• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ইংল্যান্ডের ‘বাজবল’ নিয়ে খোঁচা দিলেন রোহিত শর্মা
গত কয়েক মাস ধরেই টেস্ট ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু ইংল্যান্ডের বাজবল তত্ত্ব। মূলত আগ্রাসী ক্রিকেটই এই তত্ত্বের মূলমন্ত্র। তবে চলমান ভারত সিরিজে সেই বাজবল তত্বের সুবিধা করতে পারেনি ইংলিশরা। তাই সময় বুঝেই বাজবলকে খোঁচা দিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ২০২২ সালে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে যাত্রা শুরু হয় বাজবলের। ব্রেন্ডন ম্যাককালাম হেড কোচ এবং বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর পাল্টে গেছে ইংল্যান্ড টেস্ট দলের চেহারা। মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব আর ড্রেসিংরুমে ম্যাককালামের মাস্টার মাইন্ড। সবমিলিয়ে সেই সিরিজ দিয়ে নতুন যুগে পা রাখে ইংলিশদের টেস্ট ক্রিকেট। ম্যাককালামের ডাকনাম 'বাজ' এর সঙ্গে মিলিয়ে তাদের এই আগ্রাসী ক্রিকেটের নাম দেয়া হয় 'বাজবল তত্ত্ব'। এরপর থেকে যতগুলো টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড, সবগুলোতেই তাদের আধিপত্য ছিল। এমনকি টেস্ট হারলেও আক্রমণাত্মক মনোভাব বজায় ছিল তাদের। তবে চলমান ভারত সফরে যেনো সেখানে ছেদ পড়েছে। টানা তিন হারে পাঁচ টেস্টের সিরিজটি এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে হেরে যায় স্টোকসের দল। সিরিজের শেষ ও পঞ্চম টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, আমি সত্যিই জানি না, বাজবলের মানে কী। ক্রিজে গিয়েই মারমুখী ব্যাটিং করা নাকি রক্ষণাত্মকভাবে খেলা এবং আলগা বলের জন্য অপেক্ষা করা। আমি একজনকেও দেখিনি, যে খুব মেরে খেলেছে। তাই আমি আসলে জানি না, এই শব্দের মানে কী। রোহিত আরও বলেন, অবশ্যই তারা গতবার এখানে যে ক্রিকেট খেলেছে তার চেয়ে ভালো করেছে। আর তাদের দুজন ব্যাটসম্যানকে কৃতিত্ব দিতেই হবে, যারা এখানে বড় সেঞ্চুরি করেছে, ভালো খেলেছে। তারা সাফল্য পেতে তাদের পদ্ধতি প্রয়োগ করে এবং সেই সাফল্য পেয়েছেও। কিন্তু এর বাইরে বাজবলের অর্থ কী আমি জানি না।
০৭ মার্চ ২০২৪, ১৭:৫১

পুত্র সন্তানের মা হলেন আনুশকা শর্মা
দ্বিতীয়বার মা হয়েছেন বলিউডরে জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিরাট ও আনুশকার সংসারে নতুন অতিথি এসেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিরাট কোহলি নিজেই। কোহলি লেখেন, সবাইকে খুশির সঙ্গে জানাচ্ছি যে ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্রসন্তান ও ভামিকার ছোট ভাইকে এ পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমাদের এমন সুন্দর মুহূর্তে আপনাদের আশীর্বাদ চাই।   বিরাটের পোস্টের ঠিক তিন মিনিট পরেই আনুশকা শর্মাও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একই খবর জানিয়েছেন।   প্রসঙ্গত, ভালোবেসে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা। তবে মেয়েকে এখনও সেভাবে প্রকাশ্যে আনেননি এ দম্পতি।      
২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯

শুটিংয়ে যে কারণে অক্ষয়কে চড় মারেন ক্যাটরিনা
বলিউডের জনপ্রিয় দুই তারকা অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দুজনে। তবে এবার জানা গেল, এক সিনেমার শুটিংয়ে নাকি অক্ষয়কে চড় মেরে বসে ক্যাটরিনা। হঠাৎ কী কারণে অক্ষয়ের সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছিলেন ক্যাটরিনা? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে তাদের ভক্তদের মনে।        ‘দ্য কপিল শর্মা’ শোতে হাজির হয়ে সেই রহস্য ফাঁস করলেন অক্ষয়-ক্যাটরিনা। খোলসা করেন সেদিন আসলে শুটিং সেটে ঠিক কী ঘটেছিল? রোহিত শেট্টির নির্মিত ‘সূর্যবংশী’ সিনেমার শুটিংয়ে অক্ষয়কে চড় মারেন ক্যাটরিনা। যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা থাকে তুঙ্গে। নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় অন্দরমহলের সেই কাহিনি।  সিনেমাটির একটি গানে রোম্যান্সও আছে, আবার অক্ষয় কুমারের গালে একটা চড় মারার দৃশ্যও রয়েছে। শোয়ের সঞ্চালক কপিল শর্মা অক্ষয়ের কাছে জানতে চান,  এই সিনেমায় দুই প্রকারের দৃশ্যই রয়েছে। কোন দৃশ্যে বেশি রিটেক হয়েছিল?  এমন প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, চড়ের দৃশ্য একটা টেকেই গ্রহণ করে নেওয়া হয়েছিল। আসলে চড় যাতে আসল মনে হয়, তাই ক্যাটরিনা সত্যি সপাটে চড় মেরে দিয়েছিল আমার গালে। যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়।  এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল অক্ষয়কে চড় মারার সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার ছলেই দর্শকদের সামনে উপস্থাপনা করেছিলেন এই জুটি।  সূত্র : নিউজ নাইন   
২৩ জানুয়ারি ২০২৪, ১৩:৫৯

টাঙ্গাইলে ভোটকেন্দ্র পরিদর্শনে ভারতীয় পর্যবেক্ষক ধর্মেন্দ্র শর্মা
জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন ভারতের পর্যবেক্ষক দলের প্রধান ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার। রোববার (৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইল-২ আসনের ভূঞাপুর উপজেলার ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূঞাপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ভোটকক্ষে প্রবেশ করে ভোটের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।  
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়