• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
বিশ্বকাপের দেড় মাস আগে হতাশার গল্প শোনালেন শান্ত
চলতি বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে। তবে বিশ্বকাপের আগেই হতাশার গল্প শোনালেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ করেন তিনি। তিনি বলেন, প্রতি বছর দেখি, বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা থাকে এটা করব, সেটা করব।  ‘আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। এই প্রত্যাশা সবার মনের মধ্যে থাক। আপনারা জানেন বাংলাদেশ দল কী চায়, আমরা খেলোয়াড়রাও জানি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে চায়।’ শান্ত বলেন, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা দিতে পারি। প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলবে। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। এবার বেশ প্রত্যাশা করছি, আমার অনুরোধ থাকবে এই বিষয় নিয়ে আমরা যেন মাতামাতি না করি। আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে মোস্তাফিজ। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য পুরো আসরে খেলা হচ্ছে না তার। মোস্তাফিজকে নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘আমি যেটা বলতে চাই, যখন মোস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলে তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে। ওটা তো বাইরে একটা লিগ খেলছে। অবশ্যই ওখানে ওর কমিটমেন্ট আছে।  ‘তার কমিটমেন্ট ওখানে সে শো করে (দেখায়)। ও যখন বাংলাদেশ দলের হয়ে খেলে, প্রত্যেকটা বল যখন ও করে, তখন চিন্তা করে যে দেশের বা দলের কীভাবে উপকার হয়।’
১৬ এপ্রিল ২০২৪, ১৫:৩১

বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন শান্ত
বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার এখন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিনায়কের পারিশ্রমিক বাড়ানোয় অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে গেছেন শান্ত। সর্বশেষ বোর্ড সভায়, অধিনায়কের পারিশ্রমিক ৪০ হাজার থেকে ১ লাখ করা হয়েছে। বর্তমানে তিন ফরম্যাটেই খেলেন শান্ত। ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে প্রতি মাসে ৭ লাখ ৯০ হাজার পারিশ্রমিক পান শান্ত।  এবার অধিনায়ক হিসেবে অতিরিক্ত আরও ১ লাখ টাকা পারিশ্রমিক পাবেন তিনি। এতে প্রতি মাসে শান্ত সর্বমোট পাবেন ৮ লাখ ৯০ হাজার টাকা। তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবে সাকিবের পারিশ্রমিক ৭ লাখ ৯০ হাজার টাকা। তিন ফরম্যাটের অধিনায়ক হলেও, শুধু একটি ফরম্যাটের পারিশ্রমিক পাবেন শান্ত। এ বছর ক্রিকেটারদের বেতন বাড়ানো না হলেও ম্যাচ ফি ও অধিনায়কের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। টেস্ট ম্যাচ ফি ৬ লাখ থেকে ৮ লাখ, ওয়ানডেতে প্রতি ম্যাচ ফি ৩ লাখ থেকে ৪ লাখ এবং টি-টোয়েন্টিতে ২ লাখ থেকে আড়াই লাখ করা হয়েছে।
০৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৬

ঘণ্টাব্যাপী গোলাগুলির পর শান্ত থানচি, সতর্ক পুলিশ
বান্দরবানের থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ-বিজিবির ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে গোলাগুলি শুরু হয়ে রাত সাড়ে ৯টায় থামে।  পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা গণমাধ্যমকে জানান, থানচি পাহাড়ের পূর্ব ও দক্ষিণ পাশের পাহাড় থেকে থানা লক্ষ্য করে গুলি চালায় কেএনএফ সন্ত্রাসীরা। এ সময় পুলিশও গুলি করে। পরে বিজিবি ও সেনাবাহিনী যোগ দেয়।  তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ সতর্ক অবস্থায় আছি।  থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, প্রায় এক ঘণ্টা গোলাগুলি হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে, সন্ত্রাসীরা থানার আশপাশে রয়েছে। এজন্য আমরা সতর্ক অবস্থায় আছি। সকাল হলে বলা যাবে কেউ হতাহত হয়েছে কিনা। এর আগে, এদিন সন্ধ্যায় বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন বলেন, দুই দিনের অভিযানের পর রুমা বাজারের পাশের এলাকা থেকে সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ২ এপ্রিল রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একই সঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন বুধবার দুপুরে থানচিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাইরে বের হচ্ছেন না।
০৫ এপ্রিল ২০২৪, ০২:৫৪

