  এ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, তত্ত্বাধায়ক প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী, উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান (পারভেজ), পদার্থবিজ্ঞান বিভাগের ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা এবং উপ-রেজিস্ট্রার মোছা. সাবিহা ইয়াসমিন।
২৩ জানুয়ারি ২০২৪, ২৩:২৪

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন ৩১ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৭ জানুয়ারি) এ ভোটার তালিকা প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তাপস তালুকদার। তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এবার ২৭২ জন কর্মকর্তা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ২১ জানুয়ারি (রবিবার) বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র দাখিল ২৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, মনোনয়পত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ একই দিন বিকেল ৪ টায়, প্রার্থীতা প্রত্যাহার ২৪ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ একই দিন বিকেল ৪ টায় এবং অগ্রিম ভোট গ্রহণ ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
১৭ জানুয়ারি ২০২৪, ২২:৫১

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন ৩১ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশনার তাপস তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৯ জানুয়ারি প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, ১৭ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র দাখিল ২৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা, মনোনয়পত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ একই দিন বিকেল ৪টায়, প্রার্থীতা প্রত্যাহার ২৪ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ একই দিন বিকেল ৪ টায় এবং অগ্রিম ভোট গ্রহণ ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রাথমিক ভোটার তালিকা নির্দিষ্ট তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২, গ্রন্থাগার ভবন ও অফিসার্স এসোসিয়েশের কার্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। এতে কোনো সংশোধনী থাকলে ১৬ জানুয়ারি বিকেল ৩ টার মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
০৯ জানুয়ারি ২০২৪, ২১:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়