টেস্ট সিরিজ হারের পর যা বললেন শান্ত
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে টিম টাইগার্স।  সিলেটে হারের পর চট্টগ্রাম টেস্টে ১৯২ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে নাজমুল হাসান শান্তর দল। তবে দলের এমন হারের দিনে শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলছিলেন অধিনায়ক শান্ত। সেখানে শান্তর ভাষ্য, আমরা ভালো খেলিনি, বোলাররা উইকেটে নিজেদের প্রমাণ করে দেখালেও ব্যাটাররা ভালো ব্যাটিং করেনি। সবাই ক্রিজে সেট হয়েছে; কিন্তু বড় রান করতে পারেনি, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিশ্চিত করতে হবে যারা সেট হবে, তারা যেন বড় রান করে। এ সময়ে প্রথম শ্রেণীর ক্রিকেট বেশি খেলার জন্যও তাগিদ দেন শান্ত। টাইগার দলপতির মন্তব্য, একজন খেলোয়াড় হিসেবে আমাদের যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তবে আমরা যদি আরও বেশি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলি, তাহলে তা আমাদের কাজে আসবে। অভিষিক্ত পেসার হাসান মাহমুদ ও মিরাজের প্রশংসায় শান্তর দাবি, তার (হাসান) প্রথম ম্যাচে যেভাবে এসে বোলিং করেছে, সে সত্যিই ভালো বোলিং করেছে। সাকিব (ভাই) যেভাবে ব্যাট করেছে এবং বোলিং করেছে, মিরাজ যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে, তাতে কিছুটা ইতিবাচক দিক রয়েছে।
০৩ এপ্রিল ২০২৪, ১২:৫৫

বড় পরাজয়ের পর যা বললেন শান্ত
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে পরাজয় দেখেছে বাংলাদেশ। সফরকারীদের ছুঁড়ে দেওয়া ৫১১ রানের পাহাড় সমান লক্ষ্যের জবাবে স্রেফ ১৮২ রানে গুঁটিয়ে গেছে স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপ। এতে সিলেট টেস্ট ৩২৮ রানে হেরেছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সিলেটে টেস্ট দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থতার মোড়কে আবদ্ধ ছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলের অভিজ্ঞ ক্রিকেটাররাই বেশি হতাশ ডুবিয়েছেন টাইগার সমর্থকদের। তবে এমন পরাজয়ের পরও লঙ্কান দুই সেঞ্চুরিয়ানকে কৃতিত্ব দিচ্ছেন টাইগার দলপতি শান্ত। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্তর দাবি, ধনাঞ্জয়া এবং কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে, তা দুর্দান্ত ছিল। একই সঙ্গে বোলারদের প্রশংসাও করেছেন টপ-অর্ডার এই ব্যাটার। তার ভাষ্য, আমাদের বোলাররাও যেভাবে বোলিং করেছে, তা দুর্দান্ত ছিল। উইকেট ভালো ছিল। শান্ত যোগ করেন, আমাদের নতুন বলের ব্যাটিংয়ের জন্য উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে অনেক কাজ করতে হবে, এটা নিয়ে। যখন চট্টগ্রামে যাব, পরিকল্পনা থাকবে তখন এবং আশা করি, আমরা আরও ভালো করব। এদিকে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে নিজেদের দ্বিতীয় ইনিংসে একাই লড়াই করেছেন মুমিনুল হক। শেষ পর্যন্ত ৮৭ রানে অপরাজিত থেকেছেন সাবেক এই টেস্ট অধিনায়ক। এ প্রসঙ্গে শান্তর মন্তব্য, তিনি (মুমিনুল) চাপের মধ্যে একটি অসাধারণ নক খেলেছেন এবং আশা করি সামনেও দলের জন্য এভাবেই ধারাবাহিকতা বজায় রাখবেন।
২৫ মার্চ ২০২৪, ১৫:৫২

ম্যাচ হেরে যা বললেন শান্ত
ঘরের মাঠে টানা দ্বিতীয়বার শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারানোর মিশনে নামলেও শেষ পর্যন্ত লঙ্কানরাই শেষ হাসি হেসেছে। সফরকারীদের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৮৭ রানের লক্ষ্য ১৭ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে সফরকারীরা। ম্যাচ হারের পর লঙ্কান ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তার (শান্ত) ভাষ্য, হৃদয় দারুণ খেলেছে, যেটা আমরাও তার থেকে আশা করেছিলাম। সৌম্যর ব্যাটিংও ভালো ছিল। আমার মনে হয়, এই উইকেটে আমার আর সৌম্যর আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত... যাই-হোক পরের ম্যাচে চেষ্টা করব, সেটা করতে। আসলে আমরা যে রান করেছিলাম, সেটা একেবারে কম না। কিন্তু তারা আরও ভালো ব্যাটিং করেছে। আশা করছি, আমরা আরও শক্তিশালীভাবে ফিরতে পারব। পরের ম্যাচে বিশেষ কিছুর অপেক্ষায় সবাই। উল্লেখ্য, আগামী সোমবার (১৮ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডেই সিরিজ নির্ধারণী ম্যাচ হবে। সব কিছু বিবেচনায় শেষ ম্যাচটিই দুই দলের জন্য অঘোষিত ফাইনাল।
১৬ মার্চ ২০২৪, ১৩:১৪

মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই লঙ্কানদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সফরকারীদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।  এই ম্যাচে জয়ের অন্যতম নায়ক অধিনায়ক শান্ত। জবাব দিতে নেমে দলীয় ২৩ রানেই তিন উইকেট হারিয়ে বসে টাইগাররা। কিন্তু লড়াই করে ১২২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।  শান্তকে মিডল অর্ডারে যোগ্য সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ সেরা শান্ত বলছিলেন, আমরা জানি যে নতুন বলে খেলাটা বেশ কঠিন। তাই আমি আমার খেলার জন্য সময় নিতে থাকি। পরে মাঠে শিশিরের কারণে বল ভালো আসছিল। বোলিং পেসারদের অবদান নিয়ে তিনি বলেন, আমি দলের সব বোলারদের উপর বিশ্বাস রেখেছি। বিশেষ করে তাসকিন এবং শরিফুল যেভাবে ফিরে এসেছে তা দুর্দান্ত ছিল। ব্যাট হাতে অবদান রাখায় দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহকেও প্রশংসায় ভাসিয়েছেন টাইগার অধিনায়ক। মাহমুদউল্লাহ এবং মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করেছে। মুশফিক ভাই ভালো খেলেছে এবং আমি আশা করি সে তার ফর্ম ধরে রাখবে।'
১৩ মার্চ ২০২৪, ২৩:৪৬

লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে যা বললেন শান্ত
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের আট উইকেটে হারিয়ে বোলারদের ম্যাচ জয়ের কৃতিত্ব দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আমার মনে হয় যেভাবে ফিরে এসেছি, এটা আমাদের ক্যারেক্টারকে দেখিয়েছে। যেভাবে আমরা বল করেছি, তাতে খুবই খুশি। আলাদা করে কোনো বোলারকে কৃতিত্ব দিতে চাই না, তারা সবাই খুব ভালো বল করেছে। শরিফুল বিপিএলেও ভালো বল করেছে, এখানে ফর্ম পেয়েছে, আমি তাকে নিয়ে খুবই খুশি।  প্রথম ম্যাচে ২০৭ রান তাড়া করতে নেমে ২২ বল খেলে ২০ রান করেছিলেন টাইগার অধিনায়ক। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সেরা হয়েছেন তিনি। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেছেন, ব্যাটার হিসেবে আপনি সব ম্যাচেই রান করতে চাইবেন, আশা করি আমি এই ফর্মটা ধরে রাখতে পারবো।   ১৬৬ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশও। প্রথম ছয় ওভারে ৬৩ রান করেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। পরে শান্তর সঙ্গে ৮৭ রানের অপরাজিত জুটি গড়েন তাওহীদ হৃদয়ও। ব্যাটারদের কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, আমার মনে হয় লিটন ও সৌম্য শুরুটা ভালো করেছে, আর পরের দিকে হৃদয়ও খুব ভালো ব্যাট করেছে। আমি যেটা অনুভব করেছি, ম্যাচটাতে পুরো দল ভালো করেছে।  
০৬ মার্চ ২০২৪, ২৩:৩৬

মাহমুদউল্লাহ ও জাকেরকে নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের কাছে হেরেছে বাংলাদেশ। এই টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হলে দলকে শেষ টেনেছে দুই মিডিল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। দুজনের ব্যাট থেকেই আসে ১২২ রান। তাই ম্যাচ শেষে এই দুই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সোমবার (৪ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২০৭ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ২০৩ রান তুলতে পারে শান্ত-লিটনরা। এতে ৩ রানের জয় পায় লঙ্কানরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন অভিষিক্ত জাকের আলি অনিক। ব্যাট হাতে বুড়ো হাড়ের জোর দেখিয়েছেন দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদও। ৩১ বলে অর্ধ-শতক হাঁকিয়ে ৫৪ রান করে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।  ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, এটা খুব ভালো একটা ম্যাচ ছিল। খেলোয়াড়রা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। দলে এসেই নিজের সামর্থ্য দেখিয়েছে জাকের। আমরা শুরুতে বোলিংয়ে ভালো করলেও পরবর্তীতে আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তবে জাকেরের সঙ্গে রিয়াদের ইনিংসটিও ছিল বিস্ময়কর। আশা করি পরের ম্যাচেও তারা অবদান রাখবে। সদ্য সমাপ্ত বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে টেল-এন্ডারে নেমে মারকুটে ব্যাটিংয়ের কীর্তি দেখিয়েছেন জাকের। অভিজ্ঞ মাহমুদউল্লাহও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন প্রায় ১৭ মাস পর। জাতীয় দলের অন্য ফরম্যাটে ধারাবাহিক এই ব্যাটসম্যান বিপিএলেও বেশ কয়েকটি কার্যকরী ইনিংস খেলেছেন ফরচুন বরিশালের হয়ে। 
০৪ মার্চ ২০২৪, ২৩:২২

বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন শান্ত
গত বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছিল নাজমুল হাসান শান্ত। বিশ্বকাপ ছাড়া প্রতিটি সিরিজেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। তাই এবার তিন ফরম্যাটের অধিনায়কত্ব পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। দায়িত্ব পেয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে গণমাধ্যমের মুখোমুখি শান্ত। সেখানে অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্য নিয়ে বলেন, আমার মনে হয় সবার আগে দলের কথা চিন্তা করা উচিৎ। আগেও যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় চিন্তা ছিল কীভাবে দলে ইনপুট দিতে পারি।  ‘আমার মনে হয় এটা এখন আরও ভালোভাবে সহায়তা করবে। ক্যাপ্টেন হওয়ায় অনেক কিছু একা করতে হবে এমন করে ভাবছি না। যার যার দায়িত্ব সবাই পালন করলে আমার কাজ সহজ হয়ে যাবে।’ অধিনায়কের দায়িত্ব পাওয়ায় গর্বিত শান্ত। যে কারণে বিসিবির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে শান্ত বলেন, এটি অবশ্যই অনেক আনন্দের। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে। এই সুযোগ বিসিবি করে দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত। ওয়ানডেতে ভালো করলেও কোনো টুর্নামেন্ট জিততে পারেনি বাংলাদেশ। এ নিয়ে নতুন অধিনায়ক শান্ত বলেন, ওয়ানডেতে মাশাআল্লাহ আমরা ভালো করছি। দল হিসেবে এখনও বড় কোনো টুর্নামেন্ট জিততে পারিনি। কীভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি বা দেশের হয়ে ট্রফি নিয়ে আসতে পারি ওই প্ল্যান নিয়ে আগাবো। এছাড়া টি-টোয়েন্টি নিয়ে শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আরও উন্নতি করতে পারলে যেকোনো কন্ডিশনে যেকোনো দলের বিপক্ষে ভালো করতে পারব। দিনকে দিন প্ল্যান আরও পরিষ্কার হবে। ৩ ফরম্যাটে আমরা যারা খেলব, যে ৩০-৩৫ প্লেয়ার আছে জাতীয় দলের আশপাশে, প্রত্যেকের দায়িত্ব যার যার জায়গা থেকে দলের জন্য অবদান রাখা।’
০৩ মার্চ ২০২৪, ১৭:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়